প্রিয়তমা

প্রিয়তমা !! Part- 18

ভাইয়া আসার কয়দিন পর থেকেই আমাদের ঘরের কাজ শুরু করা হলো..!!প্রায় কাজ শেষ হয়ে এসেছে..!!

ড্রয়িংরুম আর ডাইনিং রুম সুন্দর করে ডিজাইন করা হচ্ছে..!!!আর ভাইয়ার রুমটাও বড় করে সুন্দর নিউ ডিজাইন করা হচ্ছে..!!!

আর বাকি রুমগুলো এমনি কালার করছে..!!!আর ছাদে আমার প্রিয় দোলনা লাগিয়েছে সেই প্রথমেই..!!!

আমার যতটুক মনে হচ্ছে ভাইয়া এবার বিয়ে করে তারপরই স্পেনে ব্যাক করবে..!!!কারণ আমি কেনো যেনো একটা বিয়ে বিয়ে গন্ধ পাচ্ছি..!!!!

দেখা যাক কি হয়..!!!

এই কয় দিন সাদিফ ভাইয়া আর আমার ভাই একসাথে শুধু ঘুরাফিরা করেছে..!!!

মানে কি বলবো…!! সাদিফ ভাইয়াকে যে আল্লাহ্ এত্ত এনার্জি কোথা থেকে দেয় আল্লাহ্ই জানেন..!!
আমাকে কলেজে আনা নেওয়া, পড়ানো,অফিসের কাজ,ভাইয়ার সাথে ঘুরাঘুরি করা..!
ওবাপরে …!!!

ওহহ!!আবার আমাদের ঘরের কাজেও অনেক সাহায্য করেছেন..!!!

কাজ কতটুক এগিয়েছে…এইদিকে এটা করতে হবে ঐদিকে ঐটা করতে হবে এসব বলে বলে বেচারা মিস্ত্রীদের চিল্লাতেই থাকে…!!!

খালামণি যে উনাকে পেটে নিয়ে কি তিতা খেয়েছেন কে জানে..!!!সব তিতা কথা..!!!বেচারা মিস্ত্রিগুলো উনি আসলেই মুখ গোমড়া করে ফেলেন…!!!!

ঘরের অবস্থা নাজেহাল কারণ এখন সব জিনিসই উল্টা পাল্টা..!!!তাই এখন সাদিফ ভাইয়া আমাকে রুমেই পড়ান…!!!

ফাইনাল এক্সামের আর সপ্তাহ খানেক বাকি..!!এরপর আমি সেকেন্ড ইয়ারে উঠে যাবো..!!!আহহা!! কেমন যেন বড় বড় ফিলিংস হচ্ছে…!!!

সাদিফ ভাইয়ার অফিসে এখন কাজের চাপ অনেক বেশি! তাই উনি প্রায় জুমান আপুকেই আমাকে পড়াতে বলেন কিন্তু আপু আসেন না আমাকে পড়াতে..!!!
আর ইতি আপু পড়ানোতে এক্সপার্ট না…!!

তাই না চাইতেও উনাকে কষ্ট করে আসতে হয় আমাকে পড়াতে…!!!হাজার এনার্জেটিক হলেও উনি তো আর রোবট না!!!! কাজের চাপ উনার চেহারায় স্পষ্ট ফুটে উঠে…!!!

আজও মনে হয় অনেক মিটিং করে এসেছেন..!!কারণ
সাদিফ ভাইয়া যেদিন বেশি মিটিং করেন সেদিনই উনার কোট হাতে থাকে,শার্ট ইন করা থাকে না,শার্টের হাতা কুনুই পর্যন্ত উঠানো থাকে আর উনার সেট করা চুল একটু এলোমেলো থাকে..!!!!

উনাকে এমন পর্যবেক্ষণ করা আমার প্রত্যেকদিনের কাজ…!!!আমার অনেক ভালো লাগে সাদিফ ভাইয়াকে এভাবে দেখতে…!!চুপিচুপি আড় চোখে উনার দিকে তাকালেই আমার বুকে একটা শীতল হাওয়া বয়ে যায়…!!!ইসস..!!এই অনুভূতিটা আমার খুব নার্ভাস লাগে আবার অনেক বেশি ভালো লাগে..!!
এটা কোন ধরনের অনুভূতি খোদা জানে…!!!

🌸

“শেফা…!!তুই একটু ওয়েট কর..!!আমি একটু শাওয়ার নিয়ে আসি..!!আজকে আমি অনেক বেশি টায়ার্ড..!!!শাওয়ার না নিলে আমার মাথা ঠান্ডা হবে না”…!!!

“আচ্ছা..!!!আমি ভাইয়া থেকে কাপড় এনে দিবো??ভাইয়ার রুমে তো কাজ চলছে..!!তাহলে গেস্ট রুমের ওয়াশরুমে যান…???আমি আপনাকে কাপড় এনে দিচ্ছি”…!!

“এই দাড়াও..!!!এতগুলো লোকের মধ্যে যেতে হবে না তোমাকে…!!!আমি রাফসান কে বলছি..!! ও এখানে এনে দিবে..!!আর আমি এই রুমের ওয়াস্রুমে শাওয়ার নিবো”…!!!

হ্যাঁ??? ছি ছি..!!মেয়েদের ওয়াশ্রূমে কত পার্সোনাল জিনিস থাকে..!!উনি কি জানে না???…এই নির্লজ্জ লোকটাকে আমি কি বলি এখন…!!!

“নাহ্..!!এটা আমার ওয়াশরুম.!!আপনি যাবেন না..!!আর একটা মেয়ের ওয়াশ্রূমে এভাবে কোনো ছেলে যাওয়া ঠিক না…!!সো”!!!…

“এখন তোর মতো পুচকি থেকে আমার জ্ঞান নিতে হবে? এটা আমার প্রোপার্টির ওয়াশরুমে…!!!আর আগে থেকে প্রোপার্টির পার্সোনাল জিনিস সম্পর্কে জেনে রাখা আমার কর্তব্য”..!!!(চোখ টিপে)

এরপর উনি ভাইয়াকে ডেকে কাপড় নিয়ে হন হন করে চলে গেলেন শাওয়ার নিতে…!!!

এতো চেষ্টা করলাম কিন্তু উনি আমাকে যেতেই দিলো না ওয়াশরুমে…!!!

“ধুর” বলে আমি একেবারে রুম থেকেই চলে গেলাম..!!

.
.
পড়তে বসেছি অনেক্ষণ হলো…!!কিন্তু মন আপাতত সাদিফ ভাইয়ার দিকেই স্থির…!!এই যে উনার হাতের লোমে বিন্দু বিন্দু পানি,উনার চুল থেকে কপালে টপটপ করে পানি পড়ছে..!!আর উনি বসে বসে কফি খাচ্ছেন…!!
উনি আমার দিকে তাকাতে নিলেই আমি বইয়ের দিকে চোখ নামিয়ে এমন ভাব করছি যেনো আমি সব বুঝে ফেলেছি পড়া..!!!

“একটা জিনিস কি জানো..??তোমার পার্সোনাল জিনিস সম্পর্কে আগে থেকে জেনে ভালোই হয়েছে..!!
এখন আমার মোটামুটি একটা আইডিয়া হয়েছে..!!তুমি কি কি ইউজ করো”..!!

সাদিফ ভাইয়ার কথায় আমার মাথা ঘুরে উঠলো..!!!কি লজ্জাজনক ব্যাপার…!!!আমি উনার দিকে রাগী চোখে তাকালে উনি আমার দিকে ভ্রু কুঁচকে তাকিয়ে বললেন…

“আচ্ছা!!!একটা জিনিস বুঝলাম না…!! ওয়াশরুমে কেউ ইনা”….

কথাটা উনাকে বলতে দিলাম না..!!একলাফে উঠেই আমার দুই হাত দিয়ে শক্ত করে সাদিফ ভাইয়ার ঠোঁট চেপে ধরলাম…..

“আপনি এত অমানুষ কেনো???ছি…!!আপনার দিকে আমি আর কেমনে তাকাবো…!! আল্লাহ্…!!!আপনার মাথায় যা যা আসছে…আপনি যা যা দেখছেন সব ডিলেট করে দিন আপনার মগজ থেকে..!!নাইলে আপনার সাথে কথা নাই”…!!!

সাদিফ ভাইয়া উনার ঠোঁটের উপর রাখা আমার হাতের তালুতে ছোট ছোট চুমু দিতে শুরু করলেন ….!! সাথে সাথেই গায়ে ইলেকট্রিক শক খেলাম…!!

এবার উনার ঠোঁট থেকে হাত উঠিয়ে অসহায় ভাবে বললাম….

“এই বিষয়ে কোনো কথা না..!!!একদম চুপ…!!প্লিজ”..!!

সাদিফ ভাইয়া দাঁত কেলিয়ে মাথা নেড়ে বলল..

“ওকে…!!বাট তোর হাতের তালু খুবই সফট..!!একদম মাশম্যালোর মত”…!!

আর কিছুই বললাম না..!!!খুবই বেশরম একটা কান্ড ঘটে গেলো…!!!!

*
*
আমাকে এক্সামের সময় আনা নেওয়ার কথা আমার ভাইয়ার থাকলেও সাদিফ ভাইয়া এক প্রকার ঝগড়া করেই আমার ভাইয়াকে চুপ করিয়ে দিলেন…!!

ভাইয়া আমাদের এখন একটা গাড়িও নিয়েছে..!!মোটামুটি ভালো রেঞ্জের…!!তবে সাদিফ ভাইয়াদের গাড়ি গুলো তো আরো বেশি দামী আর ব্র্যান্ডের..!!!

বাট আমার ভাইয়া তো এত দামী এফোর্ড করতে পারবে না..!!কিন্তু যেটা নিয়েছে তাতেই আমরা খুশি… আলহামদুলিল্লাহ্…!!!

ভেবেছিলাম আর সাদিফ ভাইয়ার সাথে কলেজে যেতে হবে না..!!কারণ আমাদের এখন গাড়ি আছে আর আমি এটাতেই যাবো..!!কিন্তু ভাইয়া বললো গাড়ি শুধু ভাইয়া দেশে আসলে তখনই ইউজ করবে..!!কারণ একা একা ড্রাইভারের সাথে আসা যাওয়া নাকি সেফ না..!!!ঢঙের কথা???…দুনিয়ার মানুষ আর যেনো ড্রাইভারের সাথে কোথাও যায় না…!!

নিশ্চয়ই এটাও মিস্টার সাদনান সাদিফের বুদ্ধি..!!!উনি ছাড়া এই বুদ্ধি আমার ভাইয়ার মাথায় আসবে না…!!!

*
এক্সামের মাঝেই আমাদের ঘর একদম রেডি হয়ে গেলো..!!সম্পূর্ণ ঘর একদম চেঞ্জ লাগছে…!!! আর আমার ভাইয়া জিনিয়াস অনেক সুন্দর সুন্দর লাইট লাগিয়েছে ..!! এতে ঘর দেখতে আরো সুন্দর লাগছে..!!

আমার রুমে আমি শুধু রং করবে ভেবেছিলাম..!!কিন্তু
নাহ সুন্দর করে ওয়ালপেপার আর সেলিং এ সুন্দর ডিজাইন করলো..!!!ছোট ছোট কালারিং লাইট সম্পূর্ণ
ঘরকে আরো আকর্ষণীয় করে তুলেছে..!!!

আমার এক্সাম শেষেই ঘর নতুন করার ফলে ভাইয়া কিছু হুজুর আনিয়ে ঘর বন্ধ করালো…!!আর মা খালামনিদের দাওয়াত দিলেন..!!

🌸

আজও সেম..!! জুমান আপু আমার সাথে কোনো কথায় বলছে না…!!!আমি তাও আপুর নিজ থেকেই কথা বললাম….

“জুমান আপু কেমন আছো”…??

“ভালো থাকতে দিলি কই”…??

“মানে”..??

“তোকে বলতে বাধ্য নই”…!!!

“কি সমস্যা তোর জুমান…??তুই শেফার সাথে এমন করে কথা বলছোস কেনো”..???(সাদিফ ভাইয়া)

সাদিফ ভাইয়ার কথা শুনে বুঝতে পারলাম উনি অনেক রেগে আছেন আর এখন জুমান আপুকে না থামালে বা উনাকে না থামালে একটা কেলেঙ্কারি হয়ে যাবে…!!

“এই কিছু হয় নি..!!আপনি কেনো আমাদের বোনদের মাঝে আসছেন..??এমনি কথা বলছি আমরা..!! আপনি ভাইয়ার কাছে যান”…!!!

“শেফা প্লিজ..!!এইসব নাটক অফ কর..!!আর ভাই তুমি…!!এই নাগিন থেকে দূরে যাও..!! এখনো সুযোগ আছে”…!!!

এবার তো সাদিফ ভাইয়া রেগে উনার ডান হাত জুমান
আপুকে মারার জন্যে উঠাতেই আমি উনার হাত চেপে ধরলাম…!!!আর ইশারায় না করছি…!! জুমান আপু তো সাদিফ ভাইয়াকে কথাগুলো বলেই হাঁটা দিয়েছিল..!!!

সাদিফ ভাইয়া আপুকে মারার জন্যে হাত উঠাচ্ছিল এটা দেখলে আপু হয়তো আরো কষ্ট পেতো…!!

“আপনি কি পাগল..??আমাকে মারেন ….বকা দেন..!! তা আমি সহ্য করে নি..!!!আপুকে মারার জন্যে হাত তুলেছেন..!!??কেনো”???

সাদিফ ভাইয়া উনার হাত আমার হাত থেকে ছুটিয়ে নিয়ে বললেন….

“তোকে কি কি বলে গেলো…!!!তুই তো গাঁধী জীবনেও কিছু বলবি না…!!!আর আমি তোর হয়ে যা একটু বলতে চেয়েছিলাম..!!কিন্তু তুই দিলি কই!!!!এখন বল তোদের মাঝে কি হয়েছে”…???

“যা হয়েছে..!!??আপনার কি… ???আপনার জন্যে উনি আমাকে আবারো খারাপ ভাববে”..!!??

“খারাপ….??খারাপ কেন??তোদের নাকি নরমাল কথা হচ্ছিলো..!!এখানে খারাপ কেন..!!আমার ফুলকে খারাপ ভাবার ও কে”???!!!(চিল্লিয়ে)

“উফফ..!!প্লিজ..!! যা”….

কথার মাঝেই ভাইয়া এসে বললো…

“কিরে??তুই আমার বোনকে চিল্লাচ্ছোস কেনো”…??

“রাফসান প্লিজ..!!তোর এই বোনকে আল্লাহ্ কি দিয়ে বানিয়েছে…???সে এত অবুঝ কেনো..???আর আমি কিছু আস্ক করলে আমাকে ভয়ে বলেই না..!!আমি কি বাঘ”???

“শেফা কি হয়েছে???ভাই কে বল”..!!!

“কিছুই না ভাইয়া..!!উনি আমাকে এমনিও সবসময় বকা দেয়..!!এই আর নতুন কি”???

কথাগুলো বলেই কাজ করতে চলে গেলাম..!!! কোথায় কি ভেবেছিলাম আর কোথায় কি হয়ে গেলো..!!!ধুর!!

ফাইনাল এক্সাম শেষে অনেক দিন বন্ধ পেয়েছি..!!আর এর মাঝেই খালামণি মাকে ভাইয়ার জন্যে একটা প্রপোজাল দিলেন…!!!

ভাইয়া আগে থেকেই বলে দিয়েছিলেন মেয়ে যেনো মধ্যবিত্ত হয়..!!আর এই মেয়ে একদম আমাদের মনের মত..!!! মেয়ে খালামনির ছোটকালের ফ্রেন্ডের মেয়ে…!!!

*
*
মা, খালামণি, খালু ,সাদিফ ভাইয়া,মামা,মামী আর ভাইয়া গিয়েই প্রথমে দেখে এসেছিলেন ভাবীকে..!!!

মেয়ে ওদের খুবই পছন্দ হয়েছে আর আমার ভাইয়ার ত একটু বেশীই পছন্দ হয়েছে মেয়েকে..!!তাই সেদিনই উনারা ভাবীকে আংটি পড়িয়ে এসেছিলেন..!!!আর ভাইয়ার ব্যাপারে আগে ভাগেই ভাবীর মা বাবা খোঁজ খবর নিয়ে নিয়েছিলেন..!!আর উনারা আমার ভাইয়াকে পছন্দ করেছেন অনেক!!!!

আমি সিউর যে এই মেয়েই আমার ভাবী হবে..!!তাই আগে ভাগেই ভাবী ভাবী করছি..!!!

আজকে আবার আপনারা সবাই মিলেই একটা পাকা কথা ফাইনাল করতে যাবো..!!!

ভাইয়া,খালু,মা,খালামণি,দাদী এক গাড়িতে আর আমি, সাদিফ ভাইয়া,আপুরা অন্যটাতে যাবো..!!!!আজকে আর মামা – মামী যাবে না..!!!কারণ মামার কাজ আছে নাকি…!!!

আজ আমি একটা সুন্দর ব্ল্যাক কালার লং কামিজ পড়েছি আর সাথে একটা সুন্দর ব্ল্যাক হিজাব পড়েছি…!!!সাজ বলতে হালকা পিংক লিপস্টিক আর চোখে একটু কাজল দিয়েছি…!!!

আর সাদিফ ভাইয়া…!!!এই মানুষটা আমাকে দিন দিন উনার কাছে টেনে নিচ্ছেন…!!! হালকা আকাশী কালার শার্টে উনাকে খুবই মায়াবী লাগছে, আর সাথে আছে উনার চোখে সানগ্লাস আর উনার গেজ দাঁত বের করানো হাসি…!! এইটুকুতেই উনাকে যে কোনো মেয়ে দেখলে কাত হয়ে যাবে..!!!ওহ মাই আল্লাহ্…!!!!আমি জাস্ট উনাকে দেখতেই আছি..!!আর মনে মনে মাশাল্লাহ বলতে আছি..!!!

আমিও যে উনাকে কখনো এভাবে লুকিয়ে চোরের মত দেখবো আমি কখনো ভাবিনি…!!!

আর এইদিকে সাদিফ..!!সানগ্লাসের ভিতর দিয়ে তার ফুলকে একপ্রকার চোখ দিয়েই আদর করে নিচ্ছে…!!

উফফ..!!এই মেয়েটা..!!! হিজাবে আজ আরো বেশি মায়াবী লাগছে..!!অবশ্য ওকে একেক লুকে একেক রকম মায়াবী লাগে..!!!বাট মাশাল্লাহ আমার ফুল..!!
একে আমার সামলিয়ে রাখতে হবেই…!!!

ভাবীর বাসায় যেতে প্রায় চল্লিশ মিনিটের মত লেগেছে!
উনাদের একা বাড়ি..!!মিডিয়াম একটা গেট এরপর ছোট্ট একটা উঠান..!!উঠানে মোটামুটি সুন্দর বাগান.!!
আর একটা সেমি পাকা ঘর..!!!!এই সেমিপাকা ঘরটাকেও খুব সুন্দর করে গুছিয়ে রেখেছে..!!!

আমরা গিয়ে কিছুক্ষণ বসার পরই ভাবীকে নিয়ে আনলো উনার ছোট বোন..!!!ভাবী তো মাশাল্লাহ!!

উনার ফর্সা গায়ে সবুজ জামদানি শাড়িটা খুবই মানিয়েছে…!!!ভাবীর সাথে কথা বলে জানতে পারলাম…

ভাবী এবার অনার্স প্রথম বর্ষে..!!উনার বাবার তিনটে মুদি দোকান আছে..!!!আর উনারা দুই বোন..!! বড় বোন উনি…!!ভাবী খুবই মিশুক!! আর অনেক ভদ্র ভাবে কথা বলেন…!!!

সামনের মাসের পাঁচ তারিখ ভাইয়ার বিয়ের ডেট ফাইনাল হয়েছে আর এই সপ্তাহের শুক্রবারে ভাইয়ার আকদ হবে…!!আলহামদুলিল্লাহ্…!!!!

একটু পরেই আমরা ভাবীদের বাসার এদিকে বিলের দিকে হাটতে গেলাম..!!!এই বাচ্চা পার্টি আরকি..!!!
ভাইয়া আর ভাবী তো লজ্জায় লাল..!!এর মধ্যে সাদিফ ভাইয়া বলে উঠলেন….

“কিরে বেডা..!!এখনো বিয়ে করস নি…!!এত লজ্জা পেলে কেমনে চলবে???কথা বলে ফ্রি হো..!!!তোরা একদিকে যা..!!আর শেফা, জুমান,ইতি চলো আমরা অন্যদিকে যায়”…!!!

ভাইয়া ভাবী একদিকে আর আমরা অন্যদিকে হাঁটছি…!!

আপুরা একটু সামনে হাঁটছে..!!!আর সাদিফ ভাইয়া আমাকে উনার সাথেই হাটতে বলছেন..!!!
হঠাৎ করে উনি আমার হাত চেপে ধরলেন..!!!এভাবে হঠাৎ হাত ধরাতে আমি ভয়ে লজ্জায় লাফিয়ে উঠলাম…!!

“কি???এত ভয় আর লজ্জা পেলে চলবে..!!!ভাই বোন দুইটাই ভীতুর ডিম..!!! হাহাহা!! ভয় নেই..!!আমি ছাড়া এই মাশম্যালো হাতটা ধরার কারো দুঃসাহস আছে নাকি”..!!

উনার কথা শুনে মনে মনে বললাম…!!

হ্যাঁ..!!আপনি তো একটা জল্লাদ..!!আপনার সাথে কেউ কেমনে পারবে…!!!

“ফুল”..!!

“হুঁ”

“আজকে তোমাকে অনেক মায়াবী লাগছে..!!খুব প্রিটি
লাগছে তোমাকে..!!মাশাল্লাহ”…!!

সাদিফ ভাইয়ার কথা শুনে আমি উনার দিকে ভ্রু কুচকে তাকালেও…!!!মনে মনে আমার তো লাড্ডু ফুটছে..!!

ইসস..!!এই জল্লাদটা আমার তারিফ করেছে..!!!ভাবতেই মনটা একদম খুশি হয়ে গেলো..!!আহহা!!!

চলবে…..♥️

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *