তারে আমি চোখে দেখিনি

তারে আমি চোখে দেখিনি !! Part- 08

মায়ার চিৎকার শুনে মাহির ধড়ফড়িয়ে বিছানা ছেড়ে উঠে পরে।
মাহিরঃ কি হয়েছে! কি হয়েছে!
বলে এদিক ওদিক তাকায়।

মায়াঃ ছিঃ ছিছিছি ছিঃ

মাহিরঃ ওই মেয়ে ছিঃ ছিঃ করছো কেন?
কথাটা মায়ার দিকে তাকিয়ে বলে মাহির।

মায়াঃ তো কি করবো? এমন একটা কাজ আপনি করতে পারলেন?

মাহিরঃ কেমন কাজ? কি করেছি আমি?

মায়াঃ বুঝতে পারছেন না?

মাহির মাথাটা এদিকে ওদিকে ঝাকিয়ে না বোঝায়।

তারপর মায়া মাহিরের মাথাটা বিছানার ভিজে অংশটুকুর দিকে ঘুরিয়ে দেয়।

মায়াঃ দেখুন কি করেছেন।

মাহির ভিজে অংশটায় হাত দিয়ে দেখে যায়গাটা ভেজা।

মায়াঃ এবার নিজের প্যান্টে হাত দিন।

মাহির প্যান্টে হাত দিয়ে দেখে প্যান্টটাও ভেজা।

মায়াঃ আপনি বিছানায় ইয়ে করেছেন ছিঃ

মাহিরঃ কি বললে তুমি?

মায়াঃ ঠিকই বলেছি।আপনি ইয়েও করেন এই বয়সে বিছানায়।দাড়ান সবাইকে বলতে হবে!

মাহিরঃ বুঝেছি! এই সব তোমারই কারসাজি। রাতে বিছানায় ঘুমাতে দিই নি এজন্য এসব করেছো তাই না? তোমাকে তো আমি…

বলেই মাহির মায়াকে ধরতে যায় আর মায়া ছুট লাগায়।ছুটতে ছুটতে ওয়াশরুমের মধ্য চলে আসে মায়া আর মাহির মায়ার পিছু পিছু ছুটে আসে।

মাহিরঃ এবার কোথায় যাবে? বের হবার কোনো পথ নেই তোমার!

মায়াঃ দেখুন কাছে আসবেন না একদম আমার!

কে শোনে কার কথা! মাহির সামনে আগাতে থাকে আর মায়া পিছাতে থাকে।মাহির যতো আগায় মায়া ততো পিঁছায়।তারপর মায়া গিয়ে দেয়ালের সাথে বেঁধে যায়। এবার মাহির মায়ার খুব কাছে চলে আসে।মায়ার দুইপাশে মাহির এমন ভাবে হাত রাখে যে মায়া বেরই হতে পারে না।

মায়াঃ আমি কিন্তু চিৎকার করবো?

মাহিরঃ করো!

মায়াঃ সত্যিই কিন্তু চিৎকার করবো!

কথাটা বলেই মায়া তাকিয়ে দেখে মাহিরের মুখটা তার খুব কাছে চলে এসেছে। মাহিরের নিঃশ্বাষগুলো মায়ার মুখে পরছে।মায়া খিঁচে নিজের চোখদুটো বন্ধ করে নেই।

তারপর ঠাসসসস!

একটা চর বসিয়ে দিয়ে মাহির মায়ার থেকে দূরে সরে আসে।

মায়ার উল্টোদিকে মুখ ঘুরিয়ে তারপর বলতে শুরু করে,
মাহিরঃ ফাজিল মেয়ে কোথাকার! বেয়াদবি করারও একটা লিমিট থাকে।আর তুমিতো তাও ছাড়িয়ে ফেলেছো।এসব ছাড়া কি আর কিছুই পারো না? কেমন ধরনের মজা এটা? সয়তান মেয়ে… বলেই বাথরুমের বালতিটাই একটা লাথি দিয়ে মাহির বেরিয়ে আসে।

আর মায়া সেখানেই দাড়িয়ে থেকে গালে হাত দিয়ে কাঁদতে থাকে।

কিছুক্ষণ পর সোহাগ আসে দেখতে মায়া আর মাহিরের মধ্যে সবকিছু ঠিক হয়েছে কিনা তাই!

রুমের দরজায় নক করে মাহিরকে আর মায়াকে ডাকে।

সোহাগঃ মাহির, মায়া তোমরা উঠেছো ঘুম থেকে?
,
,
,
,
,
,
,
চলবে,,,,

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *