এলাকার বড় ভাই

এলাকার বড় ভাই !! Part- 09

মাথায় কিছুই আসছে না..ভাইয়া কেন এমন করল..??
আমি একটা ছেলের সাথে কথা বলি বা হাতই ধরি.. এতে এমন করার কি হল!!
আমার কি তাকে জিগ্যেস করা উচিৎ.. না আবার রেগে গেলে.. দরকার নেই..কাল যাবই না বৌভাতে…জা হওয়ার হবে… আম্মুকে যেভাবেই হোক ম্যানাজ করে নিব!!
**
-কিরে.. রেডি হবি না.. দেরি হয়ে যাবে তো… কনেপক্ষ বের হবে.. তাড়াতাড়ি কর!!
-মা..তুমি যাও না…আমার মাথাটা ভিষন ব্যাথা করছে!!
-সে কি.. মাইগ্রেন এর ব্যাথা আবার হচ্ছে নাকি??
(oh.. Mom you are great… দারুন কথা মনে করিয়েছ)
-হ্যা আম্মু সেটাই… হটাত করেই খুব ব্যাথা করছে… আমি বিছানা থেকে উঠতেই পারছি না…!!(আরও অভিনয় করে)!!
-আচ্ছা.. তাহলে আমরা কেউ ই যাব না…তোর বাবা কে বলছি.. তোকে ডাক্তার এর কাছে নিয়ে যাব!!
.
এই যা!!
.
-না মা…আমি ঔষধ নিয়ে আর একটু বিশ্রাম নিলেই ঠিক হয়ে যাব…. আমাদের জন্য তোমাদের যাওয়া টা মাটি করো না… তাছাড়া বাড়ি থেকে তো কাউকে যেতেই হবে….!!
-আচ্ছা.. তুই বিশ্রাম নে.. আমি তোর জন্য কিছু রান্না করে নেই!!
সরি আম্মু… তোমাকে মিথ্যা বলতে হল…..
কনেপক্ষ কিছুক্ষন পর বেড়িয়ে পরল!!
২:৩০ টা বাজে…. বসে বসে bore হচ্ছি…..একা বাসায় কিচ্ছু করার নেই..টিভিতে ও ভাল কিছু দেখাচ্ছে না!! ধুর সায়মাও ওর খালার বাড়ি ঘুরতে গেছে… নাহলে ওকেই ডাকতাম!!
হঠাত ফোন বেজে উঠল… গুন্ডা মশাই এর টেক্সট!!
“”তুমি আসোনি কেন??!! জুই ভাবী তোমাকে খুঁজছে “”
আমি তো জুই আপুর কথা ভুলেই গিয়েছিলাম!!
“”আমার শরীর খুব অসুস্থ ভাইয়া… আমি আজ আসতে পারব না…. আপনি জুই আপুকে সরি বলে দিয়েন.. আমি পরে কল করে কথা বলে নিব!! “”
কিছুক্ষন পরে রিপ্লাই আসল…
“”” তুমি যদি এখন এখানে না আস…তাহলে আমি তোমার বাসায় চলে আসব””
এইটা আবার কেমন কথা… আমার শরীর ভাল না তা জানার পর ও এমন কেন করতেসে?? আজব তো!!
“”আমি যাব না… আমার ভাল লাগছে না!!””
“”ভেবে নাও…?? “”
হুমকি দিচ্ছে নাকি আমাকে….. হুহ আমি ভয় পাইনা…ও কি বাঘ না ভাল্লুক !!
(face it ইরা…তুমি ভয় পাও বলেই যাও নি)
না আমি পাইনা
(হা তুমি পাও)
না
(হা)
না
(হা)
না
(হা)
আআআহহহহহহহ।।।।।
“””আপনার যা করার করুন…আমি আজ আসব না..ব্যাস”””
এর পর আর কোন রিপ্লাই আসল না…দেখেছ..আমি ভয় পাইনা!!
**
আমি একটা উপন্যাস এর বই পড়তেছি.. হটাত ফোনটা বেজে উঠল…. এই অবেলায় আবার কে ফোন দিল… নাম্বার না দেখেই আমি কল রিসিভ করলাম!!
-হ্যালো!!
-বারান্দায় আস!!
কে??নাম্বারটা দেখলাম… “গুণ্ডা ”
কি উনি সত্যিই চলে এসেছেন?? কি সাংঘাতিক লোকরে বাবা!!
আমি খাট থেকে নেমে বারান্দায় গেলাম… উনি উপরে তাকাল!!
-আপনি এখানে কি করছেন??
-কেন তোমাকে তো বলেছিলামই…. তুমি না আসলে আমি চলে আসব.. তাই এসেছি…!
তার মুখে আজ প্রতিদিনের মত রাগী ভাবটা নেই….বরং একগাল দুষ্ট হাসি লেগে আছে!!
ইরা সৌন্দর্যের বনর্না করা বন্ধ কর!!
-ভাইয়া… আপনি প্লিজ এখান থেকে যান….. আপনাকে এখানে কেঊ দেখলে…
-first of all…আমাকে ভাইয়া বলা বন্ধ কর.. আমি তোমার কোন সম্পর্কের ভাই হ্যা??
-তাহলে আপনাকে কি বলব?? আপনি তো এলাকার বড় ভাই ই তাইনা??
-হতে পারে… এসব বাদ দাও…. তাড়াতাড়ি রেডি হয়ে নিচে আস!!
-আমার মাথা খুব ব্যাথা…..আমি আজ আসতে পারব না!!
-মাথা ব্যাথা না ভয় …??
-মানে!!
-আমার ভয়ে তুমি আসতে চাও না তাইতো??
-কি আপনার ভয়?? হাসালেন..আপনি কি ভুত যে আমি আপনাকে ভয় পাব??
-সেটা জানি না…কিন্ত ভয় তো পাওই!!
-মোটেই না….!!
-তাই তাহলে প্রমান কর…. রেডি হয়ে নিচে চলে আস!!
-বললাম তো আমি আসব না!!
-তাহলে আমি উপরে চলে আসছি.. ভেবে দেখ… এখান অবধি চলে আসলে উপরে আসা কোন ব্যাপারই না!!
-এই না… উফ ঠিক আছে। আমি আসছি…. আপনি অনুষ্ঠানে যান.. আমি রেডি হয়ে আসছি!!
-তোমাকে না নিয়ে আমি এক পা নড়ব না!!
-আজব তো…বৌভাতের অনুষ্ঠান.. একটু তো সময় লাগবে রেডি তাই না…আপনি কি এতক্ষন দাঁড়িয়ে থাকবেন??
-লাগুক…. আমি একা যাব বলে আসেনি…take your time … bye!!
উফফ.. কি জালা.. এবার সত্যিই মাথায় ব্যাথা উঠে যাবে আমার!!
আবার টেক্সট আসল..
“”তাড়াতাড়ি কর!!!!!”””
কোন উপায় নেই… এই দানবের সাথে পেরে উঠা সম্ভব না…রেডি হয়ে নেই!!
আজ আর শাড়ির ঝামেলা করব না….হাত মুখ ধুয়ে একটা সাদা ড্রেস বের করলাম….!!
ভারি কানের দুল…. হাতে সোনালি চুড়ি… হালকা সাজ… আর আমার পায়েল জোড়া!!
চুল গুলো খুলে নিলাম…. জুতো পরে ফ্ল্যাট লক করে নিচে নামলাম!!
অভদ্র মহাশয়ও আজ সাদা রঙের পাঞ্জাবি পরেছে… আমাকে দেখে আবার সেই একগাল হাসি দিল!!
শয়তান এর হাড্ডি….!!
সে বাইক বসল…
-আমরা বাইকে যাব??
-দেরী হয়ে যাচ্ছে তাড়াতাড়ি উঠ!!
নাহ লাভ নেই… কোন কথা না বলে আমি বাইক এ উঠলাম….!!
বাইক start দিলে আমি তার কাধে হাত দেই.. যাতে পরে না যাই!!
-আজ বলার আগে হাত দিলে যে??
বলে হাল্কা হেসে উঠে… হাসি চাপার চেষ্টাও করছে!! গুণ্ডা একটা!!
৩০ মি পর আমরা সেখানে চলে আসি..!!
-ব্যাস এখানেই থামান!!
-সেন্টার সামনের গলিতে…..!!
সে বাইক থামালে আমি নেমে যাই!!
-আমি জানি…কিন্তু আপনি আর আমি একসাথে গেলে লোকে কি বলবে??
-কি বলবে ইরা??
৫বছরের বাচ্চার মত আমাকে জিগ্যেস করছে… লাগে যেমন কিছুই বুঝেনা!!!
-কচু বলবে… আপনি আগে যান.. আমি আসছি!!
-তোমার উপর বিশ্বাস নেই..তুমি যদি বাসায় চলে যাও..তুমি আগে যাও আমি তোমার পরে আসছি!!
-মানে আপনি আমাকে follow করবেন… not surprising… indirectly আপনি আমাকে follow ই করছেন!!
-আজকে কি হয়েছে বলত ইরা??? তুমি আমার চোখে চোখ রেখে…এত্ত confidently কথা বলছ?? আগে তো কথা বলতে আওয়াজ কাপতোঁ??
আমার চোখ automatically নিচু হয়ে গেল…আমি নিজেও জানি না কেন..??
সে মাথা নিচু করে আমার দিকে তাকিয়ে বলল..
-কি madum?? I’m waiting!!
আমি কিছু না বলে তার দিকে তাকালাম।।
-আপনি ফারাবিকে এত্ত কেন মেরেছেন?
-কেন তোমার দরদ লাগছে ওর জন্য??
-এটা আমার উত্তর না!!
তিনি একটা লম্বা নিশ্বাস নিলেন!!
-তুমি আমার মানা করার পরও ওর সাথে কেন কথা বলেছ??
-তাই বলে আপনি ওকে এত্ত মারবেন???
-তুমি ওর সাথে কথা না বললে.. ওই তোমার হাত ধরার সাহস পেত না…. তাছাড়া আমি তোমাকে তো আর মারতে পারব না.. তাই ওকে মেরেছি!!
-আপনি আমাকে মারতেন কেন???
-কারন তুমি আমার কথা শুন নি!!
আমার চোখ বড় হয়ে গেল… উনি আমাকে মারতেন..
-চোখ ছোট কর…ছিটকে বেরিয়ে পরবে তো!!আমি মারি নি এখনো তোমাকে!!
অসভ্য একটা!!
তিনি আমার কপালের সামনের চুলগুলো ঠিক করে দিয়ে বললেন..
-এখন যাও..নাহলে অনুষ্ঠান শেষ হয়ে যাবে!!
আমি ১ পা পিছিয়ে গেলাম…. তিনি হাত সরিয়ে নিলেন….আর আমি দ্রুত পায়ে অনুষ্ঠানে গেলাম!!
“”””””””””””””৩মাস পর :””””””””””””
-আপু এই অংকটা বুঝতে পারছি না!! (আয়াত)
-সরল করতে হবে… থার্ড ব্রেকেট এর কাজটা আগে কর!!
আজ পুরো তিনটা মাস হয়ে গেল… ওই ঘটনার পরে….. এর পর ভাইয়ার সাথে আমার তেমন কোন কথা হইনি!!
মাঝে মধ্যে টেক্সট দিয়ে জানতে চাইত আয়াত এর পরা কেমন চলছে?? আর আমি কেমন আছি!!আর এমনে চোখের দেখা হলে সালাম দিতাম!!
ফারাবি নাকি সেদিন বৌভাতে এসে তাড়াতাড়ি চলে গিয়েছিল.. বেচারা খুব ভয় পেয়েছে বোধ হয়!!
– আয়াত… এলাকায় এখন.. শহীদ ভাই মামুন ভাই.. কাউকে যে দেখি না!!??
-আপু…. শহীদ ভাই আর রানা ভাইয়া তো partnership এ ব্যবসা শুরু করসে….এখন ওখানেই বেশি সময় দেয় আর মামুন ভাইয়া এক্সাম এর জন্য ঢাকার বাইরে…. রাশেদ ভাইয়ার দেশের বাইরে যাওয়ার কথা চলছে.. আপাতত সে ইব্রাহিম ভাইয়ার দোকানে কাজ করে!!
-ইব্রাহিম ভাইয়ার দোকানে??
-হা আপু.. আপনি জানেন না?? ভাইয়ার যে ৪টা দোকান ছিল..ওটার মধ্যে ২টা ভাড়ায়.. আর ২টার মধ্যে ভাইয়া মোবাইল এর শোরুম করেছে!!
-ওহ!!
-হা আপু… গত সপ্তাহে ভাইয়া হিসাব করল… আলহামদুলিল্লাহ ভাল লাভ হয়েছে.. আর সব সে আব্বুর হাতে দিয়ে দিসে..আব্বু তো খুব খুশি!!
-আলহামদুলিল্লাহ….. শুনে ভাল লাগল… আংকেল এর আর কোন চিন্তা নেই!!
যাক এবার না হলে একটা কিছু হল……ভবঘুরে হওয়ার চেয়ে কিছু একটা করা ভাল!!
“””””পরদিন “”””””
-ইরা….. রান্নাঘরে আয় কথা আছে!!
আমি পড়িতেছিলাম… বই গুছিয়ে রান্না ঘরে গেলাম!!
-এই বিকেলে নাস্তা.. আম্মু কে এসেছে ??
-আয়াত এর আম্মু আব্বু…..!!
এই সময়ে??
-মাথায় কাপড় দাও….যেয়ে ভালমতো কথা বলবা!!
-কি হচ্ছে কি আম্মু বলবা তো.. আংকেল আন্টি হঠাত কেন আসল??
-এটা নেও!!
আম্মু আমার হাতে চায়ের ট্রে ধরিয়ে দিলেন!!
-তুমি না বললে আমি যাব না। কেন এসেছে ওনারা!!
-তোমাকে দেখতে!!
(চলবে)