অন্ধপ্রেম

অন্ধপ্রেম !! Part- 14

(ফোনের প্রবলেম তাই গল্প দিতে লেট হচ্ছে,,সরি সরি)
.
শীতল খুব সুন্দর করে সেজে নিচে একটা রেস্টোরেন্টে গেলো যেখানে রাজ যেতে বলেছিলো .
শীতল আকাশী রংয়ের শাড়ি পড়ে চোখে মোটা কাজল দিয়ে হাতে কাচের লাল চুরি পড়ে সেজেছে রাজের জন্য .
চুল গুলো শ্যাম্পু করে ছড়িয়ে রেখেছে শীতল ।
.
.
শীতল সেখানে গিয়ে বুঝতে পারলো রাজ তার ফরেনার ক্লাইন্টদের সাথে মিট করছে ..
সবাই শীতলকে দেখে চমকে গেলো …
শীতল এতটায় সুন্দরি যে দেখবে সে তাকিয়ে থাকবেই.
শীতল কখনো ভাবতে পারেনি রাজ তার সাথে এমন ভিহেব করবে ..
রাজ সবার সাথে শীতলকে জিএফ হিসেবে পরিচয় দিয়েছে …
শীতলের চোখের পানি টলমল করছে ..
কাজল লেপটে গেলো চোখের পানিতে ..
এটাই কি তাহলে রাজের সারপ্রাইজ ছিলো শীতলের জন্য .
শীতল আসলেই সারপ্রাইজ হলো ..
শীতল জিএফ হিসেবেও খুব প্রশংসা পেলো ফরেনার দের কাছ থেকে .

রাজ একবারও শীতলের দিকে তাকালোনা পর্যন্ত ..
সবাই যেখানে হা করে তাকিয়ে ছিলো ..
.
.
সকালে সবার সাথে রাজ আর শীতল ব্রেকফাস্ট করলো …
রুমে বসে বসে রাজ তার ক্লাইন্টের সাথে ল্যাপটপে মিটিং করেছে আর শীতল হোটেল রুমের বারান্দায় দাড়িয়ে সমুদ্র দেখছে মাঝে মাঝে শুধু আড় চোখে তাকাচ্ছে রাজের দিকে …
.
.
.
শীতল প্রথমে মন খারাপ করলেও পরে মেনে নিয়েছে রাজের অপমান ..
রাজ তবুও তাকে জিএফ হিসেবে পরিচয় দিয়েছে সবার কাছে …
অন্তত তাকে কোনো সম্পর্কের সাথে জড়িয়ে ছে রাজ …
এখন জিএফ হিসেবে পরিচয় দিয়েছে পরে ওয়াইফ হিসেবে পরিচয় দেবে …
বিকোজ একবার না পারিলে দেখো শত বার …
শীতল সহজে হার মানার পাত্রি নয় .
.
.
.
শীতল সমুদ্র পারে একটা দৃশ্য দেখতে পেলো …
একটা ভিক্ষুক তার খোরা স্ত্রিকে কাধে করে নিয়ে ভিক্ষা করছে ..
কতটা ভালোবাসা থাকলে এমন করতে পারে একজন স্বামি …
ভিক্ষুককে দেখে ক্লান্ত মনে হচ্ছেনা …
বিকোজ তার মুখে কোনো ক্লান্তি বা হতাশার ছায়া দেখতে পারছেনা শীতল …
সবকিছুই আসলে ভালোবাসা …
ভিক্ষুক তার স্ত্রিকে অনেক ভালোবাসে তাইতো নিজের সাথে সাথে রাখে …
.
.
শীতলের বেশ হিংসে হলো ভিক্ষুকের স্ত্রির উপর বিকোজ তাকে তার স্বামি বিন্দু মাত্রও ভালোবাসেনা ..
শীতলের বেশ আফসোস হচ্ছে ..তার মনে হচ্ছে রাজ যদি কোনো ভিক্ষুক হতো তাহলে নিশ্চয় রাজও তাকে এভাবে কাছে রাখতো …
.
.
.
দুপুরে রেস্তোরায় বসে বসে প্রায় এক ঘন্টা যাবৎ মেনু কার্ড দেখছে শীতল …
কোথাও কাকড়ার কোনো মেনু পাওয়া যাচ্ছেনা ..
শীতল এখন রাজের হাত থেকে খেতে ইচ্ছে করছে ..
রাজের হাতে এতো মধু আছে সেটা শীতলের জানা ছিলো না ‌..
রাজের হাত থেকে শীতলের খাবার খাওয়ার একটাই উপাই সেটা হলো কাকাড়া …
শীতল কাকড়ার খোসা ছাড়াতে জানেনা তাই রাজ বাধ্য হবে শীতলকে খাওয়াতে …
শীতলের বেড লাক বিকোজ কাকড়ার কোনো আইটেম পাওয়া গেলো না ..

শীতল হতাশ হয়ে মেনু কার্ড রেখে সামনে তাকালো ..
রাজ শীতলের দিকে ভয়াভহ দৃষ্টিতে তাকিয়ে আছে যেনো এখনি চিতা বাঘের মতো শীতলকে খেয়ে ফেলবে …
_এক ঘন্টা লাগিয়ে দিলে খাবার অডার দিতেই ..
তাহলে খাবো কখন ??? এখানে আমার কিছু ক্লাইন্ট আছে তাদের সঙ্গে মিটিং করতে এসেছি ..
তাদের সাথে জিএফ আছে তাই আমাকে তোমায় এখানে জিএফ হিসেবে আনতে হয়েছে ভদ্রতার খাতিরে …
তুমি আমার কতটুকু সময় ওয়েস্ট করেছো জানো You bloody fool lady ..
_Sorry …
_এখন কিছু খেয়ে আমায় উদ্ধার করো …
শীতল একটা ভিজিটেবল ডিস একটু একটু খাচ্ছে আর রাজের দিকে তাকাচ্ছে …
রাজ প্রায় 20 রকমের আইটেম খাচ্ছে…
একের পর এক গপাগপ খাচ্ছে …
রাজ এতো খায় বাট তার স্বাস্থ্য এতো ফিট কেনো …
রাজের বডি একেবারে স্টিল বডি ..
শীতল এতো খেলে তো দুদিনেই বেলুন হয়ে যাবে ..
শীতল কথাটা বলেই হাসলো ..
_You stupid girl .why are you laughing to just like a Crazy girl .
_জি মানে ..
_Whatever …এখানে বসে থাকবে নাকি আমার সাথে রুমে যাবে …
শীতল রাজের পেছন পেছন হোটেলে যাচ্ছে …
রাজ হন হন করে সামনে এগুচ্ছো আর শীতল বেচারি হাপিয়ে যাচ্ছে রাজের সাথে হেটে …
.
.
.
শীতল একটা জিনিস দেখোলো …
সম্ভবত কোনো দম্পতি হবে হয়ত …যে তার ওয়াইফকে কোলে করে সিড়িতে হেটে যাচ্ছে …
রাজের এখানে এসে ব্যায়াম হয়নি তাই লিফট ব্যাবহার না করে সিড়ি দিয়ে রুমে যাচ্ছে এন্ড শীতলকে ও রাজের সাথে যেতে হচ্ছে …
শীতল হঠাৎ চিৎকার করে উঠলো ..
রাজ তাড়াতাড়ি পেছনে তাকিয়ে দেখলো শীতল ফ্লোরে বসে আছে …
_এখানে বসে আছো কেনো ??
আবার কি ড্রামা শুরু করলে ??
_আমি ড্রামা করছিনা ..
আসলে আমার পা মচকে গিয়েছে ..‌
শীতল মাথা নিচু করে তাকিয়ে আছে …
রাজ শীতলকে কিছু না বলেই তাকে কোলে করে নিয়ে হাটতে শুরু করলো …
শীতল চোখ বন্ধ করে রাজের বুকের সাথে লেপ্টে আছে …
রাজের বুকের হ্রদস্পন্দন শুনতে পাচ্ছে সে ..
রাজের প্রতিটি নিঃশ্বাসও অনুভব করছে শীতল ..
শীতলের ও হ্রদস্পন্দন ক্রমশ বাড়ছে বিকোজ রাজ তাকে ওই প্রথম কোলে করে নিয়েছে …
.
.
.
রুমে এসে রাজ থপ করেই শীতলকে বেডে ফেলে দিলো ..
আর নিজেও আটকে গেলো শীতলের সাথে ..
শীতলের চুল রাজের শার্টের বোতামে আটকে আছে ..
দুজনেই দুজনকে ছাড়ানোর চেষ্টা করছে বাট পারছেনা …
শীতল আর রাজ দুজন দুজনের এতো কাছে যে দুজনের প্রতিটি নিঃশ্বাস শোনা যাচ্ছে ‌….
.
.
.
রাজ বোতাম ছাড়াতে গিয়ে শীতলের উপর পড়ে গেলো …
রাজ নিজেকে কন্ট্রোল করতে না পেরে শীতলকে জরিয়ে ধরে kiss করতে শুরু করলো ‌…
শীতল চোখ বন্ধ করে রাজের ডাকে সারা দিলো …
রাজ একপর্যায়ে পাগলের মতো শীতলকে ভালোবাসতে শুরু করে …
মনে হচ্ছে যত যন্ত্রনা সব শীতলের উপর দিয়ে মেটাচ্ছে ….
শীতলের ভিষন কষ্ট লাগছে রাজের এমন ভিহেবিয়ারে‌…
নিজেকে শ
ছাড়ানোর চেষ্টা করছে শীতল বাট রাজ তাকে ছাড়ছেনা …
.
.
.
হঠাৎ রাজের ফোন বেজে উঠে আর রাজ শীতলকে ছেড়ে দিয়ে কিছুক্ষন তাকিয়ে থেকে রুমের বাহিরে চলে গেলো …
শীতল বেড থেকে উঠে আয়নায় গিয়ে নিজেকে দেখলে …
ঠোট ফুলে গিয়েছে আর গায়ের অনেক জায়গায় রাজের দেওয়া চিন্হ .এগুলো যদি ভালোবাসার চিহ্ন হতো তাহলে এতো ব্যাথা করতো না বরং ভিষন সুখ অনুভব করতো সে.
.
.
.
রাজ শীতলকে সব সময় শুধু ব্যাবহারের বস্তু হিসেবে ব্যাবহার করে….
.
.
.
বিকালে শীতলের পিরাপিরিতে সমুদ্র দেখতে গেলো দুজন …
রাজ হাটছে আর তার পাশে শীতল ও হাটছে …
রাজ আর শীতল হাটতে হাটতে একটা বিশেষ জায়গায় চলে গেলো …
যেখানে শীতলের নূপুর পড়ে গিয়েছিলো আর রাজ তার জিবনের পরওয়া না করে ঝাপ দিয়ে নূপুর উদ্ধার করেছিলো …
.
.
.
রাজ আনমনে জায়গাটা দেখে হাসি দিলো ..
শীতল জায়গাটা দেখে রাজের দিকে তাকিয়ে থাকলো ….
রাজের চোখে চোখ পড়তেই শীতল তার জন্য অসীম ভালোবাসা আর ঘৃনা দেখতে পেলো …
.
.
.
শীতল মনে মনে ঠিক করলো এখান থেকে গিয়ে রোদের সাথে কথা বলবে ..
আর রাজকে সব সত্যির মুখোমুখি করবে …
শীতল তাকে ভালোবাসে সেটাও বলা দরকার …
হতে পারে রাজ সব ভুলে গিয়ে শীতলকে মেনে নেবে আর নিজের করা অন্যায়ের জন্য অনুতপ্ত হবে …
.
.
.
রাত হয়েছে শীতল আর রাজ ডিনার করছে …
রাজ আপন মনে খাচ্ছে আর শীতল শুধু রাজকে দেখছে …
খাবার খেতে খেতে রাজ বললো …
_আমি কি কোনো খাবার ??
_মানে ???
_মানে হলো খাবার না খেয়ে আমার দিলো কে তাকিয়ে আছো কেনো ??
আমি তো খাবার নয় যে আমায় দেখে ক্ষুধা নিবারণ করছো …
_আমি কোথায় তাকালাম ??
_আমার সাথে বেশি চালাকি করবেনা ..
এখন খাও চুপচাপ ..
খেয়ে এনার্জি তৈরি করো যেনো আমার দেওয়া ব্যাথা সহ্য করতে পারো …

রাজ উপর হয়ে বেডে শুয়ে আছে …
শীতল ওয়াস রুম থেকেই বেরুতে নিলেই জ্ঞান হাড়ায় ..
শীতল ফ্লোরে পড়ে যাওয়ায় বেশ শব্দ হয় …
রাজ শুয়া থেকে উঠে পড়ে ..
শীতলের চোখ খুলতেই সে ডক্টরকে দেখতে পেলো ‌..
আর রাজকে রহস্যময় ভাবে নিজের দিকে তাকিয়ে থাকতে দেখলো …
.
.
.
চলবে ……