২য় প্রেম ( 2nd Love )

২য় প্রেম ( 2nd Love ) Part- 10

পর্ব ১০
মিহি ডাইরি টা হাতে নিয়ে খুলে স্তব্ধ হয়ে গেল
প্রথম পাতাই লেখা
মিহি তোমাকে বড্ড ভালবাসি
এই লেখা দেখে মিহি মেজো মাকে বলে
মিহি: মেজো মা এই ডাইরির লেখা তো ইশান ভাইয়ার
মেজো মা: হুম ডাইরি টা ওর জন্মদিন এ তোর নানু ওকে দিয়ে বলে ছিল ওর মনের কথা লিখতে
মিহি: কিন্তু এই কথা কেন লিখছে??
মেজো মা: তুই পুরো ডাইরি টা পর মা তাহলে সব বুজবি
মিহি : মেজো মা আমি এই ডাইরি টা পড়ার সাহস পাচ্ছি না কেন
মেজো মা: কারন এই সত্যি টা তুই কখন বুজতে পারিসনি মা তুই ডাইরি পর পরা হলে আমাকে দিয়ে দিস
মিহি: ঠিক আছে
মেজো মা চলে গেল
কিন্ত মিহি ডাইরি ওই লেখা টাই বার বার দেখছে চোখ সরাতে পারছেনা মিহি বসে পড়ল
পরের পাতাই লেখা মিহি আমার সব থেকে কাছের মানুষ ও খুব ভাল কিন্তু আল্লাহ মেয়েটা কে কেন এত কষ্ট দেই ফুফু মারা যাওয়ার পর মেয়েটা কেমন জানি হয়ে যাই নিজেকে সামলে নিয়ে সাবাভিক হয়ে উঠল তখনি আল্লাহ ফুফাকে নিয়ে গেল মেয়েটা একদম শান্ত হয়ে গেল আল্লাহ কেন বার বার ওকে কষ্ট দেই মিহি খুব ভাল
মিহিকে যেদিন আব্বু আমাদের বাসাই আনল সেদিন খুব খুশি হয়েছিলাম নতুন বন্ধু পেয়েছি
আমি সব সময় মিহির সাথে খেলা করতাম
ওকে ক্ষেপাতে খুব মজা পেতাম কিন্তু ও কান্না করলে খুব কষ্ট হত ও আব্বুর কাছে বিচার দিত আব্বু আমাকে মারলে মিহি কান্না করে বলত মেজো মামা ওকে মেরো না বকে দাও আমাকে যেনো না ক্ষেপাই
আমি আর মিহি সব সময় ঝগড়া করতাম এখনো করি
এইভাবে আমরা বড় হতে থাকি আমি মিহিকে কখন যে ভালবাসি ফেলে নিজেও জানিনা মিহিকে এখন মনের কথা বলতে পারিনি ও এখন ছোট নাইন এ পরে ও আর এক্টু বড় হলে ওকে বলব আমার মনের কথা ও নিশ্চয় আমাকে ভালবাসে আমাকে ফিরিয়ে দেবেনা
মিহি খুব ভাল ছাত্রী কিন্তু ফাঁকিবাজ পড়তে না বসালে পড়তে চাইনা মেয়েটা কিছুদিন পর মিহির এস,এস,সি পরিক্ষা কিন্তু মিহির কোন গুরুত নেই সময় আড্ডা দিবে গল্প করবে পড়াশোনার প্রতি একটু ও মন নেই পিচ্চিটার
মিহির আজ থেকে পরিক্ষা শুরু হয়েছে ওর সাথে আমি আর বড় আব্বু গেছিলাম আসার সময় আইসক্রিম খাওয়ার বাইনা ধরল আব্বু আইসক্রিম নিয়ে এসে দিলে খুব খুশি হয়ে বাচ্চাদের মত করে খাচ্ছে আর পুরো মুখে লাগাচ্ছে আইসক্রিম মাখা মুখ টা খুব সুন্দর লাগছিল মিহিকে
মিহির আবদার গুলো খুব ছোট অল্পতেই খুশি মিহি। খুব সহজ সরল মনের মিহি
মিহির পরিক্ষার মধ্যে নিশু আপুর আকদ হয়ে যাই বাসায় সবাই খুশি
মিহির পরিক্ষা শেষ আব্বুর কাছে বাইনা করেছে বান্ধবিদের সাথে ঘুরতে যাবে আব্বুও যেতে পারমিশন দিয়েছে কিন্তু আমার খুব ভয় করছে মিহিকে নিয়ে
মিহি বান্দরবন চলে যাই বান্ধবিদের সাথে মেয়েটা আমাকেও নিয়ে গেল না
মেয়েটা যে কি করছে কে যানে একবার কলও দিলনা
এক্টু আগে মিহি কল দিয়েছিল বলল একটা ছেলে নাকি ওকে কলে করে দিয়ে গেছে হোটেল এ মিহির ছেলেটাকে ভাল লেগেছে মিহি ছেলেটাকে ভালবেসে ফেলবে না তো?? না না আর সময় নস্ট করা যাবেনা এবার মিহিকে আমার মনের কথা বলে দিব মিহিকে আমি খুব ভালবাসি মিহি কেন বুজতে পারেনা মিহিকে অনেক বার কল দিলাম কিন্তু ফোন অফ মেয়েটার কিছু হইনিতো? ? আর কিছু না ভেবে আনিসা কে কল দিয়ে যা শুনলাম তাতে একনিমিষে আমার সব আশা শেষ হয়ে গেল মিহি ওই ছেলেটাকে ভালবেসে ফেলেছি কিন্তু ছেলেটা ভাল তো আমার মিহিকে ভাল রাখবে তো? ? আর কিছু না ভেবেই বান্দরবন চলে গেলাম গিয়ে দেখি মেয়েটা ঘুমিয়ে আছে নিস্পাপ মুখটা ফুলে লাল হয়ে গেছে পাগলিটার
মিহিকে ডেকে উঠালাম রাগে মিহির ফোন টা ভেঙে ফেল্লাম
মিহিকে টানতে টানতে বাইরে নিয়ে বকা দিলাম ওর মন খারাপ সহ্য না করতে পারছিলাম না ওকে হাসানোর জন্য ওকে দেখে হাসলাম আর বললাম নিজের কি অবস্থা দেখছ নিজেকে দেখে মিহি রুম এ চলে গেল আর আমি দারিয়ে চোখের পানি ফেল্লাম যাকে ভালবাসি নিজ হাতে তাকে অন্য মানুষ এর হাতে তুলে দিতে হবে খুব কষ্ট হচ্ছে কিন্ত মিহির সুখের জন্য যে আমার ভালবাসা লুকিয়ে রাখতে হবে আমি না হই একতরফা ভালবেসে গেলাম
মিহির ভালবাসার মানুষকে দেখলাম অনেক সুন্দর সে নাম তার মাহিম তাকে সহ্য করতে না পারলেও সহ্য করে নিলাম কারন সে যে মিহির ভালবাসা মিহি তাকে পেলেই খুশি
মিহিকে আর মাহিমকে রেখে আমি চলে আসলাম বাইরে ওরা ২জন কথা বলছে এর মধ্যে আব্বু কল দিয়ে বলে দাদি অসুস্থ মিহিকে নিয়ে যেতে মাহিম এর সাথে কথা বলে মিহিকে নিয়ে চলে আসি হসপিটাল এ দাদির অবস্থা ভাল না আমাকে ডেকে পাঠালো দাদি আমি কেবিনে গেলে দাদি আমাকে বলে মিহিকে সারাজিবন দেখে রাখতে ওকে খুশি রাখতে আমি দাদিকে কথা দেই সারাজিবন মিহিকে খুশি রাখব সেদিন এ দাদি আমাদের ছেড়ে চলে যাই পরোলোক খুব কষ্ট হচ্ছিল নিজেকে সামলে পরিবার কে সামাচ্ছিলাম কিন্ত মিহিকে শান্ত করতে পারছিলাম না মেয়েটা দাদির মারা যাওয়াই শক পাই এই ছোট জিবনে খুব কষ্ট পেয়েছে আমার পাগলি টা দিন কারর জন্য বসে থাকেনা সবাই আগের মত হয়ে যাই এই ভাবে চলতে থাকে আমার জিবন মাঝেমাঝে মাহিমকে কল দিয়ে মিহির সাথে কথা বলিয়ে দেই আজ মিহির রেজাল্ট দেবে আমি জানি মিহি ভাল রেজাল্ট করবে
মিহির জন্য একটা ফোন কিনে নিয়ে যাই ফোন পেয়ে খুশি হয় মিহি এখন আর কথা বলার জন্য আমার কাছে আসবেনা সেদিন মিহিকে মাহিম এর সাথে দেখা করতে নিয়ে যাই ওরা কথা বলে আমি কাজ এর নাম করে বেরিয়ে পুকুর পারে যাই( এক আপু জজানতে চেয়েছে পুকুর পার টা কয় ঢাকা যাত্রাবাড়ী অপদাই এই জাইগা) একা একা দারিয়ে ভাবছি মিহির মন খারাপ হলে এই জাইগাই মিহিকে নিয়ে আসতাম এখন আর মিহির মন খারাপ হলে আমি জানবো না মাহিম মিহির মন খারাপ ঠিক করে দিব এরমধ্যে মিহি কল দিল
আমি গিয়ে মিহিকে নিয়ে বাসায় যেতে গেলে মিহি না করে ও পুকুরপাড় এ যাবে আমি আর মিহি পুকুর পারে যাই তারপর ঘুরে বাসাই চলে যাই এখন আর মিহি আগের মত আমার সাথে কথা বলে মাহিম এর সাথে সবসময় কথা বলে ও খুশি আসে এতেই আমি খুশি এই ভাভালই চলছে মাঝেমাঝে মাহিম আমার থেকে টাকা নেই মিহিকে গিফট দেয়ার জন্য আমার দিতে ভাল লাগে এই গিফট পেয়ে মিহি খুশি, হয়
হঠাত একদিন একজন ভদ্র মহিলা বাসায় আসে মিহিকে তার ছেলের বউ করার জন্য পরে জানতে পারি উনি মাহিম এর আম্মু বাসার কেউ মিহিকে মাহিম এর সাথে বিয়ে দিতে রাজি না সবাই বুজায় রাজি করালাম বিয়ে ঠিক হল ২দিন পর আকদ হবে মিহির পড়াশোনা শেষ হলে তুলে নেবে মিহির বিয়ের কথা শুনে অনেক কষ্ট হচ্ছিল রাতে আম্মু আমার রুম এ আসে সে বিয়েতে রাজি না কারন আমি মিহিকে ভালবাসি তাই আম্মুকে বুজাই যাতে সে বাধা না দেই আম্মু চলে যাই একবার ভাবি বিয়েটা হতে দিবনা আবার ভাবি বিয়ে না হলে মিহি কষ্ট পাবে মিহির সুখের কথা ভেবে মেনে নেই সব
বিয়ের দিন মিহি লাল বেনারসি শাড়ি পরে লাল পরির মত লাগছে ,একপলক দেখে নিজের রুম এ চলে মিহির বিয়ে দেখার ক্ষমতা আমার নাই,আচ্চা মিহি তুমি কি আমাকে ভুলে যাবে? আমার কথা মনে পরবে তোমার মাহিম এর সাথে বিয়ে করে তুমি সুখি হও মিহি তোমার সুখের জন্য নিজের ভালবাসা কে ত্যাগ করলাম তোমার সাথে কাটানো মুহুত গুলকে আকড়ে বাঁঁচব আমি
নিচে চেঁচামিচি হচ্ছে আমি নিচে গেলাম নিচে গিয়ে এমন কথা কিছু দেখব ভাবিনি মাহিম টাকার জন্য মিহিকে বিয়ে করতে চাই মাহিম এর আর অনেক মেয়ের সাথে রিলেশন ছিল বিয়েটা হইনা মিহি মাহিম কে একটা চড় মারে মাহিম কে পুলিশের কাছে তুলে দেয়া হয় মিহি জ্ঞান হারিয়ে ফেলে সব কিছুর জন্য আমি দায়ী আমার জন্য সব কিছু হইছে সকালে মিহির জ্ঞান ফেরে এক্টু স্বস্তি পাই কিন্তু মিহির কথা শুনে স্তব্ধ হয়ে যে মিহি আমাদের ছেড়ে লন্ডন চলে যেতে চাই মিহিকে বাধা দেয়ার ক্ষমতা আমার হইনি মিহি লন্ডন চলে যাই
আমি পারিনি দাদিকে দেয়া কথা রাখতে আমার জন্য মিহি এএয় কষ্ট পাচ্ছে
ও যাওয়ার পর আমি এক্টু ও ভাল নেই নিজেকে খালখালি লাগে মাঝেমাঝে মন চাই মনের কথা বলে দেই কিন্ত বলতে পারিনা মিহি যদি ভুল বোঝে এই ভয়তে আজ বলতে পারেনি মনের কথা মিহি তোমাকে যে বড্ড ভালবাসি কখনও কি আমার মনের কথা বুজবে তুমি?? কখন ভালবেসে কাছে টেনে নেবে আমাই আমি যে তোমারি অপেক্ষা আছি
মিহির সাথে রেগুলার কথা বলি ওর সাথে কথা না বললে কিছু ভাল লাগেনা ওর মনের কষ্ট গুলকে আমার করে নিতে চাই মিহি কি আমাকে দেবে ওর কস্টের ভাগ
আজ মিহি বাংলাদেশ আসবে সবাই মিহিকে রিসিভ করতে গেছে আমি যাইনি মিহিকে সারপ্রাইজ দেয়ার জন্য ব্যবস্তা করলাম মিহির পচ্ছন্দের গোলাপ দিয়ে সাজালাম আমার ঘুম পরি টা আজ ৮বছর পর আসছে মিহি বাসার সবার জন্য গিফট এনেছে সবাইকে গিফট দিল শুধু আমাকে বলল আমার জন্য কিছু আনতে মনে নাই কিন্তু আমি জানি মিহি মজা করছে হুম মিহি মজা করেছিল আমার জন্য মিহি মেরুন কালারের একটা শাট এনেছে শাট টা খুব সুন্দর
আজ আমরা সবাই ঘুরতে যাচ্ছি মিহিকে অনেক সুন্দর লাগছে লুকিয়ে কয়েক টা ছবি তুললাম পাগলিটার রাতে আমি আর মিহি ফুচকা খেলাম মিহি একটা ছেলের সব দায়িত্ব নিল যা দেখে মিহির প্রতি ভালবাসা আর বেড়ে গেল সেই রাতে একসাথে একসাথে হেটে বাসায় আসলাম মিহির হাত ধরে হাটার অনুভূতি টা কখন ভুলবনা মিহি তুমি কি বোঝো তোমাকে এই পাগল কত ভালবাসে জানি কখন তোমাকে পাব না কিন্তু তোমাকেই সারাজিবন ভালবেসে যাব তোমার খুশি তে আমি খুশি মিহি

মিহির চোখ দিয়ে অনবরত পানি পরছে সে আর পরতে পারছেনা ডাইরি টা বন্ধ করে চোখের পানি মুছে মেজো মার কাছে গিয়ে বলে
মিহি: মেজো মা আমি খুব বড় ভুল করে ফেলেছি
মেজো মা : মারে এখন সময় আছে আমার ইশানকে আর কষ্ট দিসনা
মিহি: না মেজো মা আর কষ্ট পেত দিবনা ওকে এতদিন আমার জন্য নিজে এত কষ্ট ছিল আর না সব কষ্ট আমি মুছে দিব
মেজো মা: হুম তুই পারবি আমার ইশান কে ভাল রাখতে
মিহি : ইশানকে কিছু বলনা যা বলার সন্ধ্যায় আমি বলব
মেজো মা: আচ্ছা মা তোরা সুখি হো
মিহি: হুম
সন্ধ্যায়
সব মেয়েরা ব্লু শাড়ি আর ছেলেরা ব্লু পাঞ্জাবি পরেছে
ইশান মিহিকে দেখে আবার ক্রাশ খাই অন্য দিকে ইশান কে অন্য মেয়েরা গিলে খাচ্ছে তাই দেখে মিহি রাগে ফুলছে আর বলছে এত সুন্দর হওয়ার কি দরকার ছিল এর মধ্যে আমান ভাইয়া মাইক হাতে বলে লেডিস এন্ড জেন্টালমেন এটেনশন প্লিজ আজ আমাদের এই অনুষ্ঠানের মধ্যে মনি ফাইজা তাসনিম মিহি সে আট বছর পর বাংলাদেশ এ এসেছে নিজেকে প্রতিষ্ঠিত করে তার সাকসেস এর জন্য আজ আমাদের এই আয়োজন সবাই হাতে তালি দিল মিহি মাইক নিয়ে বলতে শুরু করল
আজ আমার জিবনের বিশেষ একটা দিন আমি আজ ব্যারিস্টার তার পিছনে অবদান এই মানুষ গুলোর আমার পাশে সব সময় থেকেছে আমাকে সাহস দিয়েছে আমার সব আবদার পুরন করেছে একজন আমার অজান্তে আমাকে ভালবেসে গেছে আমার জন্য নিজের ভালবাসা ত্যাগ করেছে আমার সুখের জন্য নিজে কস্টের সাগরে ভেসেছে কিন্ত আমাকে কষ্ট দিতে চাইনি সে
আমি চাই তাকে ভালবাসতে চাই জানিনা এই সুযোগ আমি পাব কিনা ইশান দেবে কি আমায় তোমাকে ভালবাসার অধিকার শুধু একবার সুযোগ দাও আর কখন তোমাকে কষ্ট পেতে দিবনা
দেবে আমাই একটা সুযোগ? ???
চলবে???
দুখিত দেরি করে দেয়ার জন্য
কেমন হল জানাবেন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *