মিঃ নিরামিষ

মিঃ নিরামিষ !! Part- 12

নিবিড় এসে খবরের চ্যানেল দিলো
তুলি টান দিয়ে নিয়ে কার্টুনের চ্যানেল দিলো
এমন করে দুজনের মধ্যে টানাটানি লেগে গেলো
একটা সময় তুলি নিবিড়কে ধাক্কা মেরে ফেলে দিলো খাট থেকে,,নিবিড় পড়ে যাওয়ার সময় তুলিকে নিয়ে পড়লো
তুলি নিবিড়ের বুকের উপর গিয়ে পড়লো,মাঝখানে নিবিড়ের হাত যেটা নিবিড়ের মুখ বরাবর ছিল
তুলি রেগে নিবিড়ের হাতে এক কামড় বসিয়ে দিলো
নিবিড়-ব্যাথা পাইনি
তুলি আরও জোরে কামড় দিয়ে উঠে গেলো
তুলি চলে যেতে নিলো নিবিড় গিয়ে তুলির পথ আটকালো
তুলি-কি আবার?
নিবিড়-বাংলা বই নিয়ে টেবিলে আসো
তুলি-আমি আজকে পড়বো না আর
নিবিড় তুলির কান টেনে ধরে টেবিলে নিয়ে গেলো,,
তুলি-আআআআ লাগছে আমার,আম্মুউউউউ!
নিবিড়-বসো
তুলি চোখ বড়বড় করে তাকিয়ে বসলো,,
নিবিড় একটা উপন্যাস পড়তেছে আর তুলিকে বাংলা গল্পের সৃজনশীল করতে দিলো
মাঝে তাকিয়ে দেখলো তুলি টেবিলে মাথা রেখে ঘুমাচ্ছে,,নিবিড় একটা ছোট কাগজ পেঁচিয়ে সাপ বানিয়ে তুলির গলার উপর ছেড়ে দিলো
তুলি হাত দিয়ে চুলকাতে গিয়ে এক চিৎকার দিয়ে উঠে গেলো
পরে হাতে নিয়ে দেখলো কাগজ
নিবিড়-পড়ার মাঝে ঘুমালে এমন শাস্তি দিব
তুলি-u stupid!!!!
তুলি গিয়ে নিবিড়ের চুল এলোমেলো করে দিয়ে ওর চশমা নিয়ে এক দৌড় দিলো
নিবিড়-এই তুলি চশমা দাও,আমি চশমা ছাড়া কম দেখি
নিবিড় তুলির পিছন পিছন ছুটলো,,তুলি গিয়ে পিলারের পিছনে লুকালো
নিবিড় ঝাপসা দেখতেছে,,আস্তে আস্তে হাঁটতে হাঁটতে পিলারের সামনে দিয়ে যাওয়ার সময় চুড়ির আওয়াজে নিবিড় থেমে গেলো
নিবিড় পিলারের পিছনে গিয়ে তুলিকে ধরে ফেললো,,
তুলি-হাত ছাড়ুন নইলে চশমা নিচে ফেলে দিব দোতলা থেকে
নিবিড়-ফেলো,নতুন কিনে নিব
তুলি-দিসি ফেলে
নিবিড় তুলির পেছনে থাকা ওর বাম হাত টেনে হাত থকে চশমা নিয়ে পরে নিলো
তুলি-হুহ
তুলি পিছতে গিয়ে দোতলা থেকে পড়ে যাওয়া ধরলো,নিবিড় শক্ত করে ধরে রাখলো
তুলি-আমি নিজের রক্ষা নিজেই করতে পারি
এটা বলে তুলি নিবিড়ের হাত ছাড়িয়ে চলে গেলো
রাতে খাওয়া শেষে তুলি আগে আসলো রুমে,,খাটের মাঝখানে কোলবালিশ দিয়ে বর্ডার বানিয়ে শুয়ে পড়লো,নিবিড় এসে বই নিয়ে খাটে বসলো
তুলি-লাইট অফ না করলে আমার ঘুম আসে না,অফ করেন
নিবিড়-আমার বই পড়া ছাড়া ঘুম আসে না
তুলি-তো?ততক্ষন আমি জেগে থাকবো নাকি??
নিবিড়-না,আমি পড়বো তুমি শুনবা
তুলি-ইহ রে শখ কত, আরেক ধাক্কা দিয়ে ফেলে দিব,,তাড়াতাড়ি লাইট অফ করেন বলতেছি
নিবিড় না শুনার ভান করে বই পড়তে লাগলো
তুলি নিবিড়ের হাত থেকে বইটা নিয়ে কম্বলের ভিতরে ঢুকিয়ে শুয়ে পড়লো,
নিবিড়-এই আমার বই দাও
তুলি-দিমু না
নিবিড় শয়তানি করে তুলিকে কাতুকুতু দেওয়া শুরু করলো
তুলি-এই এই কি করতেসেন!!😂😂😂
তুলি বই বের করে নিবিড়ের হাতে দিলো
নিবিড়-গুড গার্ল😁
তুলি গালে হাত দিয়ে বসে আছে,আর নিবিড় বই পড়তেছে
১০মিনিট পর নিবিড় দেখলো তুলি খাটে হেলান দিয়ে শুয়ে পড়েছে,নিবিড় তুলিকে ঠিক করে শুইয়ে দিয়ে লাইট অফ করে দিলো,,ওর মাথায় হাত বুলিয়ে দিলো,,
তারপর নিজেও শুয়ে পড়লো
প্রতিদিনের মতো নিবিড় ভোর ৪টায় উঠে গোসল করলো,,তুলির দিকে তাকিয়ে দেখলো সে মরার মত ঘুমাচ্ছে,নিবিড় বাসায় নিজেই চা বানায়,তাই চা বানাতে চলে গেলো
তুলির ঘুমটা হঠাৎ ভেঙে গেলো,,চোখ গেলো বারান্দার গ্লাসের দিকে,,একটা হাত দেখলো তুলি,,ভয়ে গলা শুকিয়ে গেসে তুলির,,চারিদিক তাকালো নিবিড়কে খুঁজলো,,
বুঝলো তুলি যে নিবিড় চা বানাতে গেসে,
তুলি খাটের থেকে নেমে এক দৌড় দিলো অন্ধকারে,,সোফার সাথে ধাক্কা খেয়ে পড়ে গেলো তুলি,তুলি তো ব্যাথা পেলে টু শব্দ করে না,পা ধরে বসে আছে
কিন্তু নিবিড় ধাক্কার আওয়াজ পেলো,রান্নাঘর থেকে বেরিয়ে চারিদিক দেখলো,সোফার রুম থেকে চুড়ির আওয়াজ আসতেছে
নিবিড়-তুলি??
নিবিড় লাইট জ্বালালো,,তুলি নিবিড়কে দেখে কিছুটা স্বস্তি পেলো,,ভূতকে তুলি অনেক ভয় পায়,,
নিবিড়-একি,কি হইসে তোমার? পায়ে কি হইসে?
তুলি-কিছু না
তুলি নিজে নিজে উঠার চেষ্টা করলো পারলো না,মচকে গেসে পা
নিবিড় এসে তুলির পা ধরলো
তুলি-আরে,ছাড়ুন,কিছু হয়নি
নিবিড়-না হলে উঠতে পারতেসো না কেন??
নিবিড় তুলিকে নিয়ে সোফায় বসালো,,পা ধরে একটা জোরে মোচর দিতেই পা কিছুটা ঠিক হলো,পুরোপুরি না
তুলি-যান চা খান,আমার খেয়াল আমি নিজেই রাখতে পারি
নিবিড়-তুমি এই সময়ে এদিকে আসছো কেন?
তুলি-ওহ ভুলেই গেছিলাম!আপনার বারান্দায় ভুতের হাত দেখে দৌড় মারছি
নিবিড়-বোকা,ভূত বলতে কিছু নেই
তুলি-চলুন,আপনি নিজের চোখেই দেখবেন
নিবিড়-চলো
নিবিড় তুলির হাত ধরে বারান্দা পর্যন্ত নিয়ে গেলো,,
নিবিড়-ওহহহহ,আমি ক্যাকটাস গাছের এই টবটা উঠিয়ে জানালার পাশে রাখসিলাম পরিষ্কার করতে গিয়ে,তুমি এটাই দেখসো
তুলি-😒😒😒😡এসব সরাবেন নইতো আমি সরামু,এগুলা রেখে কি লাভ,গোলাপ গাঁদা রাখলে তাও সুগন্ধে ভরে থাকতো
নিবিড়-কিন্তু ওসব কোনো কাজে আসে না,আর ক্যাকটাস গাছ কত উপকারি তুমি জানো
তুলি-আমার জানার দরকার নেই,চেহারা চুরুতের সুন্দর নেই এটা এখানে থাকবে না,সকাল সকাল এটা দেখে আমার ঘুম ভাঙুক আমি তা চাই না ব্যাস
নিবিড়-সকালে উঠে ফোন খুলে নিজের পিক দেখিও তাহলেই তো হয়ে যায়
তুলি-আমি এত কথা বুঝি না ব্যাস
নিবিড়-সরো আমি চা খাব
নিবিড় গিয়ে চা নিয়ে এসে বারান্দায় বসলো
তুলি আবার ঘুম দিলো,,সকালে তুলি গোলাপের মিষ্টি ঘ্রান পেয়ে বারান্দায় গেলো,একটা গোলাপ গাছ আর একটা গাঁদা গাছ
তুলি পিছনে তাকালো
নিবিড়-আমার গুলাও থাকবে তোমার গুলাও থাকবে,,হ্যাপি?
তুলি-হুহ,,আজকে তো চকলেট ডে,আমাকে চকলেট দেন না কেন,উল্টা আমার চকলেট জানালা দিয়ে ফালাই দিসেন
নিবিড়-এসব ডে আমি মানি না
তুলি-কিপটামি সেটা বলেন,হুহ
তুলি চুল বাঁধতে বাঁধতে fresh হতে চলে গেলো,
বেরিয়ে ভাবলো নিবিড় হয়ত চকলেট এনে খাটে রেখেছে,নতুন বউ হিসেবে সারপ্রাইজ দিবে
সত্যি সত্যি চকলেট পেলো খাটে,লাফ দিয়ে হাতে নিলো তুলি চকলেটটা
মূহুর্তেই রাগে তুলি গজগজ করতে লাগলো,চকলেটের খালি প্যাকেট!!😡
নিবিড়-হাহা,,মানুষ april fool বানায়,আর আমি February 9তারিখে Fool বানাইসি
তুলি বালিশ নিয়ে নিবিড়কে এক বাড়ি দিলো
চলবে♥

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *