ফুচকার জলে নিজের প্রস্রাব মেশাচ্ছে ফুচকাওয়ালা… ভিডিও ভাইরাল
সোশ্যাল মিডিয়া আজ আমাদের কাছে বিনোদন মাধ্যম। এই সোশ্যাল মিডিয়ার দৌলতে আমরা দেশ-বিদেশের এমন অনেক তথ্য জানতে পারি যা হয়ত খবরের কাগজের পাতা বা খবরের চ্যানেল গুলোতেও পাওয়া যায় না।
আর এই সোশ্যাল মিডিয়ার দৌলতে অন্যায়ের বিরুদ্ধে লড়ার পথ কিছুটা সহজ হয়েছে। সোশ্যাল মিডিয়া আজ বহু মানুষ ব্যবহার করেন। তাই খুব সহজেই যেকোন ভিডিও ভাইরাল হয়ে যায় এই সোশ্যাল মিডিয়ায়।
আমাদের মধ্যে অনেকেই খাদ্য রসিক। তারা টাকা জমিয়ে বিভিন্ন জায়গায় নিত্য নতুন স্বাদের খাবার খাওয়ার জন্য পৌঁছে যান। কারোর ঝাল পছন্দ তো কারোর মিষ্টি।
কিন্তু একটা জায়গায় গিয়ে সবার স্বাদ মিলে যায় আর তা হলো ফুচকা। ফুচকা খেতে পছন্দ করেন না এমন ব্যক্তি খুঁজে পাওয়া খুবই কষ্টের। তবে এমন না যে সবাই পছন্দ করে ফুচকা খেতে, কিছু কিছু ব্যক্তি থাকেন যারা ফুচকা খেতে ঠিক পছন্দ করেন না।
কিন্তু ফুচকা পছন্দ করার মানুষের ভাগই বেশি। ছোট বেলায় অনেকসময় মা কাকিমারা বলতেন ফুচকাতে ড্রেনের জল মেশানো হয়। এই ভ’য়ে অনেকে ছোটবেলায় ফুচকা খাওয়ার জেদ করত না।
কিন্তু এবার এই তথ্যটা কে কিছুটা সত্যি করেই একটি ভিডিও ভা’ইরাল হয়েছে। ভিডিওটিতে দেখা যাচ্ছে যে এক ফুচকা বিক্রেতা ফুচকার টক জলে নিজের প্রস্রাব মেশাচ্ছে। এই ভিডিওটি সোশ্যাল মিডিয়ায় আপলোড হওয়ার পরই নিমেষে ভাইরাল হয়ে যায়।
এর পরপরই প্রশাসন থেকে ব্যবস্থা নেওয়া হয় এবং ফুচকা বিক্রেতাটিকে গ্রেফতার করা হয়। জানা যাচ্ছে উক্ত ফুচকা বিক্রেতা গুয়াহাটিতে ফুচকা বিক্রি করেন।
এরপর থেকেই অনেকে ফুচকা না খাওয়ার কথা ভাবছেন। এতে করে অনেক সৎ পথে পরিষ্কারভাবে ফুচকা বিক্রি করা বিক্রেতারা সমস্যায় পড়তে পারেন। আপনারা যদি এখনও ভিডিও টি না দেখে থাকেন তবে দেখে নিতে পারেন।