এলাকার বড় ভাই

এলাকার বড় ভাই !! Part- 02

-কিছু হইলে জানাইবেন..ভয় পাইবেন না…আপনে আমার বইনের মত…আসি আপু !!
বলে সে চলে গেল…
আমি গেট লাগিয়ে ভিতরে গেলাম……
বাস জার্নিতে খুব ক্লান্ত ছিলাম… তাই কোনরকম ২ টা রুম গুছালাম…… ১ রুম এ আম্মু আব্বুর… আর এক রুম এ আমার নীর আর আমি…..
কাজ শেষ করতে রাতের ৯ টা বাজল….. আব্বু বলল বাইরের থেকে খাবার নিয়ে আসবে…এমন সময় বেল বাজল….
আব্বু দরজা খুলে দেখল…..কার সাথে যেন কথা বলল….আমি রুম এর সামনে দারিয়ে ছিলাম তাই তাকে দেখতে পেলাম না..
আব্বু দরজা লাগিয়ে দিল….দেখলাম হাতে একটা বড় খাবার এর প্যাকেট … বলল ওই ভাইয়া নাকি দিয়ে গেসে….তার নাম রানা!!
-তুমি মানা করতে পারলে না?? (আম্মু)
– করেছিলাম…. কিন্তু আমার কথা শুনলোই না…..জোর করে হাতে দিয়ে গেল…
আম্মু খাবার বাড়ল…..আমরা খেতে বসলাম..
– আব্বু….. এসব কি বলত… কিছুই তো বুঝতেই পারছি না। এরা কারা? আমাদের নিয়ে এত জিগ্যেসাবাদ কিসের?? এখন আবার খাবার দিয়ে গেল!!
– আরে মা…ও কিছু না….এরা এলাকারই ছেলেপেলে… আর পুরান ঢাকায় এমন হয়… আর চেনা পরিচিত হতে তো সমস্যা নেই তাইনা??
– কই… আমরা যে বংশাল এর বাড়িতে থাকতাম…তখন তো কেউ এত আন্তরিকতা দেখায় নি!!
-আহা…. যুগ বদলেছে….. আর বংশাল এর বাড়িতে ১৫ বছর আগে থাকতাম…এলাকায় এলাকায় পার্থক্য থাকে না….তাছাড়া জানে আমরা নতুন ভাড়া…..রান্নাই করব না ঘর ঠিক করব. তাই ভেবে হয়ত খাবার দিয়ে গেছে!!
আব্বু আমাদের নিশ্চিত করালো…. তারপরও মনে কোন শান্তনা পেলাম না…
খেয়ে আমি নামাজ পরে নিলাম ওজু করে.. আম্মু আব্বু এতক্ষনে ঘুমিয়ে পরেছে…
আমাদের খাট সিংগেল.. আমি নীর বিছানা করে ঘুমাতে পাঠালাম…..আর জামা পাল্টে নিলাম….
চিরুনি নিয়ে চুল আচড়াতে লাগলাম…..খেয়াল করলাম আমার রুমে একটা বারান্দা ও আছে। যাক ভাল হয়েছে… বৃস্টির দিনে এই জায়গায় দাড়িয়ে খুব উপভোগ করা যাবে!!
এসব ভাবতে ভাবতে চুল আচড়াচ্ছিলাম… উফ মাঝে মধ্যে মনে হয় কেটে ফেলি…. হাটু অবধি চুল সামলানো আর ভাল লাগে না….
এলাকাটা খুব হিজিবিজি…. খুব ঘনবসতি… বাড়ির পর বাড়ি দোকান পাট….ভাল হয়েছে আমাদের বাড়ির সামনে কোন বাড়ি নেই!!
নিচে শুধু ৩তা বাড়ি…. তা ও নিচ তলা….আর কিছু চা পান এর দোকান আছে…..
আর চায়ের দোকান গুলোর সামনে সেই লোকগুলো…..
হঠাত খেয়াল করলাম… সেই বাইকে বসা লোকটা ফোনে কথা বলছে… আর আমার দিকে তাকিয়ে আছে…..( এমন করে তাকানোর কি হল?)
আমার খেয়াল হল আমার মাথায় কাপড় নেই… হায় আল্লাহ…… আমি তাড়াতাড়ি চুলগলো পিছনে করে মাথায় কাপড় দিলাম….
কিন্তু সে এখনো তাকিয়ে আছে…… আমি তাড়াতাড়ি জানালা বন্ধ করে রুমে চলে গেলাম….. উফ…. একটু ঠান্ডা বাতাসও গায়ে লাগতে দিল না…..
কোনমতে বিছানা ঠিক করে আমি ঘুমিয়ে পরলাম..কাল অনেক কাজ করতে হবে!!
***
কয়েকদিন পর:
গত কয়েকদিন আমি ভার্সিটি তে ক্লাস করলাম… কিছু বন্ধুও হল….. সবচেয়ে কাছের হল সায়মা…ও আর আমি একি ডিপার্টমেন্ট এ….
-কই তুই?? (সায়মা ফোন এ)
-এইত আসছি… বাই!!
মাকে বলে বেরিয়ে গেলাম……..হঠ
াত পেছন থেকে কেউ আওয়াজ দিল…
– আপু….
ঘুরে দেখলাম ওই লোকগুলোর মধ্যে একজন….একটু কম বয়সী … (আবার কি চায়??)
-ভাল আছেন আপু??
-জী!! ” (as always মাথা নিচু)
– আপু ৫ মি. সময় হবে?? ভাই আপনার সাথে কিছু কথা বলবে!!
-কে ভাই?? (ভয়ে বললাম)
-ইব্রাহিম ভাই…. ভাই ওখানে বসে আছে.. আসুন!!
এ আল্লাহ…. এতো সেই যে আমার দিকে তাকিয়ে থাকে সবসময়…… কি বিপদ… এইদিকে ক্লাস এর দেরি হচ্ছে।
-আসলে ভাইয়া…. আমার তো ক্লাস আছে… দেরি হয়ে যাচ্ছে!!
-আপু জাস্ট ৫ মিনিট… প্লিজ!!
বাধ্য হয়ে গেলাম সামনে……..সে চায়ের দোকানের সামনে দারিয়ে সিগারেট ফুঁকছে….
খোঁচাখোঁচা দাড়ি… ফর্সা গায়ের রঙ..এলোমেলো চুল… বেশ লম্বা প্রায় ৬ ফুট…জীম করে মনে হয়… আমাকে তার সামনে দাঁড়িয়ে পিচ্চি লাগছে…..
কালো রঙের শার্ট… জিন্স প্যান্ট… চোখে সানগ্লাস…. এতোটা তো রোদ ও নেই…. সব শো অফ.. হুহ..
– জি ভাইয়া?? (আমি)
-এই মেয়ে… বাবা মা কিছু শেখায় নি…… বড় কাউকে দেখলে সালাম দিতে হয় জানো না??
আমাকে ধমক দিয়ে কথাগুলো বলল…(আর আপনাকে কি গুণ্ডামি করতে ছেড়েছে বাবা মা??)
-আপু চা খাবেন….??(আরেকজন বলল)
-না.না. ভাইয়া-য়া…. আমি-মি… চা খাই-ই না!! (কাপা কাপা গলায় বললাম – গাধা ভয় পাচ্ছিস কেন?)
-কেন বইন….তো কি খাও…. চকলেট??(কালকের ওই ভাইয়া টা…মানে রানা )
এটা বলতেই সবাই হেসে উঠল!! আমাকে কি তামাশা করতে ডেকেছে নাকি!!
-রানা…..(বাইকের ভাইয়া মানে ইব্রাহিম ইশারা দিয়ে চুপ থাকতে বলল)
আমি আড়চোখে দেখলাম….সবাই চুপ হয়ে গেল!!
-নাম কি?? (ইব্রাহিম)
– জুবাইদা তাসনিম ইরা!”
-কিসে পড়?
– অনার্স ২য় বর্ষ!!
-কোন কলেজ?
-ন্যাশনাল গালর্স কলেজ!!
(বি:দ্র: এই নামে কোন কলেজ বাংলাদেশ এ নেই… কিন্ত আমি কোন কলেজ এর নাম ব্যবহার করতে চাইনি)
আমি মাথা তুলে দেখলাম.. সে আমার দিকেই তাকিয়ে…এই লোকের কি খেয়ে দেয়ে কাজ নেই…খালি তাকিয়ে থাকে??
-ভাইয়া আমার দেরি হয়ে যাচ্ছে… ক্লাস আছে….বাস ধরতে হবে !!
-ক্লাস কয়টায়?? (ঘড়ির দিকে তাকিয়ে বলল)
-১১ টায়…..
-এখন বাজে ১০.৩০…..এখন গেলে তো বাসও পাবা না!! মামুন রিক্সা ডাক!!
– আচছা ভাই…..ওই খালি..
-ভাইয়া…. ইটস ওকে… আমি যেতে পারব
সে আমার কথায় কোন তোয়াক্কা করল না…..এমন ভাব দেখাল যেন আমি ওই জায়গাতেই নেই।
-আপু আসেন!!
আমি না পেরে রিকশায় উঠলাম…… এমনিও ক্লাস এর জন্য লেট হচ্ছি!!
– ওই……
সে এমন জোরে হুনকার দিল…..এ কোন গ্রহের মানুষ রে বাবা…এত জোরে কে ডাকে
– হুড টা উঠায়া দে!! সাবধানে নিয়ে যা!! (পুরাই গুন্ডা)
আমি তার দিকে তাকালাম… এই প্রথমবার…. ভালমতো… ১ সেকেন্ড এর বেশি সময় নিয়ে…
সে সিগারেট এর শেষ টান দিয়ে…. সেটা ফেলে দিল…..
হুড উঠানো অবধি সে আমার দিকেই তাকিয়ে ছিল!!
(চলবে)