এলাকার বড় ভাই 1! লেখাঃ জারিন আহমেদ
এলাকার বড় ভাই
বাস থেকে নেমে সোজা হাটা
ধারলাম….. ১ টা ব্যাগ আমার
হাতে… ১ টা ছোট ভাই
এর…আরেকটা আব্বুর…
আম্মু বেশ ক্লান্ত হয়ে গেছে…
-আর কত দূর গো?? (আম্মু)
-এইতো…. ১০ মি. হাটার পথ তাই আর
রিক্সা ডাকলাম না…তা তোমার
খারাপ লাগছে নাকি খুব??( আব্বু)
-আম্মু একটু পানি নাও!! (আম্মু)
ছোট ভাইটা আমাকে পানি
এগিয়ে দিল…..আমি আম্মু অল্প পানি
খাইয়ে দিলাম…
-এসেই পরেছি… এইযে…. ৬ নং
বাড়িটা…আর ওইটা ৯ নং টা
আমাদের!!
খুব ছোট থাকতে পুরান ঢাকায়
থাকতাম…..স্কুল এ উঠে বাবার বদলি
হল রাজশাহী শহরে….তবে আমার
নানা বাড়ি নতুন ঢাকাতে….তাই
গ্রীষ্ম এর ছুটিতে আমাদের ঢাকায়
প্রায় এ আসা হত!!
কিছুটা এগোতেই দেখলাম
আমাদের বাসার একটু সামনেই একদল
লোক দাড়িয়ে আছে……একজন বাইক
এ বসা…সবার সাথে কথা বলছে..
আমি সাথে সাথে মাথার ওড়না
ঠিক করলাম…চুলগুলো কানের পিঠে
গুজে ঠিক করলাম.. বাবার সাথে
হাটতে লাগলাম মাথা নিচু করে..
বখাটে বলা যাবে নাকি
জানিনা…তবে তারা স্কুলে কলেজ
পড়ুয়া কম বয়সী ছেলেদের মত না….
একটু বড়ই হবে!!
জুম্মার দিন ছিল…তাই সকলে
পাঞ্জাবি পরা… তবে পুরান
ঢাকায় নাকি..বেশিরভাগ
পাঞ্জাবীই পরে বিশেষ করে
ঢাকাইয়া রা!!
মাথা উপরে তুলতে দেখি তারা
তাদের কথা থামিয়ে আমাদের
দিকে তাকিয়ে আছে.. আমার
ভিতরে যেন কিসের ভয় ঢুকে
গেল…..
আমি বাবার সাভাবিক ভাবে
হাটতে লাগলাম….দেখলাম একজন
যে বাইক এ বসা ছিল.. সে আরেক
জনের কানে কি যেন বলল…
কিন্তু তার চোখ তখনও আমাদের
দিকে ছিল… বললে ভুল হবে না যে
আমার দিকে ছিল….(গাধা মাথা
নিচু কর)
নিজেকে বকতে লাগলাম মনে
মনে….আমরা বাসার কাছে
আসলাম..তারা এখন কমপক্ষে ১০ হাত
দূর হবে.. তাদের মধ্যে ৪ জন আমাদের
কাছে এগিয়ে আসল…ভয়ে আমি
বাবার পিছে দারিয়ে গেলাম…
– আসসালামু আলাইকুম মুরব্বি!! কেমন
আচেন??
– ওয়ালাইকুম আসালাম…. হা ভাল
আছি বাবা!
-আপনারে তো আগে দেখি নাই..
এলাকায় নতুন নাক্কি??
-হা বাবা..আমি বদলি হয়ে এখানে
এসেছি..আমি সরকারি ব্যাংক এ
চাকরি করি…!!
-ও আপনারা বুঝি…৯ নং বাড়ির নয়া
ভাড়াটিয়া??
-জী!!
-তা পরিবারে কে কে আছে??
-আমি মাহমুদুল হাসান….আমার
স্ত্রী.. আমার ছেলে আর বড় মেয়ে!!
আমি বাবার পিছনে দারিয়ে
আছি…কে এরা..এদের কাছে কেন
এত জবাবদিহি করতে হচ্ছে??
-আপনারা কারা?? আমরা আপনাদের
কেন জবাব দিব? (আমার মনের কথা
আমার ছোট ভাই বুঝে গেল..এইনা হয়
আমার ভাই)
-নীর…. চুপ কর…..!!” (মা বলল)
-আরে বাবাহ…এইটুকুন পোলা… কি
সাহস??? কিসে পড় তুমি??
-ক্লাস ৫!! ( রাগি ভাব নিয়ে)
-ভাল…তা আপু আপনার নাম কি??
আমি বাবার কাধে হাত রেখে
পিছনে দাঁড়িয়ে ছিলাম….
-মরজালা…আপু ভয় পান কেলা??
আমরা তো আপনার ভাই….একই
এলাকার না।।বলেন??
-জুবাইদা তাসনিম….(নিচে
তাকিয়ে)
-আপু এত বড় নাম তো…. মুখস্থ করলেও
মনে রাখবার পারুম না…ছোট নাম
নাই?? ডাকনাম কন?
-বল মা??(বাবা জিগ্যেস করল)
আমি তার দিকে তাকাতেই
খেয়াল করলাম বাইকে সে বসা সে
আমার দিকেই তাকিয়ে আছে…..
কি মেয়ে দেখেননি কখনো… আমি
কি আহামরি সুন্দরী..তা ও তো না!!
-ইরা!!
-সুন্দর নাম আপু!! আসলে হইতাছে
গিয়া…আমরা হইলাম এই
এলাকারই….আপনারা নয়া না.
তাই পরিচিত হইলাম আর কি!!
বাবা শুধু মাথা ঝাকিয়ে সম্মতি
দিল!!
– আসছেন… থাকেন…কোন সমস্যা
হলে আমরা তো আছিই
না…..জানাইবেন.
ঠিক আছে খালাম্মা??
– হা বাবা!! (একটু ভয়ে)
-আজান পড়ব…. যান আপনেরা এখন
বাড়িতে !…দেন…ব্যাগ গুলান দিয়া
আহি!!
-না বাবা থাক!!
না বলার পর ও জোর করে তারা ব্যাগ
দিয়ে আসল দোতালায়!!
আমি দরজা লাগাতে যাব….
-কিছু হইলে জানাইবেন..ভয় পাইবেন
না…আপনে আমার বইনের মত…আসি
আপু !!
বলে সে চলে গেল…
(চলবে)
বিঃ দ্রঃ নিচে ভালো করে লক্ষ্য করুন পরবর্তী পর্বে দেওয়া আছে
বিঃ দ্রঃ “ লেখাঃ জারিন আহমেদ ” লেখকের লেখা অন্য গল্প গুলো পড়তে এখানে ক্লিক করুন !!