Psycho is Back !! Part- 22
চোখ থেকে অনর্গল পানি পড়ছে,,মনে মনে আল্লাহ ডাকচ্ছি।।সে যেন…..ভাল থাকেন, তার কোনো ক্ষতি না হয়।।আমি দৌড়ে বের হতেই ড্রাইভার চাচার সাথে দেখা তিনি আমাকে দেখে বলতে লাগেন,,
——কি হয়ছে মা কান্দেন কেন?
——চাচা, ভাইয়া এক্সিডেন্ট করেছে।। সেখানে যাচ্ছি।।
——ওগো বুঝবাম পারছি! আপনি গাড়িতে বহেন আমি নিয়া যাইতাসি।।
আমি সম্মতি জানিয়ে গাড়িতে বসে পরলাম।। তখন কেউ একজন ভাইয়ার নাম্বার থেকে কল করে বলেছেন তিনি এক্সিডেন্ট করেছেন।। আর গুরুতরভাবে আহত।। গাড়ি চলছে,, আমি এদিকে কাঁদতে কাঁদতে শেষ।।এত ঘৃণার মাঝে, সেই তো একজন যে আমাকে ভালবাসে,, তার কিছু হলে যে আমি অচল হয়ে পরবো।।এদিকে আমি কাঁদতে কাঁদতে শেষ।।কোনো হুশ নেই আমার।।গাড়ি কই যাচ্ছে তাও জানি না।।শুধু চোখ বন্ধ করে আল্লাহর কাছে দোয়া করে যাচ্ছি।।
একটি জায়গায় এসে গাড়ি থেমে যায়।।আমি বের হই,, দেখি এটি একটি কোনো নদীর পাড়।। আমি গাড়ি থেকে নামতেই চাচা বললেন,,
—–মা আপনের গন্তব্য সামনে।। এখান থেকে একাই যাইতে হবে আপনার।।
আমি উনার কথা কিছু বুঝলাম না।।মাথায় শুধু ঘুরছে আমার সাইকো ঠিক আছে তো।।আমি আর কিছু না ভেবে দৌড়ে সামনে গেলাম।।কিছুটা যেতে সামনের ব্যাক্তিটাকে দেখে হাটু গেড়ে বালি বসে পরলাম।। দু হাতে মুখ ধরে কাঁদতে লাগলাম।।ইউসুফ অক্ষত অবস্থায় দাড়িয়ে আছে সামনে।।আমাকে ওখানে বসে পড়তে দেখে তিনি দৌড়ে এসে আমার সামনে বসে পড়লেন,, আর বলতে লাগলেন,,,
—-কি হয়েছে বাবুইপাখি??
আমি তার কথা না শুনে তাকে কিল ঘুশি দিতে লাগলাম।।আর কান্নার বেগ যেন আরো বেরে গেল।।
—–আপনি খুব খারাপ,,সব সময় এমন করেন,, কেন করলের এমন,, কত ভয়ে পেয়েছি আমি জানেন?? থাকবো না আর আমি।।
বলে উঠে যেতে নিলাম তিনি আমাকে টেনে তার বুকের মাঝে নিয়ে শক্ত করে জগিয়ে ধরে বললেন,,
—–বাবুইপাখি,, আমি ঠিক আছি,, কিছু হয়নি আমার দেখ।।আর কেঁদো না প্লিজ?? আচ্ছা আম সরি,, কানে ধরছি এবার।। বলে ইউসুফ কুহুকে ছেড়ে কানে ধরলো।।
আমি দুহাত বুকে গুজে দাড়িয়ে আছি,, অন্যদিক মুখ করে,, আর যাই হোক আমি ওর সাথে কথা বলবো না।। এটা কেমন কাজ করলেন তিনি।।তখন আমার মনে হচ্ছিল আমার কলিজাটা কেউ চিরে বের করে ফেলছে।।মুখ অন্য দিকে ঘুড়িয়ে রেখেছি।।তখনি তিনি বলতে লাগেন,,
—–এখন রাগ করে থাকলে সত্যই মরে যাবো কিন্তু।।
উনার কথা শুনে ফুঁপিয়ে কেঁদে উঠি উনি বলতে লাগেন,,
—-আরে পাগলি আবার কাঁদে কেন??
—-আপনি এমন কেন করলে?? আমার কাছেতো হাতে গোনা ২/৪ টা মানুষ ছাড়া আপন বলতে কেউ নেই।।আর আপনি আমার সাথে এমন করলেন।।
—-আচ্ছা বাবুইপাখি আমি সরি।। এত গুলো,, দু হাত দেখিয়ে,, আবার বলল, না এত গুলা।।
—–আমি হেসে দেই।।
আর উনি আমাকে আষ্টেপৃষ্ঠে জড়িয়ে ধরে।। আমি তাকে শক্ত করে জড়িয়ে ধরি।।তার বুকে যে শান্তি লাগছে বলার বাহিরে।।এ মানুষটিকে যে না চাইতেও ভাল বেসে ফেলেছি আমি।।আর কিছুতে হাড়াতে চাই না তাকে।।তার সাথে বাঁচার লোভ জাগচ্ছে দিন দিন খুব করে।।জানি তিনি মাঝে মাঝে সাইকো রূপ ধারণ করেন।। তাতে কি?? আমি মানিয়ে নিতে পারবো সব তার জন্য।।
—–বাবুইপাখি??
——হুম!!
——বলেছিলাম না তোমার জন্য সারপ্রাইজ আছে?
——হুমম।।
—–আসো!! বলে তিনি আমাকে হাতে ধরে কাউকে কল করে এগিয়ে গেলেন,, তখন ২ টা লেডি বডিগার্ড যাদের আমার জন্য রাখা হয় তারা আসেন,,
—-বাবুইপাখি তাদের সাথে যাও।।আর হে ওরা যা যেমন ভাবে বলে তা শুনবে।। না হলে!!!
—–না হলে!! মারবেন?? চোখ পিট পিট করে বললাম।।
তিনি হেসে বললেন,,
—-না কষ্ট পাবো।।
ঘন্টাখানিক পর,,,
আমাকে তারা প্রিন্সেস এর মত প্রিন্সেস সাজিয়ে দিয়েছে,, সিনড্রেলার মত একটি গাউন ড্রেস পরানো হয়েছেন নীল কালারের।। যার ঘের অনেক।।ড্রেসটির ম্যাগি হাতা।। খুব সুন্দর করে চুল গুলো খোপা করে দিয়ে কিছুটা ছেড়ে দিয়েছে।। মাথায় ডায়মন্ডের ক্রাউন পড়ানো হয়েছে।। সাথে কানে ডায়মন্ডের ছোট টপ, আর গলায় লকেট।। সব মিলিয়ে নিজেকে রূপকথার রাজকন্যা মনে হচ্ছে।।
সাজার পর তারা আমাকে নিয়ে সেই নদীর পারে আসলেন,,এটা নদীর পাড়ের কোনো রেসোর্ট।। এখানে খুব সুন্দর করে ডেকোরেশন করা, ছোট একটা টেবিলের পাশর রাউন্ড করে লাইটিং করা।।আর বালিতে নানা রকমের আলো ছড়িয়ে ছিটিয়ে আছে।। তারা আমাকে কিছু দূর রেখে চলে যায়।।আমি ধীরে পায়ে এগিয়ে যাই সামনের দিক।।সামনে দিকে যেতেই ইউসুফকে দেখতে পাই।।তাকে দেখে মনে ধক করে উঠে,, উনাকেও অনেক সুন্দর লাগছে,, নীল কালারের সুট পরেছেন তিনি।।কোর্টের এক পাশে সুন্দর ব্রোজ লাগানো।।মাথার চুল গুলো জেল দিয়ে সেট করা।।সব মিলিয়ে আরেক দফা ক্রাশ খেলাম।। সত্যই মানুষ এত সুন্দর কেমনে হয়?? তার চোখ গুলো যে আমাকে ঘায়েল করে প্রতি বার।।তার চাহনীতে আমাকে পাওয়ার কত নেশা বুঝা যায়।।
ইউসুফ তার বাবুইপাখিকে দেখে থমকে গেছে।।বুকের ভিতর চিনচিন করে ব্যথা অনুভব করছে।।সে যে এই পিচ্চি মেয়েটিকে মনে গহীন থেকে ভালবেসে ফেলেছে!! আচ্ছা ভালবাসার মানুষের কি নজর লাগে?? তাহলে হয় ইউসুফে নজরটা লেগে যাবে।।এসব ভেবে ইউসুফ কুহুর দিক পা বাড়ায়।।
কুহু তার গাউন ধরে ছোট কদমে হেটে আসচ্ছে।।যা দূর থেকে বারবি ডল বলে মনে হচ্ছে।।ইউসুফ কুহুর কাছে দাড়িয়ে অনেকক্ষণ যাবৎ।। কিন্তু কিছু বলছো না।। শুধু তার বাবুই পাখির মুখটা বিচরণ করে যাচ্ছে।। তার পর হুট করেই কুহুর চোখের নিচ থেকে কাজল নিয়ে কুহুর কানের পিছনে লাগিযে দিল।। আর বলল,,
—–এখন আর কারো নজর লাগবে না।। আমারো না!!
আমি হেসে দিলাম।।
—–আপনাকে এসব কে বলছে??
—–মম মাঝে মাঝে আমার সাথে এমন করেন।।
—-ও হো এক মিনিট।। বলে আবার আমার চোখে কাছ থেকে কাজল নিয়ে ইউসুফের কানে দিয়ে বললাম,, এবার আপনারও লাগবে না নজর।।
দুজনেই হেসে দিলাম।।
তখনি ইউসুফ তার হাত আমার দিক বাড়িয়ে দিল আর বলল,,
—-মে আই!!
—-হুম বলে হাত বাড়িয়ে দিলাম।।
তিনি আমাকে নিয়ে সেই টেবিলের কাছে গেলে।।দূর থেকে না যত সুন্দর লাগছিল কাছ থেকে আরো বেশি সুন্দর লাগচ্ছে,, তার সাথে ব্যাকগ্রাউন্ড এ স্লো মোশন সং চলছে।।ইউসুফ আমাকে সেখানে নিয়ে এসে একপাশে দাড়ালো।। আমি একটু এগিয়ে গিয়ে সব কিছু দেখছি।।এ যে কোনো স্বপ্নের চেয়ে কম নয়।।আচ্ছা এত সব সইবে তো আমার কঁপালে।। এসব ভাবচ্ছি তখনি গিটার বেজে উঠে,,
আর আমি পিছনে তাকিয়ে দেখি,, ইউসুফ একটি চেয়ারে বসে হাতে তার গিটার।।আমি তার দিকে তাকাতেই উনি মুচকি হেসে গাইতে লাগলেন,,
—-Bahot pyaar karte hain tumko sanam
Kasam chaahe le lo khuda kee kasam
ইউসুফ নীচে তাকিয়ে গান শুরে করে ২ লাইন গাওয়ার পর,, আবার আমার দিক তাকিয়ে গাইতে লাগেন।।আমি চেয়ারে বসে টেবিলের উপর এক হাত দিয়ে তার দিকে তাকিয়ে আছি।।
Hamaaree gajal hain,
tasawwur tumhaara
Tumhaare bina
abb naa jina ganwaara
Tumhe yu hee chaahenge
jab tak hain dam
উনি চেয়ার থেকে উঠে এসে,, আমার সামনে হাত রাখে।।আমি তার হাতের উপর হাত রাখতেই, তিনি আমাকে সামনে নিয়ে গেলেন।।আর এক হাত আমার কোমরে আরেক হাত আর হাতে রেখে ডান্স করতে লাগলেন।।আমিও তার সাথে তাল মিলাতে লাগলাম।।
Saagar kee baaho
me mauje hain jitanee
Hamko bhee tumse
mohabbat hain utanee
Ke yeh bekararee naa
abb hogee kam
Bahot pyaar karte hain tumko sanam
Kasam chaahe le lo khuda kee kasam
Hamaaree gajal hain,
tasawwur tumhaara
Tumhaare bina
abb naa jina ganwaara
Tumhe yu hee chaahenge
jab tak hain dam
Saagar kee baaho
me mauje hain jitanee
Hamko bhee tumse
mohabbat hain utanee
Ke yeh bekararee naa
abb hogee kam
গানের শেষে তিনি আমার সামনে হাটু গেড়ে বসে পড়লেন।। আর আমার সামনে একটি বক্স থেকে একটি রিং বের করে বলতে লাগেন,,
—-বাবুইপাখি,,তোমার মনের কোনে আমার জায়গা দিবে কি?? আমার বিছানার বামপাশের জায়গাটা নিবে কি?? আমার ছোট রাজ্যের রাজকন্যা হবে কি?? তোমার ওই বিশাল মনের কোনে ছোট জায়গা পাবো কি?? শ্রাবণের বৃষ্টিতে ভিজতে আমার সঙ্গী হবে কি??মন খারাপের সাথি হবে কি??জীবনের চলার সাথী হিসেবে আমাকে নেবে কি?? রাতের আঁধারে ঘুরতে যাওয়ার সাথী হবে কি?? আমার যে সব কিছুতেই তোমাকে চাই??জীবন মরণ, হাশর, জান্নাত, দুঃখ, কষ্ট, সুখ, হাসি কান্না,, প্রতিটি মুহুর্তে আমার তোমাকে চাই।।আমার হাতে হাত ধরবে কি??বলে ইউসুফ রিংটা এগিয়ে দিল।।
আমি উনার প্রপোজ করা দেখে প্রথমে শকড খেলাম,, কিন্তু পরে হাসি লাগচ্ছে,,সাথে বুক ফেঁটে কান্না আসচ্ছে,, এ যে দুঃখের কান্না নয়।।এ ডে আমার সুখের কান্না।। আমি তার দিকে হাত বাড়িয়ে দিলাম সে আমাকে রিং পড়িয়ে দিলেন।।আর আমি তাকে ঝাপটে ধরলাম।।আজ কান্না যেন থামচ্ছে না।।আজ যে আনন্দ টুকু পাচ্ছি,, এটা যে আমি রিয়ানের প্রপোজ করার সময় পায় নি।।তাহলে কি আমি সত্যিই আমার ভালবাসা পেয়ে গেছি।।
আমরা একে অপরকে জড়িয়ে ধরতেই সাথে সাথে আকাশে আতশবাজি ফুটতে লাগল।। চারিদিক রংবেরঙের আলো উঠতে লাগলো।। তার সাথে অনে ফানুস।। আমি ইউসুফকে ছেড়ে পিছনে ঘুড়ে দেখছি তখনি।।ইউসুফ আমাকে পিছন থেকে জড়িয়ে ধরে শক্ত করে।।আর আমার কাঁধে তার ঠোঁট ধারা গভীর স্পর্শ করে।।সাথে সাথে আমার শরীরে কেমন কম্পন সৃষ্টি হয়।।আমি ইউসুফের হাতে উপর হাত রাখি।।কিছুক্ষণ পর সেখান তার থুতনি দিয়ে আমার কানের কাছে ফিস ফিস করে বলতে লাগে,,
—–হ্যাপি বার্থডে বাবুইপাখি।।মেনি মেনি হ্যাপি রিটার্নস অফ দা ডে।। বলেই আমার গালে শব্দ করে চুমু খেলেন।।আমি লজ্জায় লাল হয়ে গেছি।।তার দিকে তাকানোর সামর্থ্য আমার নাই।।তার সাথে আমার চোখে পানি।।আজ পর্যন্ত কেউ আমার বার্থডে এভাবে করে নি।।কখনো ভাবিনি এমন ও সময় আমার জন্য আছে।।আমি নিঃশব্দে কেঁদে দিলাম।। ইউসুফ হয়তো বুঝতে পারছে।।সে আমাকে তার দিকে ফিরিয়ে তার কঁপালের সাথে আমার কঁপাল ঠেকিয়ে একদম মৃদুস্বরে নেশা লাগানো কন্ঠে বলতে লাগেন,,,
——হোয়াই আর ইউ ক্রইং বাবুইপাখি!! তোমার কান্না যে ঠিক এই জায়গায় (বাম পাশে হাত দিয়ে দেখিয়ে) লাগে।।আমি তোমাকে ভালবাসি বাবুইপাখি খুব।।আই লাভ ইউ।।
—–লাভ ইউ টু!! বলে জড়িয়ে ধরলাম।।আমার জন্য এত কিছু কেউ কখনো করে নি।।আপনাকে অনেক ধন্যবাদ,,এত সুন্দর একটি মুহুর্থ করার জন্য।।
—-ধন্যবাদ আমার চাই না।। আমার রিটার্ন গিফ্ট চাই।।
—–আমার কাছেতো এখন কিছু নেই।।বলে মাথা নিচু করে ফেললাম।।
তিনি তার হাতের আঙ্গুল দিয়ে আমার থুঁতনির নিচে দিয়ে আমার মুখটা উঁচু করে বলতে লাগেন,,
—-তুমিকি জানো আমার লাইফের সবচেয়ে বড় গিফ্ট তুমি।। আর রইল রিটার্ন গিফ্ট আমি নিয়ে নিচ্ছি।।বলেই তিনি আমার ঠোঁট তার ঠোঁটের ভাঁজে আবদ্ধ করে নিলেন।। সাথে সাথে চোখ বড় হয়ে গেল।।এমন কিছু সাইকো করবে ভাবিনি।।কিছুক্ষণ পর ছেড়ে দেয় তিনি।। আর কাউকে কল দেন।। সাথে সাথে একজন কেক নিয়ে হাজির।।কেক রেখে তিনি চলে যান।।ইউসুফ আর আমি মিলে কেক কাঁটলাম।। আমি তাকে খাইয়ে দিলাম সে আমাকে খাইয়ে দিল।।অনেক গুলো পিক তুললাম।। আরো কিছুক্ষণ সময় কাটিয়ে খালি পায়ে দুজন দুজনে হাত ধরে হাটতে লাগলাম।।গন্তব্য হীন ভাবে নদীর পার ধরে হাঁটে যেতে লাগলাম আমরা।।রাতের চাঁদের আলোতে দুজন দুজনাতে হাড়িয়ে যেতে লাগলাম।।
________________________________________________________________________________________________