অদ্ভুত ভালোবাসা ! পর্ব- ০৮
।
গল্প বিলাসী (Nishe)
।
আর যে থাকতে পারছিনা
দৌড়ে গেলাম নীলের বাসায়
।
জেন্স : নিশি কি প্রব্লেম? কি হয়েছে?
।
তোমাদের স্যার কোথায়?
।
স্যারতো মালয়েশিয়া
।
ওহ আচ্ছা আমি আসছি
বলেই চলে আসলাম।
আমাকে জানানোর প্রয়োজন ও মনে করলে না তুমি?
।
স্যার কেতো ব্যাপার টা জানাতে হয়
।
R U Sure জেন্স তুমি কি সত্যি বলছো নিশি আমাকে খুঁজতে এসেছিলো?
।
জ্বি স্যার
।
আমি জানতাম নিশি তুমি আমাকে ভালোবাসবেই আমি এসেই তোমাকে আমার করে নিবো
।
আমাকে বলার কি আছে আমি কি হই ওনার যে আমাকে বলে যাবে?
।
জেন্সতো নিশ্চয়ই ফোন দিয়েছে নীলকে এখন নিশ্চয়ই আমাকে ফোন দিবে দারা আমাকে না বলে যাওয়া দেখাচ্ছি মজা
মোবাইলটা বন্ধ করে দিলাম
।
একটু কথা বলে দেখি
কি ব্যাপার ফোনতো অফ বলছে
।
রাতে আবার দিলাম
এইতো ঢুকেছে।
।
আরে এইটা আবার কে?
দুর রাত দুপুরে এইভাবে ফোন দিচ্ছে কেনো?
।
মোবাইলটা সাইলেন্ট করে রেখে দিয়ে আবার পড়তে শুরু করলাম
হঠাৎ নীলের কলের কথা মনে হলো
।
আরে বেচারা কতোগুলো কলইনা দিয়েছিলো সেদিন আর থাকতে না পেরে বাসায় চলে এসেছিলো পাগল একটা
।
নীল আবার কল দিচ্ছেনাতো?
নিলতো মালয়েশিয়া দেখিতো
মোবাইল হাতে নিয়ে দেখি এখনো কল দিচ্ছে যদি নীল
হয়
।
ভয়ে ভয়ে কলটা রিসিভ করলাম
।
হ্যালো!
,,,,,,,,,,
হ্যালো
,,,,,,,
কি হলো কল দিয়ে কথা বলছেন না কেনো আজব?
।
শুধু নিশ্বাস এর শব্দ শুনা যাচ্ছে
বিহেভতো মনে হচ্ছে নীল দেখিতো একটু
।
কি ব্যাপার চাচা কথা বলছেন না কেনো?
।
ওই কি বললে আমি তোমার চাচা?
আর একবার বলে দেখো কি করি
।
কি করবেন আপনি হ্যা আপনি কথা বলছেন না কেনো রাত দুপুরে কল দিচ্ছেন বারবার তাও কথা বলছেন না কি মনে করেন নিজেকে আপনি? কার কাছে কল দিয়েছেন?
।
আমার বউয়ের কাছে
। কি বউয়ের কাছে ফোন দিসেন
।
সত্যিই চিনতে পারছোনা? নাকি নাটক করছো
।
আপনাকে কি না চিনে থাকা যায় যেই কাকের কন্ঠ
।
কি বললে আমার কাকের কন্ঠ?
তোমাকে যদি পাই তারপর বুঝাবো হুম
।
দেখুন রং,,,
।
জ্বি না এইটা রাইট নাম্বার কলটা কাটলে খবর আছে তোমার
।
যাক বাবা এতো আমার কথার মাঝখানে থামিয়ে দিলো
আমি কোনো সাংবাদিক নই যে আমাকে খবর দিবেন হুহ
।
কেনো এমন করো নিশি?
।
আপনি আমাকে না বলে চলে গেলেন কেনো জানেন আমি কতো টেনশনে ছিলাম
।
কেনো? কেনো?
তুমি আমাকে নিয়ে টেনশন করো কেনো? তুমিতো আমাকে ভালোবাসো না তোমার থেকে দুরে সরিয়ে দাও তাহলে আবার টেনশন করো কেনো?
।
(এইরে নিজেই খাইলাম ধরা নিশি তোকে দিয়ে কিছু হবেনা)
কককই আমমি টেনিশননন করিনি তো আমি কেনো আপনার জন্য টেনশন করবো আজব
।
আচ্ছা! তাই নাকি জানু?
।
ডোন্ট কল মি জানু
।
তা একটু আগে কি যেনো বলছিলে টেনশনে ছিলা আবার শুনলাম আমার বাসায় ও গিয়েছিলে তাহলে আমি কি ভুল শুনেছি
?
।
আপনার কানে হয়তো সমস্যা তাই আরকি
।
একদম নাটক করবেনা আর কি বলছিলে আমার কানে সমস্যা?
তোমার কানে সমস্যা
।
কিছু সময় দুজনেই চুপ
।
সরি নিশি আমি ইমারজেন্সি কাজে চলে এসেছি তাই তোমাকে জানাতে পারিনি
।
,,,,,,,,
।
আমি জানতাম তুমি আমাকে খুজবে কারন আমার ভালোবাসার প্রতি যে আমার বিশ্বাস রয়েছে
।
,,,,,,,
।
এতো ভালোবাসো একবার মুখে বলতে পারোনা? আমিওযে খুব ভালোবাসি তোমাকে
আই লাভ ইউ নিশি
।
আমি মোটেও আপনাকে ভালোবাসি না
।
এই মেয়ে তুমি এখানে কি করো বলতো?
।
মানে?
।
তোমাকেতো সিনেমা জগতে প্রয়োজন
।
দেখুন একদম ন্যাকামি করবেন না
।
ন্যাকামি কি করলাম একবার বলো না ভালোবাসি
।
আপনাকে কেনো বলবো?
আমি আপনাকে ভালোবাসি না?
।
আচ্ছা! তাহলে খুঁজছিলে কেনো আমায়?
।
এইভাবে কয়েকদিন ওদের কথা হলো কিন্তু নিশির মুখ থেকে ভালোবাসি কথা বের করতে পারেনি নীল।
।
নীল তুমি ভাবতেও পারবেনা তোমার জন্য কতবড় সারপ্রাইজ অপেক্ষা করছে
।
আজ শুধু তুমি আসো তারপর দেখো তোমার নিশি নিজেই তোমাকে আপন করে নেবে
।
এবার বাসায় গিয়ে তোর মুখ থেকে ভালোবাসি বের করেই ছাড়বো
।
বিকেল ৪টায় বাংলাদেশ এসে পৌঁছলাম
।
সোজা বাসায় চলে গেলাম নিশিকেও জানালাম না যে আমি চলে এসেছি
।
বাসায় এসে ফ্রেশ হয়ে খাবার খেয়ে দিলাম ঘুম।
।
হ্যা নিশি বলো
।
সব ঠিক আছেতো আমি যেভাবে বলেছি সব হয়েছে তো? আর তোমাদের স্যার কি করছে?
।
হ্য সব ঠিকাছে স্যার ঘুমাচ্ছে ওকে আমি আসছি।
।
কিরে কোথা যাচ্ছিস?
।
মা আজ নিলার বাসায় যাওয়ার কথা ছিলো ভূলে গেলে?
গতসপ্তাহে নিলা এসেছিলো আমাদের বাসায় এবার আমার যাওয়ার পালা আর না গেলে তো জানোই রাগ করবে
।
হ্যা তাইতো আচ্ছা সাবধানে থাকিস
।
ওকে মা
বাই মা বাই আন্টি আসছি আমি
বলেই চলে এলাম
।
কিরে কোথায় তোরা সব ঠিক আছে?
।
হ্যা এইতো চলে এসেছি আর একটু।
।
আচ্ছা তারাতাড়ি আয়।
।
নিরব তোর মনে আছে কি কি করতে হবে?
।
হ্যা আছে।
ওকে চল।
।
চলে এলাম সবাই মিলে নীলের বাসায়।
আগে গিয়ে জেন্সের সাথে দেখা করে সব দেখে ঠিক করে নিলাম।
।
নিরব ১১, ৫০ হয়ে গেছে তুই যা আগে
।
হ্যা যাচ্ছি
।
ভাইয়া আরর কতো ঘুমাবে একটু তো ওঠো
।
আররে নিরব কখন এলে?
।
এইইতো এলাম একটু আসতো আমার সাথে দেখি ড্রেসটা?
না এইটা হবেনা
।
আরে করছো কি নিরব আমি কিছুই বুঝতে পারছিনা এতো রাতে এসব কি করছো
।
এতো কথা বলো কেনো ভাইয়া নাও এই ড্রেস টা পরে এসো
।
কিন্তু কেনো?
।
কোনো কিন্তু নেই যাওতো
।
একরকম ধাক্কা দিয়ে পাঠালো আমাকে।
।
একদম পারফেক্ট
চলো আমার সাথে
।
কোথায় নিরব
।
ভাইয়া এতো প্রশ্ন কেনো করছো আমি কি তোমাকে মেরে ফেলবো নাকি?
।
আরে না তা কেনো বলছো।
চোখ ধরছো কেনো?
।
নো সাউন্ড একটু অপেক্ষা করো
।
একটা রুমে নিয়ে আমার চোখগুলো ছেড়ে দিলো এতো সুন্দর করে সাজানো হয়েছে রুমটা কিন্তু কেনো
।
কয়েকজন একসাথে বলে উঠলো
হ্যাপি বার্থডে, হ্যাপি বার্থডে, হ্যাপি বার্থডে নীল ভাইয়া
।
লাইট জ্বলে ওঠলো।
তোমরা?
।
হ্যা আমরা কেমন সারপ্রাইজ দিলাম বলেন
।
অসাধারণ
(কিন্তু তার মাঝেও যে আমার চোখ একজন কে খুঁজছে নিশিকি এলো না)
।
নিলা : কি ব্যাপার ভাইয়া পছন্দ হয়নি কাউকে খুঁজছেন?
হ্যা। না মানে অনেক পছন্দ হয়েছে
।
আর আমাকে? পিছন থেকে নিশি বলে ওঠলো
।
একটু ও পছন্দ হয়নি বলাই শেষ হয়নি মহারানী চলে যাচ্ছে
।
আরে ভাইয়া চলে যাচ্ছে তো
।
সামনে গিয়ে দাঁড়ালাম
।
আমার মহারানী কে সবসময় সবচেয়ে বেশি পছন্দ। পছন্দ না হলে কি এতো সময় তাকেই খুঁজতাম?
।
তাহলে তখন বললেন কেনো?
।
আমিতো মজা করছিলাম।
নিশি আমাকে অবাক করে দিয়ে সবার সামনে প্রপোজ করলো।
।
সবসময় তোমার পাশে থাকতে চাই তোমার সুখ দুখের ভাগ নিতে চাই দিবেকি সেই অধিকার টুকু
“আই লাভ ইউউ নীল ”
।
আমিতো অনেক আগে থেকেই দিয়ে আছি মহারানী
বলেই নিশিকে জড়িয়ে ধরলাম।
।
আমরা কিন্তু এখনো আছি
বলে সবাই হেসে দিলো
।
এবার তো কেকটা কাটেন
।
হুম চলো
সবাই কেক কেটে খাওয়া দাওয়ার পর চলে যাবার পালা
।
সবাই চলে যাবার জন্য বেরিয়ে যাচ্ছে
।
নিশি!
।
হুম। বলেন
।
একটু এদিকে এসো
।
হুম বলেন
।
থ্যাংকস জান এতো বড় সারপ্রাইজ দেয়ার জন্য
।
ওয়েলকাম মহারাজ
।
ওকে দেরি হয়ে যাচ্ছে সবাই বাহিরে কি ভাববে সরুন
।
নো আপনি ওকে অনলি তুমি
।
ওকে।
।
আজ থাকোনা জান
।
নাহ বিয়ের আগে আমি আমার স্বামীর বাড়িতে থাকতে চাইনা মহারাজ
।
যেতে দিবো একশর্তে
।
কি?
।
কাল আমাকে সময় দিতে হবে
।
ওকে দিবো হ্যাপি
।
হুম হ্যাপি বলে কপালে একটা চুমু একে দিলাম
চলো
।
ড্রাইভার না আমি দিয়ে আসবো চলো
।
হাজার বারন করলেও শুনবেনা আচ্ছা চলো
বাসায় পৌছে দিয়ে আসার সময় একটা ফ্লাইং কিস দিয়ে দিলাম
।
নিশি আমার দিকে চোখ রাংগিয়ে তাকালো আমি চোখ মারাতে হাসতে লাগলো পাগলি একটা
।
তারপরদিন বিকালে
।
কি হলো কোথায় তুমি?
।
এইতো আসছি
।
তাড়াতাড়ি নিচে নামো আমি অপেক্ষা করছি
।
এই তুমি বাসার সামনে কেনো এসেছো
।
আমার জানকে নিতে তারাতাড়ি আসোতো
।
হুম আসছি
।
continue..
.বিঃ দ্রঃ নিচে Next >> ক্লিক করলে পরবর্তী পর্ব পাবেন..!