অদ্ভুত ভালোবাসা

অদ্ভুত ভালোবাসা ! পর্ব- ০৮


গল্প বিলাসী (Nishe)

আর যে থাকতে পারছিনা
দৌড়ে গেলাম নীলের বাসায়

জেন্স : নিশি কি প্রব্লেম? কি হয়েছে?

তোমাদের স্যার কোথায়?

স্যারতো মালয়েশিয়া

ওহ আচ্ছা আমি আসছি
বলেই চলে আসলাম।
আমাকে জানানোর প্রয়োজন ও মনে করলে না তুমি?

স্যার কেতো ব্যাপার টা জানাতে হয়

R U Sure জেন্স তুমি কি সত্যি বলছো নিশি আমাকে খুঁজতে এসেছিলো?

জ্বি স্যার

আমি জানতাম নিশি তুমি আমাকে ভালোবাসবেই আমি এসেই তোমাকে আমার করে নিবো

আমাকে বলার কি আছে আমি কি হই ওনার যে আমাকে বলে যাবে?

জেন্সতো নিশ্চয়ই ফোন দিয়েছে নীলকে এখন নিশ্চয়ই আমাকে ফোন দিবে দারা আমাকে না বলে যাওয়া দেখাচ্ছি মজা
মোবাইলটা বন্ধ করে দিলাম

একটু কথা বলে দেখি
কি ব্যাপার ফোনতো অফ বলছে

রাতে আবার দিলাম
এইতো ঢুকেছে।

আরে এইটা আবার কে?
দুর রাত দুপুরে এইভাবে ফোন দিচ্ছে কেনো?

মোবাইলটা সাইলেন্ট করে রেখে দিয়ে আবার পড়তে শুরু করলাম
হঠাৎ নীলের কলের কথা মনে হলো

আরে বেচারা কতোগুলো কলইনা দিয়েছিলো সেদিন আর থাকতে না পেরে বাসায় চলে এসেছিলো পাগল একটা

নীল আবার কল দিচ্ছেনাতো?
নিলতো মালয়েশিয়া দেখিতো
মোবাইল হাতে নিয়ে দেখি এখনো কল দিচ্ছে যদি নীল
হয়

ভয়ে ভয়ে কলটা রিসিভ করলাম

হ্যালো!
,,,,,,,,,,
হ্যালো
,,,,,,,
কি হলো কল দিয়ে কথা বলছেন না কেনো আজব?

শুধু নিশ্বাস এর শব্দ শুনা যাচ্ছে
বিহেভতো মনে হচ্ছে নীল দেখিতো একটু

কি ব্যাপার চাচা কথা বলছেন না কেনো?

ওই কি বললে আমি তোমার চাচা?
আর একবার বলে দেখো কি করি

কি করবেন আপনি হ্যা আপনি কথা বলছেন না কেনো রাত দুপুরে কল দিচ্ছেন বারবার তাও কথা বলছেন না কি মনে করেন নিজেকে আপনি? কার কাছে কল দিয়েছেন?

আমার বউয়ের কাছে
। কি বউয়ের কাছে ফোন দিসেন

সত্যিই চিনতে পারছোনা? নাকি নাটক করছো

আপনাকে কি না চিনে থাকা যায় যেই কাকের কন্ঠ

কি বললে আমার কাকের কন্ঠ?
তোমাকে যদি পাই তারপর বুঝাবো হুম

দেখুন রং,,,

জ্বি না এইটা রাইট নাম্বার কলটা কাটলে খবর আছে তোমার

যাক বাবা এতো আমার কথার মাঝখানে থামিয়ে দিলো
আমি কোনো সাংবাদিক নই যে আমাকে খবর দিবেন হুহ

কেনো এমন করো নিশি?

আপনি আমাকে না বলে চলে গেলেন কেনো জানেন আমি কতো টেনশনে ছিলাম

কেনো? কেনো?
তুমি আমাকে নিয়ে টেনশন করো কেনো? তুমিতো আমাকে ভালোবাসো না তোমার থেকে দুরে সরিয়ে দাও তাহলে আবার টেনশন করো কেনো?

(এইরে নিজেই খাইলাম ধরা নিশি তোকে দিয়ে কিছু হবেনা)
কককই আমমি টেনিশননন করিনি তো আমি কেনো আপনার জন্য টেনশন করবো আজব

আচ্ছা! তাই নাকি জানু?

ডোন্ট কল মি জানু

তা একটু আগে কি যেনো বলছিলে টেনশনে ছিলা আবার শুনলাম আমার বাসায় ও গিয়েছিলে তাহলে আমি কি ভুল শুনেছি
?

আপনার কানে হয়তো সমস্যা তাই আরকি

একদম নাটক করবেনা আর কি বলছিলে আমার কানে সমস্যা?
তোমার কানে সমস্যা

কিছু সময় দুজনেই চুপ

সরি নিশি আমি ইমারজেন্সি কাজে চলে এসেছি তাই তোমাকে জানাতে পারিনি

,,,,,,,,

আমি জানতাম তুমি আমাকে খুজবে কারন আমার ভালোবাসার প্রতি যে আমার বিশ্বাস রয়েছে

,,,,,,,

এতো ভালোবাসো একবার মুখে বলতে পারোনা? আমিওযে খুব ভালোবাসি তোমাকে
আই লাভ ইউ নিশি

আমি মোটেও আপনাকে ভালোবাসি না

এই মেয়ে তুমি এখানে কি করো বলতো?

মানে?

তোমাকেতো সিনেমা জগতে প্রয়োজন

দেখুন একদম ন্যাকামি করবেন না

ন্যাকামি কি করলাম একবার বলো না ভালোবাসি

আপনাকে কেনো বলবো?
আমি আপনাকে ভালোবাসি না?

আচ্ছা! তাহলে খুঁজছিলে কেনো আমায়?

এইভাবে কয়েকদিন ওদের কথা হলো কিন্তু নিশির মুখ থেকে ভালোবাসি কথা বের করতে পারেনি নীল।

নীল তুমি ভাবতেও পারবেনা তোমার জন্য কতবড় সারপ্রাইজ অপেক্ষা করছে

আজ শুধু তুমি আসো তারপর দেখো তোমার নিশি নিজেই তোমাকে আপন করে নেবে

এবার বাসায় গিয়ে তোর মুখ থেকে ভালোবাসি বের করেই ছাড়বো

বিকেল ৪টায় বাংলাদেশ এসে পৌঁছলাম

সোজা বাসায় চলে গেলাম নিশিকেও জানালাম না যে আমি চলে এসেছি

বাসায় এসে ফ্রেশ হয়ে খাবার খেয়ে দিলাম ঘুম।

হ্যা নিশি বলো

সব ঠিক আছেতো আমি যেভাবে বলেছি সব হয়েছে তো? আর তোমাদের স্যার কি করছে?

হ্য সব ঠিকাছে স্যার ঘুমাচ্ছে ওকে আমি আসছি।

কিরে কোথা যাচ্ছিস?

মা আজ নিলার বাসায় যাওয়ার কথা ছিলো ভূলে গেলে?
গতসপ্তাহে নিলা এসেছিলো আমাদের বাসায় এবার আমার যাওয়ার পালা আর না গেলে তো জানোই রাগ করবে

হ্যা তাইতো আচ্ছা সাবধানে থাকিস

ওকে মা
বাই মা বাই আন্টি আসছি আমি
বলেই চলে এলাম

কিরে কোথায় তোরা সব ঠিক আছে?

হ্যা এইতো চলে এসেছি আর একটু।

আচ্ছা তারাতাড়ি আয়।

নিরব তোর মনে আছে কি কি করতে হবে?

হ্যা আছে।
ওকে চল।

চলে এলাম সবাই মিলে নীলের বাসায়।
আগে গিয়ে জেন্সের সাথে দেখা করে সব দেখে ঠিক করে নিলাম।

নিরব ১১, ৫০ হয়ে গেছে তুই যা আগে

হ্যা যাচ্ছি

ভাইয়া আরর কতো ঘুমাবে একটু তো ওঠো

আররে নিরব কখন এলে?

এইইতো এলাম একটু আসতো আমার সাথে দেখি ড্রেসটা?
না এইটা হবেনা

আরে করছো কি নিরব আমি কিছুই বুঝতে পারছিনা এতো রাতে এসব কি করছো

এতো কথা বলো কেনো ভাইয়া নাও এই ড্রেস টা পরে এসো

কিন্তু কেনো?

কোনো কিন্তু নেই যাওতো

একরকম ধাক্কা দিয়ে পাঠালো আমাকে।

একদম পারফেক্ট
চলো আমার সাথে

কোথায় নিরব

ভাইয়া এতো প্রশ্ন কেনো করছো আমি কি তোমাকে মেরে ফেলবো নাকি?

আরে না তা কেনো বলছো।
চোখ ধরছো কেনো?

নো সাউন্ড একটু অপেক্ষা করো

একটা রুমে নিয়ে আমার চোখগুলো ছেড়ে দিলো এতো সুন্দর করে সাজানো হয়েছে রুমটা কিন্তু কেনো

কয়েকজন একসাথে বলে উঠলো
হ্যাপি বার্থডে, হ্যাপি বার্থডে, হ্যাপি বার্থডে নীল ভাইয়া

লাইট জ্বলে ওঠলো।
তোমরা?

হ্যা আমরা কেমন সারপ্রাইজ দিলাম বলেন

অসাধারণ
(কিন্তু তার মাঝেও যে আমার চোখ একজন কে খুঁজছে নিশিকি এলো না)

নিলা : কি ব্যাপার ভাইয়া পছন্দ হয়নি কাউকে খুঁজছেন?
হ্যা। না মানে অনেক পছন্দ হয়েছে

আর আমাকে? পিছন থেকে নিশি বলে ওঠলো

একটু ও পছন্দ হয়নি বলাই শেষ হয়নি মহারানী চলে যাচ্ছে

আরে ভাইয়া চলে যাচ্ছে তো

সামনে গিয়ে দাঁড়ালাম

আমার মহারানী কে সবসময় সবচেয়ে বেশি পছন্দ। পছন্দ না হলে কি এতো সময় তাকেই খুঁজতাম?

তাহলে তখন বললেন কেনো?

আমিতো মজা করছিলাম।
নিশি আমাকে অবাক করে দিয়ে সবার সামনে প্রপোজ করলো।

সবসময় তোমার পাশে থাকতে চাই তোমার সুখ দুখের ভাগ নিতে চাই দিবেকি সেই অধিকার টুকু
“আই লাভ ইউউ নীল ”

আমিতো অনেক আগে থেকেই দিয়ে আছি মহারানী
বলেই নিশিকে জড়িয়ে ধরলাম।

আমরা কিন্তু এখনো আছি
বলে সবাই হেসে দিলো

এবার তো কেকটা কাটেন

হুম চলো
সবাই কেক কেটে খাওয়া দাওয়ার পর চলে যাবার পালা

সবাই চলে যাবার জন্য বেরিয়ে যাচ্ছে

নিশি!

হুম। বলেন

একটু এদিকে এসো

হুম বলেন

থ্যাংকস জান এতো বড় সারপ্রাইজ দেয়ার জন্য

ওয়েলকাম মহারাজ

ওকে দেরি হয়ে যাচ্ছে সবাই বাহিরে কি ভাববে সরুন

নো আপনি ওকে অনলি তুমি

ওকে।

আজ থাকোনা জান

নাহ বিয়ের আগে আমি আমার স্বামীর বাড়িতে থাকতে চাইনা মহারাজ

যেতে দিবো একশর্তে

কি?

কাল আমাকে সময় দিতে হবে

ওকে দিবো হ্যাপি

হুম হ্যাপি বলে কপালে একটা চুমু একে দিলাম
চলো

ড্রাইভার না আমি দিয়ে আসবো চলো

হাজার বারন করলেও শুনবেনা আচ্ছা চলো
বাসায় পৌছে দিয়ে আসার সময় একটা ফ্লাইং কিস দিয়ে দিলাম

নিশি আমার দিকে চোখ রাংগিয়ে তাকালো আমি চোখ মারাতে হাসতে লাগলো পাগলি একটা

তারপরদিন বিকালে

কি হলো কোথায় তুমি?

এইতো আসছি

তাড়াতাড়ি নিচে নামো আমি অপেক্ষা করছি

এই তুমি বাসার সামনে কেনো এসেছো

আমার জানকে নিতে তারাতাড়ি আসোতো

হুম আসছি

continue..
.বিঃ দ্রঃ নিচে Next >> ক্লিক করলে পরবর্তী পর্ব পাবেন..!

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *