অদ্ভুত ভালোবাসা ! পর্ব- ০৭
গল্প বিলাসী (Nishe)
।
বাসার সামনে আসার আগেই নেমে পরলাম
।
নিশি plz আমার কথাটা একটু ভেবে দেখো
।
সেই সময় আমার নেই আর আমি এইসব নিয়ে ভাবতেও চাইনা।
আর আপনার জন্য তো না ই
।
বলেই চলে আসলাম।
।
কি করে যে এর মনে যায়গা করবো আল্লাহ ই ভালো জানে।
কি মেয়ের প্রেমে পরলাম আমি
।
রাতে নিরব কে ফোন দিলাম
।
হ্যালো নিরব?
।
জ্বি ভাইয়া কেমন আছেন?
।
আমি ভালো নেই।
।
কি বলেন আমার মতো ভাই থাকতে আপনি ভালো নেই তা কিভাবে
সম্ভব?
বলেন কি problem?
।.
problem অনেক। বলে মোবাইলে বলে শেষ করা যাবেনা। বাসায়
আসো
।
ওকে আমি আসছি
।
বাসা কাছে হওয়ার কারনে ২০মিনিটে চলে গেলাম ভাইয়ার বাসায়
।
জ্বি ভাইয়া বলেনন কি problem?
।
তারপর নিরব কে বললাম যে আমার নিশিকে চাই এখন তোমার আমাকে
help করতে হবে।
।
কিন্তু ভাইয়া নিশিতো ভালোবাসায়য় বিশ্বাস করেনা।
তাহলে?
।
ওকে আমার ভালোবাসা বিশ্বাস করতেই হবে তার জন্য যা প্রয়োজন
আমি সব করবো
।
নিশিকে ফোন দিলেও ফোন reciv করছেনা।
।
নিশি unknown কল reciv করেনা
।
ওহ আচ্ছা
।
কিভাবে কি করতে হবে দুইজন মিলে plan করে চলে আসলাম
।
সকালবেলা
।
আজ কি বাসায় কেউ আসবে?
।
নাতো! কেনো?
।
নাহ এতো আয়োজন তাই বললাম
।
ভূলে গেছিস? আজ তোর বাবার জন্মদিন?
।
বাবার কথাটা মনে হতেই চোখ দিয়ে অঝোর পানি পরছে।
মা মাগো আমার বাবার মৃত্যুর জন্য যে আমি দায়ি।
আমি যে কোনোদিন ও নিজেকে ক্ষমা করতে পারবোনা
।
কেনো এই কথা বলছিস মা আমিতো জানি তাতে তোর কোনো
দোষ নেই আমরাতো জানি আমার মেয়ে কোনো দিন এমন কাজ
করবেনা
।
মা মেয়ের কান্না শুরু হলো।
আপা তুমিও যে মেয়েটাকে না কাঁদিয়ে ছাড়োনা।
।
আজ সারাদিন বাসায় কাটিয়ে দিলাম আর বের হলাম না
।
সন্ধ্যায় বারান্দায় গিয়ে দাড়ালাম। কেনো জানি নীলের কথা মনে পড়ছে।
সে কি আসলে আমাকে ভালোবাসে নাকি সেদিন পালিয়ে যাওয়ার শাস্তি
দিতে অভিনয় করছে?
।
কিছুক্ষন থেকে পড়তে বসলাম আবার ঐ নাম্বার থেকে ফোন
।
কে ওনি আর এতো ফোন কেনো দিচ্ছে? রিসিভ করবো?
।
কিরে কখন থেকে ফোন বাজছে রিসিভ করছিস না কেনো?
।
আসলে আন্টি নাম্বার টা চিনিনা কাল থেকেই কল দিচ্ছে
।
আরে important কল ওতো হতে পারে রিসিভ কর কথা বলে খেতে
আয়তো আমি যাই।
।
হ্যালো আসসালামু আলাইকুম
।
ওয়ালাইকুম আসসালাম।
।
কে বলছেন?
।
,,,,,,,,,,,,,
।
কি হলো কথা বলছেন না কেনো?
।
আজ সারাদিন কোথায় ছিলে?
।
মানে? কে আপনি?
।
আমি তোমার বর। বলো কোথায় ছিলে সারাদিন?
।
এইরে এইতো দেখছি রাক্ষস আমার নাম্বার কোথায় পেলো
এখন কি করি? দারা দেখাচ্ছি মজা
।
সরি আপনার হয়তো কোথাও ভূল হচ্ছে নাম্বার টা দেখে আবার ডায়েল
করেন বলেই কেটে দিলাম আর নাম্বারটা রাক্ষস দিয়ে সেইভ করলাম
।
আরে কেটে দিলো কেনো?
আমার ভূল হইছে তাই না দেখো আজ কি করি
।
আবার ফোন দিলাম ধরছেনা অনেক্ষন যাবৎ ফোন দিলাম কিন্তু ধরার
কোনো খবর নেই
।
তুমি ফোনটা reciv করবে না আমি বাসায় আসবো?
।
কিরে ১০মিনিট হয়ে গেলো কোনো reply নাই
।
ওকে আমি বাসায় ই আসছি wait.
।
ফোন কেটে খাবার খেতে চলে গিয়েছিলাম
।
দেখিতো আর কল দিয়েছে কিনা।
।
ফোন হাতে নিতেই চোখ কপালে ৫০ মিসড কল
আবার মেসেজ ও
তারাতাড়ি মেসেজ চেক করতে লাগলাম।
।
OMG এই মেসেজ তো অনেক আগের দেয়া এতোক্ষনে
হয়তো এসে পড়েছে আমি এখন কি করবো?
।
দৌড়ে গিয়ে শুয়ে পরলাম দেখি কি হয়।
।
হা হা হা কি দৌড় টাই না দিলো।
।
ছোট বেলা থেকে আমি ভালো গাছ বেড়াতাম তাই নিশিদের বাসার
পাশের নারিকেল গাছ দিয়ে আমি ওঠে নিশির বারান্দায় গেলাম
।
হায় হায় বারান্দার দরজা তো বন্ধ
এখন কি করবো?
।
আরে আবার কে মেসেজ দিলো
“বারান্দার দরজা খোলো নয়তো এখন ভাংবো ”
।
হে আল্লাহ এখন আমি কি করবো???
।
খুলবে নাতো ওকে তাহলে আমি ই যা করার করছি
বলেই দুইটা ধাক্কা দিলাম
।
আরে এতো সারা বাড়ি সজাগ করে ফেলবে দৌড়ে গিয়ে দরজাটা খুলে
দিলাম।
।
কেনো এসেছেন আপনি?
আবার কি চান? হুম?
।
ফোনটা কাটলে কেনো তখন?
।
কখন?
আপনি আমাকে ফোন দিয়েছেন? কই আমিতো জানিনা আমার
ফোনেতো কোনো কলই আসেনি
।
( এহ এমন ভাব করছে যেনো ভাজা মাছটা উল্টিয়ে খেতে জানেনা দারাও
দেখাচ্ছি মজা )বলেই নিশির মোবাইলটা খুঁজতে লাগলাম
।
কি খুঁজছেন আপনি?
।
তোমার না জানলেও চলবে এইতো পেয়ে গেছি
।
ও আল্লাহ এখন কি হবে? আপপপনি আমমমাররর মোবাইইইইইলল
নিচ্ছেএএএননন কেনোওঅঅঅঅ
?
।
মোবাইলটা হাতে নিয়ে দেখি আমার নাম্বার টা রাক্ষস দিয়ে সেইভ করে
রেখেছে।
।
আমি রাক্ষস? আমি রাক্ষস?
।
আমার আর জিবনেও বুদ্ধি হবেনা তখনি সেইভ করতে হলো নামটা
খেতে যাওয়ার আগেই করতে হলো
।
কি হলো কি বির বির করছো?
কি যেনো বলছিলে তোমার মোবাইলে কোনো ফোন আসেনি
তাহলে এই গুলা কি?
।
তাকিয়ে দেখি ৫৯ মিসড কল আমি কিভাবে শুনবো মোবাইল
তো silent ছিলো
।
তাই? তাহলে 1sst কল রিসিভ করেছিলে কিভাবে?
।
ও তাইতো। নিশি আজ তুই শেষ
।
কি হলো চুপ কেনো জানপাখি
।
don’t call me this word okk?
।
তাহলে কি ডাকবো? জানু ময়না পাখি? বলেই হাসতে লাগলাম
।
কিছু ডাকতে হবেনা plz আপনি এখন চলে যান যদি কেউ দেখে
ফেলে কেলেংকারী হয়ে যাবে
।
কি হবে দেখলে?
।
আপনি কি বুঝতে পারছেন না! কি হবে?
plz জাননা আপনি
।
দেখলে বিয়ে দিয়ে দিবে তাইতো আমিতো এইটাই চাই ডাকো
সবাইকে ওকে তোমাকে ডাকতে হবেনা আমিই ডাকছি
আন্টি!
আন্টি
।
আরে করছেন কি আপনি? plz আপনি চলে যান।
।
আমি তো যাওয়ার জন্য আসি নি জান
।
Oh God
আমি এখন কি করবো?
।
কেনো এমন করছেন আমার সাথে? কি চান আপনি?
।
simple ভালোবাসতে চাই তোমাকে তুমি বুঝোনা?
।
না আমি বুঝতেও চাইনা চলে যান আপনি
।
আরে আপনি খাটে কেনো উঠছেন?
।
আমি এখানেই থাকবো দেখি তুমি কি করে আমাকে সরাও
।
বলেই শুয়ে পরলাম
।
এই কোন বিপদে ফেললে আমায়?
। ।
যতদিন না তুমি আমায় ভালোবাসো আমি এই খাট থেকে নামছিনা
।
এহহহহ বললেই হলো মামার বাড়ির আবদার
।
কিছুসময় দুইজনেই চুপ
।
নিশির দিকে তাকিয়ে দেখলাম কাঁদছে না হয়তো বেশি হয়ে যাচ্ছে
।
নিশির কাছে গেলাম।ওর কাধটা ধরে আমার দিকে ঘুরালাম
নিশি তাকাও আমার দিকে
।
আমি নিচের দিকে তাকিয়ে আছি।
।
তাকাও আমার দিকে
।
কি হলো তাকাও
এই মেয়ে সমস্যা কি তোমার হ্যা ভালো ভাবে বললে কানে জায়না
জোড় করা লাগে সবসময় আমাকে রাগাতে বেশি ভালোলাগে?
।
মাথা তুলে তাকালাম নীলের দিকে
।
আমি সত্যি নিশি তোমাকে অনেক ভালোবাসি বিশ্বাস করো অনেক
ভালোবাসি
।
বলেই কপালে একটা চুমু দিয়ে চলে আসলাম।
।
চলে যাওয়ার পর কেনো জানি আমার ও ঘুম আসছিলো না তারপর কখন
ঘুমিয়ে গেলাম জানিনা।
।
কিছুদিন যাবৎ আমাকে আর নীল ডিস্ট্রাব করেনা কোথাও দেখতেও
পারছিনা
।
কেনো জানি খুব মিস করছিলাম।
।
continue…..
.বিঃ দ্রঃ নিচে Next >> ক্লিক করলে পরবর্তী পর্ব পাবেন..!