অদ্ভুত ভালোবাসা

অদ্ভুত ভালোবাসা ! পর্ব- ০৭

গল্প বিলাসী (Nishe)

বাসার সামনে আসার আগেই নেমে পরলাম

নিশি plz আমার কথাটা একটু ভেবে দেখো

সেই সময় আমার নেই আর আমি এইসব নিয়ে ভাবতেও চাইনা।
আর আপনার জন্য তো না ই

বলেই চলে আসলাম।

কি করে যে এর মনে যায়গা করবো আল্লাহ ই ভালো জানে।
কি মেয়ের প্রেমে পরলাম আমি

রাতে নিরব কে ফোন দিলাম

হ্যালো নিরব?

জ্বি ভাইয়া কেমন আছেন?

আমি ভালো নেই।

কি বলেন আমার মতো ভাই থাকতে আপনি ভালো নেই তা কিভাবে
সম্ভব?
বলেন কি problem?
।.
problem অনেক। বলে মোবাইলে বলে শেষ করা যাবেনা। বাসায়
আসো

ওকে আমি আসছি

বাসা কাছে হওয়ার কারনে ২০মিনিটে চলে গেলাম ভাইয়ার বাসায়

জ্বি ভাইয়া বলেনন কি problem?

তারপর নিরব কে বললাম যে আমার নিশিকে চাই এখন তোমার আমাকে
help করতে হবে।

কিন্তু ভাইয়া নিশিতো ভালোবাসায়য় বিশ্বাস করেনা।
তাহলে?

ওকে আমার ভালোবাসা বিশ্বাস করতেই হবে তার জন্য যা প্রয়োজন
আমি সব করবো

নিশিকে ফোন দিলেও ফোন reciv করছেনা।

নিশি unknown কল reciv করেনা

ওহ আচ্ছা

কিভাবে কি করতে হবে দুইজন মিলে plan করে চলে আসলাম

সকালবেলা

আজ কি বাসায় কেউ আসবে?

নাতো! কেনো?

নাহ এতো আয়োজন তাই বললাম

ভূলে গেছিস? আজ তোর বাবার জন্মদিন?

বাবার কথাটা মনে হতেই চোখ দিয়ে অঝোর পানি পরছে।
মা মাগো আমার বাবার মৃত্যুর জন্য যে আমি দায়ি।
আমি যে কোনোদিন ও নিজেকে ক্ষমা করতে পারবোনা

কেনো এই কথা বলছিস মা আমিতো জানি তাতে তোর কোনো
দোষ নেই আমরাতো জানি আমার মেয়ে কোনো দিন এমন কাজ
করবেনা

মা মেয়ের কান্না শুরু হলো।
আপা তুমিও যে মেয়েটাকে না কাঁদিয়ে ছাড়োনা।

আজ সারাদিন বাসায় কাটিয়ে দিলাম আর বের হলাম না

সন্ধ্যায় বারান্দায় গিয়ে দাড়ালাম। কেনো জানি নীলের কথা মনে পড়ছে।
সে কি আসলে আমাকে ভালোবাসে নাকি সেদিন পালিয়ে যাওয়ার শাস্তি
দিতে অভিনয় করছে?

কিছুক্ষন থেকে পড়তে বসলাম আবার ঐ নাম্বার থেকে ফোন

কে ওনি আর এতো ফোন কেনো দিচ্ছে? রিসিভ করবো?

কিরে কখন থেকে ফোন বাজছে রিসিভ করছিস না কেনো?

আসলে আন্টি নাম্বার টা চিনিনা কাল থেকেই কল দিচ্ছে

আরে important কল ওতো হতে পারে রিসিভ কর কথা বলে খেতে
আয়তো আমি যাই।

হ্যালো আসসালামু আলাইকুম

ওয়ালাইকুম আসসালাম।

কে বলছেন?

,,,,,,,,,,,,,

কি হলো কথা বলছেন না কেনো?

আজ সারাদিন কোথায় ছিলে?

মানে? কে আপনি?

আমি তোমার বর। বলো কোথায় ছিলে সারাদিন?

এইরে এইতো দেখছি রাক্ষস আমার নাম্বার কোথায় পেলো
এখন কি করি? দারা দেখাচ্ছি মজা

সরি আপনার হয়তো কোথাও ভূল হচ্ছে নাম্বার টা দেখে আবার ডায়েল
করেন বলেই কেটে দিলাম আর নাম্বারটা রাক্ষস দিয়ে সেইভ করলাম

আরে কেটে দিলো কেনো?
আমার ভূল হইছে তাই না দেখো আজ কি করি

আবার ফোন দিলাম ধরছেনা অনেক্ষন যাবৎ ফোন দিলাম কিন্তু ধরার
কোনো খবর নেই

তুমি ফোনটা reciv করবে না আমি বাসায় আসবো?

কিরে ১০মিনিট হয়ে গেলো কোনো reply নাই

ওকে আমি বাসায় ই আসছি wait.

ফোন কেটে খাবার খেতে চলে গিয়েছিলাম

দেখিতো আর কল দিয়েছে কিনা।

ফোন হাতে নিতেই চোখ কপালে ৫০ মিসড কল
আবার মেসেজ ও
তারাতাড়ি মেসেজ চেক করতে লাগলাম।

OMG এই মেসেজ তো অনেক আগের দেয়া এতোক্ষনে
হয়তো এসে পড়েছে আমি এখন কি করবো?

দৌড়ে গিয়ে শুয়ে পরলাম দেখি কি হয়।

হা হা হা কি দৌড় টাই না দিলো।

ছোট বেলা থেকে আমি ভালো গাছ বেড়াতাম তাই নিশিদের বাসার
পাশের নারিকেল গাছ দিয়ে আমি ওঠে নিশির বারান্দায় গেলাম

হায় হায় বারান্দার দরজা তো বন্ধ
এখন কি করবো?

আরে আবার কে মেসেজ দিলো
“বারান্দার দরজা খোলো নয়তো এখন ভাংবো ”

হে আল্লাহ এখন আমি কি করবো???

খুলবে নাতো ওকে তাহলে আমি ই যা করার করছি
বলেই দুইটা ধাক্কা দিলাম

আরে এতো সারা বাড়ি সজাগ করে ফেলবে দৌড়ে গিয়ে দরজাটা খুলে
দিলাম।

কেনো এসেছেন আপনি?
আবার কি চান? হুম?

ফোনটা কাটলে কেনো তখন?

কখন?
আপনি আমাকে ফোন দিয়েছেন? কই আমিতো জানিনা আমার
ফোনেতো কোনো কলই আসেনি

( এহ এমন ভাব করছে যেনো ভাজা মাছটা উল্টিয়ে খেতে জানেনা দারাও
দেখাচ্ছি মজা )বলেই নিশির মোবাইলটা খুঁজতে লাগলাম

কি খুঁজছেন আপনি?

তোমার না জানলেও চলবে এইতো পেয়ে গেছি

ও আল্লাহ এখন কি হবে? আপপপনি আমমমাররর মোবাইইইইইলল
নিচ্ছেএএএননন কেনোওঅঅঅঅ
?

মোবাইলটা হাতে নিয়ে দেখি আমার নাম্বার টা রাক্ষস দিয়ে সেইভ করে
রেখেছে।

আমি রাক্ষস? আমি রাক্ষস?

আমার আর জিবনেও বুদ্ধি হবেনা তখনি সেইভ করতে হলো নামটা
খেতে যাওয়ার আগেই করতে হলো

কি হলো কি বির বির করছো?
কি যেনো বলছিলে তোমার মোবাইলে কোনো ফোন আসেনি
তাহলে এই গুলা কি?

তাকিয়ে দেখি ৫৯ মিসড কল আমি কিভাবে শুনবো মোবাইল
তো silent ছিলো

তাই? তাহলে 1sst কল রিসিভ করেছিলে কিভাবে?

ও তাইতো। নিশি আজ তুই শেষ

কি হলো চুপ কেনো জানপাখি

don’t call me this word okk?

তাহলে কি ডাকবো? জানু ময়না পাখি? বলেই হাসতে লাগলাম

কিছু ডাকতে হবেনা plz আপনি এখন চলে যান যদি কেউ দেখে
ফেলে কেলেংকারী হয়ে যাবে

কি হবে দেখলে?

আপনি কি বুঝতে পারছেন না! কি হবে?
plz জাননা আপনি

দেখলে বিয়ে দিয়ে দিবে তাইতো আমিতো এইটাই চাই ডাকো
সবাইকে ওকে তোমাকে ডাকতে হবেনা আমিই ডাকছি
আন্টি!
আন্টি

আরে করছেন কি আপনি? plz আপনি চলে যান।

আমি তো যাওয়ার জন্য আসি নি জান

Oh God
আমি এখন কি করবো?

কেনো এমন করছেন আমার সাথে? কি চান আপনি?

simple ভালোবাসতে চাই তোমাকে তুমি বুঝোনা?

না আমি বুঝতেও চাইনা চলে যান আপনি

আরে আপনি খাটে কেনো উঠছেন?

আমি এখানেই থাকবো দেখি তুমি কি করে আমাকে সরাও

বলেই শুয়ে পরলাম

এই কোন বিপদে ফেললে আমায়?
। ।
যতদিন না তুমি আমায় ভালোবাসো আমি এই খাট থেকে নামছিনা

এহহহহ বললেই হলো মামার বাড়ির আবদার

কিছুসময় দুইজনেই চুপ

নিশির দিকে তাকিয়ে দেখলাম কাঁদছে না হয়তো বেশি হয়ে যাচ্ছে

নিশির কাছে গেলাম।ওর কাধটা ধরে আমার দিকে ঘুরালাম
নিশি তাকাও আমার দিকে

আমি নিচের দিকে তাকিয়ে আছি।

তাকাও আমার দিকে

কি হলো তাকাও
এই মেয়ে সমস্যা কি তোমার হ্যা ভালো ভাবে বললে কানে জায়না
জোড় করা লাগে সবসময় আমাকে রাগাতে বেশি ভালোলাগে?

মাথা তুলে তাকালাম নীলের দিকে

আমি সত্যি নিশি তোমাকে অনেক ভালোবাসি বিশ্বাস করো অনেক
ভালোবাসি

বলেই কপালে একটা চুমু দিয়ে চলে আসলাম।

চলে যাওয়ার পর কেনো জানি আমার ও ঘুম আসছিলো না তারপর কখন
ঘুমিয়ে গেলাম জানিনা।

কিছুদিন যাবৎ আমাকে আর নীল ডিস্ট্রাব করেনা কোথাও দেখতেও
পারছিনা

কেনো জানি খুব মিস করছিলাম।

continue…..
.বিঃ দ্রঃ নিচে Next >> ক্লিক করলে পরবর্তী পর্ব পাবেন..!

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *