ভালোবাসি হয়নি বলা

ভালোবাসি হয়নি বলা !! Part- 25

ছুটকিঃ আমার ফোনের চার্জ শেষ তাই এখন ফটে খেলতে হবে

ও তার মানে দুজনের ধান্দা আমার পকেট থেকে টাকা মেরে নেবে তাইতো ওকে দেখা যাক আমিও কম কিসের

মাহিনঃ ওকে আমি খেলতে রাজি তবে আমি মাঝখানে বসবো আর তোমরা দুইজন আমার দুই পাশে

ছুটকিঃ কেন বউয়ের পাশে না বসলে হয় না

মাহিনঃ দেখ সবসময় ন্যাকামি করবি না বুঝছিস এখানে তুই যে চিটারি করবি সেটা আমি ভালো করে জানি তাই আমি মাঝখানে বসবো তোমার দুজন আমার দুই পাশে

আমিঃ আমরা চিটারি করব তার মানে কি আপনি কি বলতে চাচ্ছেন আমরা দুজন চিটার তাই তো আমারা ২ জন খেলতে পারিনা তাইতো

মাহিনঃ ওকে আপনারা দুজন অনেক ভালো খেলতে পারেন অনেক পাক্কা প্লেয়ার এখন বেশি বকবক আর ঝগড়া না করে তাড়াতাড়ি খেলাটা শুরু করা যাক

আমিঃ দেখেন আপনার রাগ আপনার পকেট এ ভরে রাখেন আর সেটাকে ভালোভাবে সাবধানে রাখবেন সবসময় বাহির করার চেষ্টা করবেন না

ছুটকিঃ আচ্ছা তাহলে বা খেলা শুরু করা যাক

তারপরে তিনজনেই অনেক মনোযোগ দিয়ে খেলা শুরু করে দিলাম

প্রথম প্রথম খেলাটা ভালোই চলছিল

যেই খেলাটা মাঝ পজিশনে চলে গেল

কে কাকে কাটতে পারে সেটার কম্পিটিশন শুরু হয়ে গেল

আমার দুইটা পাক্কা গুটি কেটে দিলো 😢😢

এই দুইটা গুটি ধুকাইতে পারলে আমি ফার্স্ট হতাম এখন কি হবে ওদের তো আর একটা করে আছে আমার দুইটা

আমি মন খারাপ করে খেলতে লাগলাম

আমার মন খারাপ হয়তো উনি বুঝতে পেরেছেন

তাই দেখতেছি উনি আর মনোযোগ দিয়ে খেলতেছে না

আমি ব্যাপারটা বুঝতে পারলাম এবং আমি মুখটা মুচকি হাসি দেওয়ার মতো করে আমার খেলায় মনোযোগ দিলাম

তারপর দেখলাম ছুটকি উনার গুটি টা কে কেটে ফেলল আর চুটকি অনেক জোরে জোরে চিৎকার করতে লাগল কেটেছি কেটেছি কেটেছি আমি

মাহিনঃ এই যে এইভাবে চিৎকার করে কখনো তুই জিততে পারবি না তুই দেখ তুই হারবি আর খাওয়াটা তুই দিবি

তারপর আবার সবাই খেলায় মনোযোগ দিলাম এবং অনেক মনোযোগ সহকারে খেলতে লাগলাম আমার একটা গুটি আবার পাকিয়ে ফেলেছি এখন আমারও একটা গুটি আছে

উনি ওনার গুটি টা ঘরে প্রবেশ করালে আর পুট হলে উনি জিতে যান

ছুটকির 5 হলে ছিটকি জিতে যায় কিন্তু আমার এখনো 7 লাগে

উনি চাইল দিলেন কিন্তু ওনার পুট হলো না

তারপর ছুটকি চাইল্ দিল কিন্ত ওরও 5 হলো না

এইবার আমার পালস আমি চোখ বন্ধ করে আল্লাহর নাম নিয়ে চাইল্ দিলাম

ছক্কা,,, উয়ায়ায়ায়ায়া

আমার আর 1 দরকার এই এক হবে কিনা জানিনা

অনেক ভয় লাগতাছে যদি না হয় তাহলে আমি হয়তো আর জিততে পারবো না

ভয় ভয় করে চাইল টা দিলাম

উয়য়ায়ায়ায়ায়ায়ায়া আমি জিতে গেছি বলেই একটা জোরে চিৎকার করলাম

আমার চিৎকার করা দেখে উনি অবাক দৃষ্টিতে আমার চোখের দিকে তাকিয়ে রইলেন

আমি পরিবেশটা বুঝতে পেরে চুপ করে মুখ গোমরা করে নিচের দিকে তাকিয়ে বসে পড়লাম

ছুটকিঃ ভাবি তুমিও না কখন কি করে বাসো নিজেও জানো না এটা সন্ধ্যার সময় আর এই সময় বাসায় কেউ চিৎকার করলে আম্মু অনেকটা রেগে যায়

আমিঃ সরি আমি তো জানতাম না আর অনেকটা হ্যাপি ফিল হচ্ছে তো মনের ভিতর তাই নিজেকে আর আমি কন্ট্রোল করতে পারিনি

মাহিনঃ দেখো এত খুশি হয়ে কাজ নেই এখনও খেলাটা সম্পুর্ণ হয়নি আরো একজনকে জিততে হবে তারপর লুসার খাওয়া দিবে

ছুটকিঃ ফটোর ফটোর না করে চাল দে তারপর দেখ তুই কিভাবে লিসার হইস

মাহিনঃ এই দেখ এই চাইলে আমি উঠে গেছি

কথাটা বলে উনি চাইল্ দিলেন কিন্তু ভাগ্যবশত ওনার পুট উঠলো না

তারপর ছুটকি চাইল দিল কিন্তু ভাগ্যের কি খেলা ছুটকির ৫ উঠে গেল

উনার মুখের দিকে তাকানো যাচ্ছে না একদম কালো মেঘের ভেলা এসে যেন ছেয়ে গেছে ওনার মুখে

ছুটকিঃ তোকে এত করে বললাম যে তুই আমাদের সাথে পারবি না

মাহিনঃ তুই যদি আমার শত্রুতা না করতি তাহলে আমি ঠিকই জিতে যেতাম

ছুটকিঃ মানে তুই এটা বলে কি বোঝাতে চাচ্ছিস আমি কি কোন বাটপারি খেলা খেলছি নাকি

মাহিনঃ বাটপারি খেলিস নাই তবে তুই তোর ভাইকে ভুলে গিয়ে দুদিনের ভাবিকে আপন করে নিয়েছিস

ছুটকিঃ দেখ তোর মত আমার ভাবি অতটা খারাপ না,,, তাই তুই আমার ভাবিকে নিয়ে একটাও কথা বলতে পারবি না

মাহিনঃ হায় রে কপাল আমার নিজের বইনের মুখ থেকে এসব কথা শুনতে হবে আগে জানলে কচুর গাছের সাথে ফাঁসি দিয়া মইরা যাইতাম তাও তোর লগে কথা বলতাম না

আমি উনাদের দুজনের জগরা দেখি মিটমিট করে হাসতেছি

হঠাৎ করে ওরা দুজন আমার দিকে তাকিয়ে রইলেন

আমি হাসি বন্ধ করে মুখটা গোমরা করে নিচের দিকে তাকিয়ে রইলাম এখন আমাকে নিজের কাছে নিজেকে জোকার মনে হচ্ছে

আমিঃ আচ্ছা তোমরা দুজন আমার দিকে এভাবে তাকিয়ে আছ কেন

মাহিনঃ কেন আপনি কি যে আপনার দিকে তাকিয়ে থাকা যাবেনা

আমিঃ আমি কি বলছি আমার দিকে তাকিয়ে থাকা যাবেনা আমি শুধু এটা বলতেছি এইরকম করে তাকিয়ে আছেন কেন

মাহিনঃ আমরা আবার কেমন করে তাকিয়ে আছি আমরা তো আমাদের মত তাকিয়ে আছি

ছুটকিঃ ওকে তোমরা দুজন ঝগড়া করো আমি গিয়ে ঘুমিয়ে পড়ি অনেক রাত হয়ে গেল

মাহিনঃ ওকে যা তাহলে

তারপর ছুটকি চলে যেতে লাগল আর আমি ছুটকির পিছনে পিছনে যেতে ধরলেই উনি আমার ওড়না টেনে ধরলেন

আমি ঘুরে উনার দিকে তাকিয়ে ভুরু দিয়ে ইশারা করলাম কি হইছে

মাহিনঃ কই কিছু হয়নি তো কিন্তু তুমি যাচ্ছ কোথায়

আমিঃ আমি ছুটকির সাথে শুতে যাচ্ছি কেন আপনার কিছু লাগবে

মাহিনঃ হ্যাঁ লাগবে

আমি অবাক হয়ে তাকিয়ে রইলাম এখন উনার আবার কি লাগবে

আমিঃ জি বলুন কি লাগবে

মাহিনঃ আমার মাথাটা একটু ব্যাথা করতেছে একটু টিপে দিবা

উফফফ এই মানুষটা এত বাহানা জানে

আমি নিজেই উনার কাছে গিয়ে বসে পড়লাম

আমিঃ ওকে শুয়ে পড়ুন

উনি আমার কোলে মাথা দিয়ে শুয়ে পরলেন

আমি এখন খুব ভালো করেই বুঝতাছি

সব তার বাহানা ছিল

উফফফফ

( সরি কাল কে গল্প না দাওয়ার জন্য মাফ করবেন প্লিজ)

চলবে…..