মিঃ নিরামিষ !! Part- 15
নিবিড়-ভালো,,
এটা বলে নিবিড় পাশে তাকাতেই দেখলো তুলি গিয়ে ঘুমাচ্ছে,
চায়ের কাপটা রেখে নিবিড় গাছে পানি দিলো,,তারপর গিয়ে খাটে বসলো,,,ডায়রিটা হাতে নিলো,
কি যেন মনে করে ডায়রিটা আলমারিতে রেখে দিলো,,গিয়ে আবার শুয়ে পড়লো,,
সকালে তুলি উঠে রেডি হওয়া শুরু করলো,,
নিবিড় পাঞ্জাবি নেওয়ার জন্য আলমারি খুলতেই তুলির ব্লাউজ একটা নিবিড়ের পায়ের উপর পড়লো,,
নিবিড় হাতে নিয়ে দেখলো জিনিসটা কি
তুলি সাথে সাথে নিবিড়ের হাত থেকে ছোঁ মেরে নিয়ে নিলো,
তুলি-অসভ্য!
নিবিড়-কি এটা
তুলি-আপনার মাথা,
তুলি লুকিয়ে ফেললো,
নিবিড়-যাই হোক,তাড়াতাড়ি করো
তুলি-চুল কি করবো বুঝতেছি না,
নিবিড়-ছেড়ে দাও
তুলি চুল ছেড়ে দিয়ে কপালে একটা টিপ দিয়ে রেডি হয়ে নিলো,,
দুজনে একসাথে বের হলো,,নিবিড়ের ভার্সিটিতে এই প্রথম তুলি গেলো,,স্যার রা সবাই তুলির সাথে পরিচয় হয়ে নিলো ,
student রা সব কেমন ভাবে তাকাচ্ছে তুলির দিকে,, জেলাস হচ্ছে সবাই,কারন নিবিড়ের বেশির ভাগ student এর ক্রাশ ছিল,,আর নিবিড় এত জন ফেলে শেষে কিনা তুলির মত কম বয়সি বিয়ে করলো, ওরা এটা কিছুতেই মানতে পারতেছে না
তুলি-এই যে শুনুন
নিবিড়-হুম বলো
তুলি-সবাই আমার দিকে এমন করে তাকাচ্ছে কেন
নিবিড়-সুন্দর লাগছে তাই!
তুলি-না সেটা না,অন্যভাবে তাকাচ্ছে সবাই,,
নিবিড়-হয়ত জ্বলছে
তুলি-কেন
নিবিড়-কিছু না,চলো
তুলি-কই?
নিবিড় -একটা জায়গায়
নিবিড় তুলিকে নিয়ে একটা জায়গায় আসলো,যেখানে আঁকাবাঁকা পথ আর দুপাশে গাছগাছালি
তুলি-মন খারাপ হলে এখানে আসেন বুঝি?
নিবিড়-নাহ,আমার মন খারাপ হলে আমি বারান্দায় গিয়ে বসে থাকি
তুলি-তার মানে প্রতিদিন সকালবেলা আপনার মন খারাপ থাকে?
নিবিড়-নাহ সেটা না,উফ তোমাকে বোঝানো মুশকিল
তুলি হাসতে হাসতে স্লিপ খেয়ে রোড থেকে পুকুরে পড়ে গেলো ঠাস করে
নিবিড় দেরি না করে লাফ দিলো সাথে সাথে,
তুলি-আপনি লাফ দিসেন কেন?
নিবিড়-তুমি যদি ডুবে যাও
তুলি-আমি সাঁতার পারি
নিবিড়-ওহ,সমস্যা নাই
দুজনে উঠলো পুকুর থেকে,দুজনেই ভিজে টইটুম্বুর,,
নিবিড়-ইস আর দেরি করা যাবে না চলো বাসায় ফিরে যাই
তুলি-হুম
বাসায় এসে নিবিড় দেখলো শুধু বুয়া আছে বাসায় আর সবাই গেলো কই,তখনই মা ফোন করে জানালো তারা গ্রামের বাড়ি চলে গেসে,নিবিড় আর তুলি যেন কাল সকাল সকাল গ্রামের বাড়ির জন্য রওনা দেয়,,
তুলি-বাহ আমরা বাসায় একা?
নিবিড়-তো?
তুলি -তো?এত উল্টা পাল্টা চিন্তা করেন কেন,আপনি আমাকে টাচ করতে চাইলেও আমি আপনাকে তা করতে দিব না
নিবিড় হাসতে হাসতে জামা নিয়ে change করতে চলে গেলো
তুলি আরেক রুমে গেলো change করতে,,দরজা লাগিয়ে change করে দরজা খুলতে গিয়ে আর পারতেছেই না,,
অনেকক্ষন try করলো পারলো না,,শেষে নিবিড় বলে চিল্লানো শুরু করলো
নিবিড়-তুলি?কি হইসে?
তুলি-আটকে গেসি,দরজা লক হয়ে গেসে বের হতে পারতেছি না
নিবিড়-তোমার জন্য কি রুমের অভাব পড়সিলো??এটার দরজা নষ্ট আজ কয়েকদিন ধরে,আমি ঠিক করানোর লোককে আসতে বলেছি,ওরা কাল পরশু আসবে বলসে,
তুলি-হয়সে বক বক না করে আমাকে বের করেন
নিবিড়-ওকে ওয়েট,,
নিবিড় অনেক try করলো পারলো না,,
তুলি-এই নিরামিষকে দিয়ে কিচ্ছু হবে না😭
তুলি এটা বলে পিছনে তাকাতেই নিবিড়কে হঠাৎ করে দেখে এক চিৎকার দিয়ে উঠলো,নিবিড় তুলির মুখ চেপে ধরলো,
নিবিড়-আরে আমি আমি
তুলি-আপনি এখানে আসলেন কি করে
নিবিড়-বারান্দা দিয়ে
তুলি-তো.আমরা দুজনে বের হবো কি করে?
নিবিড়-তুমি তো বারান্দা দিয়ে একবার আমার রুমে আসছো,
তুলি-হুম,তো?রুম এটা এমন থাকবে?
নিবিড়-না,আমরা গ্রামের বাড়ি থেকে আসলে ঠিক করবো, এখন চলো
নিবিড় তুলিকে নিয়ে বারান্দা দিয়ে নেমে গেলো,,
নিবিড়-কফি খাবা?
তুলি-আমি বানাবো
নিবিড়-আমিও পারি,ঠিক আছে তুমি বানাও,
তুুলি গিয়ে কফি বানিয়ে নিয়ে আসলো,,
নিবিড় খাটে বসে টিভি দেখতেছে,তুলিকে দেখে টিভি অফ করে বারান্দায় চলে গেলো
তুলি-আমি ক্যাকটাস এর ভিতরে গিয়ে বসবো না
নিবিড়-তোমার গোলাপ গাছে গোলাপ আরেকটা ফুটেছে
তুলি একদৌড় দিয়ে গেলো দেখতে
তুলি-কই?
নিবিড় তুলির হাত ধরে বসিয়ে দিলো
নিবিড়-বারান্দা নাম শুনলেই আমার ভালো লাগে আর তুমি আসতেই চাও না
তুলি-হুহ
নিবিড়-কফি বেশ ভালো হয়েছে
তুলি-mention not😒
নিবিড়-তো??পড়তে বসবা?
তুলি-😒না,আজ মুড নাই
নিবিড়-কাল তো নানু বাড়ি যাব,সেখানে তো তোমাকে পড়াতে পারবো না,সো এখন বই নিয়ে পড়তো বসো জলদি
তুলি মনে মনে নিবিড়কে গালি দিয়ে পড়তে বসলো
নিবিড়-গ্রামে গিয়ে ছটফট করবা না একদম,আমার নানু অনেক strict,,চুপচাপ থাকবা
তুলি-হুহ,কে বলসে আমি ছটফট করি,আন্দাজে😒
তুলিকে পড়িয়ে নিবিড় নিজের জামা কাপড় সব গুছিয়ে নিলো
নিবিড়-তুমিও গুছিয়ে নাও,সকাল সকাল বের হতে হবে
তুলি-পারবো না😁
নিবিড়-আমি গুছিয়ে দিই?
তুলি-(হাউ নিরামিষ হি ইজ)
নিবিড়-কিছু বললেন?
তুলি-তুমু আপনাকে বিয়ে করলে অনেক ভালো হতো,,কারন আপনার মতন husband সবাই চায়
নিবিড়-আর তুমি সেটা পেয়েছো
তুলি-আর আমার দরকার ছিল না এটা
চলবে