মিঃ নিরামিষ

মিঃ নিরামিষ !! Part- 10

নিবিড় বারবার তুলিকে দেখতেছে
তুলি-ভাববেন না যে আমি ভুলে গেছি আপনি আমাকে জোর করে বিয়ে করেছেন
নিবিড়-ও হ্যাঁ
তুলির মা বাবা সবাই আসলো,,ভাবী তো বারবার তুলিকে খোঁচা মারতেছে
তুলি-কি হইসে
ভাবী-সামথিং সামথিং?
তুলি-😒এটা বলার মানে কি
ভাবী-না এমনিতেই,,যে রাগ তোমার,, নিবিড় এখনও জ্যান্ত আছে এটাই অনেক
বিকালের দিকে সবাই নিবিড় আর তুলিকে নিয়ে রওনা দিলো তুলিদের বাসায়,,
নিবিড় তুলির রুমে ঢুকে চারিদিক দেখতে থাকলো
তুলি রুমে ঢুকে ঠাস করে দরজা লাগিয়ে দিয়ে এক দৌড় নিবিড়ের গলা টিপে ধরলো,ওকে দেওয়ালের সাথে চেপে ধরলো
নিবিড়-কি করলাম আবার
নিবিড় একটু লম্বা বেশি হওয়ায় তুলি নিবিড়ের পায়ের উপর ভর দিয়ে উঁচু হলো
নিবিড়-শুনো আমার এখন ঝগড়া করার মুড নেই
তুলি-জোর করে বিয়ে করার আগে মনে ছিল না তোর?বেদ্দপ
নিবিড়-স্যারের সাথে কেউ এমন করে কথা বলে?
তুলি নিবিড়ের গলায় চাপ দিলো জোরে
নিবিড়-আআআআআআআ
নিবিড় নিচে পড়ে গেলো
তুলি মুখে হাত দিয়ে তাকিয়ে আছে
তুলি-মরে গেলো নাকি,কি করমু এখন😱
তুলি নিবিড়ের কাছে গিয়ে ওর পার্লস চেক করে দেখলো এখনও সচল,চোখ বড়বড় করে তাকাতে যাবে নিবিড় চোখ খুলে তুলিকে এক টানে ফ্লোরে নিয়ে আনলো,চেপে ধরলো ভালো করে
নিবিড়-বলসিলাম ঝগড়া করার মুড নাই
তুলি-ছাড়ুন,আমি চিৎকার করবো
নিবিড়-করো
তুলি-আম্মুউউউউউ
নিবিড়-আরও জোরে
তুলি-আম্মুউউউউউউউউউউউউউউউউ
নিবিড়-কেউ আসলো না কেন? বলোতো,?কারনটা আমি বলি? আজকে তো আমাদের বৌভাত,,তোমার পুরো ফ্যামিলি রাতে আমাকে কি খাওয়াবে সেটা নিয়ে ব্যস্ত আছে,আপাতত এখানে এখন কেউ নেই
তুলি নিবিড়কে ধাক্কা দিয়ে সরিয়ে উঠে বসলো
নিবিড় শেরওয়ানি ঠিক করে উঠে দাঁড়ালো
নিবিড়-আমি ঘুমাবো,বাই
নিবিড় তুলির বিছানায় শুয়ে পড়লো
তুলি-অসয্য!!!
তুলি রুম থেকে বেরিয়ে চলে গেলো
রাত ৯টায় তুলি আবার আসলো,নিবিড় শান্তিতে ঘুমাচ্ছে
তুলি-চেহারা দেখো না কি নিষ্পাপ, ভিতরে কি জিনিস আমি জানি শুধু😒😒😒😒
তুলি নিবিড়ের পাশ থেকে ওর ফোনটা নিলো,,অনেকক্ষন ঘাঁটাঘাটি করলো,কিছুই পেলো না,খালি বইয়ের পিক সব,ধুর
তুলি দেখলো একটা গেমস, খাটের উপর পা তুলে বসে খেলতে লাগলো,হঠাৎ কাঁধের উপর গরম হাওয়া অনুভূত হতে লাগলো,
তুলি ভয়ে ভয়ে পিছনে তাকিয়ে নিবিড়কে দেখে চিৎকার দিয়ে পড়ে গেলো খাট থেকে,হাত থেকে ফোনটাও পড়ে যাওয়া ধরলো,নিবিড় ফোনটা ধরলো,
তুলি-অসভ্য একটা লোক আপনি,আমি বেশি নাকি ফোন বেশি?আমাকে ধরলেন না কেন?
নিবিড়-অবশ্যই ফোন
তুলি-আমার পিছনে লুকিয়ে কি দেখতেছিলেন?
নিবিড়-তুমি আমার ফোনে কি করতেসিলা?
তুলি-গেমস খেলতেছিলাম আর কি
নিবিড়-ভালো,আমার ফোনে দেখার মতন কিছুই নেই
তুলি-হ্যাঁ,খালি তরিতরকারি, রাতা মুরগি,বই,
নিবিড়-তোমার কাছে আমি নিরামিষ তাই না?
তুলি-তাই না,You are a নিরামিষ,
নিবিড়-হ্যাঁ,আমি মানতেছি,
তুলি-হুহ মা বাবা খেতে ডাকতেছে আপনাকে,fresh হয়ে এসে খেয়ে আমাকে উদ্ধার করেন
নিবিড় হাত মুখ ধুয়ে বেরিয়ে চারিদিক তোয়ালে খুঁজতেছে,তুলির গামছায় হাত দিতেই তুলি চিৎকার দিয়ে নিয়ে নিলো
তুলি-সাথে করে নিজের তোয়ালে আনতে পারেন নাই?আমার জিনিসে হাত দিবেন না একদম
নিবিড় তুলির শাড়ীর আঁচল টেনে ওখানে মুখ মুছে নিলো,তুলি নিবিড়কে ধাক্কা দিয়ে সরিয়ে দিলো
তুলি-অসভ্য লোক একটা
তুলি হনহনিয়ে চলে গেলো
মা-আরে নিবিড় বসো বসো,,
নিবিড়-এত কিছু শুধু শুধু কেন করলেন,
মা-নতুন জামাইর জন্য করতে হয়
তুলি-আপনি না খেলে বলেন আমি খাব
মা-এই চুপ করো,বেয়াদবি করবি না
নিবিড়-আচ্ছা খাও
তুলি প্লেট নিয়ে বসে পড়লো
মা-এই সর, জামাইকে আগে পরিবেশন করতে দে সব
তুলি-হ্যাঁ এখন তো আমি কেউ না
তুলি রান্নাঘর থেকে মরিচবাটা এনে এক থালা ভাত নিয়ে নিবিড়ের পাশে বসে খেতে লাগলো
নিবিড় লোকমা মুখে তুলে গিলছে না,তুলির খাওয়া দেখে ওর গলা দিয়ে খাবার যাচ্ছে না,জীবনে গোটা একটা মরিচ নিবিড় খায়নি,আর তুলি কিনা সারাজীবনের সব মরিচ খাচ্ছে
মা-বাবা খাও,কিছু লাগলে ডাক দিও
মা রান্নাঘরে চলে গেলেন
তুলি মরিচ আলা এক লোকমা তুলে নিবিড়কে সাধলো
তুলি-খাবেন নাকি?
নিবিড়-আমি ঝাল খাই না
তুলি-ওহ তাই নাকি
তুলি জোর করে নিবিড়কে এক লোকমা খাইয়ে দিলো
নিবিড় টিসু দিয়ে চোখ মুছতেছে আর পানি খাচ্ছে
তুলি হো হো করে হাসতেছে
নিবিড় পানি খাওয়া ছেড়ে তুলিকে দেখতেছে,ওর ঠোঁটটা লাল টুকটুকে হয়ে আছে,,জিহ্বা ও লাল টুকটুকে
মা-একি নিবিড় ঝাল খেয়ে ফেলছো নাকি?
নিবিড়-না আসলে হ্যাঁ,মরিচ পড়েছে মুখে
মা-ইস,আমি তো ঝাল কম দিয়ে রেঁধেছিলাম,,পানি খাও,মিষ্টি খাবা?
নিবিড়-না,ঝাল চলে গেসে
তুলি পানি খেয়ে রুমে চলে গেলো
নিবিড় হাত ধুয়ে গেলো,,
তুলি বাথরুমে বমি করতেছে
বমি করে হেলেদুলে এসে খাটে বসলো
নিবিড়-এত ঝাল খাওয়ার কি দরকার ছিল?
তুলি-যা মন চায় খাই,পরেরটা পরে দেখা যায়
নিবিড়-illiterate!
তুলি-হ্যাঁ,আপনার সমস্যা?
নিবিড়-যা খুশি করো
নিবিড় দুম করে খাটে শুয়ে পড়লো
তুলি dressing table এর উপর উঠে চকলেট খাচ্ছে
নিবিড়-খাও ভালো কথা, এত sound করার কি আছে?তুলি আরও জোরে sound করে খেতে লাগলো
নিবিড় উঠে গিয়ে তুলির হাত থেকে চকলেট টা নিয়ে জানালা দিয়ে ফেলে দিলো
তুলি-আপনার এত বড় সাহস!!!
নিবিড় তুলির গাল টিপে চলে গেলো
তুলি-এত বড় সাহস!!আমি এরে কিছু করতে পারতেছি না কেন
নিবিড় ফোন নিয়ে বসলো,,
তুলি-আমার চকলেট চাই
নিবিড়-নিচের থেকে নিয়ে আসো
তুলি-আপনি ফেলেছেন আপনি আনবেন
নিবিড়-তুমি বাঁদরামো করসো তাই ফেলছি
তুলি-তো?
নিবিড়-তো?
তুলি-আপনি যাবেন
নিবিড়-না
তুলি-হ্যাঁ
তুলি নিবিড়কে টানতে টানতে ফ্লোরে শুয়ে পড়লো তাও নিবিড়কে উঠাতে পারলো না
ভাবী-আসবো?
তুলি উঠে দাঁড়ালো
ভাবী-নে দুধটা খেয়ে নে,
ভাবী চলে গেলো
তুলি দুধের গ্লাস নিয়ে তাকিয়ে আছে
তুলি-খাবেন?
নিবিড়-তোমার জন্য এনেছে,আমি কেন খাব
তুলি-ওটা তো ডেইলি আনে,আমার একদম ভালো লাগে না বমি আসে,,জানালা দিয়ে ফেলে দিই সবসময়,আপনি খান
নিবিড়-অন্যের ইউস করা খাবার আমি খাই না
তুলি-টাচ করিনি আমি,মুখ লাগাইনি
নিবিড়-না খাব না
তুলি নিবিড়ের কাছে গিয়ে ও যে পাশে বসেছিল খাটের সে পাশে গোটা দুধ ঢেলে দিলো গ্লাস থেকে
নিবিড়-আরে আরে এটা কি করলে?
তুলি-ভালো করসি,আপনি আমার চকলেট ফেললেন আর আমি গ্লাসের দুধ ফেললাম,সমান সমান
নিবিড়-কিভাবে সমান হলো?
তুলি-চকলেট ফেললেন নিজের ইচ্ছায় তাই আমিও এটা করলাম নিজের ইচ্ছায়
তুলি গিয়ে খাটে শুয়ে পড়লো
তুলি কিছুক্ষন পর খেয়াল করলো নিবিড় ওর গায়ের সাথে লেগে শুয়েছে
তুলি-এসব কি
চলবে♥

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *