সিনিয়র বউ—- পর্ব-০৫
রাত ১২টা বাজে রুমে এসে দিখে আমার সিনিয়র বৌ
জারা রুমে নেই আমার আর বোজতে বাকি
রইলোনা বইরা বৌ আমার রাগ করছে করুক আমার কি
তবে ওকে চরটা দেওয়া ঠিক হয়নি একবার সরি বলে
নেবো দেখা হলে কিন্ত গেছে কই একটু
শাশুরিকে জিগাস্যা করে দেখি বের হতে যাবো
তখনি মহারানি হাজির,,,,
জারা: আপনি কই গেছিলেন আমি আপনাকে
খোজতে খোজতে হয়রান হয়ে গেছি,,,?
আমি: কোথায় গেছি আপনাকে বলবো কেন,,,?
জারা: আমাকে বলবেন না কাকে বলবেন শুনি,,?
আমি: যাকে খুশি তাকে বলবো কিন্ত আপনাকে
বলবোনা এখন আমি ঘুমাবো,,?
জারা: ঘুমাবেন মানে খাবেন না,,,?
আমি: না,,,?
জারা: কিন্ত কেন,,?
আমি: তুমার সমস্যা কি বলবে,,?
জারা: কি আপনি আমাকে তুমি করে বলছেন,,,?
আমি: ভুল করে বলে ফেলছি সরি তখন বোজতে
পারিনি তাই আপনাকে চরটা মারছি সরি ক্ষমা করে
দেবেন,,?
জারা: ক্ষমা করতে পারি একটা শর্তে,,,,?
আমি: কি শর্ত বলেন,,?
জারা: এখন থেকে তুমি করে বলতে হবে
আমাকে,,,?
আমি: ঠিক আছে বলবো আর আপনিও আমাকে তুমি
করে বলবেন,,,?
জারা: তা আর তুমাকে বলতে হবেনা,, এখন চলো
খাবে,,?
আমি: ঠিক আছে তুমি যাও আমি আসতেছি,,,
জারা: ঠিক আছে তবে তারাতারি আসবে আমার খোব
খোধা লাগছে তুমি না খেলে আমি কিন্ত খাবোনা,,?
আমি: আসতেছি,,,,, জারাকে যত দেখছি তত ভালো
লাগছে যদি আমার সিনিয়র না হতো আমি মনে হয় এই
মেয়েকে এতো ভালোবাসতাম সম্রাট
শাহজাহানের রেকট ব্রেক করাতাম কিন্ত তাজমহল
বানাতে পারবোনা কারন আমার কাছে এতো টাকা নাই
তবে এখন সম্বব হবেনা কারন জারা আমার সিনিয়র
বুন্ধদের কাছে সারাজীবন ছোট হয়ে থাকতে
হবে বলবে বুইরা মেয়ের বর এই ভাবতে ভাবতে
খাবার টেবিলে আসলাম জারা সবকিছু রেডি করে
রাখছে,,আরে সবজির খিচুরী এইটাতো আমার
ফেবারিট খাবার কে রান্না করছে,,?
জারা: আমি রান্না করছি তুমার জন্য খেয়ে বলো
কেমন হয়ছে,,?
আমি: খাবোনা অন্য কিছু থাকলে দাউ,,,?
জারা: এমন করছো কেন আমি কত কষ্ট করে রান্না
করছি তাও তুমি খাবেনা এই প্রথম আমি কারো জন্য
রান্না করছি,,?
আমি: তুমাকে কে বলছে আমার জন্য রান্না করতে
এই শুনো আমার জন্য এতো কিছু না ভাবলে আমি
খুশি হবো,,
জারা: ঠিক আছে নাউ এখানে আছে যেইটা
ভালোলাগে সেইটা খাও,
আমি: তুমি খাবেনা,,
জারা: পরে খাবো
আমি: খেলে খাও না খেলে আমার কি,,? এই বলে
হালকা কিছু খেয়ে চলে আসলাম রুমে দুর খেচুরিটা
দেখতে অনেক সুন্দর হয়ছে আর কি গ্রান বের
হচ্ছিলো খাবারটা মিস করলাম যাক এখন ঘুমাবো
কোথায় তবে আজ সিনিয়র বইরাটার সাথে এক খাটে
ঘুমানো যাবেনা তখনি মহারানি হাজির,,,আমি ঘুমাবো
কোথায়,,?
জারা: তুমি খাটের উপর ঘুমাও আমি ফ্লোরে শুয়ে
যাবো
আমি: ঠিক আছে বলে শুয়ে পরলাম খাটে শুইতে
বলিনি কারন একবার বললে রাযি হয়ে যাবে কখন
ঘুমিয়ে পরলাম ঠিক মনে নাই সকালে কারো ডাকে
ঘুম বাঙ্গলো চেয়ে দেখি সিনিয়র বৌ বাহ আজতো
আরো সুন্দর লাগছে কপালে নীল টিপটা শুধু ওর
জন্য তৈরী করে রেখেছে হয়তো চুখে
কাজল দিছে চুখে একটা মায়া মায়া কাজ করছে করুক
আমার কি,,তখনি,,
জারা: কি দেখছো এমন করে উঠো ১০টা বাজে
আমাদের এখন ঐবাড়ী যেতে হবে ভুলে
গেলে নাকি,,?
আমি: মনে আছে উঠতেছি বলে উঠে বাথরুমে
ফ্রেসহয়ে বের হলাম নিছে এসে নাস্তা করে
শুশুর শাশুরির কাছথেকে বিদায় নিয়ে বাসা থেকে
বের হলাম আমাদের বাড়ীতে যাবো রাস্তায়
আসলাম আমি আর জারা আমাদের গাড়িটার জন্য দারিয়ে
অাছি তখনি একটা ছেলে এসে জারাকে পেছন
থেকে জরিয়ে দরে বলে জান কেমন আছো
কতদিন পরে তুমাকে পেলাম,,,,
।
চলবে,,,