যদিও মা !! Part- 07 ( Last-Part)
দুপুরে আমি খাবার খেয়ে বিছানায় শুয়ে পড়ি।। তন্দ্রার মতো পড়ি।।আয়ানের কথা মনেও ছিল না।।।এর মধ্যে আবার দরজা ধাক্কাধাক্কি করতে থাকে…..
আয়ানঃতুল..তেউ দলজা তুল…মাম্মাম…আআআআআ…..আমাল খুদা লাগছে।।মাম্মাম…..
আয়ানের ধাক্কাধাক্কি তন্দ্রা ভেঙে যায়।।।দরজা খুলে ওর কান জোরে টান দেই।।টেনে ভিতরে আনি।।আয়ান জোরে চিল্লাতে চিল্লাতে আমার কাছ থেকে ছুটে দৌড় দেয়।।।নিচে গিয়ে ও ভয়ে টেবিলের নিচে পলায়।।।আমি টেনে বের করি ওকে খাবার দেই।।।খাবার খাইয়ে ওকে রুমে নিয়ে যাই।।বারান্দায় শুয়ে থাকার কারনে হাত,পা,মুখে ময়লা লাগে।।।পরিস্কার করে ড্রেস চেঞ্জ করে বিছানায় শুতে বলি…..
আয়ানঃআমি তুব না।।।
আমিঃএকটা থাপ্পড় খাবি না শুইলে।।
জোর করে আকাশ আসার আগেই আকাশের পাশের রুমে ঘুম পড়াই.আয়ান গুটিশুটি হয়ে বিছানায় ঘুমিয়ে থাকে…..আজ যেন নিজেরই খারাপ লাগে।।নিজের অজান্তেই আয়ানের মাথায় হাত বুলাই।।।
.
.
পরের দিনগুলো ভালোই চলছিল।।।আয়ানকে আগের মতো তেমন রাগ করি না।।।কেমন একটু মায়া কাজ করছিল।।।
একদিন আমার ফোনে ফোন আসে যে আকাশের এক্সিডেন্ট হয়েছে।।হাসপাতালে নেয়া হয়েছে..শুনে আমি আয়ানকে রেখেই হাসপাতালে চলে যাই।। আকাশকে আইসিও তে নেয়া হয়েছে….ডাক্তার জানায় অবস্থা খুবই ক্রিটিকাল।। আমি অনেক জোরাজোরি করে আকাশের সাথে দেখা করতে যাই….আকাশকে বেডে শোয়া দেখে কেদে দেই।।আকাশ আমাকে ওর পাশে ডাকে।।
আকাশঃপৃথা আমার আয়ানকে দেখে রেখ।।ওকে অনেক ভালোবাসা দিও…প্লিজ।।।এই কথাটা রেখ আমার….ওয়াদা কর রাখবা?
পৃথাঃএই তোমার কিছু হবে না।।।আয়ানকে আমরা দুজনেই দেখে রাখব।।
আকাশঃতুমি প্লিজ আমাকে কথা দেও
আমিঃআচ্ছা কথা দিলাম।।।
আকাশ একটা হাসি মুখেই তার শ্বাস ত্যাগ করে…
আমি সহ্য করতে না পেরে জ্ঞান হারাই।।যখন চোখ খোলে তখন জানতে পারি আমি প্রেগনেন্ট….আমার বেডে শুয়েই কান্না করতে থাকি।।।হঠাৎ আয়ানের কথা মনে পড়ে।।আমি দৌড়ে বের হই।।আয়ান হাসপাতালে মায়ের পাশে বসে ছিল।।আমি গিয়েই ওকে জড়িয়ে কান্না করে দেই।।
আয়ানঃমাম্নাম কালছো কেন?পাপা তু ঘুমায়।।তল আমলা বাসায় যাই।।আমাল এতানে ভালু লাগে না।।।
আমিঃকিছুনা শোনা।। আমরা বাসায় যাব।।পাপাকে ঘুমাতে দেও।।আমি আয়ানকে কোলে করে মায়ের বাসায় যাই যেন ও আকাশের খবর জানতে না পারে।।।
।
।
।
বাসায় এসে ওকে খাবার খাওয়াই।।খাইয়ে আমার কোলে নিয়েই বিছানায় ঘুম পড়াই।। অজান্তেই চোখ থেকে পানি পরছে।।আকাশের কথা মনে পড়ছে।। ওকে দেয়া ওয়াদা আমি পালন করব।কারন আমি মা।।আমি আয়ানকে বুকের সাথে আগলে রাখব।।আমি আায়ান আর অনাগত বেবিই হবে আমার পরিবার আয়ান আমার প্রথম সন্তান।।। ওকে নিয়েই নতুন জীবন গরব।।আয়ানকে কপালে চুমু দিয়ে বুকে জড়িয়ে ঘুমিে পড়ি।।।❤
।
।সমাপ্তি❤
।
হ্যাপি এন্ডিং🙂
।
।
জানাবেন কিন্তু কেমন ছিল।।।
আর ভুলেও কোনো গল্প লিখব না।।।।
গল্পের রিভিউ দিবেন প্লিজ🙂🙂🙂