মিঃ নিরামিষ

মিঃ নিরামিষ !! Part- 35

নিবিড়-কাল আমার সাথে ভার্সিটিতে যেও
তুলি-কেন
নিবিড়-কাজ আছে
তুলি-কি কাজ
নিবিড়-গেলেই দেখবা
চা খাওয়া শেষে নিবিড় বই নিয়ে বসলো,তুলি টিভি খুলে চিনেমা দেখতে বসলো,,
নিবিড়-তুলি
তুলি-হুম
নিবিড়-কিছু না
তুলি-😒
নিবিড়-তুলি
নিবিড় -কিছু না😜
তুলি-👿
নিবিড়-তুলি😁
তুলি উঠে এসে দুম করে নিবিড়ের মাথায় এক বাড়ি দিয়ে চলে গেলো
নিবিড় মাথা মুছতে মুছতে তুলির দিকে ব্রু কুঁচকে তাকিয়ে বললো আরে কাজের জন্য ডাকতাম,মজা করতাম না তো
তুলি-😒কি কাজ
নিবিড়-আমার একটা শার্ট আয়রন করে দিবা প্লিস,আমি বই পড়তেসি,সময় পাব না,কাল পরে যেতে হবে
তুলি-কাল কি এমন দিন??
নিবিড়-গেলেই বুঝবা
তুলি শার্ট আয়রন করে রেখে দিলো,,বোরিং লাগতেসে, মা থাকলে গল্প করতে পারতাম,
তুলি হাঁটতেসে সব রুমে কতদিন হয়ে গেলো এই বাসায় সে থাকে তাও রুম সব নতুন মনে হয়,,
নিবিড় বই পড়তে পড়তে ঘুমিয়ে পড়লো
তুলি-এই যে চলুন ছাদে যাব,ওমা ঘুমিয়ে পড়লো?😒
কলিং বেল বাজলো,
কে এসেছে ভর দুপুরে
তুলি গিয়ে দরজা খুললো,বুয়া দাঁড়িয়ে আছে কাঁচা আম এক থোকনা নিয়ে
তুলি-OMG!!
বুয়া-আপা আচার করতে পারি না আমার বাচ্চাটা হাত ভরে দেয় আচারের কৌটায়,আপনি নিজে বানায় খাইয়েন নেন
তুলি-আরে ভালো করসো কাঁচা আনছো😍এগুলা তো লবন মরিচ দিয়ে খাব আমি☺
তুলি আম এনে একটা কেটে লবন মরিচ দিয়ে মেখে খেলো,দাঁত টক হয়ে আছে,,পুরা,
ভালো লাগলো তাই আরও ১টা খেয়ে নিলো
নিবিড় বিকালে ঘুম থেকে উঠে fresh হয়ে সোফার রুমে আসলো,,তুলি টিভি দেখতেসে সোফায় শুয়ে শুয়ে
নিবিড়-কি ম্যাডাম,জামাইর কাছে গিয়ে একটু শোয়া যায় না?
তুলি-না,জামাই কথায় কথায় ঘুমিয়ে পড়ে😒কেন শুবো
নিবিড় তুলির উপরে সোফার দুপাশে দুহাত রেখে তুলির গলায় টেনে এক কামড় বসিয়ে দিলো
তুলি-আহহ আম্মুউউ😒😖
নিবিড়-লাগলো?
তুলি নিবিড়কে ধাক্কা দিয়ে সরিয়ে দিতে গেলো পারলো না,,শক্ত হয়ে আছে ওর শরীর
তুলি অবাক হয়ে চেয়ে আছে
নিবিড়-যতক্ষন না আমি বলবো সরাতে পারবা না
তুলি আম খাওয়ায় ওর থেকে মিষ্টি একটা ঘ্রান আসতে লাগলো
নিবিড় নাক টেনে তুলির মুখ দুহাত দিয়ে টেনে ধরে কিস করতে লাগলো
১০সেকেন্ডে না যেতেই তুলিকে ছেড়ে দিয়ে দাঁতে দাঁত কামড়ে দাঁড়িয়ে গেলো নিবিড়,
নিবিড় একদম টক খেতে পারে না,,আর তুলির পুরো মুখ যেন টকের আলমারি হয়ে আছে
নিবিড়-উহ মাগো,কি খাইসিলা👿
তুলি-😁কাঁচা আম
নিবিড়-ডেঞ্জারাস না হলে কেউ এত টকের ফল খায় না
তুলি-আমি তো অস্বীকার করতেসি না যে আমি ডেঞ্জারাস না😒
নিবিড়-তা ঠিক,
নিবিড় কুলি করতে করতে চলে গেলো
তুলি-টক রে কেউ এত হেট করে?😱😒
তুলি আবার টিভি দেখায় মন দিলো,
সন্ধ্যায় মা বাবা আর নিরব বাসায় ফিরলো,,
নিরব আর তুলির টানাটানি লেগে গেলো বাকি কাঁচা আম খাওয়ার জন্য,পরে মা ভাগ করে দিলো দুজনকে,,
নিবিড়-পাগলে খায় এত টক😒
মা-তুলি এদিকে আয় মা
তুলি এসে মায়ের পাশে বসলো,
মা-অবশেষে তাহলে নাতি পুতির মুখ দেখছি?
তুলি-কি বলো😞কে বললো
মা-এত টক খাওয়ার মানে কি
তুলি-ইস মা কি যে বলো,,
মা-তো কবে শুনবো??
নিবিড় চশমা পরতে পরতে রুমের পাশ দিয়ে যাচ্ছিলো,
নিবিড়-খুব শীঘ্রই মা😜
তুলি লজ্জায় ওর গাল লাল টমেটো হয়ে গেলো,মা খুশি হয়ে তুলির গাল টেনে দিলো,,
তুলি নিবিড়ের কাছে গিয়ে দাঁড়ালো
নিবিড় গাছে পানি দিচ্ছে
নিবিড়-কি?
তুলি-মাকে কি বললেন এটা
নিবিড়-যেটা হতে চলেছে সেটাই বললাম😎😜

পরেরদিন সকালে নিবিড় খুব তাড়া করলো ভার্সিটি যাওয়ার জন্য
তুলি নাস্তা করেই বের হলো নিবিড়ের সাথে
তুলি-আজ তো আমার anniversary ও না,তাহলে কি
নিবিড়-আসলে আজ আমি তোমাকে নিয়ে পুরাটা দিন ঘুরতে চাই,,
তুলি-তো এটা আগে বললেই হতো
নিবিড়-আগে বললে তুমি আরেকদিনের কথা বলতা,এমন করে আর যাওয়া হতো না
নিবিড় তুলিকে নিয়ে দূরে খোলা মেলা একটা জায়গায় আসলো,,চারপাশে বড় বড় বন গাছ,আর সামনে একটা লেক
তুলি গিয়েই লেকের পাড়ে বসে পড়লো,শহরের জীবন থেকে এটা best!
নিবিড় ও তুলির পাশে বসলো,
নিবিড়-দীপান্বিতা
তুলি-জি
নিবিড়-বলবা না এই দীপান্বিতা কে
তুলি-না বলবো না কারন আমি কাল আপনার পড়া বইতে এই নাম দেখেছি,,কোনো নায়িকার নাম হবে
নিবিড়-হুম
গাছের সবুজ পাতার ফাঁকে তোমার ছোঁয়া মিশে থাকে
সে ছোঁয়া খুঁজে তোমাকে,তুলি
তুলি-😂 দীপান্বিতা হয়ে গেলো তুলি
নিবিড়-আমার নায়িকা তো তুলি,দীপান্বিতা তো না
তুলি-হুমমম,☺
তুলি নিবিড়ের একটা হাত জড়িয়ে ধরে ওর কাঁধে মাথা রাখলো
নিবিড়-তোমার মনে হয় না আমাদের এক হতে অনেকটা সময় লেগেছে?
তুলি-হুম,,বেশি না ৮মাস😂
নিবিড়-😂😂
তুলি-আপনার দোষে
নিবিড়-তোমার ও দোষ আছে,সারাদিন আমার অতীত নিয়ে আসতে,মার খেয়েও তোমার শিক্ষা হয়নি
তুলি-😒👿👿👿👿👿
তুলি আরেক দিকে ফিরে বসলো
নিবিড়-শুনো না রুপসী,তুমি যে শ্রেয়সী
তুলি-😒থামুন তো,কবি কবি ভাব দেখাতে হবে না,আপনি কবি না,আপনি টিচার
নিবিড়-তুমি কি চাচ্ছো ম্যাথ করাতাম?
তুলি-আরে না,গানই ভালো
তুলি জুতা রেখে খালি পায়ে ঘাসের উপর দিয়ে হাঁটতেসে,,
নিবিড় নিচে বসে থেকে তুলিকে দেখতেসে,,
তুলি হঠাৎ হাসতে হাসতে নিচে বসে গেলো
নিবিড়-ভূতে ধরসে নাকি?
তুলি-নাহ,কাতুকুতু লাগলো,,ঘাস পায়ে লাগায়😂
নিবিড়-আমি ভাবলাম তুলিকে আরেক ভূতে ধরসে
তুলি-আরেক ভূত মানে আমাকে কি আগে থেকে ভূতে ধরসে?
নিবিড়-তা নয়তো কি,তোমার তো জন্ম থেকে ভূতে ধরসে,,আমার এখনও হাসি পায় যেদিন তোমাকে দেখতে গেসিলাম সেদিন তুমি কি করসিলা সেটা ভেবে
তুলি-😒
নিবিড়-একটা কথা বলো,সবাইকে শাড়ী খুলে দৌড়ানি দিতা?
তুলি-শাড়ীতে হাত রাখলেই দৌড় দিত,কিন্তু আপনি তো খোলার পর ও দৌড় দেন নি,,এর থেকে বোঝা যায় নিরামিষ একটা লুচু😁এখন থেকে সে হলো অনিরামিষ😜
নিবিড়-দাঁড়াও
তুলি এক দৌড় দিলো
চলবে♥

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *