ভালোবাসি হয়নি বলা

ভালোবাসি হয়নি বলা !! Part- 23

মাহিনঃ মানা করছে কে মেরে ফেলুন সমস্যা নাই
বুঝতে পারলাম পাহাড় সমান অভিমান জমে আছে আমার উপর আল্লাহ কতদিন এভাবে আল্লাহই ভালো জানে
আমিঃ এখন যে এত বকবক করতেছেন মাথা ব্যথা করবে না
মাহিনঃ আমার মাথা ব্যথা করুক আর ফেটে যাক তাতে আপনার কি
আমিঃ এইবার কিন্তু আমি আপনাকে সত্যি সত্যি খুন করে ফেলবো আমি কিন্তু প্রচুর পরিমাণ উঠে যাচ্ছে মাথায়
মাহিন: আপনি প্লিজ আমার রুম থেকে এখন বেরিয়ে যান আর আমাকে একটু একা থাকতে দেন কারন আমার এখন একা থাকতে ভালো লাগতেছে তাই আপনি একটু বেরিয়ে যান আমি একা থাকতে চাই
আমিঃ আপনি তো এতদিনে একাই ছিলেন তখন তো অনেক ভালো লাগছিল এখন না হয় আমি আছি একটু খারাপ লাগলো সমস্যা নেই আমি বেরিয়ে যেতে পারব না আর একটাবার কথা বললে মুখে টেপ মেরে দেবো
আর একটা কথা স্পষ্ট ভাবে মনে রাখবেন এটা রুম শুধু আপনার একার না এটা রুমের প্রতিটা জিনিসের সমান অধিকার আমার আছে এমনকি আপনার উপর

তারপর দেখলাম উনি মাথায় হাত দিয়ে উনার মাথাটা চেপে ধরে আছে বুঝতে পারলাম মাথাটা হয়তো অনেক ব্যথা করতেছে উনাকে এতো করে বললাম যে এখন কোন কথা বলার দরকার নেই আর উনি ইচ্ছামত আমার সাথে ঝগড়া করতে পারবেন ঝগড়াটে কোথাকার
আমি গিয়ে ওনার মাথার পাশে বসে পড়লাম
আমি বিছানায় উঠে বসলাম এবং উনার মাথাটা আমার কোলে তুলে নিলাম
আমার হাত দিয়ে আস্তে আস্তে উনার মাথাটা টিপে দিতে লাগলাম
মাহিনঃ এত আদিখ্যেতা দেখাতে হবে না আপনি এখান থেকে চলে যেতে পারেন সন্ধ্যা হয়ে আসতেছে আপনার বাসায় আপনার জন্য টেনশন করবে
আমিঃ সেটা নিয়ে আপনাকে ভাবতে হবে না আগে নিজেরটা ভাবুন
হয়তো ওনার মাথাটা প্রচুর পরিমাণ ব্যথা করতেছে তাই আর কোন কথা না বলে চোখ দুটো বন্ধ করে শুয়ে রইলেন আর আমি আস্তে আস্তে উনার মাথাটা টিপে দিতে লাগলাম
উনার এই অবস্থা দেখে আমার খুব কষ্ট হচ্ছে
আজকে আমার জন্য উনার এই অবস্থা সেদিন যদি আমি উনার সাথে ওই রকম ব্যবহার না করতাম তাহলে হয়তো আজকে এরকম দিন আমার সামনে আস্তো না

আমি একদৃষ্টে উনার মুখের দিকে তাকিয়ে আছি ওর মুখটা কেমন জানি হয়ে গেছে ফ্যাকাশে
উনাকে আমি এই অবস্থা দেখতে পারতেছি না আমি আসতে আসতে ওনার বুকে হাত দিলাম বুকে হাত দিতেই উনি উহ শব্দ করে উঠলেন
বুঝতে পারলাম বুকে অনেক ব্যথা এখনো আছে
আমার চোখের দিকে তাকিয়ে দেখলাম উনি মিটমিট করে চোখ দুটো খুললেন আর আমার দিকে তাকিয়ে রইলেন
মাহিনঃ প্লিজ বোঝার চেষ্টা করুন আপনি এখন বাসায় চলে যান হয়তো আপনাকে নিয়ে আপনার মা অনেক টেনশন করবে আপনার ভাইয়া আজকে মাত্র বাসায় গেছে আজকে যদি আপনাকে বাসায় না পায় আর তার সাথে কথা বলার মত কেউ না থাকে তার মনটা খারাপ হয়ে যাবে প্লিজ আপনি বাসায় চলে যান আমি থাকতে পারবো
উনি অনেকটা অসহায় দৃষ্টিতে আমার দিকে তাকিয়ে কথাটা বললেন বুঝতে পারলাম উনি ওনার ইচ্ছার বিরুদ্ধে কথাগুলো বলল
আমিঃ একটা কথা না বলে চুপচাপ ঘুমিয়ে পড়ো সন্ধ্যা হয়ে এসেছে আমি বাসায় ফোন করে বলে দেবো আমি আমার একটা বান্ধবীর বাসায় থাকব আজকে বাসায় যেতে পারবো না
মাহিনঃ দেখুন এত করে বলতেছি আপনি বাসায় চলে যান নয়তো

আমিঃ নয়তো কি হ্যা নয়তো কি আমাকে মেরে ফেলবেন ওকে আমি চাকু এনে দিচ্ছি আপনি আস্তে করে আমার গলায় ওটা বসিয়ে দেন আমি চিরতরে হারিয়ে যাই এই পৃথিবীর বুক থেকে

উনি কিছু বললেন না উনার চোখের দিকে তাকিয়ে দেখলাম ওনার চোখের পানি টলমল করতেছে

ছুটকিঃ ভাবি বাইরে আসো অনেক খন থেকে রুমের ভিতরে কিছু খাবে না সকাল থেকে এখন পর্যন্ত কিছু খাওনি অনেক আগে এসেছ এখানে

ছুটকির কথা শুনে উনি আমাদের মুখের দিকে তাকিয়ে রইলেন বুঝতে পারলাম হয়তো উনি ভাবতে পারেনি আমি এখানে সকালে এসেছি

আমিঃ না এখন আমার খিদে নেই পরে খেয়ে নেব

ছুটকিঃ আরে ভাবি তোমার মুখের দিকে তাকানো যাচ্ছে না কি অবস্থা হয়ে গেছে সকাল থেকে কিছু খাওনি

আমিঃ বললাম তো আমার এখন খেতে ইচ্ছা করতেছে না পরে খেয়ে নেব

মাহিনঃ ছুটকি তুই খাবার গুলো রুমে দিয়ে যা

ছুটকিঃ ওকে ভাইয়া

আমি ওনার দিকে তাকিয়ে রইলাম উনি আমার দিকে তাকিয়ে শুধু একটা বাঁকা হাসি দিলেন

কি জানি ওনার পেটে পেটে কি বুদ্ধি চলতেছে

উনার বুদ্ধি তো আমি ধরতে পারিনা এতদিন ধরতে পারিনি আর আজকে পারব আমি আগেই ভেবে নিয়েছি উনি মনে মনে কি ভাবনা ভাববে সেটা আমার পক্ষে বোঝা সম্ভব না

আমিঃ আপনি খাবার রুমে দিয়ে যেতে বললেন কেন

মাহিনঃ আমার খিদে লেগেছে আমি খাব আপনি যেহেতু খাবেন না আপনাকে জোর করে কি করব

শয়তান ছেলে নিজে একবারো বললো না খাবার কথা আমার বুঝি খিদে লাগে না

আমিঃ ও আচ্ছা ভালো

তারপর ছুটকি এসে খাবারগুলো রুমের টেবিলের উপর রেখে গেল

উনি আস্তে আস্তে উঠে বিছানার উপর বসে পড়লেন আর আমি খাবারগুলো ওনার মতে কাছে এগিয়ে দিলাম

আমিঃ আপনি খেয়ে নিন আমি ওয়াশরুম থেকে আসতেছি,,,,

মাহিনঃ এই যে ম্যাডাম কোথাও যাওয়া হচ্ছে না এতক্ষণ তো আপনার ওয়াশরুম এর কোন দরকার ছিল না এখন খাবার রুমে এসে গেল আর আপনার ওয়াশরুমের দরকার চলে আসলো তাই না

আমিঃ আসলে মানে

মাহিনঃ ন্যাকামি না করে এইখানে চুপচাপ বসে থাকেন আমি খাবার খাব আর আপনি তাকিয়ে দেখবেন যেহেতু আপনার খিদে নেই আপনাকে জোর করা ঠিক হবে না

বদমাশ টিকটিকি বানর হনুমান গরু ছাগল হাতি

নিজের মুখ দিয়ে একবার খাওয়ার কথা বলল না

মন চাচ্ছে একবারে মেরে ফেলি

( ভাই অনেকেই বলেন যে বানান অনেক ভুল হয় আমি অনেক চেষ্টা করি বানান গুলো ঠিক করে আপনাদের মনের মত করে লেখার জন্য কিন্তু আমার ফোনটা অনেক পুরনো তাই টাইপিং করতে একটু মিসটেক হয়ে যায় প্লিজ মানিয়ে নিবেন)

চলবে….