বস বয়ফ্রেন্ড Season-4

বস বয়ফ্রেন্ড Season-4 ! পর্ব-১৪

এনা- এই যে মিস।
আজ চশমা পরনি যে।

আদর- ওটা মেবি স্যার এর বাসায় রেখে
আসছি।

এনা- স্যার এর কথা মনে হল ” আমার স্যার! ”
এটার কাহিনি কি? ?

আদর- ( হায় হায়।
কি কি যে বলেছি আর কে জানে)

না এর আবার কি কাহিনি হবে।

এনা – কিছু ত আছেই।
স্যার এর প্রেমে পরেছ নাকি?

আদর- ওই কি বল না বল।সে আবার হত নাকি।

এনা- দুনিয়া তে ত কত কিছুই হয়।
বিল না বল না।

আদর- চুপ কর।
স্যার এসেছে।

রাদ- আদর কফি নিয়ে আসো।

আদর- কফি নিয়ে রুমে গেলাম।স্যার প্যান্ট
এর দু পকেটে হাত দিয়ে ঘুড়ে দাড়িয়ে আছে
রাদ- কাল কে এটা কি হল? /

আদর- স্যার সরি।

রাদ- আমি তোমার সরি শুনতে চাচ্ছি না
আদর- আমার ভুল হয়ে গেছে।

রাদ-মাথা গরম হয়ে গেছে। পানি ঢাল
মাথায়।

আদর- কি ।

রাদ- শুননি।
মাথায় পানি ঢাল।

আদর- জি স্যার।
আমি পানি নিয়ে স্যার এর মাথায় ঢেলে
দিলাম।
রাদ- what the hell.
এটা কি করলে? ?

আদর- আপনি ই ত বললেন।

রাদ- u idiot.
ami তোমার সাথে পরে কথা বলছি বলে কান
থেকে ব্লুটুথ টা খুললাম।

আদর- আপনি ফোনে কথা বলছিলেন।

রাদ- what ur pblm ha?? why r u so dumb??i just
can’t get it.( ওকে ধরে ঝাকিয়ে)
.
আদর- সরি স্যার।
আসলে আমি ভেবেছিলাম আপনি আমাকে
বলছিলেন।

রাদ- তোমাকে যদি বলেই থাকি তাহলে তুমি
পানি তোমার মাথায় ঢালতে আমার মাথায়
কেন? ?

আদর- সরি স্যার।
আমি বুঝতে পারিনি।
আমি মুছে দিচ্ছি।
বলে গলার স্কার্ফ টা নিয়ে মাথা মুছে দিতে
নিলাম।

রাদ- লাগবেনা।
যাও এইখান থেকে।

আদর- স্যার আমি ঠিক করে দিচ্ছি।

রাদ- i said go.
leave.
.
আদর- চলে এলাম।

উফফ আমি আসলেই।
এটা কি করলাম।
আসলে আমার বুদ্ধি এত কম কেন??

আহিল- কি বিড় বিড় করছ।

আদর- কিছুনা স্যার।

আহিল- মন খারাপ?

আদর- না স্যার।

আহিল- আচ্ছা কাজ কর।

রাদ – আদর!! আদর!!

আদর- জি স্যার।

রাদ- এইসব কি? ? হ্যা।
তুমি ত ফাইল টা ঠিক করোনি উল্টা সব ভুল
করে রেখেছ।
তুমি জানো এটা কতটা ইম্পোর্টেন্ট ফাইল।
জানো।
এইসব কি করেছ? ?( চিতকার করে)

আদর- স্যার বকেই যাচ্ছিল।
এত বকা আমি আমার বাপের জন্মে খাইনি।
খুব কস্ট লাগছিল।
নিজের অজান্তেই চোখ থেকে পানি
পরছিল।

রাদ- বকতে বকতে এক সময় আমি ওর দিকে
তাকালাম।
মাথা নিচু করে আছে।
চোখ দিয়ে পানি বেয়ে পরছে।
আমি বকতে বকতে চুপ হয়ে গেলাম।

আদর- কেদেই যাচ্ছি।

রাদ- okey.ookey .stop crying .
I said stop crying.
.
ador- স্যার আমি ইচ্ছা করে করিনি।
আমার চশমা টা আপনার ওইখানেই রয়ে
গেছে।
তাই এমন হয়েছে ।

রাদ- ওকে ওকে।
আর কাঁদতে হবেনা।
যাও এখন।

আদর- চোখ মুছে বের হয়ে গেলাম।

এনা- এমা তোমার চোখ লাল হয়ে আছে
কেন? ? কেঁদেছ? ?

আদর- না না।
কিছুনা।

এনা- ঠিক ত ??

আদর- হ্যা একদম ঠিক।

অফিস শেষ এ-

আদর- এনা তুমি যাও।
এ ফাইল দু টা স্টোর রুমে রেখে আমিও
আসছি।

এনা- ওকে।

আদর- ফাইল নিয়ে স্টোর রুমে গেলাম।কি
ব্যপার এই রুমের লাইট জ্বালানো কেন???
থাক আমার কি।
ফাইল রেখে আমি ভাগি।
ফাইল রাখার সময় পিছন থেকে অনেক জোরে
আওয়াজ হল।
আমি পিছনে তাকালাম।
আরে দরজা লাগল কিভাবে? ???
দরজা খুলে না কেন? ??
কয়েক টা লাথি ঘুষা দিলাম।
hello anyone there.
.
রাদ- আদর! !! তুমি? ?

আদর- আপনি এইখানে? ?

রাদ- কি হয়েছে দরজা লাগিয়ে কি করছ ??

আদর- দরজা যেন কিভাবে লেগে গেল।
এখন খুলছে না।

রাদ- সরো আমি দেখছি।
আসলেই ত খুলছেনা।
আহিল কে বলেছিলাম এটা লকে সমস্যা
আছে চেঞ্জ করতে।
এখনো করেনি।
উফফ।

আদর- কিইইইই??? এখন কি হবে? ??

রাদ- আমি ড্যানি কে ফোন করি দাড়াও।
উফফ ফোন ধরছেনা কেন? ?

আদর- এখন কি হবে? ?? সারারাত কি এইখানে
কাটাতে হবে? ?
দম আটকিয়ে মরেই ত যাব।
আল্লাহ।

রাদ- তুমি কি তোমার মুখ টা কিছু ক্ষনের
জন্য বন্ধ করবে? ??
বাচাল একটা।

আদর- কি কি? ? কি বললেন আমি বাচাল? ??
বা বা।
ভালই ত।
তা আপনার এর বড় কম্পানি, , এত টাকা আর
সামান্য একটা লক ঠিক করাতে পারেন না???
কিপ্টা বলেই দু হাত দিয়ে মুখ চেপে ধরলাম।

রাদ-
কি বললে তুমি? ??
come again. আবার বল।

আদর- ( এত বক বক করি কেন আমি)
কই না ত কিছুই ত না।

রাদ- কিছুই না??? ( এগিয়ে গিয়ে)

আদর-( খাইছেরে উনি এগিয়ে আসছেন
কেন? ?? )

রাদ- কি হল বল??

আদর- আমি ত কিছু বলিনি।

রাদ- আদরের পাশে দেওয়ালে জোরে করে
হাত রাখলাম।

আদর- actually sir…..
.
রাদ- হুম “!???

আদর- সরি ( মিন মিন করে)

রাদ- কি বললে জোরে বল।

আদর- ………

রাদ- হাত দিয়ে ওর মুখ উঁচু করলাম।

আদর- ভয়ে কথা বের হচ্ছেনা মুখ দিয়ে।

রাদ- কিছু বলতে যাব তখনি পিছন থেকে
আওয়াজ হল।

ড্যানি- স্যার!!??

রাদ- ড্যানি where the hell was you? ??
.
danny- sorry sir.
ফোন ধরতে পারিনি ।

রাদ- ওকে।
চল।

আর তোমাকে কি বের হওয়ার জন্য এখন
নিমন্ত্রণ পত্র দিতে হবে? ?

আদর- না স্যার।
বের হয়ে ব্যাগ নিয়ে নিচে এলাম।

রাদ- আদর! গাড়ি তে উঠ।

আদর- না স্যার আমি একা যেতে পারব।

রাদ- কে বলেছে তোমাকে তোমার
বাড়ি পাঠাচ্ছি।

আদর- ত ?

রাদ- কাল ও কি কাজ না করার প্লান করছ?

আদর- মানে।

রাদ- চশমা ছাড়া কাজ কিভাবে করবা? ??

আদর- ওহ হ্যা তাই ত।
গাড়ি তে উঠে বসলাম।
( যাক উনার মনে আছে তাহলে)
গাড়ি থামল তার বাসার সামনে।

স্যার আসেনি। উনারর কাজ ছিল।

রোদেলা- আরে আদর!!!???
তুমি? ? এখন? ??
আদর- হ্যা আসলে কাল চশমা রেখে
গিয়েছিলাম।

রোদেলা- তাতে কি
ভাই কাল কে নিয়ে যেত।
সেটা নিতে আবার কস্ট করে আসলে? ??

আদর- তাহলেই হইছে।
মহাভারত অশুদ্ধ হয়ে যেত।

রোদেলা- কিছু বললে।

আদর- না না কিছুনা।

ড্যানি- আপনার চশমা।

আদর- ওকে বাই।

রোদেলা- এখন একা যাবে।
এত রাতে?? না কোনো ভাবেই না।
ড্যানি তুমি ওর সাথে যাও

আদর – না লাগবে না।
আমি যেতে পারব।

রোদেলা- আমি বলছিত …..

আদর- আমি পারব।

রোদেলা- শিউর? ?

আদর- হ্যা।
.

বিঃ দ্রঃ নিচে Next >> ক্লিক করলে পরবর্তী পর্ব পাবেন..!

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *