প্রিয়তমা !! Part- 24
গাড়িতে বসতেই সাদিফ ভাইয়ার মোবাইলে কল আসলো..!!!উনি ফোন রিসিভ করেই স্পিকারে দিয়ে দিলেন..!!!সাথে সাথেই খালামনির চিল্লানি শুরু…
“সাদি..!!বিয়ে করে তুই কিভাবে হেসে যাচ্ছিস আর মেয়েটা কাদতে কাদতে চেহারার কি হাল করেছে..!!!এই তোরা কই আছিস..??এখনি বাসায় ব্যাক কর”..!!!
“আরে মা..!!কি বলছো এসব..!!আমি কি জোর করে বিয়ে করেছি নাকি..???আমি কি এতই খারাপ নাকি”..??
“জোর করেছিস না কি করেছিস..!! তা আমি ছবিতে স্পষ্ট বুঝতে পারছি..!!!কিছু খেয়েছে মেয়েটা..??কই? ও কই..??ওকে দে মোবাইল”..!!!
“মা..!! ও শুনছে..!!!তুমি বলতে থাকো”..!!!
“না..!! দিতে বলেছি না ওকে”??
“ওকে দিচ্ছি..!!কি এমন কথা আমার সামনে বলা যাবে না..!!!
এই মোবাইল নাও”..!!!
উনার থেকে মোবাইল নিয়ে খালামণিকে হ্যালো বলতে বা সালাম দিতে যাবো..!!ওমনিই চোখের পানি আমাকে ওয়েলকাম জানাতে চলে এসেছে..!!!
“আসসালামুআলাইকুম..!!খালামণি”..!!(কান্না করে)
“এই তুমি কাদছো..!!ধুর..!!
মা ভাববে আমি তোমাকে জোর করে বিয়ে করেছি..!!আমার মতো ভালো ছেলের নাম খারাপ করো না তো..!!!দেখি চোখ মুছো”..!!
সাদিফ ভাইয়া এদিকে আমাকে চিল্লাচ্ছে..!!আর ঐদিকে খালামণি উনাকে…!!কিন্তু আফসোস সবার চিল্লানি আমিই শুনছি..!!!
খালামনির সাথে কথা বলা শেষ হলে..!!!উনি মা কে কল দিলেন..!! এবারও কল স্পিকারে..!!!
রাফসান ভাইয়া রিসিভ করলো..!!!
“হ্যাঁ সাদি..!!বল”..!!
“দুলাভাই ডাক..!! শালা”..!!!
“বিয়ে করে ফেলেছিস তাহলে..???আমার বোনটা নিশ্চয় কান্না করছে..!!
তুই জানিস ও অল্পতেই ভেঙে পড়ে আর প্যানিক হয়ে যায়..!!
তুই কি ভালো করেছিস এটা”…???
“দেখ ভাই…!!!আমার বাবুইয়ের ক্ষতি হোক তা আমি
চাই না..!!আর ওর ভালো কিসে আমি তা ভালো করেই জানি..!!! খালামণিকে দে”..!!!
“ধর নে কথা বল”..!!!
“হ্যাঁ বাবা..!!আমি শুনেছি ঘটনা আপা থেকে..!! জুমানকে ভালো করে বুঝাইতে হবে তোর..!!
আর আমার মেয়েটা কেমন আছে..???অনেক কেঁদেছে তাই না..!!!আমি ফোন করি নি ইচ্ছা করেই..!!!আমার কথা শুনলে ও আরো বেশি কাঁদতো”..!!!
মায়ের কথা শুনে প্রচন্ড খারাপ লাগলো..!!কিন্তু মা ও যখন এই ব্যাপারে উনাকে সাপোর্ট করছে..!! তাহলে আমি আর কেন কান্না করবো..???
সবাই এক ওরা..!!সবাই এক টিম..!!!কেউ উনাকে বকা দিলেন না..!!আমাকে এভাবে বিয়ে করে ফেললেন উনি..!!
শুধু খালামণি ভালো..!!খালামণি আমার টিম এ আছেন..!!আর বাকিরা কেউ ভালো না..!!!
মায়ের সাথে রাগ থাকলেও কথা বলে নিলাম..!!!হাজার হলেও মা তো..!!
কিন্তু রাগ মায়ের কাছে বরাবরই হেরে যায়..!!!
🌸
গাড়ি থামলো একটা বড় রেস্টুরেন্টের সামনে..!!ঢুকতেই উনি রিসেপশন থেকে কোণার এক সাইড বুক করে নিলেন..!!!
এই রেস্টুরেন্টটা অনেক বড়…!!
এক একটা সাইডে কয়েকটা করে টেবিল আছে..!!!
আর উনি আমার আর উনার জন্যে একসাইডের প্রায় ছয়টা টেবিল বুক করে নিয়েছেন..!!!
টেবিলে বসেই উনি নিজ ইচ্ছামতো অর্ডার দিয়ে দিলেন..!!
আমাকে জিজ্ঞাসা করেছিলেন..!!কি খাবো..!! কিন্তু আমি কিছুই বললাম না..!!!
অর্ডার দেওয়া শেষে উনি আমার হাত নিয়ে খেলছেন..!!আর একটা একটা চুমু দিচ্ছেন হাতে..!!
“এই বাবুই..!!!
শিট..!!তোমাকে তো কোনো রিং দি নাই আমি..!!!রাগ করো নি তো বাবুই..???
কালকে কিনে দিবো..!! আফটার অল..!! ইউ আর ম্যারিড নাউ”…!!!
উনার কথা আমি ঠিকই শুনছি..!!কিন্তু কোনো উত্তর দিচ্ছি না..!!আমার মাথায় একটা কথা আসছে না..!!
উনি আমাকে কেনো বিয়ে করেছেন..!!??
শুধু বললেন আমি উনার প্রিয়তমা..!!!কিন্তু কখনোই ত
আমাকে ভালোবাসেন বা আমাকে পছন্দ করেন এমন কিছুই তো বলেন নি..!!!
সাদিফ ভাইয়া আমাকে কেনো বিয়ে করলেন তা আমার আজকে জানতেই হবে….!!!
উনি আমার হাত উনার এক হাতে নিয়ে অন্য হাতে মোবাইলে কিসের যেনো কাজ করছেন…!!!
“সাদিফ ভাইয়া..!!আপনি আমাকে কেনো বিয়ে করেছেন”…??
“ফুল..!! দিজ ইজ নট ফেটার..!!!জামাইকে আবার ভাই ডাকছো”..???
“উফ..!!যেটা আস্ক করলাম সেটা বলেন..!!
ওহহ..!!বুঝলাম..!!!আপনার কাছে আমার প্রশ্নের কোনো জবাব নেই না”..???
“মানে”..??
“মানে এটাই..!!আপনি আমাকে আমার উপরে করুণা করেই আমাকে বিয়ে করেছেন..!!!
আমার বাবা নেই..!!ভাইও দেশের বাইরে থাকে..!!মানে বলতে গেলে আমাকে আর মাকে অসহায় লাগে আপনার কাছে..!!ত”..
আর বলতে পারলাম না..!!! সাদিফ ভাইয়া অনেক জোরেই একটা থাপ্পড় মেরে দিলেন আমার গালে…!!!
থাপ্পড় দিয়েই আমার গাল চেপে ধরলেন….
“চুপ..!!!কিছু বলছিনা দেখেই কি পাখা গজিয়েছে..!!
এত বড় বড় কথা..??কে শিখিয়েছে..??
এসব কথা..??
আর কেনো বিয়ে করেছি এগুলা বুঝিস না..??
হ্যাঁ..??এই চার বছর ধরে তোকে কেনো আগলে রেখেছি..!!বুঝিস না..????
“ভালোবাসি আমি তোকে..!!!!
বুঝিস না..??বুঝবি কেমনে..!!??উপর দিয়েই বড় হয়েছিস..!!ভিতরে তো সব ফাঁকা”..!!!
বলেই আমার গাল ছেড়ে দিয়ে রাগে উনার চুল টানতে লাগলেন..!!!
থাপ্পড়ের ব্যাথায় কান্না করবো..!! নাকি উনার মুখে ভালোবাসি শুনে হাসবো..!!!খুশি হবো..!!!
কিছুই বুঝছি না..!!!কিন্তু মনে মনে আমি অনেক বেশি খুশি হয়েছি..!!!এই রাগী গন্ডারটা আমাকে ভালোবাসেন…!!!
আহা আহা..!!!
*
*
মনে মনে খুশি হলেও আমি কিন্তু উপর দিয়ে ব্যাথার জন্যে আস্তে আস্তে কান্না করতেই আছি..!!!
এতক্ষণ উনি আমার গা ঘেঁষে বসে ছিলেন..!!!আর এখন এক হাত দূরে গিয়ে বসে আছেন..!!!
ভাল্লাগে এসব..??
এমনে তো আমাকে পিচ্চি পিচ্চি করেন আর এখন একটা থাপ্পড় মেরে দূরে গিয়ে বসে বসে মোবাইল গুতাচ্ছে..!!!
ভাগ্য ভালো..!!!থাপ্পড় মারাটা কেউ দেখলো না..!!নাইলে তো ইজ্জতের ফালুদা হয়ে যেত..!!
ওয়েটার এসে খাবার সার্ভ করতে লাগলেন..!!!
সার্ভ করা শেষে চলে যেতে নিলেই সাদিফ ভাইয়া ওয়েটারকে বলে উঠলেন….
“আমার পাশে যে বসে আছে উনাকে বলেন…খাবার খাওয়া স্টার্ট করতে”…!!!
ওয়েটারকে বলতে না দিয়ে..!!আমি বলে উঠলাম…
“এই যে ভাইয়া..!!উনাকে বলে দেন..!!!আমি কিছু খাবো না..!!থাপ্পড় খেয়ে আমার পেট ভরে গেছে”..!!
এইকথা শুনেই উনি ওয়েটারকে চলে যেতে বললেন..!!
আবার এসে আমার গা ঘেঁষে বসলেন…!!!
আমার গাল ধরে দেখতে লাগলেন….
“দেখি তো..!!!এদিকে ফিরো…!!!এই ফুল”..!!(রেগে)
“ফুল..??কোন ফুল..??কার ফুল..??থাপ্পড় মেরে গাল ফাটিয়ে দিলো..!!তখন দয়া হয় নি..!!!এখন আসছে ফুল বলতে…???তার এই মোটা মোটা হাত দিয়ে আমাকে মারে..!!আমি ব্যাথা পাই না???
এই ছাড়েন..!!দূরে গিয়ে বসেন”…!!
আমার কথায় সাদিফ ভাইয়া আরো আমার কাছে একদম লেগে বসলেন..!!!জোর করে আমার গাল ধরে অনেকগুলো চুমু দিতে লাগলেন..!!!
চেয়েও উনার থেকে নিজেকে ছুটাতে পারছি না..!!!যেভাবে শক্ত করে ধরেছেন..!!!
এরপর খাবার নিয়ে আমাকে খাইয়ে দিতে লাগলেন..!!
আর তখনের লাল চোখগুলো এখনো লাল হয়ে আছে..!!
আর আমি তাই উনাকে ভয়ে মানাও করতে পারছি না..!!
আমাকে খাওয়ানো হলে সাদিফ ভাইয়া বিল দিতে ওয়েটারকে ডাকতে যাচ্ছিলেন..!!!
আমি উনার হাত ধরে বললাম….
“কি ব্যাপার ভাইয়া..??এতক্ষণ আমাকে খাইয়ে দিয়েছেন..!!আর এখন নিজে না খেয়ে কই যাচ্ছেন”..???
“ফার্স্ট অফ অল আমি এখানে কারো ভাইয়া না..!! আর যদি খাবার খেতে হয়..!! তাহলে আমাকে খাইয়ে দিতে হবে..!!!
প্লাস আমাকে জীবনেও ভাইয়া ডাকা যাবে না..!! যদি সামনের মানুষটা আমাকে ভাইয়া ডাকে আমি তাহলে এমন জায়গায় চলে যাব যে..!!! আমাকে কখনো খুঁজে পাবে না”..!!!!
আমি উনার হাত ধরে আমার পাশে বসিয়ে দিলাম..!!
“এই দেখেন..!! আমি আপনাকে এত বছর ভাইয়া ডেকে এসেছি..!!! এখন আপনাকে আমি কি বলে ডাকবো”..??
“কেন আমি তোমায় কত কিছুই ডাকি..!!! বাবুই ডাকি, বউ ডাকি,শেফা ডাকি,ফুল ডাকি..!! আরো অনেক নাম সিলেক্ট করে রেখেছি..!!!
তুমি আমাকে সাদিফ বলে ডাকবে বা অন্যকিছু”..!!!
উনার কথার ছলে আমি উনাকে খাইয়ে দিতে স্টার্ট করলাম..!!!আর উনিও বক বক করতে করতে খেতে লাগলেন..!!!!
“বউ বলো..!! কি বলে ডাকবে আমাকে”..??
“উমমম..!! সাদি ডাকলে চলবে”…???
উনি আমার কপালে চুমু দিয়ে বললেন…!!
“চলবে না দৌড়াবে..!!!আহহহা..!!! কি সুখ লাগছে”..!!
🌸
বাসায় পৌঁছাতেই সাড়ে এগারোটা বেজে গেলো..!!!
বাসায় এসে বোরকা, হিজাব খুলে বসে রইলাম…!!!রেস্টুরেন্টে যাওয়ার আগে একটা কামিজ পড়েছিলাম..!!
এতো নার্ভাস লাগছে বলার বাইরে..!!!উনি ব্যালকনিতে কার সাথে যেনো কথা বলছেন ফোনে..!!!
আমি আর উনি একটা রুমে একদমই একা..!!ভাবতেই আমার গা কাপছে..!!!
আল্লাহ্..!!!আচ্ছা উনি কি আমার কাছে আসতে চাইবেন এখন..!???
আসলে আমি কি বলবো..???এখন তো আমি উনার বউ..!!
কিন্তু তাও..!!!উফফ..!!!আর ভাল্লাগছে না এসব ভাবতে..!!!
ফ্রেশ হওয়া লাগবে..!!! মাথায় পানি দিলে এখন ভাল্লাগবে মনে হচ্ছে..!!!
কিন্তু একা..!!কেমনে যাবো..???
আস্তে আস্তে হেঁটে উনার পাশে দাঁড়ালাম..!!
আমাকে দেখা মাত্রই আমাকে এক হাতে জড়িয়ে উনার কাছে টেনে নিলেন…!!!
আর আমি উনার বুকের সাথে লেপ্টে থাকলাম..!!
মোবাইলে কথা বলছেন উনি..!!! আমি এখন ওয়াশ্রূমের কথা কিভাবে বলবো উনাকে…??
একটু পরেই মোবাইল রেখে আমাকে শক্ত করে জড়িয়ে নিলেন দুই হাত দিয়ে…!!!
“কিছু বলবা বাবুই”..???
“একটু রুমে আসুন না..!!আমি ওয়াশরুমে যাবো”..!!!
“আচ্ছা চলো”…!!
বলেই… আমাকে কোলে তুলে নিয়ে একেবারে ওয়াশরুমে রেখে আসলেন..!!!
“কি আজব..!!এতটুকুতেই কেউ কোলে নেয়..??হা হা হা”..!!
ফ্রেশ হয়ে মাথায় ভালো করে পানি দিয়ে দিলাম..!!!
যাক এতক্ষণে একটু শান্তি লাগছে..!!! মাথায় টাওয়াল পেঁচিয়ে বের হতেই উনার চিৎকার….
“এই মেয়ে..!!এই রাতের বেলা মাথায় পানি দিয়েছো কেনো..???
এখন রাতে জ্বর আসলে ..???একদম নিচে রেখে আসবো..!!!! অসভ্য”…!!!!(চিল্লিয়ে)
উনার চিল্লানো শুনে বলে উঠলাম…
“মাথা ব্যাথা করছিলো অনেক…!!!মাথায় পানি দেওয়াতে এখন ভাল্লাগছে”..!!!
“উফফ”..!!!বলেই উনি আমাকে উনার কাছে টেনে নিলেন…!!!
বেডে বসিয়ে টাওয়াল খুলে দিয়ে আমার চুল মুছে দিতে লাগলেন…
হঠাৎ ঘাড়ে উনার নাকের স্পর্শ পেতেই আমি আমার জামা খামচে ধরলাম…!!!
আর সাদিফ আমাকে আরো উনার কাছে টেনে নিয়ে একেবারে উনার কোলে বসিয়ে দিলেন..!!!
ঘাড়ে নাক ঘষতে ঘষতে উনি আমার পেটে স্লাইড করতে লাগলেন…!!!
“বাবুই..!!!এই বাবুই…!!এই ফুল…!!!অনেক ভালোবাসি তো তোমাকে..!!!তুমি কি জানো…!!!!??
আমি তোমাকে কতো ভালোবাসি”…???
উনার কথা আমি শুনছি ঠিক কিন্তু উনাকে কিছুই বলতে পারছি না..!!! উনার এতো কাছে আসাতে আমি আমার সব উলটপালট লাগছে..!!!
*
*
আমাকে বেডে শুইয়ে দিয়ে উনি আমার উপর থেকে ওড়না সরাতে নিলেই আমি চোখ খিঁচে বন্ধ করে উনার টিশার্ট খামচে ধরলাম…!!!!
অনেকক্ষণ ধরে উনার স্পর্শ না পেয়ে আমি চোখ খুলে দেখি..!!উনি আমার দিকে এক ঘোরে তাকিয়ে আছেন..!!
হঠাৎ সাদিফ উনার টি শার্ট খুলে ফেললেন…!!!এটা দেখে আমার চোখ রসগোল্লার মতো বড় হয়ে গেল..!!!
আমার উপরে উনি আধ শোয়া হয়েই আমার গলায় নাক ঘষে দিলেন..!!!
আর আমি উনার পিঠে জোরে খমাছি দিলাম…!!!
আমি কিছু বলতে যাবো তার আগেই উনি আমার ঠোঁট নিজের আয়ত্বে নিয়ে নিলেন…!!!
এমন কিছু হবে আমি ভাবতেই পারি নাই…!!!আমার সব কেমন যেন লাগছে..!!!আর সাদিফ তো উনার মাঝেই নেই…!!!উনি আমার ঠোঁট নিয়ে ব্যস্ত..!!
আমি ক্রমশ উনার পিঠে খামচি দিয়েই যাচ্ছি..!!কিন্তু
এক ফোঁটাও উনাকে নড়াতে পারছি না..!!!
একটু পরেই উনি আমার ঠোঁটে ছোট ছোট অনেকগুলা চুমু দিয়ে আমার পাশে শুয়ে পড়লেন..!!!
হাহ..!!!এতক্ষণে মনে হলো যেনো প্রাণ ফিরে পেয়েছি..!!
আমি আর উনি দুইজনেই হাঁপাতে লাগলাম..!!!
আমি উনার দিকে তাকাতেই উনি আমাকে জড়িয়ে ধরলেন শক্ত করে….!!!
“এতটুকুতেই বাবুই তুমি আমার পিঠ শেষ করে দিয়েছো..!!!! এতো জোরে কেউ খামচি দেয়..??উফ..!!জ্বলছে অনেক”…!!!
ইসস রে..!!কি করে ফেললাম..!!!
আমি তাড়াতাড়ি উঠেই উনার থেকে নিজেকে ছাড়িয়ে উনার পিঠ দেখতে লাগলাম..!!!
কেমন লাল লাল দাগ হয়ে আছে..!!
সত্যি নিজেকে অনেক অপরাধী লাগছে…!!!মাথা নিচু করে উনাকে সরি বলতে নিলেই উনি আমার থেকে
ওড়না নিয়ে উনার পাশে রেখে দিলেন..!!!
আর আমি লজ্জায় আমার সামনের দিকে দুইহাত ক্রস করে নিজে ঢাকতে ব্যস্ত হয়ে পড়লাম..!!!
ভ্রু কুঁচকে ওনার দিকে তাকাতেই উনি আমার হাত টান দিয়ে উনার বুকের উপর ফেলে দিলেন আর আমাদের গায়ের উপরে পাতলা কম্বল টেনে নিলেন..!!!
“লজ্জা লাগছে বউ…??লজ্জা পেয়ে কি লাভ বলো তো..!!সবে তো শুরু রোমান্স করা..!!!সহ্য করে নাও সব…!!!আস্তে আস্তে রোমান্সের ডোজ বাড়তে থাকবে..!! ওড়না ছাড়া এখন লজ্জা লাগছে কিন্তু আস্তে আস্তে সবই অভ্যাস হয়ে যাবে তোমার..!!!!তোমাকে তোমার জামাই এনাফ টাইম দিবে নিজেকে সামলে নেওয়ার”..!!!
আমার তো সবই লজ্জা লাগছে..!!লজ্জা বলতে ডাবল লজ্জা লাগছে..!!! তার উপর উনার এই লাগামহীন কথাবার্তা..!!!
আমাকে সাদিফ একেবারেই উনার বুকের সাথে চেপে ধরলেন..!! আর আমার মাথায় হাত বুলাতে লাগলেন..!!!
টিউবলাইট অফ করে ল্যাম্পশেড অন করতে নিলেই আমি চেঁচিয়ে উঠলাম..!!!
“এই না..!!!লাইট অফ করবেন না..!!!
জানেন না আমার ভয় লাগে লাইট বন্ধ করলে”..!!!
“কোথায় অফ করলাম..!!!এইযে ল্যাম্পশেড তো জ্বলছে..!!আর ব্যালকনির লাইটও তো জ্বলছে”..!!
“আরে না এমন হবে না…!! ঐ যে টিউবলাইট জ্বালান..!!কালারিং লাইট আরো বেশি ভয়ংকর লাগে”..!!
“আমি ঘুমায় একেবারে অন্ধকারে..!!ঘুটঘুটে অন্ধকার..!! আমার জন্যে এই হালকা আলো টিউবলাইট এর সমান..!!!
আর শুনো না..!!গরম লাগবে তো..!!টিউবলাইট জ্বললে”..!!!!
“ইন্না..!!!এসির টেম্পারেচার কমিয়ে দিন..!!আর গরম লাগবে না”..!!
“কি সুন্দর কথা..!! এসির টেম্পারেচার কমিয়ে দিব..!! আর তোমার যেন জ্বর বাঁধে তাই না..!! এসির পাওয়ার এমনিতেই ঠিক আছে..!!
কি আর করব..??বউয়ের জন্য একটু গরম সহ্য করতে না পারলে কেমন ভালো জামাই আমি বলতো”..???
উনার কথায় উনাকে মুখ ভেংচিয়ে উনার বুকে একটা থাপ্পর দিলাম..!!!
“আহহ বউ..!!একটু আদরও তো করতে পারো”..!!!
সাদিফের কথা শুনে গা শিউরে উঠলো…!!!উনার হাতে একটা চিমটি দিলাম…!!!আর উনি হেসে আমাকে উনার সাথে ভালো করে জড়িয়ে নিলো…!!
*
*
এতদিন তো শুধু উনার হট বডিটা দেখেছি জাস্ট..!!কিন্তু আজকে উনার বৌ হয়ে উনার সাথে একেবারেই লেপ্টে আছি..!!উনার বুকে ধুক ধুক করছে..!!!কি সুন্দর সেই আওয়াজ..!!!
হঠাৎ সাদিফ আমার বুকে মুখ গুঁজে দিয়ে বলতে লাগলেন….
“এই ফুল..!!একটা ছোট্ট ফুলের গল্প শুনবে”..??
উনার ঠোঁট লাগতেই আমি উনার চুল টেনে ধরলাম আর কাপা কাপা কণ্ঠে বললাম..!!
“হুম..!! শ… শুনবো”…!!
এরপর উনি বলতে শুরু করলেন…!!!
“ওকে দেখেছিলাম আমি সেই ছোট্ট বাবু থাকতে..!!!
কিন্তু আমি স্পেনে যাওয়ার পর থেকে একটুও দেখা মিলেনি তার..!!!
ছোট কাল থেকেই সে অনেক আদুরী ছিলো..!!!
স্পেনে গিয়ে আমি আস্তে আস্তে বড় হতে লাগলাম..!!বাসার সবার সাথেই কথা হতো..!!খালামনিদের সাথেও কথা হতো..!!তবে তাদের বাসায় ভিডিও কল করার মত কোনো ডিভাইস ছিলো না..!!
আর কেনো যেনো তার সাথে আমার কখনো কথা বলাও হই নি..!!
স্পেন থেকে এসে সবার প্রথমে আমি তাদের বাসায় যাই…!!!তার ভাইকে দুষ্টামি করে চড় মারার ফলে
সেকি কান্না তার..!!!
তার এই বাচ্চা স্বভাব দেখে খুবই মায়া লেগেছিল..!! কান্না করতে করতে মুখটা একেবারেই লাল বানিয়ে ফেলেছিলো সে..!!ভেজা চুল,লাল ফোলা ফোলা মুখ,দেখেই আমার মনটা ঐখানেই তার কাছে চলে গিয়েছিলো…!!!
এরপর নিজেকে অনেক বুঝিয়েছি..!! ও তোর থেকে অনেক ছোট সাদিফ..!!আর ও তোর কাজিন..!!
কিন্তু না..!!আমি নিজের কাছেই হেরে গিয়েছিলাম..!!
রাফসান,খালু,খালা,মা,বাবা সবার হাতে পায়ে ধরে সে কি কান্না করেছিলাম আমার বাবুইয়ের জন্যে..!!!
কেউ মানছিলো না আমার এই প্রস্তাব..!!!শেষে অনেক কষ্টে রাত দিন না খেয়ে আমি তাদের মানিয়েছিলাম..!!
আর সেই কান্না করার ফলে আমার বাবুই আজ আমার প্রিয়তমা আমার বউ..!!!
অনেক অনেক ভালবাসিরে তোকে ফুল..!!!
তুই ছাড়া আমি একদম অচল..!!তোকে থাকা বাঁচার কথা ভাবতেই আমার দুনিয়া আধাঁর লাগে..!!!
আমাকে কখনো ছেড়ে যাবে না তো”..???
সাদিফের কথা শুনে আমার মনটা হুহু করে উঠলো..!!!
উনাকে শক্ত করেই জড়িয়ে ধরলাম…!!!
এই মানুষটাকে ছাড়া আমিও যে কিছুতেই থাকতে পারবো না…!!!আমিও যে উনাকে অনেক অনেক ভালোবাসি..!!!
আই লাভ ইউ টু গন্ডার..!!!
কথাটা মনে মনে বলেই উনার মাথায় একটা চুমু দিলাম..!!!
আর সাদিফ আমার বুক থেকে মাথা উঠিয়ে আমাকে উনার বুকে চেপে ধরলেন..!!আর আমার মাথায় হাত বুলাতে লাগলেন..!!!
“ঘুমাও ফুল..!!!অনেক লেট হয়ে গেছে..!!সকালে আমার আর্লি উঠা লাগবে”..!!
কথাটা বলেই আমার ঠোঁটে হালকা চুমু দিয়ে জড়িয়ে ধরলেন..!!!
আর আমি ভাবছি এই মানুষটা আমাকে এত কেমনে ভালবাসে..!!!
আর সাদিফ আমার জীবনে কি..!!এই জিনিসটা আমি এতদিন না বুঝলেও..!!
আজ আমি ঠিকই বুঝছি সাদিফ আমার লাইফে কতটাই ইম্পর্ট্যান্ট..!!!
চলবে….♥️