অদ্ভুদ সেই মেয়ে টি ! র্পব-০১ থেকে – শেষ র্পব !
বাবা মায়ের স্বপ্ন নিয়ে
ঢাকা শহরে আসা
যদিও স্বপ্নটা পূরন করতে পারি নাই।
কারন আমি কোনো সরকারি
বিশ্ববিদ্যালয়ে সুযোগ পাইনি
তাই বাধ্য হয়ে বেসরকারি
বিশ্ববিদ্যালয় ভর্তি হয়েছি।
ওহ্ হ্যাঁ আমি নাঈম।একটা প্রাইবেট বিশ্ববিদ্যালয়ে
কম্পিউটার ইঞ্জিনিয়ারিং পড়ছি।
তাই গ্রাম থেকে এই প্রথম শহরে
এসেছি।শুধু আমি একা না
আমার বন্ধু রনি ও এসেছে।
ও আমার হাইস্কুল লাইফের বন্ধু।
ওর সাথে আমার খুব মিল।আমাদের মধ্যে
এতই মিল যে আমার মত ও কোনো সরকারি
বিশ্ববিদ্যালয়েও
চার্ন্স পায়নি।
,
তো সে কারনে ঢাকা আসা।ঢাকায়
এসে একটা কথা বুঝলাম যে
এখানে ব্যাচেলরদের থাকার
জায়গা নেই।তবুও খুব
কাঠ খড় পুড়িয়ে একটা
ফ্লাট পেয়েছি।হয়তো বাড়িওয়ালার
কোনো মেয়ে নেই তাই
আমাদের জায়গা হয়েছে।
যাই হোক জায়গা তো পেয়েছি।এতো
ভেবে কাজ নাই।
ঘর গুছাতে মন দিলাম …
ঘর গুছাতে প্রায় সন্ধ্যা হয়ে গেল,
তাই একটু ছাঁদে আসলাম
বাতাস খেতে।ছাঁদে এসে দাড়াতেই
বাতাস।আহ্ হ্ কি ঠান্ডা বাতাস,
কি মনোরম পরিবেশ,
সত্যি যেন যাদু আছে।মুহূর্তে ক্লান্ত দূর
হয়ে যায়।
তাই একটু হাটতে থাকলাম …
কিন্তু হঠাৎ কি যেন
একটা আওয়াজ পেলাম
তাই সেখানে গিয়ে দেখলাম …
বিঃ দ্রঃ নিচে Next >> ক্লিক করলে পরবর্তী পর্ব পাবেন..!
Assalamuyalaikum 🥰
Vaiya Ami ki golpo gulo copy korte parbo?