না বললেও ভালোকিন্তুবাসি !! Part- 21
পরদিন…
মোহনা class করে সিড়ি দিয়ে নামলো। আর দেখলো রুষা…
মোহনা মনে মনে : আরে এই রুষা কাঠাল বাঙ্গীর খোসা এখানে কি করে? আবার ঢুয়ানি খেতে এসেছে। but awwe ki cute লাগছে ।
রুষা : hello… মোহো।
মোহনা : hi আপু। looking awwwe ki cute….
রুষা : thank you… চলো ক্যান্টিনে যাই ।
মোহনা : ক্যান্টিন ? ডল কাকা তো..
রুষা : আসো তো আমার সাথে।
রুষা মোহনাকে নিয়ে canteen এ ঢুকলো।
.
রুষা : কি খাবে বলো?
মোহনা : ice cream & coffee … ☺☺☺…
রুষা মনে মনে : সাইকো।
রুষা :ওকে।
মোহনা : আপু আমার কাছে তো টাকা নেই । আমি কালকে পাঠিয়ে দিবো।
রুষা : মারবো ধরে। আমি আমার ছোট বোনকে খাওয়াবো। তুমি টাকা দিবে কেন? বোকা…
মোহনা : কিন্তু…
রুষা : কোনো কিন্তুনা।
মোহনা : ok…
রুষা : মোহো মনি… ১টা কথা বলি?
মোহনা : ১টা কেন যতো মন চায় ততো বলো। ☺।
রুষা: আমি আর সাগর ২জন ২জনকে ভালোবাসি…
মোহনা : ওহ … good… congratulations …
রুষা ভ্যাবাচ্যাকা খেয়ে গেলো।
রুষা : বিয়ে করতে চাই…
মোহনা : awwe ki cute… এই কবে কবে? এই দেখো আমার বিয়ে কিভাবে হয়ে গেলো নিজেও জানিনা… কিন্তু তোমার আর জল্লাদের বিয়েতে আমি জমিয়ে নাচবো ।
রুষা : হামম। 😓। কিন্তু বিয়ে তো আর এমনি এমনি হবেনা । divorce তো লাগবে ।
মোহনা : বিয়ের আগেই divorce ?
রুষা : তোমার আর সাগরের divorce .. তোমার আর ওর divorce না হলে তো আমার আর ওর বিয়ে হবেনা।
মোহনা: ও হ্যা তাইতো ভুলেই গিয়েছিলাম। তাহলে তো আপু তুমি বিয়ে ভুলে যাও । জল্লাদ তো জনমে আমাকে divorce দিবেনা। 😔।
রুষা : নানা দিবে । তোমাকে কিভাবে বলবে সেটা ভেবে পাচ্ছে। তুমিই যদি আগে বলো । তোমার বলার অপেক্ষাতেই আছে ।
মোহনা ; সত্যি?
রুষা : হামম ।
মোহনা : ওরে চান্দু… তলে তলে ট্যাম্পু চালাও আমি করলে হরতাল?
রুষা : 😅।
মোহনা : দেখো আমি কি করি? কিন্তু এখন bye bye bye ….
.
সন্ধ্যায়…
মোহনা : এই যে মিস্টার জল্লাদ শুনুননা…
সাগর : বলুননা মিসেস নাগিন…
মোহনা :৭মিনিট তো হয়ে গেছে। আর কতো কানে ধরে ১পা তুলে দারিয়ে থাকবো?
সাগর : আরো ৭মিনিট ।
মোহনা :সে কি কেন?আগে তো পড়া না পারলে ৭মিনিট কানে ধরিয়ে রাখতেন । তাহলে আজকে আরো ৭মিনিট কেন?
সাগর : পরে বলবো।
মোহনা: কি ফকিন্নি মার্কারে বাবা…
.
ডিনারের পর…
মোহনা : mood তো ভালোই মনে হচ্ছে। তাহলে এখন বলাই যায়। কিন্তু যদি সরাসরি divorce চাই আর বকা খাই??
সাগর : কিছু বলবেন মিসেস নাগিন।
মোহনা : আপনার mood on নাকি off ?
সাগর :আপাদত on ই আছে। বলেন।
মোহনা : আচ্ছা আমি যদি আপনার কাছে divorce চাই তাহলে কি করবেন?😖
সাগর মুচকি হাসি দিলো।
মোহনা মনে মনে : ২০০ নম্বর মহাবিপদ সংকেত…
সাগর : তোমাকে কোলে নিবো । এরপর গাছের মধ্যে উল্টা করে ঝুলাবো। then… লাঠি দিয়ে বোরোধক পিটাবো ।
মোহনা : একারনেই তো কখনোই divorce চাইবো না। আমি কতো smart বলুন। 😅।
সাগর :হামম।
মোহনা : ok … good morning …
বলেই মোহনা দুম করে শুয়ে পরলো।
সাগর মনে মনে :হায়রে মোহোপাখি না বললে কি ঘুমাতে পারবেন? আপনার মাথা আর পেট গুতাগুতি করবেনা… 😁…
.
একটুপর …
মোহনা উঠে বসলো।
সাগর মনে মনে : as expected …
মোহনা : আপনি কি ঘুমিয়ে পরেছেন ?
সাগর : হ্যা…
মোহনা : ওহ… ok good mo… ওই মিঞা … ঘুমালে কথা বলেন কিভাবে? ওঠেন।
সাগর উঠে বসলো।
সাগর : কি হলো মিসেস নাগিন?
মোহনা ধপাস করে সাগরের কোলে শুয়ে পরলো । আর সাগরও মুচকি হেসে মোহনার মাথায় হাত বুলাতে লাগলো।
মোহনা : আজকে রুষাপু এসেছিলো…
মোহনা সাগরকে সবটা বলল। সব শুনে সাগর মুচকি হাসি দিলো ।
সাগর : এখন আমি তোমাকে ১টা প্রশ্ন কপি? ঠান্ডা মাথায় উত্তর দিবে। ১ কথায় উত্তর। তবুও আমি option দিবো । তুমি তোমার মনের মতো উত্তর দিবে। ok?
মোহনা : ok…
সাগর : ধরো কালকে যদি আমি মরে যাই তবে তুমি খুশি হবে না কষ্ট পাবে?
মোহনা : খ…
মোহনা আর বলতে পারলো না। ওর গলা আটকে গেলো।
মোহনা মনে মনে : আরে আমি বলতে পাচ্ছিনা কেন? আমার তো খু…কষ্ট পাবো?
সাগর : কি হলো বলো?
মোহনা : এর মধ্যে মরা বাচা কোথায় থেকে টপকালো?
সাগর :বলোনা। বকা দিবোনা promise ….
মোহনা সাগরের কোল থেকে উঠে বসলো।
মোহনা : ঘুম পাচ্ছে । 🥱।
মোহনা শুয়ে পরতে নিলে সাগর বাধা দিলো।
মোহনা : কি হলো।
সাগর মোহনার কপালে কিস করে
বলল : i got my answer …
মোহনা : এ্যাহ…. but আমি তো কিছু বললামই না…
সাগর : আচ্ছা তুমি কি বহুবিবাহে বিশ্বাসী?
মোহনা : what rubbish…
সাগর : say yes or no…
মোহনা : not at all…
সাগর : তাহলে আপনি divorce নিয়ে কি করবেন? বিয়ে… বিয়ের আগে যেভাবে ছিলা… এখন যেভাবে আছো। ২টার মধ্যে কি কোনো পার্থক্য আছে ? হ্যা আগে ওই বাসায় থাকতে আর এখন এই বাসায়… আর কোনো uncomfort এ আছো?
মোহনা : উহু।
সাগর : থাকলে বলো…
মোহনা : আরে না থাকলে কি করে বলবো?
সাগর : তাহলে? problem টা কি আমি? আমিও তো থাকবোনা। আমিও তো লন্ডন চলে যাচ্ছি… তাইনা?
মোহনা : …
সাগর : তাহলে তো কোনো problem ই নেই ।
মোহনা : ….
সাগর : তুমি জানো রুষা কেন এসে বলেছে ?
মোহনা : কেন?
সাগর : ও তোমাকে আমার কাছে বকা খাওয়াতে চেয়েছিলো।
মোহনা : কি?
সাগর : হামম।
মোহনা : রুষা কাঠাল বাঙ্গীর খোসাকে তো আমি …
সাগর : relax … দেখো its about us… আমরা মারামারি কাটাকাটি যা মন চায় করবো। নিজের ইচ্ছায় করবো। অন্যের কথায় কেন করবো? বুঝেছো?
মোহনা : হামম।
সাগর : তুমি আজকে রুষার পাল্লায় পরেছো । which made me upset …
মোহনা : তাই জন্য extra কানে ধরিয়েছেন?
সাগর : হামম। এখন ঘুমিয়ে পরো। good morning ….
.
পরদিন…
রুষা : i hope আমার plan successful হবে।
তখন সাগরের ফোন এলো । রুষা খুশি হয়ে গেলো।
রুষা : hello… 😀…
সাগর : its my first & last warning … আমার আর মোহোর থেকে দূরে থাকো। otherwise ভুলে যাবো তোমার বাবার পাওয়ারে কথা ।
রুষা: সাগর i love you…
সাগর : but i don’t… আগেও বলেছি এখনও বলছি। আমি তোমাকে ভালোবাসিনা । আজ পর্যন্ত ভালোভাবেই বললাম। কিন্তু আজকেরপর থেকে আর কখনো ভালোভাবে বলবোনা। সাগর সাগরের মতোই বোঝাবে । বুঝেছো ? bye…
২-৩দিনপর মোহনা result বের হলো । আর এবারও বাংলায় A+ ছুটে গেছে।
.
৩দিনপর…
মোহনা : ওই রুষা কাঠাল বাঙ্গীর সাহস কতো বেশি যে আমাকে বকা খাওয়ানোর জন্য planning করলো ।
শিখা : কি ভাবছেন আম্মাজান?
মোহনা : কিছুনা। শাশুড়িআম্মু…
শিখা : হামম।
মোহনা : আমাকে তোমার সাথে তোমার কলেজে নিয়ে যাবে?
শিখা : কবে যাবি?
মোহনা : কালকে তো আমার কোচিং নেই। তাহলে কালকে…
শিখা : কালকে যাবি সারাদিন দেখবি। পড়ায় loss হবেনা? এটাতো july মাস… তাইনা? ২টা মাসই তো বাকি। এরপর তো ৩মাসের ছুটি। দরকার হলে রোজ যাবি আমার সাথে কলেজে। বুঝেছিস?
মোহনা : হামম।
শিখা : এখন বস মাথায় তেল দিয়ে দেই । কালতো আর কোচিং নেই ।
.
২দিনপর…
মোহনা ক্লাস করে রুম থেকে বের হলো। দেখে রিম্পা।
মোহনা : আর রিম্পা ভাবী…
মোহনা ভাবী বলে জরিয়ে ধরলো । রিম্পাও মোহনাকে জরিয়ে ধরলো ।
মোহনা : কেমন আছো?
রিম্পা : ভালোনা।
মোহনা : কেন ? কি হয়েছে?
রিম্পা : দেখো রুষা আমার ছোটবোন। আর তুমিও।
মোহনা মনে মনে : ভাবী আবার কবে থেকে আমাকে বোন ভাবে???
রিম্পা : আমার ২বোনকে সাগর একসাথে cheat করছে।
মোহনা মনে মনে : আচ্ছা… এই হইসে কাহিনি। তাইতো বলি… আবার আমাকে বকা খাওয়ানোর ইচ্ছা হয়েছে । চান্দু … তোমার মাথা এমন করে ঘুরাবোনা…
রিম্পা : দেখো সাগর রিম্পার সাথে ৩বছর ধরে relation এ আছে। আবার ও তোমাকেও বিয়ে করলো ।
মোহনা : তো?
রিম্পা: তুমি কিছু বলবেনা?
মোহনা : বলার তো কিছু নেই। আমি তো জানি উনার ১ডজন gf আছে উনি আমার সাথেও অন্যায় করেনি। আমাকেও bf দের সাথে প্রেম করার সুযোগ & permission ২টাই দিয়েছে । awwwe ki cute না।
রিম্পা: তুমি যতো হালকা ভাবে নিচ্ছো ততোটাও না । সাগর আমার বোনের সাথে অনেক close হয়।
মোহনা : i know … উনি উনার সব gfদের সাথে হয়। আমাকে pic ও দেখায় ।
রিম্পা: রাতও কাটায়।
মোহনা : awwe ki cute… সত্যি?
রিম্পা : 😵।
মোহনা : এই চলোনা আজকে আমাদের বাসায় । তারপর সাগরের নামে ২জনে মিলে চুগলি করবো।
রিম্পা : এ্যা…
মোহনা : হ্যা… চলো চলো চলো। আজকে সব শুনবো। আমিও তো সব করবো । তাইনা? ☺।
রিম্পার মাথা ঘুরছে ।
মোহনা : কি হলো? চলো।
রিম্পা : আজকে না। অন্য দিন। হামম? 😅। একটু কাজ আছে । bye….
.
গাড়িতে…
মোহনা হাহা করে হাসছে ।
ডালিম : কি হলো আম্মাজান? এতো খুশি যে আজকে ?
মোহনা : ডলকাকা তুমি জানোনা। আজকে কি হয়েছে। আজকে না রিম্পা ভাবী এসেছিলো । কি হাস্যকর কথা বলছিলো । আমার তো ভীষন হাসতে ইচ্ছা করছিলো ।
ডালিম :কি এমন বলল?
মোহনা : বলে শেষ করা যাবনা। 😂। ডল কাকা একটু science lab এর ওখানে চলোনা। রিতুকে pick করবো। তারপর একটু ঘুরবো ।
ডালিম : আচ্ছা আম্মাজান ।
২বান্ধবী মিলে অনেক ঘুরলো ।
.
৭দিনপর …
সাগর কিছুদিন ধরে মোহনাকে বকে টকেনা । যেটা নিয়ে মোহনা মোটামোটি impress …
মোহনা : শাশুড়িআম্মু…
শিখা : হামম।
মোহনা : আমি আজকে কেক বানাবো। সব বের করে দাওনা ।
শিখা : আজকে হঠাৎ কেক?
মোহনা : হামম ।
শিখা : চকোলেট তো?
মোহনা : না। ভ্যানিলা।
শিখা : ভ্যানিলা? কিন্তু কেন ?
মোহনা : সাগরের জন্য ।
শিখা খানিকটা অবাক হলো। কারন মোহনা সাগরকে জল্লাদ না বলে সাগর বলল। আর সাগরের জন্য কেকও বানাচ্ছে । কিন্তু react করলোনা। কারন জানে react করলে মোহনা থেমে যেতে পারে । তাই শিখা মোহনাকে জিনিসপত্র বের করে দিলো।
.
ওদিকে…
সাগর কোনো ১টা কাজে আজকে ১টা private hospital এ গেছে । সেখানে রুষার সাথে দেখা হয়ে গেলো । সাগর ওকে avoid করে চলে যেতে নিলো। রুষা বাধা দিলো। কথা কাটাকাটি হলো। সাগর হনহন করে হেটে যাচ্ছে । পিছে পিছে রুষা দৌড়াচ্ছে । রুষা হিলটা একটু বেশি পরেছিলো। তাই হঠাৎ স্লিপ খেয়ে পরে গেলো । আর উঠতে পারলোনা । সাগর ওঠাতে গেলো । তাও উঠতে পারলোনা । তাই বাধ্য হয়ে রুষাকে কোলে তুলে নিয়ে সিটে বসালো। এরপর রুষার পা চেক করে বুঝলো যে পায়ে বেশ ভালো ভাবেই ফ্র্যাকচার হয়েছে । তাই সাগর রুষাকে doctor দেখালো। দেখিয়ে টেখিয়ে রুষা বাসায় পৌছে দিলো। রুষার পক্ষে হাটা সম্ভব না তাই সাগর বাধ্য হলো রুষাকে কোলে তুলে নিতে। যেটার সুযোগ রুষা বেশ ভালোভাবেই নিলো । রুষার জন্য অনেক গুলো সময় নষ্ট হয়েছে । সাগর যে কাজের জন্য ওই হসপিটালে গিয়েছিলো সেটা করতে করতে অনেক লেট হয়ে গেলো। রাত পোনে ১২টা বেজে গেলো।
.
মোহনা : আমি বুঝিনা যে এই লোকটা এতো জল্লাদ কেন? কেকটা কেমন হলো? খেতেও পারছিনা। ধুর… জল্লাদের মাথার সব চুল গুনে গুনে ছিরবো । huh…
তখন মোহনার ফোনে সাগরের মামার কল এলো।
মোহনা : মামার ফোন? strange ….
.