এলাকার বড় ভাই !! Part- 14
তিনি আমার বাম হাত নিয়ে আংটিটা পরিয়ে দিলেন!!
কিন্তু হাতটা ছাড়লেন না….আরো শক্ত করে ধরলেন!!
-I love you!!
আমি তার দিকে তাকালাম… ‘তিনি আমাকে ভালবাসে??? ‘
-ও I’m so sorry.. আমার knock করে আসা উচিৎ ছিল।
.
আমার হঠাত খেয়াল হল..তিনি এখনো আমার কাধে হাত রেখে আছেন…. আর আমার হাত তার হাতে..!!
তিনি হাত সরিয়ে নিলেন… আর বেড থেকে উঠে গেলেন!!
– আম্মু কখন আসবে?? (আমি)
-রাস্তায় জ্যাম.. আরো ১ ঘন্টা লাগবে!!
-আমার এখন তাহলে যাওয়া উচিৎ..আন্টি আসার আগে যেতে হবে…আপু তুমি ওর খেয়াল রেখো!! (অভদ্র)
-আপনি চিন্তা করবেন না..আমি আপনাকে কল এ জানাবো..!!
-আসি..নিজের যত্ন -আসি..নিজের যত্ন নিও !
.
উনি বিদায় নিয়ে চলে গেলেন….!
-অহো… ডায়মন্ড রিং.. birthday gift… he is too romantic আপু.. তুই খুব লাকি!!
.
আমি রিং টা খুলে বক্সে রেখে দিলাম!!
.
-কিরে..খুলে ফেললি যে??কি হয়েছে!!
-কিছু না…!!
-কিরে রাগারাগি হয়েছে নাকি??? ওহ… রাগারাগি না হলে তো আবার ভালবাসা জমে না তাইনা??
-আমি ওনাকে ভালবাসি না!!
-কি??ভালবাসিস না মানে কি??তাহলে বিয়ে করেছিস কেন??
-আমি ওনাকে বিয়ে করতে চাইনি!!
.
তারপর আমি ওকে সবকিছু বললাম!!
-কি বলছিস… জোর করল আর ওমনি তুই মেনে নিলি….??
-আমার কাছে তো আর কোন উপায় ছিল না..আমাকে হুমকি দিয়েছিল.. আমি এ বিয়ে না করলে.. আমার একটা বড় ক্ষতি করবে… তুই বুঝিস না??
-হা.. আর এটাও বুঝি..দুলাভাই সত্যি তোকে খুব ভালবাসে!!
-কি??ভালাবাসা.. উনি রাগের মাথায় কি করেছে বুঝিস না…আমাকে তুলে নিয়ে গেছে!!
-হ্যা তুলে নিয়ে কি করেছে আপু… মেরেছে না কোন ক্ষতি করেছে বল??
.
সত্যি সে তো আমার কোন ক্ষতি করেনি!!
-আপু..তুই যা বলছিস রাগে বলছিস… rejected হয়ে একটা ছেলে একটা মেয়েকে মেরে ফেলে.. বা শারীরিক ক্ষতি করে এমন ঘটনা অনেক আছে.. সে কি এর মধ্যে কোনটা করেছে??করেনি!!তার মানে কি দাড়াল বল??He really loves you more than anything… আর যা করেছে তোকে হারানোর ভয়ে!!
-কিন্তু..
-আপু… সেই ৩ বছর আগে এখনো পরে আছিস…সব ছেলেরা এক হয়না আপু…দুলাভাই একদমই ওই হারামিটার মত না..নাহলে ভাব এই দুদিনে কি কোন অধিকার খাটানোর চেস্টাও করেছে তোর উপর…. তাই বলতেসি.. এই বিয়েটাকে একটা সুযোগ দে!! প্লিজ??
.
আমি আর কিছুই বললাম না…. দরজার বেল বাজল হঠাত…!!
-ফুপু এসেছে বোধহয়.. যা বললাম.. ভেবে দেখ!!
.
আমি নিজেও কিছু বুঝতেসি না..যে আমার কি করা উচিত!!
****
২ মাস পর:
-কিরে কেমন হল এক্সাম??(সায়মা)
-হ্যা ভালই…..তোর “??
-হ্যা হয়েছে!!বাসায় যাবি??
-হুম লেট হচ্ছি… আচ্ছা শুন সময়মত চলে আসিস ..কেমন??
-ওকে আসি দোস্ত!!
.
আমি সায়মার সাথে কথা বলে বেরিয়ে গেলাম… রিকশা নিয়ে বাসায় চলে আসলাম!!
আসার সময় খেয়াল করলাম.. উনি গলির মোড়ে বাইকে বসে আছেন বন্ধুদের সাথে… আমাকে দেখে বাইকে থেকে নেমে.. রিকশা থামালেন..!!
-কেমন হল এক্সাম??
-ভাল!!
-বাসায় যাইতেসো??
-জি!!
-মামা… ভাড়া নাও… সাবধানে যাও!!
.
মানা করা সত্ত্বেও তিনি ভাড়া দিয়ে দিলেন!
আমি বাসায় চলে আসলাম….!!
-কেমন হল পরীক্ষা?? (আম্মু)
-ভাল??
– হাত মুখ ধুয়ে কাপড় ছেড়ে নে.. তোকে খেতে দেই… কত কাজ আছে জানিস??
-হুম!!
.
আমি চেঞ্জ কিরে হাত মুখ ধুয়ে নিলাম…. আম্মু খেতে দিল!!
আমি বিছানায় শুয়েই ঘুমিয়ে পরলাম!!
*****
-ইরা.. এই ইরা??
-ডাকছ কেন..আম্মু..কি হয়েছে??
-উঠ তাড়াতাড়ি.. যা ফ্রেশ হয়ে নে… তোকে মেহেদী লাগাতে এসেছে পার্লার থেকে.. জুই.. সায়মা..আর তোর মামার বাড়ির সবাই ও চলে এসেছে …!!
.
আমি কিছু না বলে উঠে গেলাম.. হ্যা যা ভাবছ তাই.. পরশু আমার বিয়ে!!
একবার তো হয়েছে.. যার সাথে হহয়েছে তার সাথেই কিন্তু এবার হচ্ছে সবার সম্মতিতে!!
ওই দিনের ঠিক একসপ্তাহ পরে… আম্মু আব্বুর কাছে অভদ্র মহাশয়ের প্রশংসা করতে থাকে.. যে কিভাবে.. আব্বু অনুপস্থিতিতে তিনি আমাদের সাহায্য করেন!!
আমিও সুযোগ পাই কথা তুলার.. আর তাদের জানাই যে… আমি বিয়েতে রাজী..আর তো কোন উপায় ও নেই!!
এর কিছুদিন পরই তাদের বাড়ির সবাই এসে কথা পাকাপাকি করে যায়!!
.
-কিরে ইরা কতক্ষন লাগাবি আর??
-আসছি জুই আপু!!
আমি একটা হালকা বাদামী রঙের থ্রি পিস পরলাম.. আর মাথায় কাপড় দিয়ে ঢেকে নিলাম!!
আমাকে মেহেদী লাগানো হচ্ছে..সায়মা.. জুই আপু..পায়েল…আম
ার অন্যান্য বান্ধবীরা সবাই মিলে খুব ঠাট্টা করছে.. হাসাহাসি করছে। কিন্তু আমার মনে যে সুখ নেই!!
চিরকাল এটাই তো হয়… বিয়েতে সবাই হৈচৈ করে… কিন্তু যার বিয়ে.. তাকে একবার কেউ জিগ্যেস করে না!!
.
বিদায় নিয়ে সবাই যার যার বাসায় চলে যায়…আমার মেহেদি এখনো শুকোনো বাকি.. তাই আম্মু আমাকে খাইয়ে দেয়!!
.
খাওয়া শেষ হলে আমি ঘুমাতে চলে যাই। কিন্তু তখন একটা ফোন আসে!!
-আপু…দুলাভাই!! (Ear to ear..ভেটকি মার্কা -আপু…দুলাভাই!! (Ear to ear..ভেটকি মার্কা smile)
.
-আমি ধরছি দাড়া…হ্যালো.. জি দুলাভাই…আপু?… হ্যা আসে তো.. এত্ত তাড়া কেনো.. পুরো লাইফ তো ওনারে নিয়েই থাকবেন তাইনা… আজকে আমার সাথেই না হয় কথা বলেনন!!
.
ও কথা বলছে আর মিটমিটিয়ে হাসছে!! এই মেয়ে এমন ফাজলামি করে কি যে মজা পায়??
.
-আচ্ছা দিচ্ছি..নাও কথা বলবে!!
-আমি কিভাবে বলব??
আমি ওকে আমার হাত দেখালাম.. ওই হেডফোন এনে আমাকে লাগিয়ে দিল!!
-হেলো.. আসসালামু আলাইকুম!!
-ওয়ালাইকুম আসসালাম.. কেমন আছ??
-এইত আপনি??
-হ্যা ভাল..খেয়েছ..?
-হ্যা…!!
-তোমাকে খুব মনে পড়ছে জানো??
আমি এখন আর কি বলব?
-জানি তো এসব প্রশ্নের কোনদিন কোন উত্তর থাকে না তোমার কাছে!!
-হুম
-ইরা তুমি অনেক নিষ্ঠুর.. তুমি কি সেটা জানো??
-জানি.. (আনমনা হয়ে)
-হুম পিচ্চি!!
-কি??????
-কিছু না..আচ্ছা..ফোনটা পায়েল আগে ধরল কেন??
-আমার হাতের মেহেদী এখনো শুকোয় নি!!
-পায়েল কে ফোনটা দাও তো!!
-এই ফোনটা নে!!
.
পায়েল ওর ফোন চালানো বাদ দিয়ে আমার ফোন নিল!!
-কি বউ এর থেকে মন ভরে গেল??.. আচ্ছা ঠিক আছে দিচ্ছি.. বাই!!
-কি হয়েছে!!
-হাতটা দেখি!!
ও আমার হাতের ছবি তুলল তারপর আমার!!
-কি করবি তুই??
– তোমার পিক চাইছে.. মেসেঞ্জারে দিচ্ছি!!
.
কিছুক্ষণ পরে আবার কল আসলে পায়েল আমাকে হেডফোন adjust করে দিল!!
-হ্যালো?
-তোমাকে দেখতে ইচ্ছে করতেছিল তাই পিক নিলাম!!
-হুম!
-রাত অনেক হয়েছে এখন ঘুমাও!!
-ঠিক আছে!!
-আল্লাহ হাফিজ!!
-আল্লাহ হাফিজ!
.
এরপর মেহেদী শুকিয়ে গেলে আমি তুলে ঘুমাতে চলে যাই… আল্লাহ… আমাকে সহ্যশক্তি দাও..আমিন!!
****
পরের দিন সকালে কাজ কর্মের ধুম পড়ে গেল… আজকে হলুদ যে তাই!!
একমাত্র যে কনে…তারই বোধহয় কাজ করার মত কিছুই থাকে না!!
আর আমি একা একা বসে সেদিকেও তো কারো খেয়াল নেই… পায়েল কে ডাক দিলে আম্মু ওকেও কিছু না কিছু কাজ বলে দেয়!!
অবশেষে দিনের শেষ হল আর আমি হলুদের জন্য তৈরী হলাম.. আমার এমনিতেই sensitive স্কিন.. তার উপর এত্ত মেকাপ..অসহ্য…!!
.
তাদের বাড়ি থেকে.. মামি কাকি… আত্নীয় স্বজনরা আসল আমাকে হলুদ দিতে.. কেউ কেউ পছন্দ করল.. কেউ কেউ আবার এটা ওটা নিয়ে খোটা দিতে থাকে!!
.
এই যেমন.. নাক মোটা..গাল ভরা.. কিন্তু শুকনো শরীর .. ফু দিলেই নাকি উড়ে যাব.. এই যাবতীয় কথা.. কিন্তু আমার শাশুড়ি মনে হচ্ছে এই কথাগুলোর তোয়াক্কাই করছেন না!!
তিনি আমাকে দেখে খুশি হচ্ছেন.. দোয়া দিচ্ছেন.. আমার নানী শাশুড়ির সাথে করে!!
.
*********বিয়ের দিন**********
রাতে ঘুমাতে ঘুমাতে রাত ১ টা বেজেছে.. কিন্তু ভোর ৬ টায়ই আমার ঘুম ভেঙে যায়… আমি ছাদে যাই… কিছুক্ষন একা থাকতে.. Always Center of Attention থাকতে ভাল লাগে না!!
.
আমার মোবাইল এ একটা unknown number থেকে কল আসে!!
-হ্যালো??
-হ্যালো.. ইরু?
.
আমি চমকে যাই.. না এটা হতে পারে না….ও কেন ফোন দিয়েছে আমাকে??
.
-তুমি কেন ফোন দিয়েছ??
– কথা বলতে তোমার সাথে .. কেমন আছ??
-কি বললি?? লজ্জা করে না তোর আমাকে এগুলা জিগ্যেস করার আগে..?
-আমি জানি আমি অনেক দোষ করেছি ইরু.. বিশ্বাস কর….আমি নিজেকে এখনো ক্ষমা করিনি!!
-বেশ করেছিস.. তুই ক্ষমার যোগ্যও না…আর আমার নাম্বার পেলি কই তুই হ্যা??
-যাকে ভালবাসি তার নাম্বার যোগাড় করা কোন ব্যাপারই না ইরু.. আর আমি এটাও জানি তুমি এখন রাজশাহী তে না…ঢাকাতে থাক!!
-ভালবাসার শব্দটা না তোর মত বেইমানের মুখে মানায় না বুঝলি..সব কিছু জানলে এটাও জেনে নে.. যে আজ আমার বিয়ে..আর আমার বর না আমাকে খুব ভালবাসে ও তোর মত ভীতুও না..আর শুন তুই যদি আর আমাকে ভুলেও কল দিবি না..বুঝলি..??
।
এটা বলে আমি ফোনটা রেখে দিলাম…ভালোবাসা??? তোর মত বেঈমান কে ভালবেসে তো আমি আমার জীবনে সবচেয়ে বড় ভুল করেছিলাম!!
(চলবে)