ভালোবাসা এমনও হয়

ভালোবাসা এমনও হয় Season 2 !! Part- 05

তরী চোখ পিটপিট করে তাকালো আদ্রর দিকে।।আদ্র তো ক্রাশ খেল তরীর এই চোখে।।

তরী চোখ খুলে দেখলো আদ্রর উপর পরে গেছে।।তাড়াহুড়ো করে উঠে পরলো।।তারপর খেয়াল করলো মেঘ আর বর্ষাও আছে পাশে।।তাদের দেখে গাল ফুলিয়ে চলে যেতে নিলো

আদ্রঃ আরে এতো সুন্দর কেচ করলাম একটা ধন্যবাদ তো বলে যাও

তরীঃ আই এম সরি আপনার উপর আমি ইচ্ছা করে পরিনি।

বলেই তরী চলে গেল

এইদিকে

আদ্রঃ উফফ মেঘ তোর বোনটা কিন্তু খুব সুন্দরীরে।।উফ যখন পিটপিট করে থাকায় নাহ🥰

মেঘ কিছু নাহ বলে বেরিয়ে গেল।।

আদ্রঃ যাহ বাবা মেঘ ও চলে গেল।(হেসে)।সো সেড মেঘ বাবু।(বিরবির করে)।

পরেরদিন—

তরী কলেজে এসে সোজা ক্লাসে চলে যায় কোন দিকে না তাকিয়ে।।মেঘ তার সামনে পড়েছে তা তরী খেয়াল করেছে বাট মুখ তুলে তাকায়নি।।বরং সাইড করে চলে গেছে।বাট তরীর চোখ যে ফুলে আছে তা মেঘের চোখের আড়াল হয়নি।। । তরী ক্লাসে যাওয়ার পর-

মেঘঃ মনে মনে- তরীর চোখগুলো ফোলা কেন।।সারারাত কি ঘুমায়নি(চিন্তিত হয়ে)বাট তেমন কি ঘটলো হঠাৎ।। বাড়িতে কি কিছু হয়েছে।।ওয়েট ফুপি কে ফোন দিয়ে দেখি।


মেঘ নেশাকে ফোন দিলো।।ঘুরিয়ে ফিরিয়ে নেশাকে সব কিছু ঠিক আছে কিনা জিজ্ঞাসা করলো।

মেঘঃ সব কিছু তো ঠিকই আছে তাহলে।।আমার কোন কাজে কষ্ট পেল🤔।বাট আমি তো তেমন কিছু করিনি।।তাহলে!!বর্ষাকে দেখে।।বাট ও তো জানে বর্ষা আমার ফ্রেন্ড তাহলে।।কি এমন হলো(মেঘ তো আর জানে নাহ তরী এমনকি কলেজের সবাই ভাবছে মেঘ আর বর্ষা রিলেশনে আছে)

হঠাৎ মেঘকে জড়িয়ে ধরলো কেউ।।মেঘের ও হুস আসলো।

মেঘঃ অবশেষে ফিরার টাইম হলো

রোহানঃ ইয়েস ব্রো।।তোকে অনেক মিস করেছি

মেঘঃ হু তাই তো একদিন ফোন করার ও টাইম পাসনি

রোহানঃ ওখানের নেটওয়ার্ক খুব খারাপ ছিলো রে তাই কন্টাক্ট করতে পারিনি।।আর আর্মি ট্রেনিং!! গড এতো টা কষ্ট বাপের জন্মেও করিনি

মেঘঃ 😂।।তা কেমন হলো ট্রেনিং।। টিকবি তো

রোহানঃ আল্লাহ মালুম.দেখা যাক কি হয়।

(আসলে রোহান হচ্ছে মেঘের বেস্টফ্রেন্ড। আর্মি ট্রেনিং এ গিয়েছিলো।।আজ ফিরলো)

আদ্রঃ হেই রোহান।।হোয়াটস আপ মেন(বাঁকা হেসে)

রোহানঃ তুই এখানে(ভ্রু কুচকে)

আদ্রঃ ইয়েস ব্রো।।আমি এখানে।।কেন কোন প্রবলেম

রোহানঃ দেখ তুই😡

মেঘ রোহান কে থামিয়ে

মেঘঃ কুল রোহান।।রাগ করছিস কেন

রোহানঃ ও এখানে কেন🤬

মেঘঃ বিকজ ওরা এখন আমাদের ফ্রেন্ড

রোহানঃ হোয়াট ওরা আর আমাদের ফ্রেন্ড।।তা তো আমি আমার স্বপ্নেও ভাবি নাহ

মেঘঃ কুল রোহান।।আগে যা হয়েছে তা ভুলে যা।।আদ্র আর রিদ দুইজনই সরি বলেছে।।তাহলে ওদের ফ্রেন্ড বানাতে প্রবলেম কি

রোহানঃ শত্রু কখনো বন্ধু হয় নাহ মেঘ।।আর তুই আবার এতো বন্ধুসুলভ হলি কবে থেকে রে।। বোম ফাটালেও তো মুখ থেকে কথা বের হয় নাহ তোর।

বিনিময়ে মেঘ একটা হাসি দিলো।।রোহান বুঝতে পারলো মেঘ কিছু পাঁকিয়েছে মাথায়।।তাই আর কথা বাড়ালো নাহ

(এখন বলি আসল কথা।।আদ্র আর রিদ এরা দুইজনই রোহান আর মেঘের বিপরীত গ্যাং এর লিডার।আদ্র আর মেঘ যাকে বলে সাপেনেউলে।। বাট এখন সব ঠিকঠাক হয়ে গেছে।।কারন আদ্র আগের সব কিছু ভুলে নতুন করে সব কিছু শুরু করতে চায় আর মেঘ রাজি হয়ে যায়।।
ওয়েট আমাদের মেঘ এতো দয়াবান নাহ।।সে মাফ করেনি আবার করেছেও।।মানে তার এই কাজের পিছনে একটা কারন আছে।।সেই কারন টা হলো

এখন বলবো নাহ।।😝

রোহান নাহ চাইতেও আদ্রর সাথে ফ্রেন্ডশিপ করলো।।

রোহানঃ কিরে এবার কি নবীন বরণ অনুষ্ঠান হবে নাহ

আদ্রঃ হবে তো

রোহানঃ তোকে আমি জিজ্ঞাসা করিনি(বিরক্তি নিয়ে)

মেঘঃ স্টপ রোহান।।🙄

রোহানঃ 😒😒

রোহানঃ তো আমাদের রকস্টার কি এইবার গান গাইবে নাহ নাকি😋

মেঘঃ নাহ

রোহানঃ কেন🤨

আদ্রঃ কি বলছিস মেঘ এইবারই তুই গান গাইবি নাহ।।তাহলে তোর বর্ষার কি হবে😁😉

রোহানঃ তোর বর্ষা মানে

মেঘঃ তেমন কিছু নাহ।।তুই বাদ দে।।আসলে আমার একটু ঠান্ডা লেগেছে।।

রোহানঃ লেম এক্সকিউজ।। কি হয়েছে বল

মেঘঃ আরে কিছু নাহ।।যাস্ট মুড নেই এইবার(মনে মনে- বর্ষার সাথে আমাকে ডিউট গেতে দেখলে হয়তো বা বৃষ্টি কষ্ট পাবে)

রোহানঃ কি ভাবছিস তুই।।আদ্র, রিদ তোরা কি একটু যাবি এখান থেকে।।আমার মেঘের সাথে কথা আছে।।

আদ্র আর রিদ চলে গেল।

রোহানঃ কি হয়েছে মেঘ।। আমার চলে যাওয়ার পর এতোকিছু হয়ে গেল।।আর শুনলাম তুই বর্ষার সাথে রিলেশন এ আছিস

মেঘঃ হোয়াট তুই কি পাগল হয়ে গেছিস(অবাক হয়ে)

রোহানঃ পুরো কলেজে ছড়িয়ে গেছে যে তুই বর্ষার সাথে রিলেশন এ আছিস।।আর সবাই জানবেই বা না কেন।।তুই নাকি এখন বর্ষার সাথে ঘুরিস।।কলেজ লাইফে তো দেখলাম নাহ কোন মেয়ের সাথে কথা বলতে তাহলে এখন বর্ষার সাথে?তাহলে কি সত্যি তুই???

মেঘঃ যাস্ট শাট আপ।। আমি আর বর্ষাকে।।হোয়াট রাবিশ।।আই ডোন্ট লাইক হার।।রিলেশন তো দুরের কথা।।

রোহানঃ তাহলে?

মেঘ রোহানকে সব খুলে বললো।।

রোহানঃ হোয়াট!!!!তোর বৃষ্টি এসে গেছে!!!তাও আবার এই কলেজে(খুশি হয়ে)

রোহান তরীর ব্যাপারে সবই জানে।

মেঘঃ হুম

রোহানঃ তাহলে এতো ড্রামা কেন করছিস?

মেঘঃ তুই জানিস আমি ওকে লাভ করি।।বাট আই কান্ট হার্ট মাই ইগো।।ওকে ওর কাজের জন্য শাস্তি পেতেই হবে

রোহানঃ বাট মেঘ তোর ইগোর কারনে নাহ আবার তোর ভালোবাসা হারিয়ে যায়

মেঘঃ কি বলতে চাইছিস তুই(ভ্রু কুচকে)

রোহানঃ পুরো কলেজ জানে যে তুই বর্ষার সাথে রিলেশনে আছিস।।তারমানে তরী ও জানে তাই নাহ।

মেঘঃ হ্যা আমি তো এটাই চাই।।ও একটু জেলাস হোক।।বাট আমি চেয়েছিলাম বর্ষাকে ফ্রেন্ড বুঝাতে।।বাট পুরো কলেজ😒😒

রোহানঃ এটাই স্বাভাবিক হয়তো।।আর তুই তরী কে জেলাস ফিল করার জন্য এমন করছিস।। বাট এমন ও তো হয়ে পারে তরী তোকে ভালোই বাসে নাহ

মেঘঃ ইম্পসিবল । ও আমাকে ভালোবাসে এটা আমি সি….(কথাটা বলতে গিয়েও মেঘ থেমে গেল।।কারন তরীর মনের কথা তো সে ও জানে নাহ।।ইনফেক্ট তরোর সাথে তেমন কোন কথাও হয়নি সে ফিরে আসার পর)

রোহানঃ কি হলো থেমে গেলি কেন।।জানিস নাহ তাই তো??

মেঘঃ যাই হোক।।সে ভালোবাসোক আর নাই বাসোক।।ওকে আমার হতেই হবে।।

রোহানঃ তাহলে ওর মনে জায়গা তৈরি কর।।আরেকজনের সাথে নাহ ঘুরে তরীকে সময় দে।মেটা মনে হয় বেশি ভালো হবে।।

মেঘঃ আই থিংক তুই রাইট।।আগে আমাকে তরীর মনের কথা জানতে হবে।।

রোহানঃ চল ক্যান্টিনে যাই।।খুদা লেগেছে,।।বাড়ি থেকে নাহ খেয়েই এসে পড়েছি।

মেঘঃ ওকে চল

এইদিকে ক্যানটিনে

তরী আবার আদ্রর সাথে ধাক্কা খেয়েছে।।বাট কথা টা হচ্ছে তরী আজ আদ্রর উপর পরেনি।।বরং আদ্র ইচ্ছে করে তরীর গায়ে পরেছে।।।
আর তা নিয়ে তরী প্রচন্ড পরিমানে বিরক্ত

আদ্রঃ আরে সেইদিন তো তুমি আমার গায়ের উপর পরে গেছিলে সেই বেলা কিছু নাহ

তরীঃ আমি আপনার গায়ে ইচ্ছা করে পরেনি।।ওকে।

আদ্রঃ আমি ও তো ইচ্ছা করে পরেনি

তরীঃ আপনি ইচ্ছা করেই পরেছেন

আদ্রঃ আমি ইচ্ছা করে পরেনি।।আর আমি যদি আজ ইচ্ছা করে তোমার উপর পরে থাকি তাহলে কাল ও তুমি আমার উপর ইচ্ছা করেই পরেছো।।কেন গো আমার উপর চড়তে কি ভালো লাগে নাকি হুম🙃

তরী রেগে নেগে বোম হয়ে ক্যান্টিন থেকে বেরিয়ে গেল।।।ত্রিধা,রুহি কতো করে ডাকলো তবুও সারা দিল নাহ।।দরজার সামনে। মেঘকে দেখে মাথা টা আরো খারাপ হয়ে গেল।।ধুপধাপ করে বেরিয়ে গেল।।

এইদিকে মেঘ আর রোহান কে দেখে আদ্র এগিয়ে আসলো।।।

রোহানঃ এইসব কি।।আর ওই মেয়ের সাথে তুই ঝগড়া লাগছিলি কেন

মেঘঃ ও বৃষ্টি ( দাঁত খিচে)

রোহানঃ ওহহ বৃষ্টি (হঠাৎ) ওহহ তোর বৃষ্টি

আদ্রঃ বৃষ্টি কে?? ওর নাম তো তরী

রোহানঃ হুম হুম।।তা তুই ওর সাথে লাগছিলিস কেন

আদ্রঃ সত্যি বলবো

রোহানঃ 🤔

আদ্রঃ আসলে কাল নাহ ও পুরো আমার উপর পরে গেছিলো।।মানে আমি নিচে আর ও আমার উপর।।যদিও কাল ইচ্ছা করে পরেনি🙈।।বাট আজ ইচ্ছা করেই ওর উপর পরে গেছি

মেঘঃ কেন😠

আদ্রঃ আরে তোর বোন ও নাহ একটা চিজ🥰।।উফফ কি সফট।।যখন চোখ পিটপিট করে তাকায় নাহ ম…..

রোহানঃ থাক থাক হয়েছে।। চল আমি খাবো।।(রোহান কে থামিয়ে।।কারন মেঘ সেই লেভেলের রেগে যাচ্ছে)

আদ্রঃ আমার ও তো খেতে ইচ্ছা করছে।।আহ তার লিপস আর লাইক স্ট্রবেরি 😍।।না জানি খেতে গেলে কতোটা মিষ্টি হবে।।আর যখন আমার উপর পরেছিলো নাহ তার কোমড়ে যখন টাচ করলাম……..

আর কিছু বলতে পারলো…….

আরে আরে ব্রেক মারো।।

বাকিটুকু কাল🙊

চলবে😁