তোকে চাই

তোকে চাই – Season 2 ! Part- 51

রাত প্রায় ৩ টা। বিছানায় এপাশ ওপাশ করছি কিন্তু ঘুমগুলো যেনো ধরায় দিচ্ছে না। দক্ষিণের জানালাটা খোলা। হালকা মৃদু বাতাসে কেঁপে কেঁপে উঠছে পর্দা…বাইরে থেকে নিশাচর পাখির কান্না ভেসে আসছে কানে।একটা দীর্ঘশ্বাস ফেলে উঠে বসলাম বিছানায়। কাঁথাটা সরিয়ে জানালার পাশে গিয়ে দাঁড়ালাম। বাইরের ফ্যাকাশে অন্ধকারে….শূন্যদৃষ্টি নিয়ে তাকিয়ে আছি…মনে চলছে হাজারও কথা।।চারদিন পর চিত্রার বিয়ে!!কথাটা ভাবতেই গা শিউরে উঠছে আমার।সেই ছোট্ট থেকে একসাথে আমরা….ওর বিয়েতে আমাদের মধ্যে কোনো দূরত্ব সৃষ্টি হবে না তো? আর মাত্র চারদিন পর চিত্রা মুখ ফুলিয়ে বসে থাকলে আমি ছাড়াও অন্যকেউ ভ্রু কুঁচকে তাকাবে। আমার চোখের মতো তার চোখে বিরক্তি থাকবে না, থাকবে একগুচ্ছ নবীন শীতল ভালোবাসা। আমার হাতে চড় খেয়ে মুখ কালো করার পরিবর্তে কারো মিষ্টি আদরে লাজুকতায় মত্ত হবে। কথাটা ভাবতেই ঠোঁটের কোণে হাসি খালি গেলো আমার। একবার আকাশের দিকে চোখ ঘুরিয়ে নিয়ে বিছানায় তাকালাম। দৌড়ে গিয়ে ফোনটা হাতে নিয়েই ফোন লাগালাম শুভ্রকে। কয়েক মিনিট পর ফোন কেটে ব্যাক করলেন উনি। আমি ফোন ধরতেই বলে উঠলেন –
.

পরের জন্মে বয়স যখন ষোলোই সঠিক
আমরা তখন প্রেমে পড়বো
মনে থাকবে?
বুকের মধ্যে মস্তো বড় ছাদ থাকবে
শীতলপাটি বিছিয়ে দেব;
সন্ধে হলে বসবো দু’জন।
একটা দুটো খসবে তারা
হঠাৎ তোমার চোখের পাতায় তারার চোখের জল গড়াবে,
কান্ত কবির গান গাইবে
তখন আমি চুপটি ক’রে দুচোখ ভ’রে থাকবো চেয়ে…
মনে থাকবে?

এই জন্মের দূরত্বটা পরের জন্মে চুকিয়ে দেব
এই জন্মের চুলের গন্ধ পরের জন্মে থাকে যেন
এই জন্মের মাতাল চাওয়া পরের জন্মে থাকে যেন
মনে থাকবে?
আমি হবো উড়নচন্ডি
এবং খানিক উস্কোখুস্কো
এই জন্মের পারিপাট্য সবার আগে ঘুচিয়ে দেব
তুমি কাঁদলে গভীর সুখে
এক নিমেষে সবটুকু জল শুষে নেব
মনে থাকবে?
পরের জন্মে কবি হবো
তোমায় নিয়ে হাজারখানেক গান বাঁধবো।
তোমার অমন ওষ্ঠ নিয়ে
নাকছাবি আর নূপুর নিয়ে
গান বানিয়ে__
মেলায় মেলায় বাউল হয়ে ঘুরে বেড়াবো…
মনে থাকবে?
আর যা কিছু হই বা না হই
পরের জন্মে তিতাস হবো
দোল মঞ্চের আবীর হবো
শিউলিতলার দুর্বো হবো
শরৎকালের আকাশ দেখার__
অনন্তনীল সকাল হবো;
এসব কিছু হই বা না হই
তোমার প্রথম পুরুষ হবো
মনে থাকবে?
.
পরের জন্মে তোমায় নিয়ে…
বলতে ভীষণ লজ্জা করছে
ভীষণ ভীষণ লজ্জা করছে
পরের জন্মে তোমায় নিয়ে…
মনে থাকবে?
.
বুদ্ধদেব বসু❤
.
কিছুক্ষণ স্তব্ধ হয়ে বসে রইলাম আমি। কানে তার কন্ঠটা এখনও বাজছে। কি সুন্দর ঝঙ্কার উঠা কন্ঠ তার। কতো আবেগ তার ভাষায়। আমাকে চুপ থাকতে দেখে বলে উঠলেন উনি-
.
আমাদের তো পরের জন্ম নেই রোদপাখি।তবে জান্নাতে আমি আবারও তোমার প্রেমে পড়বো …মনে থাকবে? তোমার ভেজা চুলে আসক্ত হবো,,তোমার হাসিতে আবারও পাগল হবো…মনে থাকবে??
.
আমি এখনও চুপচাপ বসে আছি।কি বলবো বুঝতেই পারছি না। এতোটা ভালোবাসার যোগ্য তো আমি? হালকা গলায় ভেজা কন্ঠে বলে উঠলাম আমি-

মনে থাকবে।
.
আমার এই ছোট্ট কথায় হেসে উঠলেন উনি।ছোট্ট করে বলে উঠলেন – “পাগলী!” কিছুক্ষণ আবারও নীরবতা। এই নীরবতা ভেঙে আবারও বলে উঠলেন উনি-
.
তো ম্যাডাম? এতো রাতে এই ব্যাক্তিকে মনে হওয়ার কারণ কি? ম্যাডামের চোখে কি ঘুম নেই?
.
ওহ্ হ্যা! ভুলেই গিয়েছিলাম। জানেন?চারদিন পর চিত্রার বিয়ে। আমার মধ্যে তো দারুন এক্সাইটমেন্ট কাজ করছে। সবচেয়ে মজার ব্যাপার কি জানেন? শিশির স্যারকে দেখেই ওর কাঁপা-কাঁপি শুরু হয়ে যায়…বিয়ের পর কি করবে কে জানে?
.
উনি হাসলেন।তারপর গলা মৃদু কন্ঠে বলে উঠলেন –
.
সে কাঁপা-কাঁপি তো তোমারও শুরু হয়ে যায় রোদপাখি। চিত্রারটা বিয়ের আগে…তোমারটা বিয়ের পরে। এনিওয়ে এতো তাড়াহুড়ো করে বিয়ে কেন? চারদিনের মাথায় বিয়ে!স্ট্রঞ্জ।
.
একসপ্তাহ পর রোজা তো। রোজায় বিয়ে কেমন কেমন লাগে না?তাই এই চারদিনের মাথায় বিয়ে কমপ্লিট করতে চাইছে সবাই।। শিশির স্যারের তো তরই সইছে না। তাই এত্তো তাড়াহুড়ো….
.
তর তো আমারও সইছে না। বাট আমারটা কেউ বুঝে না। এনিওয়ে শপিং করবে না? বেস্টুর বিয়ে বলে কথা।
.
করবো তো। কাল যাবো চিত্রাকে নিয়ে। এনিওয়ে খেয়েছেন আপনি?
.
নাহ্ কিছুক্ষণ আগে অফিস থেকে ফিরলাম। শরীরটা বড্ড ক্লান্ত… ঘুমোবো।
.
কিহ্ এতোক্ষণে? চুপচাপ ফোন রেখে ফ্রেশ হয়ে খেতে যান।।তারপর ঘুমোবেন।আর হ্যা…যদি কাল থেকে এতো দেরী করে ফিরেন তো আপনার সাথে আমার কথা বন্ধ।। দরকার নেই এতো কাজ।।এভাবে চলতে থাকলে অসুস্থ হয়ে পড়বেন আপনি কেন বুঝেন না?
.
আহ্ তোমার কথাগুলো ভীষন বউ বউ লাগছে। দেখতে ইচ্ছে করছে খুব।
.
আর একটা কথা না। ফোন রাখুন আর খেয়ে ঘুমোন। গুড নাইট।
.
এই মেয়ে? চলে আসো না….তাহলে আর দেরী করে ফিরবো না।

আচ্ছা! কাল সকালে চলে আসছি।
.
মানে?(অবাক হয়ে)
.
মানে হলো…ব্যাগ গুছিয়ে কাল সকালে চলে আসছি।। জানেন না?স্বামীর আদেশ শিরধার্য। এখন গুড নাইট।ঘুৃমোন।
.
কথাটা বলেই ফোনটা কেটে দিলাম আমি।। আলমারির দিকে তাকিয়ে আছি একদৃষ্টিতে… সত্যি কি ব্যাগ গুছিয়ে হুট করে চলে যাবো?ছিহ…সবাই কি ভাববে।
.
#চলবে…