না বললেও ভালোকিন্তুবাসি !! Part- 12
সাগর : তখন তোমার কেমন লাগবে?তুমি তারসাথে কি করবে?
মোহনা : ঠাটিয়ে ১টা থাপ্পর দিবো।
সাগর : কেন? থাপ্পর মারবে কেন?
মোহনা : কেন মানে কি? আমার মান ইজ্জত নিয়ে টানাটানি করবে? এতো সাহস?
সাগর : very good… তাহলে বড়আব্বুর বেলায় অবিচার কেন?
মোহনা : মানে কি?
সাগর : খুব সহজ। বড়আব্বুও সেদিন যা করেছে রাগের বসে। সেদিন বড়আব্বুর সম্মানে আঘাত হানতে হানতে রয়ে গেছে। unfortunately তোমার জন্য। কোথাও না কোথাও আমিও দায়ী…
.
মোহনা : কেন কেন কেন? বাবার সম্মানে আঘাত লাগবে কেন? বাবার ওরনা ধরে টান দিবে কে? আর তাছারাও বাবাতো ওরনা পরেইনা…
সাগর ১টা লম্বা নিঃশ্বাস নিলো। এরপর মোহনাকে বসালো।
সাগর : দেখো তুমি ১টা মেয়ে। সেদিন আমাদের engagement ছিলো। সবাই invited ছিলো। তো তারা যদি জানতো যে তুমি বাসায় নেই। তোমাকে পাওয়া যাচ্ছেনা তাহলে তারা কি করতো জানো ? বড়আব্বু কে নানাধরনের বাজে কথা শোনাতো। অপমান করতো।
মোহনা : কি ? কেন? কার এতো কলিজা যে আমার বাবাকে অপমান করবে?
সাগর : cool cool… isn’t it obvious …?
মোহনা : কেন?
সাগর : যখন কোনো বাবার মেয়ে বেরিয়ে যায় তখন তো তাকে কথা শুনতেই হবে। তাইনা?
মোহনা : আরে আমি চুরি করতে গিয়েছি না ডাকাতি করতে ? না কোনো ছেলের সাথে পালিয়ে বিয়ে করেছি?
সাগর : দেখো তুমি কেমন সেটা আমরা জানি । we trust you… but অন্যরা জানেনা। বোঝেনা।
মোহনা : অন্যদের বোঝা না বোঝা দিয়ে আমার কি? i don’t care…
সাগর : তুমি করোনা। আমিও করিনা। কিন্তু বড়দের করতেই হয়। তারা চাইলেই ignore করতে পারেনা । কারন তারা বড়। আর তার থেকেও বড় কথা… তুমি রাতের বেলা বেরিয়ে গেছো। কতো ধরনের বিপদ আপদ আছে বলো তো…
মোহনা : তো তাই বলে কি আমাকে মারবে নাকি? অপয়া অলক্ষি বলবে?
সাগর : মানছি সেটা বড়আব্বুর ভুল ছিলো। কিন্তু ভেবে দেখো যখন তোমার রাগ ওঠে তখন তুমি কি বলছো কি না বলছো সেটাকি তোমার মাথায় থাকে?
মোহনা : ….
সাগর : তুমি বড়আব্বুর সাথে কথা বলোনা… বাবা বলে ডাকোনা এতে তো বড়আব্বুর মন অনেক খারাপ। কিন্তু এর থেকেও বড় আরো ১টা কারন আছে বড়আব্বুর মন খারাপ করার। যেটা কেবল বড়আব্বুর কষ্টের কারন না… আমাদের সকলের কষ্টের কারন….
মোহনা : এতো রহস্য না করে direct বলে দিননা….
.
সাগর : সে কারনটা হলো মোহনা…
মোহনা : মানে…
সাগর : we want the মোহনা back…. সেই পাগল সেই গুন্ডি। যে ননস্টপ বকবক করে। আছরা আছরি, ভাঙাভাঙি , লাফালাফি ,দাপাদাপি করে। যে রোজ কারো টাক ফাটায়, কারো গাড়ি কাচ ভাঙে, হেডলাইট ভাঙে , কারো বাসার জানালা ভাঙে , ফুলের টব ভাঙে,কারো গাছের গোলাপ চুরি করে , আম গাছে উঠো বসে থাকে & what not….
মোহনা: ….
সাগর : this is not মোহনা… that is মোহনা… তুমি জানো তোমার awwe ki cute আম গাছ তোমাকে কতো মিস করছে…
মোহনা : ….
সাগর :যেদিন থেকে তুমি হসপিটালে এডমিট হয়েছো সেদিন থেকে বড়আব্বু না তো bp এর ঔষধ খাচ্ছে আর না ডায়বেটিস এর ঔষধ নিচ্ছে । আর না খাওয়া দাওয়া করছে ঠিক মতো। just সবার আড়ালে কাদছে।
মোহনা : ….
সাগর : বড়আব্বুকে হারিয়ে ফেললে কি আর পাবে?
কথাটা শুনেই কেন যেন মোহনার বুকটা কেপে উঠলো।
সাগর : চলো বড়আব্বুর কাছে যাই….
.
শুভ্র সোহানার ছবি হাতে নিয়ে কান্না করছে।
শুভ্র : আমাকে ক্ষমা করে দিও … আমি তোমার দেয়া শেষ উপহারের যত্ন করতে পারিনি । ওর জীবনের অনেক বড় ক্ষতি তো করেইছি কিন্তু এবার কষ্টও দিয়ে ফেলেছি।
মোহনা : মরা মানুষের ছবির সাথে কথা বলতে বলতে অশ্রুবিসর্জন হয়ে গেলে খাবার আর মেডিসিন গ্রহন করে সবাইকে উদ্ধার করো….
শুভ্র অবাক হয়ে সামনে তাকালো। দেখলো সাগর-মোহনা দারিয়ে আছে।
শুভ্র : ম…
সাগর ইশারা দিয়ে
বলল : কান্না না করতে আর emotional কথা না বলতে।
মোহনা পিছে ঘুরে গেলো। সাগর freez হয়ে গেলো।
সাগর: হাই… 😅..
মোহনা : 😒।
শুভ্র: মামনি নিজে আমার জন্য খাবার নিয়ে এসেছে। তাহলে তো খেতেই হবে।
মোহনা : হ্যালো হ্যালো…. আমি কারো মামনি টামনি না…. মোহনা খান মিষ্টি। মানে মোহনা চৌধুরী।
সাগর : আচ্ছা ২জনই খেয়ে নাও।
বাবা-মেয়ে খেয়ে নিলো। মোহনা আবার নিজের অবতারে ফিরে এলো। সেই শয়তানি টয়তানি। সবকিছু। খান বাড়িতেও প্রান এলো।
.
কিছুদিন পর….
মোহনা : আরে আরে দুলাভাইয়া আমাকে কোথায় নিয়ে যাচ্ছো?তাও চোখ বেধে?
সৌরভ : এই তো…. আরেকটু খানি….
মোহনা : কতোক্ষন ধরে এই কথা বলছো বলো তো…
সৌরভ : ৫মিনিট ১৮সেকেন্ড ধরে…
মোহনা : সেকেন্ডের হিসাবও রাখো? 😱😱। হায়রে আমার সেনাবাহিনিরে….
সৌরভ : নাও রহস্য শেষ।
বলেই সৌরভ মোহনার চোখ খুলে দিলো
মোহনা : দুলাভাইয়া তুমিও না স…
মোহনা তাকিয়ে দেখে ১টা awwe ki cute ঝুড়ি shape এর খাচা। যার ভেতরে ১টা সাদা ধবধবে ইদুর। মোহনা দৌড়ে গিয়ে ঝুড়িটা হাতে নিলো।
সৌরভ : ভালো লেগেছে পাকু্ন্নি?
মোহনা : হামম। একেবারেই awwe ki cute…. thank you….
সৌরভ : ওলেলে আমার পাকুন্নিটা।
মোহনা : তুমি কি করে জানলে যে আমার ১টা pet rat লাগবে?
সৌরভ : অহনা বলল। যে আমার কুটুপুট শালিকার pet rat লাগবে। তাও while while … ব্যাস কিনে নিলাম।
মোহনা : love you অনেকগুলো। জানো জানো….
সৌরভ : কি কি?
মোহনা : এটা তো আমার pet… সেই আমার সেনাবাহিনিও।
সৌরভ : মানে?
মোহনা : এটা দিয়ে আমি ভয়ও দেখাবো।
সৌরভ : কাকে?
মোহনা : মাঝে মধ্যে আপু আর ভাবীকে। কিন্তু বড় সরো ভয় দেখাবো ঢাকাইয়া বুড়িকে।
সৌরভ : দীদাকে?
মোহনা : হামম। ঢাকাইয়া দীদা ইদুরকে যমের মতো ভয় পায়। এবার ঢাকাইয়া বুড়ি ১বার ঢাকায় আসুক heart attack করিয়ে ছারবো।
সৌরভ : 😂।
.
৩দিনপর…
মোহনা : সাগর সাগর সাগর…
সাগর : কি কি কি…
মোহনা : আপনি না বলেছিলেন যে আমাকে car drive করা শেখাবেন?
সাগর : তোমার car ফকিন্নি মার্কা লাগে?
মোহনা : হামম। লাগে লাগে।
সাগর : তো?
মোহনা : শিখবো মানে শিখবো…
সাগর : না করলাম নাকি?
মোহনা : good for you….
সাগর : car drive তো শেখাবো। তবে তার আগে বাইক চালিয়ে দেখাও।
মোহনা : ok….
মোহনা বাইক চালিয়ে দেখালো।
সাগর মনে মনে : perfect student … but licence পাবেনা মোহোপাখি। না হলে হাঙ্গামা করে ফেলবে।
.
result এর আগের দিন…
স্বাভাবিকভাবেই সবাই চিন্তিত । মোহনা ছারা।
মোহনা :
🎶🎵🎶
কালকে আমার রেসাল্ট…
ধিনাক … ধিনাক…
আমি হবো কলেজ ছাত্রী …
ধিনাক…ধিনাক…
mbbs থেকে ২ধাপ নিচে…
ধিনাক…ধিনাক…
🎶🎵🎶
রিনা খান : ওই মেয়ে… আগে পাস তো করে নাও। তোমার মতো উরনচন্ডী মেয়ে আবার পাস।
মোহনা : আপনি কি জানেন যে আমাদের খাতা কোন জেলার কোন স্কুলের কোন টিচারদের কাছে গিয়েছে?
রিনা খান : আমি কি করে জানবো?
মোহনা : তাহলে কিভাবে বলছেন যে আমি পাস করবো না?
রিনা খান : তুমি যে বলছো যে আমি কলেজে উঠে গেছি… তুমি কি জানো ভবিষৎ?
মোহনা : ভবিষৎ জানিনা কিন্তু কেমন পরীক্ষা দিয়েছি সেটা জানি। যদি আল্লাহ না চায় তবে কারোসাধ্য নেই । আপনি নিজের মেয়ের কথা ভাবুন। bye…
.
ওদিকে…
সাগর : কালকে রেসাল্ট। পরীক্ষা ও ভালো দিবে জানি। কিন্তু কখনোই রিভিশন দিবেনা । খালি check করবে সব দিয়েছে কিনা? রিভাইস দিলে তো কথাই নেই। কিন্তু ধর্ম আর বাংলাদেশ কি করবে? বাংলা? যাই হোক দেখা যাবে। কি নিয়ে যাই এখন ম্যাডামের জন্য ? cheer up করতে? যদিও মনে হয় না তার cheer up এর দরকার আছে। 😒।
পরদিন মোহনার রেসাল্ট বের হলো । A+ পেলো। but বাংলায় পায় নি। ধর্মে ৮০ আর BGS এ ৮৫। আর বাকীগুলোতো ৯০+। বেশ ১টা উৎসব মুখর পরিবেশ হয়ে গেলো। মোহনা ভুরি ভুরি gift পেলো।
.
পরদিন…
রেদোয়ান : মামনি এখন কি লাগবে as a gift ?
মোহনা : চলোনা সাফারি পার্কে যাই। আমি না জীবনেও যাই নি।
শুভ্র : ব্যাস এই?
মোহনা : না আরো আছে। আমি gun boat বা jet ski তে উঠবো। আর হ্যা প্যারাস্যুটেও উঠবো।
অহনা : আচ্ছা তোর কি কখনোই কোনো নরমাল কিছু করতে বা চাইতে মনে চায় না?
মোহনা : অনরমাল কি ছিলো বলবে?
অহনা: কিছুনা বইন। মাঝে মাঝে ভুলে যাই যে তুই কে?
মোহনা : ও বাবা বলে কি? short time memory ? আমার দুলাভাইয়ার কপাল পুরলো? no চিন্তা দুলাভাইয়া…. আমি তোমার জন্য ১টা গাবলু গুবলু বউ খুজে দিবো । 😜।
সৌরভ : ওহ great … তবে শালিকা… নতুন করে দেখার কি আছে বলো তো? তুমি আছো না? 😏।
মোহনা : awwe ki cute তাইতো।
সৌরভ : পাগল ছাগলকে নিয়েকি আর থাকা যায়।
মোহনা : চলো কাজী অফিস। 😁।
অহনা : দারাও ২জনেরই হচ্ছে। আমার লেগ পুল করা?
বলেই অহনা ২জনের পিছে দৌড়াতে লাগলো।
.
রাতে…
সাগর : মোহো পাখি…. মোহো পাখি….
মোহনা : আপনি এমন চোরের মতো চিল্লাচ্ছেন কেন? আর এখন রাতের বেলা কেন ?
সাগর : তুমিই না বলেছো যে রাতের বেলা বাইকে চরে ঘুরবে?
মোহনা : ও হ্যা। তাইতো। চলুন চলুন…
২জন বের হলো। ছোট ১টা accident হলো। সাগর হাতে ব্যাথা পেলো। রক্ত বের হতে লাগলো। আসলে সাগরের হাতে ১টা কাচভাঙা ঢুকে গেছে।
মোহনা : oh my আল্লাহ…. বসুন বসুন দেখি দেখি…. ইশ কতো বড় কাচের টুকরা।
মোহনা খপ করে কাচ ভাঙাটা বের করে ফেলল।
সাগর : ouch… আস্তে..
মোহনা : আস্তে… 😒… আপনার জ্যাকেটে তো অবশ্যই first aid এর কিছুনা কিছু আছেই….
সাগর : first aid কেন?
মোহনা : আমি খাবো বলে।
সাগর : এই না না আমার ভয় করে ।
মনে মনে :ডাহা মিথ্যা কথা। 😁।
মোহনা : এই তেলাপোকার সাহস নিয়ে ডক্টর কি করে হলেন?
সাগর : 😔।
মোহনা : বের করুন জ্যাকেট থেকে।
সাগর : জ্যাকেটে নেই।
মোহনা : তো?
সাগর বাইক থেকে বের করে দিলো। মোহনা সাগরের হাতে savlon দিয়ে দিতে লাগলো। আর সাগর ইচ্ছা করে আজগুবি চেহারা করতে লাগলো। যা দেখে মোহনা খিল খিল করে হেসে উঠলো। এরপর মনোযোগ দিয়ে ব্যান্ডেজ করতে লাগলো। সাগর কখনোই নিজের ব্যাথার কথা মোহনাকে বলে না। দেখায়ওনা।
সাগর মনে মনে : হয়তো তোমার মনেও কোথাও না কোথাও আমি আছি…. 😍 i was wrong যে আমার চোট তোমাকে effect করেনা। effect করে।
.
২দিনপর …
মোহনা : বাবাহ….shopping ও করলাম। কিন্তু আপনার shopping দেখে আমি চরম অবাক। আপনি এতো কিছু কিনলেন…. তাও মেয়েলি। কেন?
সাগর : আমার gfদের জন্য।
মোহনা : gfদের জন্য? 😱।
সাগর : হামম।
মোহনা : আপনার gf আছে?
সাগর : হামম। ৫ টা।😎।
মোহনা : বলেন কি? তাহলে আমারও bf লাগবে।
সাগর : ok… খুজে নাও। i don’t mind … afterall i m digital ….. আমার help লাগলে বলো।
মোহনা : হামম।
.
পরদিন…
বিকালে….
সাগর গত কালের সেই shopping bag গুলো নিয়ে হাজির। তাও মোহনার ঘরে।
মোহনা : একি আপনি আমার রুমে? তাও এগুলো নিয়ে? এগুলো কি? এগুলো কালকের সেই shopping bag… যেগুলো আপনার gfদের জন্য করেছিলেন।
সাগর : হামম। এগুলো কাবার্ডে তুলে রাখো।
মোহনা : কেন কেন? আপনার gfদের জিনিস আমি তুলে রাখবো কেন?
সাগর : কারন ওরা কেউ dressগুলো like করেনি। তাই ভাবলাম dress গুলো waste হবে। তাই তোমার জন্যেই নিয়ে এলাম।
মোহনা : আমি সেকেন্ড হ্যান্ড জিনিস ব্যাবহার করবো?
সাগর : second hand কে বলল? ওরা তো এগুলো use ও করেনি।even touch ও করেনি।
মোহনা : তো ওদের জন্যেই তো কেনা?
.
( next part থেকে যেভাবেই হোক romance ঢোকাবো। happy ?? 😔☺😁)
চলবে….