আমার আমি যে তুমি

আমার আমি যে তুমি !! Part- 10

দেখা হে তুজকো জাবসে….

হায় মে তো হিল গায়া….

লাগতা হে মেরে সিনে সে….

দিল নিকাল গায়া…..

দেখা হে তুজকো জাবসে….

হায় মে তো হিল গায়া…

লাগতা হে মেরে সিনে সে…

দিল নিকাল গায়া….

মাম্মি সে কেয়া ডেডি সে ভি মিলাউঙা তুছে….

আরে জোভি মে কাহু তুঝে লাজতা হে কিউ গালাত…..

পালাট….

তেরা ধেয়ান কিধার হে….

য়ে তেরা হিরো ইধার হে….

তেরা ধেয়ান কিধার হে….

য়ে তেরা হিরো ইধার হে….

প্রায় আধা ঘন্টা ধরে রুহি আর রুহান ছাদে দাঁড়িয়ে আছে,,,এ পর্যন্ত অনেক বার রুহানকে জিজ্ঞেস করেছে যে,,,” সে কেন তাকে এখানে এনেছে,,,” প্রতিবারের মতো রুহান একটা বাঁকা হাসি দিচ্ছে,,, যা রুহির কাছে অত্যন্ত বিরক্তিকর,,,,আর বিরক্তিটা আরও চরমে পৌঁছায় যখন রুহান এ গানটা গায়,,,

মনে মনে রুহি রুহানের গুষ্টি উদ্ধার করে দিচ্ছে,,,” ব্যটা খচ্চর,,,১ঘন্টা আমাকে দাড় করিয়ে রেখেছিস এসব গান শুনাতে,,তাও আবার এ রাতে,,,অসহ্য,,”আর সহ্য করতে পারলো না রুহি,,,রুহানের গান গাওয়ার মাঝখানেই সে বলে উঠে,,,,

রুহিঃ সমস্যা কি আপনার মিস্টার রুহান,,এভাবে আমাকে দাঁড় করিয়ে রেখেছেন কেন,,,কি বলবেন বলুন,,নাহলে আমাকে যেতে দিন,,,😠😠

রুহানঃ আমি তো ভেবেছিলাম তুমি আমাকে খুঁজছো,,আর তাছাড়া তোমাকে তো বলতে হবে আমি এখানে কেন এসেছি,,,,তাই না,,??এর জন্য সময় নিচ্ছিলাম বলব বলে,,,,,এখন যদি তুমি আমাকে সময় না দাও তাহলে থাক,,, আর কি করার,,,,তুমি তোমার রুমে যাও,,,,

রুহানের কথাটা শুনে রুহির নিজেকে নিজেরই মারতে ইচ্ছা করছে,,,, ” আমি আসলেই একটা গাধা,,,একটু সুন্দর ভাবেও তো কথা বলা যেত,,,এখন যদি খাটাশটা না বলে,,,তাহলে সামলাও ঠেলা,,,”

রুহিঃ না মানে,,, আমি কখন আপনাকে সময় দিলাম না,,,১ ঘন্টা ধরে তো আপনি সময়ই নিয়ে যাচ্ছেন,,, আমি কি আপনাকে কিছু বলেছি,,,,

রুহানঃ তাহলে একটু আগে কি ডাইনি বলেছিলো ওগুলো,,,

রুহানের কথাটা রুহিকে রাগানোর জন্য যথেষ্ট,,, রুহির প্রচন্ড রাগ হচ্ছে রুহানের উপর,,,কিন্তু তবুও নিজের রাগ সামলিয়ে সে রুহানকে বলে,,,,

রুহিঃ দেখুন,,,আমার দেড়ি হয়ে গিয়েছিলো,, তাই বলেছিলাম,,,

রুহানঃ ওহ আচ্ছা ডাইনির মা,,,

রুহিঃ আমার দেড়ি হয়ে যাচ্ছে রুহান,,,আপনি কি আমাকে বলবেন,,,[ দাঁতে দাঁত চেপে ]

রুহানঃ না আর একটু পড়ে বলব,,,

রুহিঃ আপনি থাকেন আপনার বলব নিয়ে,,,, আমি গেলাম,,,😠😠

বলেই রুহি চলে যেতে নিলে রুহান্র রুহিকে এক টানে দেওয়ালের সাথে চেপে ধরে,,,তারপর রুহির মুখে একবার ফু দেয়,,,আর বলে,,,

রুহানঃ তুমি যার বিয়েতে এসেছো,,, সে আমার বোন,,,

রুহিঃ মানে,,,??[ অবাক হয়ে]

রুহানঃ হুম,,,জানো তো রুহি,,,আমি তোমাকে সত্যি ভালোবাসি,,, তাই হয়তো তুমি আমার কাছে আবার চলে এসেছো,,,

রুহিঃ আমি বিশ্বাস করি না,,, আপনি ইচ্ছা করে আমাকে এখানে এনেছেন,,,

রুহানঃ কিভাবে,,,??

রুহিঃ আপনার বো,,,[ বলতে না দিয়ে ]

রুহানঃ জীবনেও না,,, রোদ তোমার ব্যপারে কিছুই জানে না,,, ও শুধু জানে তুমি ওর বেস্ট ফ্রেন্ড,, তাই বিয়ের দাওয়াত দিয়েছে তোমাকে,,,

রুহিঃ তাই,,?? তাহলে আপনি কিভাবে জানেন রোদ আমাকে বিয়ের দাওয়াত দিয়েছে,,,আর তাছাড়া আপনার মা আমাকে এত ভালো করে চিনেন কিভাবে,,,,??

রুহানঃ আমি ছোট ভেলা থেকেই আমার মার সাথে ছোট বড় সব কথা শেয়ার করতাম,,,এটাও করি,,তাই মা তোমাকে চিনে,,,আর যদি বলো রোদের কথা,,,ও জানে না আমি তোমাকে ভালোবাসি,,,অথবা আমার আর তোমার আগেও দেখা হয়েছে,,,

রুহিঃ তাহলে আমি যখন সাহেলের সাথে কথা বলতে গিয়েছিলাম,, ও আমাকে তার সাথে কথা বলতে আটকাচ্ছিল কেন,,,,??

রুহানঃ তোমার আর রোদের ফ্রেন্ড সিফ তো অনেক দিনের তাইনা,,,??তাহলে তো তোমার জানারই কথা,,যে কোনো আনন্দের মুহুর্ত হলে রোদ কাউকে কিছু বলতে না দিয়ে নিজে নিজেই বকবক করা শুরু করে,,,ও তখন তোমার সাথেই ওর আনন্দের কথাগুলো বলছিল,,তাই না,,??

রুহিঃ হুম,,,[ মাথা নিচু করে ]

রুহানঃ তো,,,?? আর তাছাড়া আমি জানতাম তুমি এখানে আসবে,,,কারন ওর বিয়ে ঠিক হওয়ার ৩ দিন পর,,কাকে কাকে আমরা বিয়েতে দাওয়াত দিবো সেটার লিস্ট করছিলাম,,তখন রোদ তোমার কথা বলে,,, তখন এত পাত্তা দি নি,,,বাট এর কয়েকদিন পরই আমি রোদের ফোনে তোমার ছবি দেখি,,,এন্ড যখন রোদকে জিজ্ঞেস করি তোমার ছবি ওর ফোনে কেন,,,তখন ও বলে তুমিই ওর বেস্ট ফ্রেন্ড,,,বিশ্বাস করো ,, আমার থেকে বেশি খুশি কেউই ছিল না তখন,,,ভেবেছিলাম অন্য ভাবে তোমাকে আপন করে নেব,,,কিন্তু কি করব ভেবে পাচ্ছিলাম না,,,আর নিয়তি দেখো সেই মিলিয়ে দিয়েছে তোমাকে আমার সাথে,,সো এখন আর আমি তোমাকে ছাড়ছি না মাই জান,,,এন্ড বি রেডি,,এখন থেকে প্রতিটা মুহূর্ত তুমি আমাকে মনে করবে রুহিপাখি,,,,আমি ছাড়া আর কাউকে কল্পনাও করতে পারবে না তুমি,,, [ বাঁকা হেসে ]

.
.
.
.
.
এখন সকাল প্রায় ১০টা,,,

সবাই এখন মার্কেট এ যাবে,,,, বিয়ের কিছু কেনাকাটা করতে,,,,সাহেল,,রোদের মা,,,রোদ,,প্রিয়া[ রুহানের ফুফাতো বোন ] রুহি,, রুহান আরও বেশ কয়েকজন যাচ্ছে,,,,

রুহি খুশ মনে রেডি হয়ে নিচে যায় সবার কাছে,,,কিন্তু তার খুশিটা দীর্ঘস্থাই হয় না,,, কারন মাইক্রোতে রুহির বসার জায়গা নেই,,,সবাই তাকে রুহানের সাথে বাইকে করে যেতে বলছে,,,

ইচ্ছা না থাকা সত্ত্বেও রুহি রুহানের বাইকে বসে,,,রুহি বসতেই রুহান বলে উঠে,,,

রুহানঃ শুনো,,,যদি তোমার হাত পা ভাংগে,,, তাহলে কিন্তু আমার দোষ নাই,,,,

রুহিঃ মানে,,,,?

রুহানঃ না মানে,, যেভাবে বসেছো,,,বাইক স্টার্ট দিলেই তো টুস করে পড়ে টাস করে শব্দ হবে,,,তারপর হাত পা ভাংবে,,,,

রুহিঃ হুম,,আপনাকে বলছে,,,,[ ভেংচি দিয়ে ]

রুহান কিছু না বলে বাইক টা একটু উপরে উঠায়,,,সাথে সাথে রুহি রুহানকে শক্ত করে জড়িয়ে ধরে,,,আর বলে,,,

রুহিঃ আরে আরে কি করছেন টা কি,,মাথার স্ক্র কি ঠিলে নাকি,,,

রুহানঃ না,,, না,,তা কেন হবে,,,খুলে এতক্ষনে হয়তো পড়েও গেছে,,,

রুহিঃ অসভ্য,,,

রুহানঃ ভদ্র সেমরি,,,

রুহি একটা ভেংচি দিলো শুধু,,রাগে তার মাথা ভেটে যাচ্ছে,,,”কার মুখ দেখে যে আমি ঘুম থেকে উঠছি,,,অবশ্যক নিজেরই হয়তো,,😑😑”

গাড়ি চলছে তার আপন গতিতে,,,হঠাৎ রুহি খেয়াল করল রুহান তারা যে মার্কেটের দিকে যাবে,,,সে রাস্তা দিয়ে যাচ্ছে না,, অন্য রাস্তা দিয়ে যাচ্ছে,,, তা দেখে রুহি চিল্লিয়ে উঠে,,,

রুহিঃ এ-ই এ-ই আমাকে কোথায় নিয়ে যাচ্ছে,,,এটা তো মার্কেটের রাস্তা না,,,,

রুহানঃ আমাদের রোমাঞ্চের রাস্তা,,,[ বাঁকা হেসে ]
.
.
.
.
.
.
.
#চলবে🌸

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *