২য় প্রেম ( 2nd Love )

২য় প্রেম ( 2nd Love ) Part- 09

ইশান মিহিকে আটকাতে পারেনি সেদিন সবাইকে রেখে মিহি চলে যাই লন্ডন
লন্ডন এ মিহির ছোট মামা মামি আর মামাতো বোন নিজুর সাথে থাকবে

মিহি যে দিন চলে যাই সেদিন ইশান অনেক কান্না করে বাসা থেকে বেরিয়ে যাই রাত ১১টাই অয়ন খুজতে খুজতে নানুর কবর পাশে ইশান কে পাই
ইশান এর মুখে এক কথা সে মিহিকে খুশি করতে পারেনি পারেনি দাদিকে দেয়া কথা রাখতে সব কিছুর জন্য নিজেকে দায়ী করে ইশান
মিহি লন্ডন নিজের পড়াশোনা নিয়েই ব্যস্ত থাকত সারাদিন কিন্তু রাত হলেই মাহিম এর কথা মনে পড়ত মিহির এইভাবে কেটে যাই ২টা বসর অয়ন আমান এদের বিয়েতে মিহিকে অনেক আস্তে বললেও মিহি আসেনি দেশে
দেশে না আসলেও রেগুলার সবার সাথে কথা বলত
ইশান এর সাথে সব সময় এ কথা হত
হঠাত একদিন রাতে মিহি ইশানকে কল দেই
মিহি: হ্যালো
ইশান : মিহি কি হইছে তোমার কোন সমস্যা তুমি ঠিক আছো
মিহি: কোন কিছু হইনি, আমি ঠিক আছি
ইশান : ওহ আমি ভয় পেয়ে গেছিলাম এত রাতে তোমার কল দেখে
মিহি: হুম আমি ঠিক আছি তোমাদের কথা খুব মনে পরছে তাই তোমাকে কল দিলাম
ইশান : তোমাকে যে সব সময় মনে পরে
মিহি : হুম খুব ইচ্ছা করছে তোমার সাথে আগের মত ঘুরতে
ইশান : ইচ্ছা থাকলে সব হয়না মিহি আজ আমার জন্য তুমি এ বাড়ি ছেড়ে চলে গেল
মিহি: একদম ফাউ কথা বলবানা বলে দিলাম তোমার জন্য না আমি যে ভুল করেছি তার মাশুল আমাকে দিতে হবে এতে তোমার কোন দোষ নেই
ইশান : আছে মিহি সেদিন আমি যদি মাহিম এর ব্যাপার এ খোজ নিতাম তাহলে আজ এমন হত না
মিহি: দোষ টা আমার ভাইয়া তুমি নিজেকে দোষী ভেব না
ইশান : না মিহি সেদিন আম্মু আর আমান ভাইয়া না থাকলে কি হত ভাবলেই ভয় করে
মিহি : ভাগ্য যা ছিল তাই হত বাদ দাও ওসব কথা,নিশু আপুর বিয়ে কবে
ইশান : সামনের মাসের ৩তারিখ
তুমি আসবে মিহি??
মিহি: না এখন যাবনা আমি নিজেকে প্রতিষ্টিত করব তারপর
ইশান : হুম অপেক্ষায় থাকলাম

নিশু আপুর বিয়ের ভিডিও পাঠিয়ে ছিল আমার কাছে একটা ছেলে কে দেখে চোখ আটকে যাই মিহির
আয়ুসকে দেখে চমকে যাই মিহি ইশানের থেকে জানতে পারে মামার মামাতো ভাইয়ের ছেলে আয়ুস ভাইয়া

আয়ুস ভাইয়া আপুকে ভুল বোঝেনি সে নিজেকে গুছিয়ে নিয়েছে সে একতরফা ভালবেসে নিশু আপুর জিবনে বন্ধু হয়ে রয়ে গেল
যে যার মত আছে কিন্তু মিহি সারাদিন ব্যস্ত থাকলেও রাতে সে ঘুমাতে পারে না ইশান বোঝে মিহি ভাল নাই ইশান রেগুলার রাতে মিহিকে কল দিয়ে গল্প করে মিহিকে কৌতুক শোনিয়ে হাসানোর ট্রাই করে
এসব ভাবতে ভাবতে কখন যে সকাল হয়ে গেছে বুজতে পারেনি মিহি আযানের শব্দ কানে এলে অতিত থেকে সে বতমানে ফিরে আসে মিহি পিছনে তাকিয়ে দেখে ইশান তার বারান্দাই দারিয়ে মিহিকে দেখছে
মিহি : তুমি এখানে কখন এলে
ইশান : তুমি আসার আগে
মিহি: তারমানে সারা রাত ঘুমাওনি
ইশান : না তুমিও তো ঘুমাওনি
মিহি: হুম এখন যাও নামাজ পরে যে ঘুমাওও
ইশান : ওকে তুমিও যাও
মিহি: হুম

মিহি নামাজ পরে শুয়ে আছে
কখন যে ঘুমিয়ে পরেছে বুজতে পারেনি
নিচে
বড়মা: ইশু মিহি কি ঘুম থেকে ওঠে নি এখন
ইশু : না বড়মা
মেজো মা: যা গিয়ে ডাকে তোল বেলা হয়ে গেছে নাস্তা খেয়ে শপিং এ যাবি তো
ইশান : আম্মু মিহি সারারাত ঘুমাইনি নামাজ পরে ঘুমিয়েছে এখন ডেকোনা
মা: কেন সারারাত ঘুমাইনি ওর শরিল ঠিক আছে তো
ইশান : ও ঠিক আসে কাল সারারাত বারান্দাই দারাই ছিল
মেজো মা: মেয়েটা এই জিবনে কত কিছু সহ্য করবে মাঝে মাঝে মনে হয় ওকে নিজের কাছে লুকিয়ে রাখি আর কেউ যেনো আমার মেয়েটাকে কষ্ট না দিতে পারে
ইশান : হুম আম্মু ওর জিবন টা অনেক কষ্ট এর
মেজো মা: হুম তোর ও
ইশান : আম্মু আমি ভাল আছি
মেজো মা: আমি তোর মা বুজি আমি
ইশান মাকে জরিয়ে ধরে কেঁদে দেই

১২টাই মিহি ঘুম থেকে ওঠে
ঘড়ির দিকে তাকিয়ে অবাক হয়ে যাই এত বেলা হয়ে গেছে এখন উঠল সে আর কেউ ডাকল না কেও ব্রাশ করতে করতে নিচে গিয়ে দেখে সবাই রেডি হয়ে বসে আছে ওদের দেখে মনে পড়ল আজ শপিং এ যাওয়ার কথা মিহি তারাতারি নিজের রুম এ গিয়ে ফ্রেশ হয়ে রেডি হয়ে নিচে যাই।
বড়মা : কিরে খাওয়া লাগবেনা
মিহি: বাইরে খেয়ে নিব মা
বড়মা: না বস আমি খাওয়াই দিচ্ছি
মিহি:ওকে দাও
বড়মা খাওয়ায় দিচ্ছে মিহিকে আর ইশান দেখছে
মিহির খাওয়া শেষ এ ২ভাবি,ইশু ,নিশু আপু,নয়ন মিহি আর ইশান মিলে শপিং এ গেল,

শপিং মলে গিয়ে প্রথমে শাড়ির দোকানে ঢুকল যে যার মত শাড়ি দেখতে লাগল কিন্তু মিহির ভাললাগছেনা শাড়ি।
শেষ শাড়ি পরেছিল ৮বছর আগে আকদ এর দিন ওইদিন টা যদি না থাকত তবে মিহির এতটা কষ্ট পেত না।
ইশান মিহিকে দেখে সে চুপ করে বসে আছে ইশান মিহিকে ডাক দেয় মিহি ইশানএর সাথে বাইরে যাই
ইশান একটা শাড়ির দোকানে ঢুকল মিহি ও ইশান এর সাথে ঢুকল
ইশান একটা ব্লু শাড়ি বের করতে বলল দোকানি কে
দোকানি শাড়ি টা বের করে ইশানের হাতে দিল ইশান মিহি গায়ে ধরে বলল এটা তোমায় মানাবে
মিহি: আমি শাড়ি না পরলে হয় না
ইশান : না হবেনা তোমাকে খুব ভাল লাগবে এটাই নাও
দোকানি : ভাবি এই শাড়ি টাই আপনাকে অনেক সুন্দর লাগবে
দোকানির কথা শুনে মিহি ইশানের দিকে তাকাই ইশান মিহির দিকে
ইশান : ও ভাবি না ভাই
দোকানী: আজ না হোক কাল তো হবেন
ইশান কিছু বলতে যাবে তখন মিহি বাদ দিতে বলল
মিহি: আচ্ছা প্যাক করে দিন
দোকানি : আচ্ছা এর সাথে ব্লাউজ দিব
মিহি: হুম দিন
প্যাকেট নিয়ে বিল দিতে যাবে মিহি
ইশান : আমি দিচ্ছি
মিহি: কেন
ইশান : আমার কি দেয়ার অধিকার নেই
মিহি: আছে কিন্ত
ইশান: কোন কিন্ত না
মিহি: মুচকি হেসে বলল ঠিক আছে
শাড়ি নিয়ে গহনার দোকানে ঢুকল ইশান একটা জুয়েলারি সেট পচ্ছন্দ করল মিহির ও পচ্ছন্দ হইছে জুয়েলারি কিনে টুকিটাকি কেনা কাটা করল মিহি
ইশানের জন্য পাঞ্জাবি কিনতে ঢুকল মিহি ব্লু আর গোল্ডেন কালারের পাঞ্জাবি পচ্ছন্দ করে দিল ইশান কে
ইশান খুশি হল পাঞ্জাবি পচ্ছন্দ করে দেয়ায়
পাঞ্জাবির বিল ইশান দিতে গেলে মিহি দিতে দেইনা,মিহি নিজে বিল পে করে আর ব্লু কালারে পাঞ্জাবি দেখতে থাকে
ইশান জ্ঞিজ্ঞাসা করে কার জন্য
মিহি: মামাদের আর ভাইয়েদের জন্য
ইশান: ওহ
মিহি সবার জন্য শপিং করে নিশু আপুকে কল দেই নিশু আপু বলে এখনো শাড়ির দোকানে
মিহি হোহো করে হেসে বলে আমাদের শপিং শেষ
নিশু আপু : এত তারাতারি কি কি কিনলি
মিহি: আমার শাড়ি জুয়েলারি, সবার জন্য পাঞ্জাবি আর মানহা এর জন্য গাউন
নিশু আপু: এত কিছু কেনা হয়ে গেছে তোর
মিহি : হুম তোমরা বড় মা আর মেজো মার জন্য শাড়ি কিনছ
নিশু আপু: না,এখন কিনব
মিহি : তোমাদের কিনতে হবেনা আমি কিনে নিয়ে যাচ্ছি
নিশু: ওকে
মিহি: আমাদের কেনা হয়ে গেলে বাসায় চলে যাব তোমরা পরে এসো
নিশু: ওকে বাবু
মিহি আবার শাড়ির দোকানে গিয়ে ২টা শাড়ি কিনে বেরিয়ে আসে ইশান কে বলে চল
ইশান : কই যাবা
মিহি: আগে যেখানে ঘুরতে যেতাম অনেক দিন যাইনি আজ চল
ইশান : তুমি লন্ডন যাওয়ার পর আমিও আর যাইনি চল যাই

শপিং মল থেকে বেরিয়ে গাড়ি নিয়ে পুকুর পাড়ে গেল
২জন গাড়ি থেকে নেমে হাটছে আর কথা বলছে ২জন আইসক্রিম খেয়ে বাসায় গেল

শপিং গুলো নিয়ে অলিভিন রুমে বসে আছে মিহি ইশান, বড়মামা,মেজো মামা আমান,অয়ন,বড় মা আর মেজো মা মিহি সবাইকে সবার শপিং দিয়ে দিল
মেজো মা: খুব সুন্দর হয়ছে শাড়ি টা
বড়মা: আমারও খুব পচ্ছন্দ হইছে
মিহি: দেখতে হবেনা কে পচ্ছন্দ করেছে
বড় মামা: হুম আমার মেয়েটার পচ্ছন্দ খুব ভাল
আমান: তোর শাড়ি টা কিন্ত অনেক সুন্দর হইছে
মিহি: হুম ভাইয়া,ইশান লাইক করে দেছে
আমান : হুম খুব সুন্দর হইছে
মিহি সবার সাথে কথা বলে নিজের রুম এ গেল

কিছুক্ষন পর মেজোমা মিহির রুমে ঢুকে মিহিকে বলে
মিহি তোর কাছে একটা জিনিস চাইব দিবি
মিহি : মেজো তোমরা চাইলে নিজের জিবন দিতে পারি বল কি চাই
মেজো মা : আগে এই ডাইরি টা রাখ সময় করে পরিস ইশান কে বলিস না তারপর চাইব তোর কাছে
মিহি ডাইরি টা হাতে নিয়ে খুলে স্তব্ধ হয়ে গেল
চলবে???
কেমন হল যানাবেন
সবাই বাসাই থাকুন সুস্থ থাকুন অন্য কে সুস্থ রাখুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *