9. জানা অজানা -রহস্য

মৃত্যুর পরও জগদ্বিখ্যাত পদার্থবিজ্ঞানী অ্যালবার্ট আইনস্টাইন এর মস্তিষ্ক ২৪০ টুকরো করে !!

মৃত্যুর পর

১৯৫৫ সালে মৃত্যু হয় জগদ্বিখ্যাত পদার্থবিজ্ঞানী অ্যালবার্ট আইনস্টাইন এর। তাঁর ময়নাতদন্ত সম্পন্ন হয় প্যাথোলজিস্ট থমাস হার্ভে এর ল্যাবে। জীবিত থাকাকালে আইনস্টাইন কখনোই চাননি তাঁর দেহ কিংবা মস্তিষ্ক মৃত্যুর পর গবেষণার বিষয়ে পরিণত হোক। কিন্তু আইনস্টাইন কিংবা তাঁর পরিবারের কোনো সদস্যের পূর্বানুমতি ব্যতিরেকেই হার্ভে আইনস্টাইনের মস্তিষ্কটি অপসারণ করেন।

১২৩০ গ্রামের সেই মস্তিষ্কটি নিয়ে তিনি চলে যান ইউনিভার্সিটি অফ পেনসিলভানিয়ার একটি ল্যাবে। এরপর বিখ্যাত এই ব্যক্তিত্বের মস্তিষ্কটি বেশ কয়েকটি টুকরো করে কয়েকটি নিজের কাছে রেখে বাকিগুলো তিনি পাঠিয়ে দিন নেতৃস্থানীয় প্যাথোলজিস্টদের কাছে। সর্বমোট ২৪০টি টুকরো করা হয়েছিল আইনস্টাইনের মস্তিষ্কটি, যার প্রতিটি টুকরোর আয়তন ছিল ১ ঘন সেন্টিমিটারের কাছাকাছি।
বর্তমানে ফিলাডেলফিয়ার মাটার মিউজিয়ামে আইনস্টাইনের মস্তিষ্কের ৪৬টি ছোট টুকরো সংরক্ষিত আছে। ছবিতে এসবেরই একাংশ দেখা যাচ্ছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *