মিঃ নিরামিষ

মিঃ নিরামিষ !! Part- 36

সারাটা দিন খুব ভালো কাটলো নিবিড় আর তুলির,,বিকালে বাসায় ফিরলো দুজনে,,
নিবিড় fresh হতে চলে গেলো
নিরব-ভাবী
তুলি -হুম বলো
নিরব-এই চকলেট টা খাবা?
তুলি-ওয়াও,সূর্য কোন দিক থেকে উঠসে,তুমি আমাকে চকলেট দিচ্ছো😱
নিরব-খেয়ে দেখো না
তুলি চকলেট টা নিয়ে খেয়ে নিলো
তুলি-ভিতরে তিতা লাগলো,কি খাইয়েছো??
নিরব-আরে এটা নতুন চকলেট,বাজারে নতুন এসেছে,আমি আমার আর তোমার জন্য কিনেছি
তুলি-ওহহ,ঠিক আছে
তুলি রুমে এসে বসলো,
নিবিড়-যাও fresh হয়ে নাও,,
তুলি-হুমম
নিবিড় বই পড়তেসে,,
১০মিনিট এর বেশি হয়ে গেলো তুলি এখনও আসতেসে না,,
নিবিড়-তুলি?তুমি ঠিক আছো?
তুলি দরজা খুললো,চোখ মুখ ফুলে আছে,,
নিবিড়-কি হইসে তোমার
তুলি-শরীরটা ভালো লাগতেসে না,বমি করসি
নিবিড় তুলির কপালে হাত দিয়ে দেখলো,জ্বর নেই,
তুলি ঠিকমত হাঁটতে পারতেসে না,
কোনো রকম এসে খাটে শুতেই ঘুম এসে গেলো তুলির
নিবিড় ভাবলো হয়ত সারাদিনের tiredness,,
রাত ১১টার দিকে নিবিড় আর না পেরে তুলিকে জাগাতে লাগলো, কারন এতক্ষন কিভাবে ঘুমাতে পারে কেউ,,
নিবিড়-তুলি উঠো,,কিছু খাবা,সেই দুপুরে যে খাইসো আর তো কিছু খাও নাই,উঠো
নিবিড় তুলিকে জোর করে উঠালো,তুলির চোখে রাজ্যের ঘুম
নিবিড় তুলির হাত টানলো,,,,
নিবিড়-কি হইসে তোমার বলোতো,
তুলি টেবিলে এসেও ঘুমাচ্ছে,
হঠাৎ নিবিড় জোর করে এক লোকমা ভাত খাইয়ে দেওয়াতে তুলি দৌড়ে গিয়ে বমি করে দিলো,
বমির সাথে রক্ত গেলো,তুলি তা দেখতে পেলো না,কারন তার চোখে শুধু ঘুম
তুলি বাথরুম থেকে বের হয়েই নিবিড়ের গায়ে ঢলে পড়লো
নিবিড়-তুলি তোমার কি হয়েছে
নিবিড় তুলিকে কোলে তুলে বিছানায় নিয়ে গেলো
Doctor কে কল দিলো,,
উনি এসে বললো ফুড poisoning হতে পারে বা অন্য কিছু,,pregnancy test ও করাতে বললো
নিবিড়-না সেটা তো হবে না,তাহলে হয়ত ফুড poisoning,
তাও pregnancy কিট এনে নিবিড় পরেরদিন তুলির হাতে দিলো
তুলি-পাগল হইসেন,এটা আনছেন কেন
নিবিড়-সাবধানতার কূল নেই,,পরীক্ষা করতে কি সমস্যা
তুলি পরীক্ষাটা করলো,নেগেটিভ,,
তুলি-দেখেছেন,আমি বলে ছিলাম না
নিরব দুপুর বেলা দেখলো নিবিড় ঘুমিয়ে পড়েছে,আর তুলি টিভি দেখতেছে
নিরব এসে তুলিকে আরেকটা চকলেট দিলো
তুলি-খাব না,ভিতরে তিতা,,কাল খাওয়ার সময় তেমন ভালো লাগেনি আমার
নিরব-এটা মজা হবে দেখো
তুলি চকোলেট টা নিয়ে টিভি দেখতে দেখতে খেয়ে নিলো,স্বাদ কেমন তা টের পেলো না কারন মন ছিল টিভিতে
বিকাল থেকে তুলির অবস্থা আবার খারাপ হয়ে গেলো এবার আরও বেশি খারাপ হলো,,তুলি বিছানা থেকেই নামতে পারতেসে না
নিবিড় ঘুম থেকে উঠে দেখলো তুলি চাদর টেনে শুয়ে আছে,
নিবিড় তুলির কপালে চুমু দিয়ে ওর গলায় নাকটা ডুবালো,,
কেমন ঠাণ্ডা হয়ে আছে তুলির শরীর,,আগে সুড়সুড়ি লাগলে তুলি কাঁচুমাচু করতো আর আজ নড়তেসেও না
নিবিড়-তুলি??এই তুলি
তুলির জ্ঞান নেই,অচেতন হয়ে পড়ে আছে,নিবিড় তাড়াহুড়ো করে মাকে ডাকলো আর doctor কে ডেকে আনলো,
নিরব দূরে থেকে তাকিয়ে আছে আর খাতায় কি যেন লিখতেসে
Doctor বললো হসপিটালে গিয়ে পরীক্ষা করতে,,কারন এটা বিষক্রিয়াও হতে পারে
নিরব দূরে দাঁড়িয়ে সব শুনতেসে,
ওর চকলেটের কারণেই যে এতসব হচ্ছে তা আর বলার দরকার নেই,,
আর এই চকলেটে যে ক্যামিক্যাল দেওয়া আছে সেটা মানুষের স্মৃতি শক্তি হ্রাস করে দেয়,
তাই তুলি মনে করেও বলতে পারবে না যে সে কি খেয়েছিল,,
নিবিড় তুলিকে নিয়ে হসপিটালে আসলো,ওখানে test করিয়ে এমন একটা কথা জানতে পারলো যেটা শুনার জন্য নিবিড় প্রস্তুত ছিল না,
doctor রিপোর্ট পড়ে বললেন তুলি এমন খাবার খেয়েছে যেটা পৃথিবীতে নতুন আবিষ্কৃত মাদক যা এখনও বিক্রির জন্য প্রকাশিত হয়নি,কিন্তু শীঘ্রই হয়ে যাবে(কাল্পনিক) ,,এটার এখন experiment চলতেসে সেসসব মানুষের উপর যাদের পরিবারে এই টিমের সদস্য আছে,যারা এ কাজে যুক্ত তাদের ধরার জন্য সবাই চেষ্টা চালাচ্ছে,,(কাল্পনিক)
নিবিড়-তুলিকে এটা কে খাইয়েছে??আর বাসার খাবারে তো এটা হওয়ার কথা না,,তাহলে?সেদিন যে আমরা বাইরে খেলাম সেই খাবারে গণ্ডগোল হয়েছিল??
আমরা তো বড় নামকরা হোটেলে খেয়েছিলাম
নিবিড় তুলিকে নিয়ে বাসায় ফিরলো,,তুলিকে মানা করলো আজেবাজে কিছু যেন না খায়,
তুলি দূর্বল হয়ে পড়েছে,,
শুয়ে আছে,মা বাবা ভাইয়া সবাই ফোন দিয়ে খোঁজখবর নিলো,,
নিবিড় এসে তুলির হাত জোড়া ধরে বসলো,ওর মাথা মুছে দিলো তারপর জড়িয়ে বুকে ধরে রাখলো,,
তুলি নিবিড়ের বুকে চুপটি করে শুয়ে আছে,,শরীরটা মনে হয় আর চলতেসে না,,এখনই ভেঙ্গে পড়বে,হঠাৎ কেন যে এমন হলো,,
তুলির চোখে মুখে অবসাদ ফুটে উঠেছে,নিবিড় ওর ঠোঁট দিয়ে তুলির সব অবসাদ দূর করে দিলো,,💋🙈
♣♣
নিরব-হ্যাঁ দোস্ত,, কাজ হচ্ছে,এই ক্যামিকেলে ভিকটিম প্রথমে বমি করে,,পরের ডোজে জ্ঞান হারায়,,আর যেটার জন্য খায়,মেইন পার্ট ঘুম,ঘুম তো সারাদিন ধরে,,তার মানে সাকসেসফুল,এবার তাহলে অফিসার আমাকেই first prize দিবে😎,আচ্ছা ওকে,
নিবিড়-নিরব
নিরব ভয়ে পিছনে তাকালো
নিবিড়-আজেবাজে কিছু খাইস না,দেখছিস তো তুলির কি অবস্থা হয়েছে,,
নিরব-ঠিক আছে ভাইয়া,,
নিবিড় রুমে এসে দেখলো তুলি সারা রুমে কি যেন খুঁজতেসে
নিবিড়-কি খুঁজতেসো?
তুলি-আমার না কি যেন খেতে মন চাচ্ছে যেটা আমি কালও খেয়েছিলাম,
নিবিড়-কি খেয়েছিলে?
তুলি-মনে করতে পারতেসি না একদম😰😰😰
নিবিড়-সুপ খাবা?
তুলি-আচ্ছা
নিবিড় সুপ বানিয়ে আনলো,,তুলি মুখে দিয়ে মুখ বাঁকালো,না এটা না ওটা একটু মিষ্টি টাইপের ছিল,,
নিবিড়-মিষ্টি?
তুলি-কি জানি,কিছু মাথায় আসতেসে না আমার😞😞😖
নিবিড়-আচ্ছা থাক,,শুয়ে থাকো,মা মিষ্টি বানাতে পারে আমি মাকে বলতেসি মিষ্টি বানাতে
নিবিড় রুম থেকে যেতেই নিরব চুপিচুপি আসলো
তুলি-আরে নিরব আসো,আজকে নিশ্চয় ঐ খাবারটা এনেছো?
নিরব-কোন খাবার?
তুলি-ও হ্যাঁ তাই তো,কিসের খাবার,ভুলে গেসি
নিরব -নাও চকলেট এটা খাবা
তুলি-হুম খাব,,
তুলি সেটা খেয়ে নিলো,
নিরব প্যাকেট টা নিয়ে চলে গেলো,
নিবিড় মায়ের কাছে বসে আছে,মা মিষ্টি বানাচ্ছে
মিষ্টি বানানোর পর মিষ্টি নিয়ে নিবিড় রুমে আসলো,তুলি বাথরুম থেকে বের হলো,,ঠিকমত হাঁটতে পারতেসে না,,
নিবিড় বাটিটা রেখে তুলিকে বসালো,
নিবিড়-বমি করেছো?
তুলি-হুম,,
চলবে♥

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *