1. নতুন গল্পঃ4. রোমান্টিক উপন্যাস গুলোঃমিঃ নিরামিষলেখাঃ আফনান লারা

মিঃ নিরামিষ !! লেখাঃ আফনান লারা

মিঃ নিরামিষ

হুমমমম,বুঝলাম,সকাল থেকে আম্মু আর ভাবী মিলে ঘর ঘুছাচ্ছে,নিশ্চয় আজকে আবার আমাকে কেউ না কেউ দেখতে আসবে,,
উফ এরা আমাকে একটু শান্তিতে থাকতে দিবে না,
যাই হোক আজকেও এই পাত্রপক্ষ ভাগিয়ে দিব এটা ব্যাপার না,,৪৯টা বিয়ের প্রস্তাব ঠেকাইসি,এটা ঠেকিয়ে হাফ সেঞ্চুরি করবো,,😎

(বিঃ দ্রঃ “ মিঃ নিরামিষ !! লেখাঃ আফনান লারা ” গল্পের সবগুলো পর্ব একসাথে পেতে এখানে ক্লিক করুন)

আমার কথা হচ্ছে আমার বিয়ে আমার ব্যাপার,আমার ইচ্ছে হলে করবো,তা না ভাইয়া আর আব্বু মিলে পিছে লাগছে আমাকে বিয়ে দেওয়ার জন্য,,
আম্মু আসতেছে,এখন এসে বলবে এই শাড়ীটা পড়ে নে,সেজে নে
আম্মু এসে তাই বললো,
ও হ্যাঁ আমার নামটাই তো আপনাদের বলা হয়নি,আমার নাম হচ্ছে তুলি, তুলি রহমান,,এবার এইচএসসি পরীক্ষা দিব,,বাবার মতে আগে বিয়া ঠিক হয়ে থাকুক,xmer পরেই বিয়া করাই দিবে
আমি এখনও কত ছোট,কে বুঝাবে বাবাকে,😒
আজকে যে দেখতে আসবে তারে বিদায় করতে আমার ২মিনিট ও লাগবে না,শুনছি ভার্সিটির লেকচারার ,,স্যার রা কি কি পছন্দ করে না তা আমার জানা আছে,আজকে সেটাই করবো
সন্ধ্যায় সবাই আসলো,,আম্মু চায়ের ট্রে আমার হাতে ধরিয়ে দিয়ে বললো ওদের দিয়ে আসতে,আজকে পেটিকোট পরি নাই,জিন্স পরা আছে শাড়ীর ভিতর,হাঁটতে কেমন লাগতেছে যাই হোক,,ঐ স্যারকে বিদায় করার জন্য এটাই যথেষ্ট,, একটা বিষয় ভেবেই মজা লাগে,এই যে ৪৯টা বিয়ের প্রস্তাব পানিতে মিশাইলাম বাবা জানতেও পারলেন না,আসলে আমার মত brilliant আর নাই
আম্মু একটা খোঁচা দিলো,ওহ হো আমি তো ভুলেই গেছি যে আমি ট্রে হাতে দাঁড়িয়ে আছে
গিয়ে সবাইরে চা দিলাম,ছেলেটাকেও দিলাম,ছেলে না,বুইড়া,,লেকচারার তো আর জোয়ান হবে না,তাও মুখটা দেখলে বুঝতাম আর কি জোয়ান নাকি অন্য কিছু,,কিন্তু একি,ছেলে ফ্লোরের দিকে তাকিয়ে আছে কেন?এত লজ্জা তো অন্য কিছুর লক্ষন,
আমাকে আম্মু ওদের পাশে বসিয়ে দিলো,,
উনারা আমাকে পছন্দ করেছেন,কথা হলো আমি অপেক্ষা করতেছি কখন বাবা বলবে যাও তুলি ভিতরে গিয়ে ওর সাথে কথা বলো তোমাদের কিছু জানার থাকলে,কারন তখনই তো বিয়া ভাঙবো,
বাবা-তুলি যাও স্যারকে নিয়ে তোমার রুমটা দেখিয়ে আসো আর তোমাদের কথা থাকলে বলে নাও
ব্যাস সুযোগ পাইলাম,,
রুমে ঢুকলো পোলা,এখনও মাথা তুলতেছে না,
হুহ,!!
এক টান দিয়ে শাড়ী খুলে ফেললাম,হাহা এবার পালাবে😁
ওমা তাকাচ্ছে না কেন আমার দিকে?আজব তো,ট্যারা নাকি
তুলি-এই যে কি সমস্যা আপনার?দেখেন না আমি শাড়ী খুলে ফেলেছি,ভিতরে জিন্স দেখা যাচ্ছে দেখেন না?
ছেলেটি এখনও তাকাচ্ছে না,বয়রা নাকি?হ্যালো??হাই?তেরি কফি তেরি চায় কামাল হ্যা তারাাতারাতারা,💃,ওহ আমি গান শুরু করে দিলাম কেন,এরে তো বিদায় করতে হবে,আগের গুলো তো এইটুকুতেই বিদায় হত,তাহলে এটা এখনও চুপ কেন
তুলি-কি??বুঝছি,শুনুন ওখানে গিয়া বলেন আমার মেয়ে পছন্দ হয়নি,ওকে?ভালো ছেলে
তুলি দেখলো ছেলেটা চলে গেলো
তুলি-কোথাথেকে এসব নিরামিষ চলে আসে আল্লাহ জানে,এর লগে যদি আমার বিয়ে হইতো তো জীবন আমার ত্যানাত্যানা হয়ে যেত,উফ বাঁচলাম
ওরা চলে গেসে যাক,আমি হাফ সেঞ্চুরি করলাম এবার একটু ঘুমাই,, ভাবী আসলো এই সময়ে,
ভাবী-নে মিষ্টি খা
তুলি-কি আজ এত খুশি তুমি?ভাইয়া গিফট দিলো নাকি?
ভাবী-আরে না,তোর বিয়ে ঠিক তাই
তুলি ৪৪০ভোল্টের ঝটকা খেলো,মানে?কি বলতেসো,ঐ ছেলে বলেনি যে আমাকে তার পছন্দ হয়নি
ভাবী-ধুর এটা কেন বলবে,ও বলছে তোকে ওর পছন্দ হয়সে
তুলি-হায় আল্লাহ,আমার এখন কি হবে,বাবা কি বলছে?
ভাবী-আলহামদুলিল্লাহ☺😁
তুলি মাথায় হাত দিয়ে নিচে বসে গেলো,ওহ আল্লাহ এমন জানলে ৪৯নম্বর টারে হ্যাঁ বলে দিতাম,কারন ও তাও একটু চটপটি মিক্স ছিল,কিন্তু এটা যে পুরা নিরামিষ,আমি এটারে নিয়ে সংসার করবো?না এটা হতে পারে না😭😭😭😭😭😭😭😭
ভাবী আমার মুখে মিষ্টি ঢুকিয়ে চলে গেছে
তুলি ভ্যাভ্যা করে কাঁদতেছে
শালার পুতরে আমি পাইলে কুচিকুচি করবো,ভোলাভালা চেহারা দেখিয়ে বাঁশি বাজাইয়া গেছে
বারান্দায় বসে বসে কফি খাচ্ছি😒কি করবো??আমার রাগ হলে কফি খাই,ঐ শালার খবর আছে,,মেরে ভূত বানাই দিব,আমাকে তো চেনে না,৪৯টা কি এমনি এমনি ভাগাইসি??
আব্বু-তুলি,তুলি
তুলি-হ্যাঁ বাবা বলো
বাবা-কাল আমরা সবাই নিবিড়দের বাসায় যাব রেডি হয়ে থাকবা সকালে
তুলি-নিবিড় কে?
বাবা আমার দিকে চোখ বড়বড় করে তাকিয়ে একটা ছবি টেবিলের উপর রেখে চলে গেলেন,ছবিটা হাতে নিয়ে দেখলাম সন্ধ্যার সেই নিরামিষ ছেলেটা,,ফর্সা আছে,চাপা দাঁড়ি দেখতে ভালই,, লম্বা মাশাল্লাহ,খালি আচরনটা নিরামিষ আর কি,,হুমম দেখি এটারে ঠিক করতে পারলে সংসার আমার ভালই যাবে
নাহ না না এক মিনিট,দরকার নাই,আমার জামাইরে আমি কেন ঠিক করবো,সে আগে থেকে ঠিক থাকবে না কেন??
আমি এটারে বিয়া করমু না,আমার জামাই হবে সব দিক দিয়ে perfect,, হুম এটারে কাল বিদায় করবো যে করেই হোক
পরেরদিন সকালে জোর করে ভাবী আবার আমাকে সাজিয়ে দিলো,,সেলোয়ার কামিজ পরেছি,,চুলটা ছেড়ে দিসি,অসয্য,ঐ খ্যাতের জন্য আমাকেও খ্যাত হতে হবে?জিন্স পরলে মনটা ভালো থাকে আমার এরা বুঝে না কেন,
চুপচাপ গেলাম ওদের বাসায়,বাসা নাইস,সবই নাইস খালি ছেলেটা অনাইস,,😂😂থুক্কু নিরামিষ
বলদটাকে দেখতেছি না কেন,
ভাবী-কারে খুঁজো??
তুলি-😒কই,বাসা দেখতেছি আমি,
ছেলের মা-নিবিড় ভার্সিটিতে গেসে,,বিকালের আগেই আসবে,আপনারা আসুন বাসা দেখুন,তুলি মা তুমিও দেখো
তুলি মুখ গোমড়া করে হাঁটতেছে,,একটা রুমে গিয়ে আটকে গেলে,,একদম সাজানো,মানে মনে হচ্ছে এর চাইতে পরিপাটি আর কিছু হয় না
তুলি ভিতরে ঢুকে পড়লো,,,বিছানায় গিয়ে বসলো,ধপাস করে শুয়ে পড়লো
তুলির মতন আগোছালো মেয়ে আর ২টা নাই,,পুরো খাটের ১২টা বাজাই দিসে সে
.

বিঃ দ্রঃ লেখাঃ আফনান লারা লেখকের লেখা অন্য গল্প গুলো পড়তে এখানে ক্লিক করুন…………

.
.
চলবে……….. মিঃ নিরামিষ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *