News

ভারতকে চাপে রাখতে করুণা ক্লাস চীনের, পাকিস্তান, আফগানিস্তান ও নেপালের

করনা মোকাবেলায় রোড ম্যাপ কী ? ক্লাস নিল আফগানিস্তান পাকিস্তান ও নেপালের। চীনারা বলেছে আমাদের থেকে আপনারা শিখুন। আমাদের অনেক অভিজ্ঞতা আছে। সোমবার কনফারেন্সে মুখ্য ছিলেন চীনের বিদেশমন্ত্রী ওয়াইন।

সোমবারের কনফারেন্সের মুখ্য ছিলেন চিনের বিদেশমন্ত্রী ওয়্যাং ই। করোনা মোকাবিলা ও অর্থনীতি চাঙ্গা করতে নেপাল, আফগানিস্তান ও পাকিস্তানের সামনে করোনা মোকাবিলার চারটি ধাপের কথা তুলে ধরেন তিনি ।

১. করোনা নিয়ে অযথা রাজনীতি বন্ধ করতে হবে।
২. করোনার বিরুদ্ধে লড়াইয়ের এক ঐক্যমত তৈরি করতে হবে।
৩. করোনাভাইরাস নিয়ে ভয় দূর করতে হবে।
৪. বিশ্ব স্বাস্থ্য সংস্থার (WHO) উপর সম্পূর্ণ সমর্থন বজায় রাখতে হবে, কারণ বিশ্বের স্বাস্থ্য রক্ষায় এই সংস্থার গুরুত্ব অপরিহার্য।

চীনের একশন পয়েন্টে উপস্থিত ছিলেন আফগানিস্তান ও নেপালের বিদেশ মন্ত্রী। যদিও পাকিস্তানের বিদেশ মন্ত্রী শাহ মোহাম্মদ এদিন মাস্টার ক্লাসে উপস্থিত ছিলেন না তার বদলে যোগাযোগ অর্থমন্ত্রী মাকতুম উপস্থিত ছিলেন।