বস বয়ফ্রেন্ড Season-4

বস বয়ফ্রেন্ড Season-4 ! পর্ব-১৫

আদর- বলে ত আসলাম যেতে পারব কিন্তু এত
রাতে ভয় ও লাগছে। যাক একটা ট্যাক্সি
পেয়ে গেলাম। কিছু দুর যেতেই ট্যাক্সি
থেমে গেল। কি হয়েছে? ??

ড্রাইভার – ম্যাম গাড়ি তে প্রব্লেম হয়েছে।
আপনাকে নেমে যেতে হবে।

আদর- কিইইই!!!???
।উফফফ।।।।। এটাও এখন হওয়ার ছিল। এখন
হেটেই যাওয়া লাগবে।

হাটতে লাগলাম। কিন্তু খুব ভয় লাগছিল।
এই রাস্তা টায় খুব কম মানুষ চলাচল করে।
গাড়ি ও খুব কম।
ভয়ে ভয়ে হাটতে লাগলাম।
কিছু দুর যেতেই দেখি ২-৩ জন ছেলে
দাড়িয়ে আছে।
আমি ওদের দেখে ভয় পেলেও না থেমে পাশ
দিয়ে যেতে লাগলাম।
মনে হচ্ছিল ওরা আমার পিছু নিয়েছে।
আমি শিউর হওয়ার জন্য থামলাম ওরাও থামল।
আমি আবার হাটা শুরু করলাম।
ওরাও হাটা শুরু করল।
আমি জোরে জোরে হাটতে লাগলাম।

মাঝে মাঝে
পিছন
ফিরে তাকাচ্ছি পরে সামনে তাকাতেই
চোখে আলো এসে পরল আর হঠাত একটা
গাড়ি জোরে ব্রেক করল।
আমি ভয়ে চিতকার দিলাম।
আ আ আ আ আ আ আ ……….
রাদ- হেলমেট খুলে দাড়া হলাম।
আদর তুমি? ??

আদর- স্যার আপনি? ? আল্লাহ বাঁচাইছে।
আমি তার পিছন এ যেয়ে দাড়া হলাম।
স্যার ওই ছেলে গুলা আমার পিছু নিয়েছে।
আপনি ওই দিনের মত এদের ও ধোলাই দিন।

রাদ- ওদের হাতে চাকু, পিস্তল দেখতে
পাচ্ছি।
আমার কাছে কিছুই নেই।
আর ড্যানিও নেই।
এদের সাথে কিছু করতে গেলে হিতের
বিপরীত হতে পারে।
আর তোমার কি আমাকে টম ক্রুজ মনে হয় যে
মারামারি করে তোমাকে বাঁচাব।

আদর- তাহলে এখন কি করবেন।
ওরা ত এগিয়ে আসছে।

রাদ- বাইকে উঠো।
এখন এখান থেকে চলে যাওয়াই ভালো।

আদর- ওকে ওকে।
কি হল স্টার্ট দিন।

রাদ- দিচ্ছি ত কিন্তু হচ্ছে না।

আদর- মানে কি? ?? আপনার বাইক ও আপনার
মত নিকাইম্মা।
দুর।

রাদ- নিকা!!?? what.
কি বললা বুঝিনি।

আদর- বুঝা লাগবেনা।
ওরা ত আসছে এখন কি করবেন।

রাদ- কিছু করার নেই।
দৌড়াও।
আমি ১,২,৩ বললেই দোড় দিবা।

ওকে ৩ আদর দৌড়াও।
আদর- ( দৌড়াচ্ছি) আরে এটা কি হল আপনি
১,২ বাদ দিয়ে শুধু ৩ বললেন কেন? ?আপনি
গুনতেও পারেন না??

রাদ- তোমার খুব ইচ্ছে হলে । ওইখানে যেয়ে
১,২ বলে আবার দৌড়াও।

আদর- এহহ আমার কি মাথা খারাপ নাকি।

রাদ- এইখানে আসো। এই অন্ধকারে থাকলে
ওরা বুঝবে না।

আদর- অন্ধকারে ওরা আমাদের না দেখে
সামনে চলে গেল।
স্যার আমাকে জরিয়ে দাড়িয়ে আছেন।
আমি তাকিয়ে আছি তার দিকে।

রাদ- আদর ওরা চলে গে…….( আদরের দিকে
তাকালাম।
ও আমার দিকে তাকিয়ে আছে)
ওকে ছেড়ে দাড়ালাম।
ওরা চলে গেছে।

আদর- ওহ।

রাদ- কি হল ওই দিকে তাকিয়ে আছ কেন? ?

আদর- আমি স্যারের এক হাত শক্ত করে
ধরলাম।
।স্যা…. স্যার…… স্যার….

রাদ- আরে ছাড়ো কি কি হয়েছে।

আদর- কু… কু ….. কু

রাদ- কি কু কু করছ??

আদর- হাত দিয়ে তার মুখ ঘুরিয়ে দেখালাম
স্যার কুকুর।

রাদ-( কুকুর যে আমিও ভয় পাই এটা আদর যদি
বুঝে তাহলে আমার মজা উড়িয়ে ছাড়বে।
ওকে বুঝতে দেওয়া যাবেনা।)

আরে কু… কু… কুকুর দেখে ভ…ভ…ভয় পাওয়ার
কি আছে? ??
আমিত আছি।

আদর- তাহলে আনার হাত শক্ত করে ধরে
আছেন কেন? ? কুকুর তাড়ান।

রাদ-( ভয়ে আমার অবস্থা শেষ আর ও বলে
কুকুর তাড়াতে?? ড্যানি থাকলে কি ভাল হত।
আচ্ছা ওকে ত মেসেজ করেছিলাম। এখন ও
এলনা কেন? ?)

আদর- কি ভাবছেন ??দেখুন কি ভাবে
তাকিয়ে আছে।

রাদ-
আস্তে আস্তে চল পাশ কেটে চলে যাই।
দোড় দেওয়ার দরকার নেই তাহলে পিছু নিতে
পারে।

আদর- আমি আর স্যার আস্তে আস্তে পাশ
কাটিয়ে কিছু দুর যেয়েই ভো দোড় দিলাম।
আরে আরে দাঁড়ান।

রাদ- আবার কি।

আদর- জুতা খুললাম।
চলুন চলুন।জুতা হাতে নিয়ে
আবার দোড়।

রাদ- পাগল নাকি জুতা খুললা কেন?
আদর- জুতা পরে আর দোড়াতে পারছিনা।
পায়ে ব্যথা লাগছে।
রাদ- অনেক টা দুরে এসে থামলাম।

আদর- ওমা। আমি আর পারছিনা।
১ মাস এর ব্যয়াম ১ দিনেই হয়ে গেল।
আল্লাহ।


রাদ- শুধু মাত্র তোমার জন্য।

আদর- আমার জন্য মানে।

আপনি নস্ট বাইক নিয়ে না চললে এমন হত না।

রাদ- কি কি আমার বাইক খারাপ? ?

আদর- তা নয় ত কি? ?

রাদ- তা খারাপ হবে না কেন।
তুমি যেখান এ যাবা সেখানের সব নস্ট ত
হবেই।

আদর- কি কি কি বললেন।

রাদ- ঠিকি ত বলেছি।
trouble maker.
.
আদর- আচ্ছা আচ্ছা যাচ্ছি আমি।

রাদ- হ্যা যাও যাও।
আমিও বাচি।
আবার কিছু হলে আমার কাছে এসো না।

আদর- ঠিক আছে আসব না।,

রাদ- কিছু দুর যেতেই আদর দোড় দিয়ে এসে
জরিয়ে ধরল।
কি হল? ??

আদর- কুকুর! !!

রাদ- আবার! !??

সামনে হঠাত গাড়ি এসে থামল।

ড্যানি- স্যার আপনারা ঠিক আছেন ত।

রাদ- Allah !! যাক তুমি” এসে পরেছ।
আদর গাড়ি তে উঠো।
আগে আদরের বাসায় যাও।
আদর- আমাকে বাসায় নামিয়ে দিয়ে উনি
চলে গেলেন।

আম্মু- কিরে এত দেরি কেন? ? আর ফোন
ধরছিলি না কেন? ?
আমার কত টেনশন হচ্ছিল জানিস।
আর এই অবস্থা কেন।
মুখ, চুলের কি অবস্থা হয়েছে।

আদর- আরে আমার মা এত প্রশ্ন!!! সব এক
সাথে? ? এত উত্তর দিব কিভাবে।

আগে ফ্রেশ হয়ে আসি। তারপর বলছি সব।
ফ্রেশ হয়ে আসলাম।
মা আমাকে ভাত খাইয়ে দিচ্ছিল আর আমি
সব বলছিলাম।

আম্মু- যাক বাবা। কিন্তু রাদ যদি না থাকত
কি হত ?? আল্লাহ রহম করেছে।

আদর- হুম।
সকালে-
আদর- আমি কফি হাতে দাড়িয়ে আছি।
আর স্যার কথা বলছে।
আমি দেখছি।

রাদ- কফি নিয়ে দাড়িয়ে আছো কেন রেখে
যাও।

আদর- জি।

লাঞ্চ টাইম-
রোদেলা- কি ব্যপার কি দেখছ? ?
আদর- না কিছু না।
আরে তুমি? ? হঠাত? ? কোনো কাজ আছে? ?

রোদেলা- কেন কাজ ছাড়া আমি আসতে
পারিনা।

আদর- না আমি সেটা বলিনি।

রোদেলা- আচ্ছা ওওসব বাদ দেও।
আগে বল আমার ভাই কে তাকিয়ে তাকিয়ে
দেখছিলে তাইনা।

আদর- না না… কই না ত।

রোদেলা- আহা। তুমি বললে আর আমি মেনে
নিলাম।
আমি ত দেখছিলাম যে তুমি ভাই কেই দেখছ।

আচ্ছা বলনা তুমি আমার ভাইকে পছন্দ করো??

আদর- কি .. কি যে বলনা
কই উনি আর কই আমি

রোদেলা- এটা কি আমার প্রশ্নের উত্তর হল?

আদর- আরে না এমন কিছুনা।

রোদেলা- তাই নাকি।
আমি জানি তুমি পছন্দ কর।
আমি ওইদিনের কথা সব শুনেছি।

আদর- কোন দিনের কি কথা??

রোদেলা – তুমি ত আমার জামা নস্ট করে
দিলে আমি ফ্রেশ হতে ভাই এর ওয়াশ রুমে
রুমে চলে যাই।
পরে তুমি কি কি বলেছ আমি সব শুনেছি।

আদর- ( কি বলেছি আমার ই ত মনে নাই। আর ও
কি শুনল।)
কি .. কি .. কি বলেছি।

রোদেলা- এখন আর ওইসব বলে লাভ নেই।
এখন কথা হচ্ছে তুমি ভাই কে কবে তোমার
মনের কথা বলবে।

আদর- না মানে ইয়ে।

রোদেলা- ইয়ে টিয়ে বলে কাজ হবেনা।
কি ভেবেছ বল।

আদর- তোমার যে ভাই!!!! পুরাই angry bird.

রোদেলা- সেটা আমি জানি।
সেটা ত কথা না।

আদর- সেটাই কথা।
কিছু উল্টা পাল্টা হলেত আমাকে খতম ঈ করে
দিবে।

রোদেলা- এত ভয় পেলে চলে নাকি।
মনের কথা যত তাড়াতাড়ি বলা যায় ততই
ভাল।

আদর- সে কি যেন তেন মানুষ নাকি? ? রাদ
খান বলে কথা

কই সে আর কই আমি।

রোদেলা- উফফ এইসবে একদম ভাব্বে না

রাদ- আরে তুই এইখানে।

রোদেলা- আসতে মানা নাকি?

রাদ- আমি কি তাই বলেছি।

রোদেলা- তুই যা ত আমি আদরের সাথে কথা
বলছি।
আদর তোমার ফোন টা দেও ত।

আদর- এই যে।

রোদেলা- নেও এতে আমি আমার নাম্বার
সেভ করে দিয়েছি।
আমি তোমার নাম্বার নিয়ে নিয়েছি।
দরকার হলে ফোন দিব।

রাদ- তুই ওকে ফোন দিবি কেন?

রোদেলা- সেটা আমার ব্যপার। আদরের
দিকে তাকিয়ে চোখ টিপে চলে আসলাম।

রাদ- আমি আদরের দিকে তাকালাম।

আদর- উনি আমার দিকে তাকাতেই আমিও
চলে আসলাম।
রাদ- যাহ বাবা ও ও চলে গেল।হচ্ছে টা কি।

পরেরদিন অফিসে-

আদর- কাজ করছিলাম।হঠাত রোদেলা আসল।

রোদেলা- আরে কাজ ই করে যাবা।
কিছু ভাবছ।

আদর- আরে কি ভাববো।
বাদ দেও।
আমার দ্বারা হবেনা।

রোদেলা- আমি জানি তাইত আমি সব প্লান
করে রেখেছি।
তুমি শুধু I lv u টা বলে দিবা।
আদর- মাথা খারাপ নাকি।,
।আমি পারব না।

বিঃ দ্রঃ নিচে Next >> ক্লিক করলে পরবর্তী পর্ব পাবেন..!

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *