প্রাক্তন

প্রাক্তন 2 !! Part- 12

কিরে কই হারালি?(শ্রী)
__না তো এখানেই আছি(চমকে উঠে)
আর বলিস না মেয়েটা এখন কেবল ঘুমোলো?
__হুম বুঝলাম

শ্রীজার কাছে কোনো গল্প নেই।হয় সংসার নিয়ে না হয় মেয়ে নিয়ে।তাছাড়া আর কোনো গল্প নেই তার।মানে পুরো গিন্নি হয়ে গেছে।বেশ ভালোই লাগছে।
অনেক ক্ষন গল্প শুনলাম ওর।

নীরু?(শ্রীজ)
__হুম
__এখন কি করবি?
কিসের?
__বিয়ে তো করতে হবে।
হুম মা বাবা কে বলেছি ছেলে দেখতে।
__আর সমুদ্র ভাই?
তার আবার কি? সেও কাউকে না কাউকে বিয়ে করবে!
__কিন্তু?
কিন্তু কিছুই না শ্রী। আজ যেমন তোর সাথে আমার আবার দেখা হয়েছে ঠিক এভাবেই ৬ দিন আগে আমার তার সাথে আবার দেখা হয়েছে । এই আর কি!
__ভাই এর চোখে তোর জন্য আগের মতই ভালোবাসা দেখেছি।
ভুল দেখেছিস ওর চোখ মিথ্যে বলে।
__নীরা চোখ মিথ্যে বলে না।
আমি আর কিছু পড়তে চাই না রে।চল বাসায় যাই।
_আবার ও পালাচ্ছিস?
হুম এইবার এখান থেকে পালাবো চল বাসায় যাই।সন্ধ্যা গরিয়ে এলো।

__হুম চল।

আমি আর শ্রী চলে এলাম।শ্রী বাসায় চলে গেলো! আমি বাসায় ঠুকেছি দেখি সব অন্ধকার!শুধু ধোয়া বাসায়!
আমি বেশ ভয় পেয়ে গেলাম বাসায় কি আগুন লেগেছিলো!পরে বুঝলাম কোয়েলের ধোয়ার গন্ধ।তাহলে কি পাওয়ার কাট হয়েছে?আমি আগাতে গিয়ে উচৎ খাইলাম।

আহহ(আমি)
__দেখে হাটতে পারিস না?(বাবা)
আমাকে কি তোমার কুকুর, বেড়াল,ঘোড়া,মনে হয়?
__আজব সেগুলো কেন হতে যাবি তুই?
হ্যা সেটাই তো। আমি তো ওই প্রানি গুলো না তাহলে এই অন্ধকারে কেম্নে দেখবো?আর পাওয়ার কাট হইছে? তো আইপি এস তো আছে লাইটস দাও।
__উহুহ দেওয়া যাবে না(আসতে আসতে)
কেনো?(আমিও আসতে আসতে বললাম)
__মশা গুলো আবার আসবে।
কিহ?(আবুল হয়ে গেলাম।যদিও আমার দাদার নাম আবুল হোসেন)
__হ্যা মশা তাড়াচ্ছি। পুরো বাড়ি কয়েল লাগিয়ে দিয়েছি যেনো মশা গুলো চলে যায়।
বাসায় এরোসোল কি শেষ?
__নাহ আছে তো।
তাহলে?
__এরা হলো বাংলার শেষ নবাব এর বংশধর। বিশাল!আর তা ছাড়া ভাবলাম একটু ওদের কোয়েলের সাধ ও দেই।
আমি তো ভাবছিলাম বলবা যে মীরজাফর এর বংশধর যায় আবার আসে।বেঈমানি ও করে।
__হ্যা সেটাও হয় কিন্তু।
অহহ আচ্ছা আগে ডিসাইড করো মশা গুলো কার বংশধর শেষ নবাব এর না মীরজাফর এর?
__ঝামেলায় ফেলে দিলি তো আচ্ছা তুই রুমে যা আমি ভাবি!
আচ্ছা।
__নীরা?
হ্যা বাবা
__কিছু না যাহ।
আচ্ছা।

আমি ফ্লাস অন করে উপরে উঠে রুমে এলাম। কানে শব্দ এলো নিসান জানি কার সাথে কথা বলছে,

“দেখো আমি পারবো না!আমার কাছে ও আমার চেয়েও বেশি ইম্পরট্যান্ট। তুমি বেছে নিতে বলো না আমি কিন্তু নীরাকেই বাছবো”

আমি আর কিছু শুনলাম না চলে এলাম নিজের রুমে।সব শুনতে নেই।এসেই দরজা বন্ধ করে লাইট অন করলাম

দেখি একটা কাঠ গোলাপের ক্রাউন সাথে একটা চিট,

“বাইরে গিয়ে ওখানেই যেতে হবে?অন্য তো অনেক জায়গা ছিলো।”

বুঝতে আর বাকি রইলো না কাজ টা সমুদ্রর।আচ্ছা সমুদ্র চাচ্ছে কি? আমাকে জানতেই হবে।না হলে আমি পাগল হয়ে পাগলা গারদে ভর্তী হতে হবে আমাকে!

ওয়াশ রুমে ঢুকে ফ্রেশ হলাম! বাইরে দেখি বাবা কফি নিয়ে দাঁড়িয়ে আছে।আমাকে দেখেই সে চীরচেনা হাসি টা দিলো।আমিও হাসি দিলাম।

আয় একসাথে অনেক দিন কফি খাওয়া হয় না(বাবা)
__চলো এসো বারান্দায় দাড়াই!

আমি বাবার সাথে অনেক দিন পর এমন করে কফির সাধ নিলাম।বাবা কে আজ অনেক প্রানচ্ছল দেখাচ্ছে।হয়তো কিছু বলবে।কিন্তু বলতে পারছে না কিন্তু চিন্তায় পরে গেছে আবার সে কোনো কারনে সুখি ও।এই দুটো মিলে এক আজব সুন্দর হাসির সৃষ্টি হয়েছে বাবা ঠোঁটের কোনে।

বাবা আর যদি কিচ্ছুক্ষন কথা টা পেটের মধ্যে রাখো তাহলে তোমার গ্যাস্ট্রিক শুরু হয়ে যাবে।তুমি কি এইটা জানো( কাপে চুমুক দিতে দিতে)
__হ্যা জানি।কিন্তু কি করে যে বলি বুঝতে পারছি না।বাবা হই তো!(আমার দিকে তাকিয়ে)

আমার কোনো পছন্দের ছেলে নেই।তোমরা দেখতে পারো।তবে বিয়ের আগে আমি কথা বললো।

বাবা আমার দিকে হা করে তাকিয়ে আছে।
__তুই কি করে জানলি?যে আমি ওই বিষয় নিয়ে কিছু বলবো?
বাপ টা কার তুমি?তো ছেলে কি করে?
__না মানে আমার ফ্রেন্ডের ছেলে।বাইরে ছিলো এত দিন।কেমেস্ট্রি নিয়ে এখন একটা ভার্সিটিতে আছে।প্রক্সি দিচ্ছে।
অহহ আচ্ছা।নাম কি?
__স্পর্শ চৌধুরী
অহহ।আমায় দেখেছে?সে কি জানে আমি অসুন্দর?
__তুই অসুন্দর কোথায়?
বাবার কাছে মেয়ে সব সময় ই সুন্দর থাকে।তুমিও তার ব্যতিক্রম নও।
__হুম তোকে দেখে পছন্দ করেছে!
ছবিতে?
__হুম।
বাসায় আসতে বলো সামনাসামনি দেখে আর পছন্দ করবে না।এটা নিয়ে আবার কষ্ট পেয়েও না।
__তুই একটু বেশি ই সোজা সাপ্টা কথা বলিস না?
আমি বাকা চাকা কথা কবে বলেছি? আহহ আচ্ছা তোমার খারাপ লাগছে যে তোমার মেয়ে কে তোমার সামনে অসুন্দর বলছি?
__লাগা টা কি অস্বাভাবিক?
না স্বাভাবিক। তো বাসায় আসতে বলো উনাকে।
আচ্ছা কাল বলবো!
__তোর কি সমস্যা আছে?
কিসের?
__ছেলের প্রক্সি দেওয়া নিয়ে? মিসির আলী কিন্তু প্রক্সি দিতো।
গল্প আর বাস্তব কি এক?তাও আমার কোনো সমস্যা নেই।
__ছেলে টা ভালো।
তোমার পছন্দ হয়েছে?
__হুম।আসলে বয়স তো কম হলো না!
তোমার না আমার?
__আমার। নাতি নাতনীর মুখ দেখবো না।

বাবা কথায় সকালের সমুদ্রের কথা টা মনে পরে গেলো।

অপেক্ষা অন্য কারো হলে সে আমায় খুন করে ফেলবে!.

বাবা মেয়ে তে কি হচ্ছে এখানে?(মা)
__আড্ডা দিচ্ছিলাম মা।(আমি)
নিচে চলো তোমায় ডাকছে(বাবাকে মা বললো)

বাবা মুখ ভার করে চলে গেলেন।

আমি বিছানায় বসলাম আর ভাবছি,

অতীতে ভবিষ্যৎ টা কি ভাবে ভেবেছিলাম আর কি হচ্ছে!যাকে ভবিষ্যৎ ভেবেছিলাম সে এখন আমার অতীত!হুহ সবই কপাল। ক্রাউন টা মাথায় দিলাম।
বহু দিন পর! আবার নামিয়ে দিলাম।

মাথা টা ধরলো আমি ঘুমিয়ে গেলাম।

রাতে ঘুম ভাঙল, দেখি ৩;৫৬ বাজে,
সমুদ্রর ৪টা মিসডকল, সাথে একটা মেসেজ।

“নীরা যা করতে যাচ্ছো তার ফল কিন্তু ভালো হবে না বলে দিলাম। সব ফলের জন্য প্রস্তুত থেকো!”

চলবে….

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *