না বললেও ভালোকিন্তুবাসি

না বললেও ভালোকিন্তুবাসি !! Part- 33

৫দিনপর…
সাগর-মোহনা switzerland পৌছালো।
সাগর : beautiful । তাইনা?
মোহনা : হামম।
সাগর : just হামম?
মোহনা : …
সাগর : তুমি সবসময় এখানে আসতে চাইতে । তাইনা?
মোহনা : …
সাগর : আমরা অনেক ঘুরবো আর মজা করবো । ok?
মোহনা : হামমম।
সাগর : যে হোটেলে আমরা উঠবো সেটাও চমৎকার ।
মোহনা মুচকি হাসি দিলো । ওরা হোটেল পৌছালে হোটেলের নিয়ম অনুযায়ী grandly welcome করা হলো । ওরা একটু rest নিলো।
.
বিকালে …
সাগর : মোহনা …
মোহনা : হ্যা ।
সাগর : বের হওয়া যাক তাহলে?
মোহনা : হামম।
সাগর : আজকে তো কেবল এলাম । তাই আজকে কাছে পিঠেই ঘুরি । কালকে car hire করে যতো মন চায় ঘুরবো। ok ?
মোহনা : হামমম।
২জন বের হলো। ২জন পাশাপাশি হাটছে । প্রথমে সাগর মোহনার হাত নিজের হাতের মুঠোয় নিয়ে হাটতে লাগলো । একটুপরই টেনে আর সামনে এনে মোহনার কোমড়ে ১হাত রেখে হাটতে লাগলো ।
সাগর : এভাবে এমন করে তোমার সাথে পথ চলার ইচ্ছা ছিলো । খুব …
মোহনা : …
সাগর : আজ পূরন হলো ।
মোহনা : ….
হাটতে হাটতে ওরা ১টা খুব সুন্দর জায়গায় পৌছালো। একেবারে মনোমুগ্ধকর । যে কারোরই ভালো লাগবে । তাই মোহনাও সেই ভালোলাগা থেকে মুখ আর মন ফেরাতে পারলোনা। এমনিতেই ও প্রকৃতিপ্রেমী। মোহনা চোখ বন্ধ করে লম্বা লম্বা নিঃশ্বাস নিচ্ছে। সবসময়ই ওর বাতাসের আর বৃষ্টির গন্ধ ভীষন ভালো লাগে । তখন সাগর ওকে পেছন থেকে জরিয়ে ধরে ওর কাধে মাথা রাখলো ।
সাগর : do you like it?
মোহনা : ….
সাগর : বলো …
মোহনা : হামমম। খুব ভালো লেগেছে । অনেক সুন্দর …
সাগর : হামম অনেক সুন্দর । কিন্তু এর থেকেও আমার বউ সুন্দর ।
মোহনা লজ্জায় লাল-নীল-বেগুনী-রংধনু হয়ে গেলো। 😒।
সাগর : আমার বউটা তাহলে লজ্জা পেতেও শিখে গেছে দেখছি …
মোহনা : …
সাগর : লজ্জা পেলে তো আমার বউটাকে আরো বেশি সুন্দর লাগে …
মোহনার ছেরে দে মা কেদে বাচি অবস্থা ।
সাগর মোহনার ঘাড়ে একের পর কিস করতে লাগলো । মোহনা চোখ মুখ খিচে রইলো । কারন এমন পরিস্থিতির সাথে ও একদম অপরিচিত ।
.
রাতে …
সাগর : এই নাও কফি।
মোহনা দেখলো যে ওটা black coffee না ।
সাগর : এটাই খেতে হবে। আমি বানিয়েছি ।
মোহনা: হামমম ।
সাগর : মোহো ….
“মোহো” … এই ডাকটা মোহনার সময়টা যেন থামিয়ে দিলো। মোহনার কেন যেন খুব কান্না পাচ্ছে । ইচ্ছা করছে হাউমাউ করতে । চোখ খুলছেনা । চোখটা মেললেই চোখ থেকে পানি টপটপ করে পরবে । তাই চোখ বন্ধ করেই রইলো ।
সাগর : কি হয়েছে? চোখ বন্ধ করে আছো কেন? খারাপ লাগছে?
মোহনা মাথা নেরে না করলো ।
সাগর : তাহলে চোখ বন্ধ করে আছো কেন ? বলো …
মোহনা : কিছুনা। মনে হয় চোখে কিছু গেলো । বসুন আমি একটু চোখে পানি দিয়ে আসি ।
সাগর : চলো আমি নিয়ে যাচ্ছি ।
মোহনা : না না লাগবেনা … আমি পারবো ।
মোহনা washroom এ গেলো । কিছুক্ষন কান্না করে চোখে মুখে পানি দেয়ে বের হলো । বেরিয়ে চুপচাপ শুয়ে পরলো ।
.
সাগর ওর মাথায় হাত বুলিয়ে দিলো ।
সাগর : খুব খারাপ লাগছে ?
মোহনা : না …
সাগর মুচকি হেসে মোহনাকে নিজের বুকে জরিয়ে নিয়ে মাথায় হাত বুলাতে লাগলো ।
বলল : মোহোপাখি … তুমি হয়তো অনেক বদলে গেছো । তোমার চোখ-মুখ দেখে হয়তো আগের মতো তোমার মনের কথা বুঝতে পারিনা। কিন্তু … তাই বলে যে তোমার চোখের পানিও যে বুঝতে পারবোনা সেটা ভাবা কিন্তু পুরোপুরি বোকামি …
মোহনা : ….
সাগর : i am sorry… i am really very sorry…. আমি জানি … আমার জন্য আমার অভিমানের জন্য …
তখন হোটেলের ফোনটা বেজে উঠলো । সাগর ধরলো। আসলে হোটেলে উপস্থিত ১জনের emergency treatment এর প্রয়োজন। আর হসপিটালে নিতে বা ডক্টর আসতে একটু লেট হবে। আর সাগর ১জন neurologist । তাই ওকে সাহায্যের জন্য বলা হলো । সাগর গেলো ।এসে দেখে মোহনা ঘুমিয়ে পরেছে ।
সাগর : damn it …
.
পরদিন…
মোহনার মনে হলো ও শূন্যে ভাসছে। তারাতারি চোখ মেলল। দেখলো ও সাগরের কোলে। অবাক হলো।
সাগর : আমার চেহারার দিকে না তাকিয়ে সামনের দিকে তাকাও … দেখো …
মোহনা সামনে তাকালো দেখলো অসম্ভব সু্ন্দর লাল-সবুজের সমারোহ। মোহনার মুখ দিয়ে বেরিয়ে গেলো
মোহনা : wow… beautiful …
সাগর : জানিতো।
বলেই সাগর মোহনাকে সেই ফুলের মাঝে বসিয়ে দিলো । আর মোহনার কোলে মাথা রেখে সপাত করে শুয়ে পরলো ।
সাগর : মাথায় হাত বুলাও তো …
মোহনা সাগরের মাথায় হাত বুলাতে লাগলো ।
সাগর : জানাে মোহোপাখি আমি এমন কিছু awwe ki cute romantic moment ই তোমার সাথে spend করতে চেয়েছিলাম । ছোট ছোট romantic moment । যেখানে থাকবে তোমার অফুরন্ত দুষ্টুমি আর আমার অফুরন্ত ভালোবাসা । তুমি আমার হয়ে থাকবে আজীবন। নাই বা হলো তোমার-আমার সম্পর্ক আর ৫টা couple এর মতো । কিন্তু তুমি আমি আজীবন একসাথে থাকবো। ব্যাস এতোটুকুই ছিলো চাওয়া ছিলো আমার জীবনের কাছে … ভাগ্যের কাছে … আল্লাহর কাছে … এর থেকে বেশি কিছুই কখনো চাইনি ।
মোহনা : …
সাগর : আমি আমার মোহনাকে চাই … যে ফুলের সাথে গান গাইতো । বৃষ্টির সাথে গান গাইতো বাতাসের সাথে নাচতো। যে মন খুলে হাসতো । যা মন চায় তাই করতো … please come back …
মোহনা মুচকি হেসে
বলল: আপনিও না পাগল হয়ে গেছেন । কি আবোল তাবোল বলছেন ? আমি কি কোথাও গিয়েছি যে back করবো? হাহাহাহহা । আর কে বলে যে আমি হাসিনা হামম হামম?
সাগর : …
মোহনা : আর যে অভ্যাসগুলোর কথা বলছেন সেগুলো নিতান্তই বাচ্চামো। ছোটোবেলায় সবাই অমন থাকে। তাইনা? ছোটোবেলা কে কি কবরে নিয়ে যাওয়া যায়? বলুন তো? আর তাছারাও আমি তো এখন পুরোপুরি সুস্থ । সুস্থ মানুষ কি আর পাগলামো করে? আমারও কি আর পাগলামো করলে মানায়? নয়। তাইনা বর মশাই?
সাগর উঠে বসলো। মোহনার ২গালে ২হাত রাখলো ।
সাগর : উহু। ঠিকনা। তুমি অভিমানে এ কথা বলছো ।
মোহনা : অভিমান? কি যা তা বলছেন বলুন তো? কিসের অভিমান? আর আমি কেনই বা অভিমান করবো? তাও আপনার ওপর… আপনি হলেন সাগর চৌধুরী । মোহনার অস্তিত্ব । সাগরের সাথে মোহনা অভিমান করতে পারে? সেই সাগরের সাথে যেই সাগর মোহনাকে মোহনা বানিয়েছে । ভালো খারাপ সব সময় সাপোর্ট করেছে , সকল দাবি-আবদার-অন্যায় আবদার পূরন করেছে , অপূর্ন মোহনাকে পূর্ন করেছে , অলক্ষি থেকে লক্ষি করেছে … সাগরের সাথে মোহনার অভিমান চলেনা… মোহনার কোনো যোগ্যতাই নেই সাগরের সাথে অভিমান করার …
সাগর : …
মোহনা : আচ্ছা ১টা কথা বলুন তো … এমন ১টা সুন্দর জায়গায় এসে এমন করে অতীত ঘাটছেন কেন? চলুন না ঘুরি ।
সাগর : …
মোহনা : চলুন না চলুন না …
সাগর : চলো…
.
বিকালে …
সাগর মনে মনে : অভিমানের পাহাড় টা খুব বেশিই বড় হয়ে গেছে । তুমি যতো change ই হও তুমি তো আমার সেই মোহোই … আমার মোহোর অভিমান আমিই ভাঙবো । আমিও দেখি আর কতো অভিমান করে থাকতে পারো? রাগ না করে থাকতে পারো … রাগও তোমাকে করতে হবে , দুষ্টুমিও তোমাকে করতে হবে , আমাকে ভালোওবাসতে হবে … আগের মতো হতেই হবে… মোহো কে মোহোই হতে হবে। আমার মোহো। সাগরের মোহো … জল্লাদ চৌধুরীর মিসেস নাগিন … 🐍… কথা বললেই ফোশ …. 😁।
মোহনা : খুব খুশি খুশি লাগছে যে।
সাগর : হামম। কারন আমি খুশি ।
মোহনা : thats good…
সাগর : জিজ্ঞেস করবে না কেন?
মোহনা : কেন?
সাগর মোহনার সামনে এগিয়ে গেলো।
সাগর :
🎤🎤🎤
🎶🎵🎶
ম্যা তেরা দুশমান
দুশমান তু মেরা
ম্যা নাগিন তু …
থুরি…
তু নাগিন ম্যা সাপেরা …
ম্যা নাগিন তু সাপেরা।
🎶🎵🎶।
মোহনা : হাহাহাহাহা… খুব সুন্দর গানটা।
সাগর : হামম। আরো ১টা গান গাই?
মোহনা : গান …
সাগর : হাত ২টা দাও।
মোহনা দিলো। সাগর মোহনার হাত ধরে সাগর couple dance দিতে লাগলো। গান গাইতে গাইতে …
🎶🎵🎶
তোর মন খারাপের দেশে
যাবো প্রেমের খেয়ায় ভেসে
তোর মনটা ভালো করে
দেবো অনেক ভালোবেসে
ডাকলে কাছে আসিস
পারলে একটু হাসিস
বুকটা রাখিস পেতে
ভালোবাসা নিতে …
সব অভিমান ভেঙে দিবো
তোর কাছে এসে…
তোর মন খারাপের দেশে
যাবো প্রেমের খেয়ায় ভেসে
তোর মনটা ভালো করে
দেবো অনেক ভালোবেসে
🎶🎵🎶
…..
dance করতে করতে সাগর মোহনার অনেক close হয়ে গেলো । মোহনা চোখ বন্ধ করে আছে । সাগর মোহনার ঠোট জোরা দখল করে নিলো । 😅। এরপর কোলে তুলে নিলো। romance করলো। 😪😪😪…
.
সকালে …
সাগর ২চোখ ভরে মোহনাকে দেখছে ।
সাগর : জীবনের কাছে আরো ১টা শেষ চাওয়া আছে… জীবনের শেষ নিঃশ্বাস ত্যাগ করার আগেও যেন তোমার মুখটা দেখতে পারি । আর কিছু চাইনা … মর…
তখন মোহনা সাগরের মুখে হাত দিলো ।
সাগর : একি …? তুমি কখন উঠলে …
মোহনা : মাত্রই …
সাগর : i love you…
মোহনা : ….
সাগর : যাক বাচা গেলো … তুমি পুরোটা change হলেও এই দিকটায় ঠিক আছো । i love you বলাতে আজও কিছু বলো না …
মোহনা : কারন আমি ভালোবাসতে পারিনা…
সাগর : কিছু বললে?
মোহনা : না …
.
একটুপর…
সাগর : তো মোহোপাখি কোথায় যাবে আজকে?
মোহনা : যেখানে আপনি নিয়ে যাবেন …
সাগর : কুয়ায় ঝাপ দিতে যাবো । যাবে?
মোহনা মুচকি হাসি দিয়ে
বলল : হামমম।
সাগর মনে মনে : ধুর ভালো লাগেনা …. এমন মোহনা আর মেনে নিতে পারবোনা … যেভাবেই হোক আমি আমার আগের মোহনাকে চাই…
মোহনা মনে মনে : পাবেন না সাগর…কোথাও পাবেন না। সেই মোহনা হারিয়ে গেছে …. অনেক দূরে …
সাগর মনে মনে : ফিরিয়ে আনবো মোহোপাখিকে …
মোহনা মনে মনে : মোহোপাখি হারিয়ে গেছে অতল সাগরে … এখন আছে মোহনা …মোহনা…. যে কখনো সাগরের কষ্টের কারন হবেনা।
.
৫দিনপর …
এই ৫দিনের সাগর অনেকবার চেষ্টা করেছে আগের মোহনাকে ফিরিয়ে আনতে পারেনি। এই tension এ সাগর নিজের জন্মদিনের কথাই ভুলে গেছে । কিন্তু মোহনা তো ভুলেনি । সাগরের বুক থেকে মাথা তুলে সাগরের ঠোটে ছোট্ট ১টা কিস করে
বলল : happy birthday my dear সাগর …
সাগর তো পুরাই shocked..
সাগর : কি ছিলো? what was that !!!
মোহনা : জানেন না বুঝি হামম?
সাগর : জানি তো । কিন্তু আজকে আমার birthday ?
মোহনা : হামম।
সাগর : আমার birthday আর আমিই জানিনা? you are mistaken … আজকে আমার birthday টার্থডে না …
মোহনা : তাই বুঝি ?
সাগর : হামম হামম।
মোহনা : এই ক্যালেন্ডার এই কথা বলছে কেন?
সাগর :দেখি দেখি …. oh my goodness…. আজকে আমার birthday ? হায়..
মোহনা : উঠুন উঠুন কেক কাটবেন চলুন।
সাগর : আবার কেকও…?
মোহনা : হামম। উঠুন উঠুন।
মোহনা সাগরকে কেকের সামনে নিয়ে গেলো। মোম জ্বালিয়ে দিলো । সাগর মোম নেভানোর আগে wish করলো।
সাগর মনে মনে : ধন্যবাদ আল্লাহ … এমন করে পথ দেখানোর জন্য । এবারের জন্মদিনতো আর কেবল জন্মদিন না … এটা আমার মোহোপাখিকে ফিরে পাওয়ার উপায়। as a gift…. হামম আজকে আমি সেই তোমাকে চাইবো । যে আমার।
সাগর কেক কাটলো । ২জন ২জনকে খাইয়েও দিলো ।
.
একটুপর …
সাগর মোহনার হাত নিজের হাতের মুঠোয় নিলো।
মোহনা : কি হলো? আপনাকে এমন লাগছে কেন?
সাগর : shshh…. কোনো কথানা। আমি কি বলতে চাই সেটা কানপেতে শোনো …
মোহনা : বলুন ….
সাগর : আমি আমার পুরোনো মোহনাকে ফেরত চাই …
.
চলবে ….