একঝাঁক জোনাকির আলো

একঝাঁক জোনাকির আলো !! Part 46

—” আমি আপনাকে বাড়ির ঠিকানা ম্যাসেজে দিচ্ছি।”
নিভ্রর প্রান অত্না থেমে গেছে।উত্তেজিত গলায় সে বললো,
—” প্লিজজ তাড়াতাড়ি দেন।আর আপনার যা চাই বলেন।কত টাকা চাই তাও বলেন আমি দিবো।যা চাই তাই দিবো।”
লোকটা এবার হাসলো।নিভ্রর উত্তেজিত গলা শুনে তার অদ্ভুত ভাবে আগ্রহের মাত্রা বাড়ছে।লোকটা আবার হেসে বললো,
—” আমার কিছুই লাগবে না।তবে আপনার সাথে দেখা করার ইচ্ছা প্রবল আর ”
নিভ্র বাকি টুকু বলতে না দিয়ে নিজেই বলে উঠে,
—” অবশ্যই ভাই।আপনি যা চাইবেন তাই দিবো।এখন রাখি।আমার বের হতে হবে।”
নিভ্র ফোন রেখে দিলো।খালি গায়েই উঠে দৌড়ে ছাদে চলে গেলো।সারা শরীর ভিঁজে চুপচুপ হয়েগেছে। পিঠ বুক সব ভিঁজে গেছে।মুখে একটানা হাসি লেগেই আছে।নিভ্র দৌড়ে সিঁড়ি বেয়ে নিচে নামতেই দুই তিনবার হোচট খায়।পায়ের বৃদ্ধা আঙ্গুল হালকা ছিঁড়ে যায়। রক্তও পড়ে টিপ টিপ করে।কিন্তু সে দিকে তার বিন্দু মাত্র চিন্তা নেই।সে এই মুহূর্তেই কক্সবাজার যাবে।তার মাথা কাজই করছে না।পরনে কালো ট্রাউজার।এটা পড়েই সে নেমে এসেছে।বাড়ির সবাই নিচে বসে ছিলো।আজ কেউই কাজে যায় নাই।সবার আলোচনার নাম নিভ্র।ইফতেখার চায়ের কাপ মাহবুব চৌধুরীর দিকে এগিয়ে দিতেই ধাপধাপ পায়ের শব্দে তিনি পিছনে তাকায়।নিভ্র উম্মাদের মত ছুটে নামছে।ইফতেখার ছেলেকে এভাবে দেখেই চায়ের কাপটা হাত থেকে পড়ে যায়।শব্দ হয় ঠাসসস।কিন্তু সে দিকে কারো মনোযোগ নেই।সবাই চোখ উঠিয়ে নিভ্রকে দেখে।খালি গায়ে, খালি পায়ে নিভ্র এভাবে কোথায় যাচ্ছে?? নিভ্র দ্রুত হেঁসে দরজার দিকে যেতেই অভ্র দৌড়ে আসে।নিভ্রকে টেনে ধরে।নিভ্রর মুখে চিরচেনা সেই হাসি দেখে সবাই একবেলা ঝাটকা খায়।অভ্র উদ্বেগের সাথে বললো,
—” কোথায় যাচ্ছিস নিভ্র??তাও এভাবে।জামা কই,জুতা কই,এলোমেলো কেনো তুই??কি হয়েছে বলবি??”
নিভ্র হেঁসে ফেলে।শব্দ করে হেঁসে অভ্রর কাধ চাপড়ে বললো,
—” সাফা…”
উত্তেজনায় নিভ্রর কথা আঁটকে আছে বারবার।সাফার নাম শুনে সবাই দাঁড়িয়ে পড়েছে প্রায়।নিভ্র চোখবুজে শ্বাস নেয়।চেঁচিয়ে বলে,
—” আমার সাফা কক্সবাজারে ভাই।ওকে পেয়ে গেছি।ওকে পেয়েছি।”
অভ্র সহ বাড়ির সবাই বাক রূদ্ধ হয়ে দাঁড়িয়ে পড়ে।সবার মুখে হাঁসির রেখা।নিভ্র এই অবস্থায় আবার বেরিয়ে যেতে নেয়।অভ্র হাত টেনে বলে,
—” ভাই আমিও যাবো।তার আগে তোর জামা ঠিক কর।খালি গায়ে রাস্তায় বের হলে জনগন পাগল বলবে আর তা না হলে ছেলেমেয়েরা নতুন স্টাইল বলে নিজেদের গুলোও খুলে ফেলবে।যা উপড়ে।আগে রেডি হ।আমি বিমানের টিকেট কাটি।”
নিভ্র সাথে সাথেই জবাব দেয়,
—” না বাসে করে যাবো।”
সবার নিভ্রর দিকে এগিয়ে আসে।অভ্র বুঝতে পেরেছে নিভ্রর এখন যা মন চায় তাই করবে।তাই অভ্র রাজি হয়ে যায়।নিভ্রর দিকে তাকিয়ে বলে,
—” ঠিক আছে তাই হবে।উপড়ে যা।জামা পড়ে আয়।গোসল করিছ।যা। ”
নিভ্রর একটা মিনিটও অপচয় করতে ইচ্ছে করছে না।সে যেতেও চাইছে না।তবুও যেতে হবে।এভাবে তো আর সাফার কাছে যাওয়া যাবে না।নিভ্র মুখে হাসি ঝুঁলিয়ে উপড়ে উঠে যায়।অভ্র নিচের সবাইকে বুঝিয়ে আলাদা ভাবে যেতে বলে।
আরিফ কল করেছে নিভ্রকে।আরিফকে সব বলতেই সেও যাবে বলে বায়না ধরে।সে যাবেই।তাই তাকেও সঙ্গে নেওয়া হচ্ছে। তবে অভ্রকে আসতে নিশেষ করা হয়েছে বাকিদের নিয়ে সে যাবে।
বাস এস্টেনে এসে আরিফ দুটো টিকেট নিয়েছে।কিন্তু নিভ্র আবার একটা নিয়েছে।আরিফ মহা অবাক নিভ্রর কান্ডে।হা করে তাকিয়ে আছে নিভ্রর দিকে।নিভ্র কপাল কুঁচকে প্রশ্ন করে,
—” কি হয়েছে এভাবে তাকিয়ে আছো কেনো??”
আরিফ বাসের দিকে যেতে যেতেই বলে,
—” স্যার আমরা তো দুজন কিন্তু টিকেট কেনো তিনটে??”
—” তুমি আলাদা বসবে।আমার বাম পাশ খালি থাকবে।সাফার সাথে লাস্টবার বাসে করে যখন সিলেট গিয়েছিলাম তখন ও আমার বাম পাশেই বসেছে। ওর জায়গা কাউকেই দেওয়া যাবে না।”
আরিফ অবাক হয়ে তাকিয়ে থাকে।সাফা উপস্থিত না থেকেও তার পাওনা জায়গা গুলো সে দখল করে আছে।আরিফ মনে মনে ভাবে।যানি না সাফা কতটুকু বদলেছে কিন্তু যা রেখে গেছে যেভাবে রেখে গেছে সব আগের মতই রেখেছে নিভ্র।তবে পরিবর্তন করেছে নিজেকে। আগে যতটুকু ভালোবাসতো এখন এর চেয়ে হাজার গুন বেশি ভালোবাসে।আরিফের গভীর থেকে কিছু দীর্ঘশ্বাস বেরিয়ে আসে।
বাসের দুই পাশের একপাশে আরিফ অপর পাশে নিভ্র।নিভ্রর বাম পাশটা খালি।নিভ্র সেদিকেই তাকিয়ে আছে।মনে হয় সাফার ছায়াঁ তার পাশেই।নিভ্রর সব কিছু যেনো অদ্ভুত ভাবে পাল্টে গেছে।কাল পর্যন্তও যেখানে তার সব ধোয়াঁশা ছিলো,ছন্নছাড়া জীবন ছিলো,এলোমেলো দুনিয়া ছিলো সব হঠাৎ করেই ফুটন্ত তাঁজা গোলাপের মত সতেজ সুন্দর আর আনন্দময় হয়ে উঠেছে।নিভ্র নিজের বাম হাত বাড়িয়ে সিট ছুঁয়ে দেয়।মনে হয় সাফার অস্তিত্ব রয়েছে এখানে।এই বুঝি সাফা ঘুমের মাঝে তার বাহুতে নিজের জায়গা করে নিবে।এই বুঝি তার বুকে ঝুঁকে পড়বে।নিভ্র কথা গুলো ভেবেই আনমনে হাঁসে।নিভ্র সিটের পিছনে মাথা রাখে।হেলান দিয়ে ক্লান্ত শরীর এলিয়ে দেয়।আরিফের মহা বিপদ।পাশে বসেছে এক মেয়ে।নীলা যানতে পারলে তাকে কিভাবে কুঁচি করবে তা ভেবেই আরিফের মাথায় বিন্দু বিন্দু ঘাম জমেছে।আজ একটুও বাসের সিটে হেলান দিতে পারবে না।হেলান দিলেই যদি এই মেয়ের কাধে পড়ে তাহলে জীবন শেষ।মেয়েটা বার বার তার দিকে তাকাচ্ছে।একটু এগিয়ে এসেও পাশ ঘেঁষছে।আরিফের একদম কাছে আসতেই আরিফ হালকা কাঠিন গলায় বলে,
—” আমার বউয়ের নাম নীলা।অনেক সুন্দরী।আপনার মত তার একজন বোন আছে।আমারো এখন ছোট বোন সে।দেখতে একদম এক।আপনি চাইলে আমাকে ভাইয়া ডাকতে পারেন!!”
মেয়ের আশ্চর্যজনক ভাবে কিছুক্ষণ তাকিয়ে থাকে আরিফের দিকে।তারপর সরে গিয়ে জায়গা খালি করে।আরিফ তো মহা খুশি।মনে মনে নিজের গুনগার গাওয়া শুরু করে।কত বুদ্ধি তার আহ কি বুদ্ধি। মুখ বাকিয়ে নিভ্রর দিকে তাকিয়ে দেখে সে গভীর ভাবে চোখের উপর ফোন ধরে রেখেছে।মানে সাফার ছবি দেখছে।আরিফও নিজের ফোন বের করে পাশের মেয়েটাকে শুনিয়ে শুনিয়ে নীলার সাথে কথা বলা শুরু করে।
_____________________
সাফা তুলির সামনে বসে আছে।তুলি সাফার স্টুডেন্ট।পড়াতে এসেছে।তুলি ক্লাস ফাইভে পড়ে।চঞ্চল আর অতি পটু একটা মেয়ে তুলি।সারা দিন বক বক করে।আর এত চকলেট খায় সাফার তো তুলিকে চকলেটের দোকান মনে হয়।এত চকলেট খায় তবুও ওর দাঁত কেমন চকচকে।দেখলে কেউ বলবেই না ও এত চকলেট খায়।সাফা টেবিলে ঝুঁকে খাতায় লিখে দিচ্ছে। তুলি কিছুক্ষণ পর পর উঁকিঝুঁকি দিয়ে আবার চকলেটের পেকেটে মনোযোগ দিচ্ছে। সাফাকে তার খুব পছন্দ।তুলি নরমালি পড়তে চায় না। কিন্তু সাফার কাছে সে অধীক মনোযোগী। তুলি উঠে ছোট ছোট পা ফেলে নিজের ব্যাগ থেকে একটা কাগজ এনে সাফার সামনে ধরে।সাফা ভ্রুকুঁচকে তাকিয়ে থাকে সে কাগজের দিকে।নীল রং এর কাগজের ভাঁজে সাদা একটা কাগজ।সাফা উৎসুক হয়ে প্রশ্ন করে,
—” এটা কি তুলি??”
তুলি চকলেট খেয়ে কাগজটা টেবিলে রেখে ওয়াসরুমে থেকে হাত ধুয়ে এসে বলে,
—” লাভ লেটার।”
সাফা ভয়াত্নক চোখে তাকিয়ে বলে,
—” কি???কে দিয়েছে??আর তুমি কিভাবে পেলে??মানে তোমাকে কে দিয়েছে??”
তুলি চেয়ারে উঠে বসতে বসতে বলে,
—” আমাদের স্কুলের ফার্স্ট বয় তোমাকে পছন্দ করে তাই দিয়েছে।ওর নাম রোমিজ।খুব সুন্দর তবে আমার নিভ্রর চাইতে বেশি না।”
সাফা হা করে তাকিয়ে আছে।ক্লাস ফাইভের ছেলে তাকে লাভ লেটার দিচ্ছে?? কি যুগ পড়েছে আল্লাহ!!তুলির সাথে দুই একবার ছেলেটাকে সাফা দেখেছে।কি বলছে এ মেয়ে??আর নিভ্র!!নিভ্রর নাম শুনতেই তার টনক নড়ে।সব কথা বাদ দিয়ে অতি আগ্রহের সাথে সাফা বলে,
—” নিভ্রকে কিভাবে চিনো তুমি??”
—” আরে ও তো আমার জান।ওকে কেনো চিনবো না।ওর চুলগুলো কি সুন্দর, নাক গাল সব লাল লাল আর চোখগুলো তো আরো সুন্দর সবুজ সবুজ।কত কিউট।আর সুন্দর। আমার কাছে ছবি আছে দেখবে??”
সাফা হুট করেই নিভ্রকে দেখতে ইচ্ছে করছে তাই বললো,
—” দেখাও।”
তুলি লাফিয়ে নিজের বিছানার পাশের টেবিল থেকে নিভ্রর ছবি নিয়ে আসে।সাফার হাতে দেয়।আকাশি শার্ট পড়ে নিভ্র গাছের গুটির উপড় পা ভাঁজ করে বসে আছে।সত্যি মারাত্মক তার এটেটিউড। সাফা গভীর ভাবে তা দেখে।চোখ ভিঁজে আসে তার।সব সময় দেখে তবুও ভালো লাগে দেখতে।যত দেখে মন ভরে না টাইপের অবস্থা। তুলি টেনে ছবি নিয়ে নেয়।সাফা প্রশ্ন করে,
—” কোথায় পেলে ছবিটা??”
তুলি ছবি দেখতে দেখতেই বলে,
—” রোমিজের মামার রুমে।মামা বলেছে এনার নাম নিভ্রনীল। আর রোমিজ এটার বদলে আমাকে বলেছে লাভ লেটার দিতে।তাই দিলাম।আর ও আমাকে এই ছবি দিলো।”
সাফা হেঁসে দেয়।তুলি অবাক হয়ে সে হাসি দেখে।সাফাকে এই একমাসে কখনোই হাঁসতে দেখেনি সে।কত সুন্দর লাগে হাসলে।কথাটা ভেবেই তুলির মুখ হালকা হা হয়ে যায়।সাফা আগ্রহের সাথে বলে,
—” ওকে বলে দিও ওর লাভ লেটার আমি নিয়েছি ।সাথে এই চকলেটও দিও।তবে ওর মামা কে??মানে উনার নাম কি??”
তুলি অনেক্ষন চিন্তা করে।তারপর বলে,
—” স দিয়ে। স দিয়ে সিফাত।উনার নাম সিফাত।”
সাফা প্রথমে সাধারন মনে করে আবার পড়ায় মন দিতে বলে।হুট করেই তার মাথায় আসে সিফাত তার বাবার ক্লাইন্ড না??সাফা হুরমুড়িয়ে উঠে দাঁড়ায়। পাইচারি করতে করতে ভাবে লোকটা নিভ্রকে চিনি। মানে নিভ্রর সাথে তার পরিচায় আছে আর না থাকলেও নিভ্র তার প্রিয় কেউ হবে তা না হলে ছবি কেনো রাখবে??সাফা অবাক হয়ে সব মিলাতে থাকে।তাদের বাসার সেই সিফাত যদি হয় তাহলে কি হবে??নিভ্র তো যেনে যাবে সে কোথায় থাকে??যদি আসে??সাফা হাঁসফাঁস করে।ঘাম হচ্ছে তার কপালে।লোকটা কি সেজন্যই তাদের বাসায় এসে এভাবে তাকিয়ে ছিলো??সাফার মাথা ভার হয়ে আসছে।সত্য যদি নিভ্র তার সামনে হয় কি জবাব দিবে সে??সাফার বুক কাঁপে ভয়ংকর মাত্রায়।সব এলোমেলো লাগছে তার।সাথে ভয়।ভয় নামক বস্তু তাকে গ্রাস করছে।নিভ্রকে তো সে ধোকা দিয়েছে বিয়ে করবে বলে পালিয়ে এসেছে। নিভ্র যদি যানে সে এখানে তাহলে কি হবে??তাকে নিভ্র কি প্রশ্ন করবে??কেনো চলে এসেছে জিজ্ঞেস করলে নিভ্রকে কি বলবে??সাফা আকাশপাতাল ভাবে।বিছানায় বসে পরে।তুলি পানির বোতল এগিয়ে দেয় তার দিকে।সাফা সম্পূর্ন বোতল শেষ করে ফেলে।মাথায় হাত দিয়ে ঝুঁকে বসে থাকে সে।পরক্ষনেই ভাবে এক নামের হাজারো মানুষ হয়।এটাও তেমনই কিছু হবে।সাফা তবুও নিজেকে সামলাতে পারে না।চিন্তা তার মাথা চেপে আছে।
__________________________
সাফাকে ফিড়ে পাবে ভেবেই চৌধুরী বাড়ি খুশিতে রমরম হয়েগেছে। সবার মাঝেই এক অদৃশ্য আনন্দ কাজ করছে।সবাই সাফাকে আনতে যাবে।সেই আনন্দ মেতে আছে বাড়িময়।কিন্তু রাফা খুব চিন্তায় আছে।সাফা কেনো গেছে তা যদি তার ধারনার সাথে মিলে তবে কি হবে সেটাই ভেবে পাচ্ছে না সে??অন্যদিকে অভ্র অধীক টেনশনে আছে।কেনো যে নিভ্রর সাথে গেলো না।নিভ্রর চিন্তায় তার কিছুই ভালো লাগছে না।না জানি নিভ্র কিভাবে আছে।সে বাদে কেউ তো তাকে সামলাতে পারে না।যদি সাফাকে এবার না পায়?? কথাটা ভেবেই তার বুক কেঁপে উঠে।তার ভাই প্রচন্ড দূর্বল হার্টের রোগী এখন যদি উল্টাপাল্টা কিছু হয় ভয়ংকর কিছু ঘটে যেতে পারে।মনের মাঝে তার ভয়েরা হানা দিচ্ছে। তার ভাইয়ের কিছু যাতে না হয়।আর আল্লাহ যাতে এই যাত্রায় সাফাকে ফিড়িয়ে দেয় সেটাই দোয়া করছে অভ্র।কিছুক্ষণ পর পর আরিফকে কল করে নিভ্রর খবর নিচ্ছে সে।ভয় লাগছে তার।
_____________________
নিভ্র কক্সবাজারের মাটিতে পা রাখতেই কেঁপে উঠে।মনের মাঝের সব আবেগ অনুভুতি যানান দেয় সে এখানে।প্রকৃতির মাতাল হাওয়া নিভ্রকে মাতাল না করলেও প্রান খুঁজে পাওয়ার সন্ধানে নিভ্র সেই হাওয়া গায়ে মাখায়।নিভ্র আরিফকে প্রশ্ন করে,
—” সাফা এত দিনে বড় হয়েগেছে না আরিফ??”
আরিফ হা করে নিভ্রর দিকে তাকিয়ে বলে,
—” দুইবছরের বেশি সময় স্যার।এতদিনে বড় হবে এটাই স্বাভাবিক না??”
নিভ্র দীর্ঘশ্বাস ফেলে বলে,
—” কত গুলো সময় আমাদের জীবন থেকে হারিয়ে গেছে আরিফ।শুধু দুইবছর না দুইবছর, পাঁচ মাস, তিন দিন,পাচঁ ঘন্টা, পঁচিশ মিনিট,চার সেকেন্ড পেরিয়ে পাচঁ হয়েছে।”
আরিফ শুধু তাকিয়ে আছে।সে আর অবাক হতে পারছে না।নিভ্র যে প্রতি সেকেন্ড কিভাবে পার করে এটা তাদের চাইতে ভালো কে আর যানবে। সাফাকে পেলেই সে চুল টেনে নিভ্রর সাথে বেধে দিবে।সাফার চুল সে দেখেছে বিশাল চুল।এই চুল দিয়েই নিভ্রর সাথে তাকে বেধে দিবে বলে ঠিক করেছে আরিফ।মনে মনে আরিফ সাফাকে অনেক বকে।কিন্তু সামনে বোকতে পারে না।সামনে কিছু বললেই নিভ্র তার গালে ঠাটিয়ে কয়েকটা বসিয়ে দিবে।যা ভয়ংকর ব্যাপার হবে।তার চেয়ে সে চুপ থাকা ভালো মনে করে।
নিভ্র সারা রাস্তা এটাই চিন্তা করতে করতে এসেছে সাফার থেকে কিভাবে প্রতিশোধ নিবে।কিভাবে শাস্তি দিবে।কি কি প্রশ্ন করবে।সব ভেবে নিয়েছে সে।সাফাকে ছাড়বে না।আবার ভাবে ছাড়ার তো প্রশ্নই আসে না।বেঁধে রাখবে।নিভ্রর খুশি দেখে কে??আরিফ তো শুধু তাকিয়েই আছে।এত খুশি নিভ্রকে অনেক আগে দেখেছে তারপরে সাফা হারিয়ে যাওয়ার পরে তো আর এত খুশি দেখেই নি।আরিফের কি হলো কে জানে।হুট করে প্রশ্ন করে,
—” স্যার সাফা যদি বিবাহিত হয়??না মানে যদি এত দিনে ওর বিয়ে বা বাচ্চা হয় তখন কি হবে??”
নিভ্রর বুক ধড়াস করে উঠে।ভয়াত্নক চোখে আরিফের দিকে তাকায়।নিভ্রর সব হাসি বিলিন হয়।আরিফ নিজের মাথায় নিজে বাড়ি মারে।কেনো যে বলতে গেলো??আহাম্মক তাকে নীলা এমনে এমনে বলে না।আসলেই সে একটা আহাম্মক। নিভ্র চোখ বড় করে তাকিয়ে থাকে বাহিরের দিকে।ভয়ে তার আত্ন শুকিয়ে গেছে।এতটা ভয় তো আগে লাগে নাই।কিন্তু এখন সাফাকে পেয়েও সে হারাবে??ভেবেই নিভ্রর সব শক্তি ক্লান্তিতে রূপ নেয়।নিভ্রর মনে হচ্ছে সে সত্য আর বাচবে না।বুকের ব্যাথা প্রবল হারে বাড়ে।আরিফ উত্তেজিত হয়ে বলে,
—” না ও তো হতে পারে স্যার।বিবাহিত হলে ওই লোক আপনাকে জানাতো না??”
নিভ্র কাঁপছে।ভয়, হারানোর ভয় তাকে আবার আক্রমণ করেছে।এক জীবনে সে সাফার সাথে আর কাউকে সজ্য করতে পারবে না।কাউকেই না।আরিফ নিভ্রর হাত ধরে বলে,
—” শান্ত হন স্যার।এমনটা হবে না ইনশাআল্লাহ্।
—” এটা হলে আমি কি নিয়ে বাচবো আরিফ??”
আরিফের প্রচন্ড খারাপ লাগছে।নিভ্র এমনেই খুব দূর্বল তার উপড় এমন আজেবাজে কথা সে নিজেই বলছে।অভ্র অনেক করে নিশেষ করেছে যাতে এমন কোনো কথা না বলে যেগুলো নিভ্রকে কষ্ট দেয়।নিভ্র অনেক অসুস্থ। এটা তার মাথায় রাখা উঁচিত ছিলো।কিন্ত সে……
চারতলা বিশিষ্ট বাড়ির নিচে দাঁড়িয়ে নিভ্র আর আরিফ।উত্তেজনা,ভয়,অদ্ভুত অনুভুতিতে নিভ্র জমে গেছে।আরিফর মাঝেও এক অদ্ভুত অনুভুতি হচ্ছে। নিভ্রর বুকের ব্যথা আরো বেড়েছে।আজ সারা দিন সে ঔষুধ খায় নি।শ্বাস নিতেও কষ্ট হচ্ছে তার। সব মিলিয়ে দম বন্ধ অবস্থা।নিভ্র থামা থামা গলায় দারোয়ানকে বললো,
—” সাফারানীর বাসা কথায়??”
দারোয়ান মোটা সোটা গোল গাল মানুষ।পেটের বেল্ট উপড়ে টানতে টানতে বলে,
—” কেডা আপনে??”
—” যাকে খুঁজা হচ্ছে তার কথা বলেন না।আমরা কে যেনে কি করবেন??”আরিফ বিরক্তির সাথে বলে উঠে।
দারোয়ান ভারী অবাক হওয়া গলায় পান চিবাতে চিবাতে বলে,
—” পরিচায় না দিলে কমু কা??পরিচায় তো চোরও হইতে ফারে।পরে দেখা যাইবো চোর ডুইকা গেছে।সবাই তহন আমার চাকরি খাইবো।এডা কি জানেন আপনে??”
আরিফ কথা বাড়ায় না।তার নিভ্রকে নিয়ে টেনশন হচ্ছে তাই টাকা দিতে চায়।দারোয়ান রেগে মেগে বলে,
—” আল্লাহ আমারে টেকা দেখান হুম??আমি এসব নি না।টেকা দিয়া সবাইরে কিতে পারলেও এই মুজিবরে পারবেন না সাহেব।সত্য কথা কন তো কি চান??”
নিভ্র এতসময় পিছনে দাঁড়িয়ে ছিলো সামনে এগিয়ে এসে বললো,
—” সাফাকে চাই। শুনতে পাচ্ছেন না সাফাকে।ভিতরে ডুকতে দেন তা না হলে আমার চাইতে খারাপ কেউ হবে না।”
মুজিব নিভ্রর সবুজ চোখ লাল লাল হতে দেখেই ভয় পায়।কিন্তু হুট করেই চিন্তে পারা ভঙ্গিতে বললো,
—” আরে ডাক্তার আপনে??নিভ্র সাহেব যে??”
নিভ্র অবাক হয়।মুজিব এগিয়ে এসে বলে,
—” আমার মায়ের হাডের অপারেশন করছেন আপনে আমার মনে আছে।টেকা ছিলো না।আপনি টেকা ছাড়াই করছেন।নিজে টেকা দিয়া।মনে নাই??”
নিভ্র কিছুক্ষণ চিন্তা করে।কিন্তু তার মনে পড়ে না।এমন অনেকেই সে চিকিৎসা দিয়েছে বিনা টাকায়।এখন এনি কে তা তার মাথায় আসছে না।নিভ্র বিনোয়ের সুরে বলে,
—” চিনতে পারলে তো ভালোই। আমি চোর না বুঝতে পেরেছেন সো প্লিজজ সাফাকে ডাকেন ওকে দেখবো।কত দিন, বছর, ঘন্টা আমি ওকে দেখি না।ভাই প্লিজজ আমার এই উপকার করেন। সাফাকে ডাকেন।”
আরিফ বাকরুদ্দ। এই প্রথম নিভ্র এতটা বিনোয়ের সাথে কাউকে রিকুয়েস্ট করছে।এটা তো তার নীতি বিরোধি।তাও সে করছে সব ভালোবাসার জন্য।এতটা কষ্ট বিরহে??সে মনে মনে দোয়া করে নীলা যাতে তার কাছ থেকে কখনোই না যায়।এত বিরহ সজ্য করার মত না।নিভ্রকে দেখেই তার কলিজা ছিঁড়ে যাচ্ছে তার না জানি কি অবস্থা। আরিফ দীর্ঘশ্বাস নেয়।দারোয়ান তাড়াতাড়ি ভিতরে গিয়ে খাতা চেক করে আসে।নিভ্রর বুকের ব্যাথা আরো বাড়ে।কষ্টে দম খিঁচে দাঁড়িয়ে আছে সে।একটা নজর সাফাকে দেখবে বলে।সাফাকে দেখে সে মরতেও রাজি।তবুও একবার দেখবে।
দারোয়ান হতাশ মুখে এসে দাঁড়িয়ে বললো,
—” স্যার এই নামের কেহ নাই এডে।”
নিভ্রর দম আঁটকে আসে।তাহলে কি সেই লোক ভুল ঠিকানা দিয়েছে।সাফা কি তাহলে নেই এখানে??কখনোই পাবে না তাকে??এক নজর দেখাও হবে না??আরিফ দ্রুত নিভ্রকে ধরে।নিভ্র বুকে হাত দিয়ে আছে।দাঁত খিঁচে আছে।আরিফ দ্রুত গাড়ি ঘুড়াতে বলে।নিভ্রকে পাশের একটা হসপিটালে দ্রুত নিয়ে যায়।নিভ্র সম্পূর্ন কথাটাও শুনতে পারলো না তার আগেই এমন একটা ঘটনা হয়েগেছে। আরিফ অভ্রদের সবাইকে সেই হসপিটালে ঠিকানা দিয়ে দেয়।নিভ্রকে হসপিটালে জরুরী বিভাগে রাখা হয়।
সবাই মুখ কালো করে বসে আছে।কান্নার আর কিছু নেই।কষ্টগুলো আর কান্না হয়ে আসে না তাদের চোখে।এতটা কষ্ট তারা আর নিতে পারছে না।এতটা কষ্ট কিভাবে হয় তাও তারা বুঝতে পারছে না।অভ্র গ্লাসের দিকে তাকিয়ে আছে।নিভ্র আজ একদিন সেন্সলেস। ডাক্তার বলেছে অতিরিক্ত চাপ নিতে না পারায় নিভ্রর হার্ট অ্যাট হওয়ার সম্ভাবনা ছিলো।কিন্তু ঠিক সময়ে নিয়ে আসায় সে যাত্রায় বেঁচেগেছে।কিন্তু এবার একটা ছোট আঘাতেও নিভ্রর হার্টঅ্যাক হবে এটা তারা নিশ্চিত। নিভ্রর অলরেডি একটা ছোট অ্যাটাক হয়েছে একদিকে অ্যাট ধরা হয় না আবার ধরাও হয়।কিন্তু এভাবে যদি আরো ছোট অ্যাটা হয় তবে নিভ্রর বড় অ্যাট যে কোনো সময় হতে পারে।পরিবারের সবাই হতাশ, নিরাশ হয়ে বসে আছে হসপিটালের করিডরে। কি করবে তারা কিছুই বুঝতে পারছে না।নিভ্রর সেন্স ফিড়লেই সে সাফাকে খুঁজবে। তখন কি করবে বা বলবে তাই ভেবে পাচ্ছে না তারা।
পাঁচটা ছুঁই ছুঁই।বাহিরে ঝুম বৃষ্টি। থেমে থেমে বৃষ্টি হচ্ছে। নিভ্রর মাত্র সেন্স ফিরেছে।উঠে বসে চারদিকে তাকিয়ে নিভ্র তার পায়ের কাছে মাথা দিয়ে অভ্রকে শুয়ে থাকতে দেখে।সোফায় আরিফ আর তার বাবা সাখাওত বসে বসে ঝিমিয়ে ঝিমিয়ে ঘুমচ্ছে। নিভ্র নিজের দিকে একবার তাকায়।আজ কয় দিন পড়ে তার সেন্স ফিরেছে সে জানে না।গায়ের নীল রং এর হসপিটালের জামা।হঠাৎ করেই নিভ্রর কিছু মনে পড়ে।দ্রুত নিজের সেলাইন, রক্তের নল সব খুলে নিভ্র বিছানা ছেড়ে উঠে পড়ে।অভ্রর পাশ থেকে গাড়ির চাবি নিয়ে সে সাবধানে রুম ত্যাগ করে।পায়ে জুতাটাও পরেনি সে।হসপিটালের বাহিরে এসে সাইনবোর্ড দেখেই একটা সস্তির শ্বাস নেয়।মানে সে কক্সবাজারেই আছে।নিভ্র গাড়ি খুজে নিজেই ড্রাইভ করে সাফার বাড়ির সামনে এসে থামে।বৃষ্টিতে নিভ্র ভিঁজে গেছে।ভিঁজা পায়ে হেঁটে দারোয়ানের কাছে যায় সে।দারোয়ান মহা অবাক।হা করে কিছুক্ষণ নিভ্রকে দেখে সে।নিভ্র ভণিতা না করে প্রশ্ন করে,
—” সাফ্রিনার বাসা এখানে কিনা চেক করো??ফার্স্ট।
দারোয়ান তাকিয়েই আছে।যা দেখে নিভ্র ধমকের সুরে বলে,
—” কি প্রশ্ন করেছি??তার জবাব দেও?”
দারোয়ান দ্রুত খাতা খুলে।ঘন্টা খানেক আগেই সাফ্রিনা বের হয়েছে এটাই খাতায় উল্লেখ আছে।নিভ্রর দিকে কাপাঁ হাতে খাতা এগিয়ে দিতেই সে সব গুলো পেইজ উল্টেপাল্টে দেখে।সারিক,ঝুমা এই নাম গুলো দেখেই নিভ্র হেঁসে ফেলে।শব্দ করেই বলে,
—” অনেক হয়েছে লুকুচুরি। এবার সামনা সামনি খেলা হবে।খুব খেলার সখ না। এবার দেখো নিভ্রনীল কি সাফারানী।এবার কোথায় যাবে?”
দারোয়ান কিছুই বুঝলো না।নিভ্র গেটের বাইরে গাড়ির উপড় উঠে বসে।ভালোবাসার সব পরীক্ষা সে দিয়েছে।এবার রেজাল্টের পালা।দারোয়ান কয়েক বার ভিতরে বসতে বলেছে কিন্তু নিভ্র যায় নি।সে অপেক্ষায় আছে সাফার।অনেক অপেক্ষা করেছে আর না।এবার সরাসরি কথা হবে।চোখের দিকে তাকিয়ে কথা হবে।সামনাসামনি কথা হবে।নিভ্র প্রচন্ড রেগে আছে।কারন এই ভাবে এই নাম ইউজ করার মানে হচ্ছে সাফা লুকিয়ে থাকতে চায়।এটা কেনো??সেটা নিভ্র সরাসরি প্রশ্ন করবে।এত কষ্ট কি তার প্রাপ্য ছিলো?? এতটা কষ্ট কেনো দিলো??নিভ্র কথাগুলো ভাবলেও তার মন সাফাকে একনজর দেখার জন্য মরিয়া হয়ে আছে।আজ সে খুব স্ট্রং হয়ে আছে।সাফাকে সে শাস্তি দিবে।
_______________________
সাফা ভিঁজে চুপচুপ হয়ে রাস্তা দিয়ে আসছে।আজ ছাতা নেয়নি।এটা যে কত বড় ভুল তা সে হারে হারে বুঝে গেছে।গায়ের জামা হেজাব সব ভিঁজে গেছে।সাফা ব্যাগ কাধে পানি ঝাড়ঁতে ঝাড়ঁতে নিজে নিজে বকবক করতে করতে আসছে।চোখ তার নিচের দিকে।জুতাটাও কাঁদায় পা দিতে গিয়ে ছিঁড়ে গেছে।হাঁটতে অনেক কষ্ট হচ্ছে। সাফা এখনো বকবক করছে আর নিচের দিকে তাকিয়ে হাঁটছে। দমকা হাওয়া বয়ে যায় হঠাৎ করেই।সাফার জামা হেজাব হঠাৎই উড়তে লাগে।সাফা এক হাতে জামা আর এক হাতে হেজাবের একটা অংশ ধরে গেটের সামনে এগিয়ে আসতেই থমকে দাড়ায়।খুব চেনা।খুব কাছের একটা ঘ্রাণ নাকে এসে বাড়ি খাচ্ছে। সাফা ঘুড়ে তাকায়।নিভ্র মাত্র মাথা উঁচু করে পাশে তাকায়।সাফা স্তব্ধ। দম বন্ধ হয়ে গেছে মুহূর্তেই।এটা কি?? নিভ্র এখানে??নিভ্র নিজেও স্তব্ধ। চারিপাশের বাতাস হঠাৎ ঠান্ডা হয়েগেছে। বৃষ্টি থেমে গেছে।নিভ্র একদৃষ্টিতে তাকিয়েই সাফার সামনে এসে দাঁড়ায়। নিভ্রর দম বন্ধ।কথা বন্ধ।চোখ স্থির।এই কি সে??যাকে মরিয়া হয়ে পাগলের মত খুঁজেছে??নাকি স্বপ্ন??প্রতিবারের মত এবারো কি ধোকা দিয়ে ছেঁড়ে যাবে???সাফার চোখ বড় বড় হয়ে যায়।হাতের মুঠো খুলে যায়।সারা শরীর কম্পিত হয়।নিভ্র আর একটু এগিয়ে আসে।অস্পষ্ট স্বরে বলে,
—” সাফা!!!!”
#চলবে________________

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *