অদ্ভুত ভালোবাসা

অদ্ভুত ভালোবাসা ! পর্ব- ১৪

গল্প বিলাসী ( Nishe)

সেদিন থেকে খুজে চলছে নিশিককে কিন্তু কোথাও পায়নি আজও
খুঁজে চলছে কিন্তু হতাশা ছাড়া আর কিছুই
তার ভাগ্যে মেলেনি

অন্যদিকে নিশি রাজশাহী তে গিয়ে আর ফিরে আসতে চায়না
সব ভূলে থাকার জন্য রাজশাহীতেই থেকে যায়

সেখানে আন্টির পরিচিতো এক ভাইয়ের অফিসে পি এ পদে চাকরী
খুঁজে নিলো

শুধুমাএ সবার স্মৃতি গুলো ভূলে থাকার জন্য। নীলের সাথে সম্পর্কটা
বেশি সময়ের না হলেই এই ক্ষুদ্র সময়ে খুব ভালোবেসে
ফেলেছিলো তাকে

একটু একা হলেই যে স্মৃতি গুলো তাকে তাড়া করে বেড়ায়

নিজের চাইতেও বেশি ভালোবেসে ফেলেছিলো নীলকে
আর তার বিনিময়ে নীল তাকে এক বুক হতাশা।
নির্ঘুম রাত উপহার দিলো।

কেমন আছে নীল? হয়তো অদিতিকে নিয়ে সুখেই আছে

হয়তো ভূলে গেছে নিশি নামের কেউ একসময় তার জীবনে
ছিলো আর আমি হাজার চেষ্টা করেও নীলকে ভূলতে পারছিনা

দেখতে দেখতে কেটে গেলো একটা বছর

দুজনেই নির্ঘুম কর রাত কাটিয়েছে তার হিসেব নেই।
নীল ক্লান্ত নিশিকে খুঁজতে খুঁজতে আর নিশি ক্লান্ত নীলের দেয়া
ভালোবাসার প্রতিটা মুহুর্ত ভূলতে

একদিন বিকেল বেলা

নিশি! নিশি!

জ্বি আন্টি বলো।

কোথায় তুই? আমি তোকে খুজছি।

এইতো বলো।

চলনা আজ চলে যাই আমরা

কিন্তু আন্টি বিয়ে তো পরশু দিন আমরা কাল যাই?
আর আজ অফিস করে ছুটি নিয়ে আসবো কেমন?

তাহলে আজ বিকালে যাই?

আজই যেতে হবে?

হুম। প্লিজ না করিস না?

ওকে যাবো। এবার তো খুশি?

হুম খুব খুশি


একটু হেসে আন্টিকে জড়িয়ে ধরলাম ( এই আন্টিরর সাথে যদি ঐদিন
দেখা না হতো আজ আমার কি হতো? কোথায় থাকতাম আমি? কি করে
বাঁচতাম মনে হতেই চোখ দিয়ে পানি ঝরতে শুরু করলো)

আচ্ছা দেখি
এই তুই কাঁদছিস কেনো?

কই নাতো। আচ্ছা আমি যাচ্ছি আন্টি দেরি হয়ে যাচ্ছে বলেই চলে এলাম

অফিসে

আগে গিয়ে স্যারের সাথে দেখা করে কেভিনে এসে বসলাম

আমার তেমন কাজ নেই আজ আমি আগেই শেষ করে রেখেছি
তারপরও কম্পিউটারে মেইল গুলো চেক করছিলাম তখনি কল এলো

হ্যালো নিশি স্পিকিং

ইয়াহ স্যার। আই এম কামিং

মে আই কাম ইন স্যার?

ইয়েস কামিং

আপা ফোন করেছিলো তুমি এখন আসতে পারো আর নিজের মতো
ছুটি কাটাতে পারো

থ্যাংকস স্যার

যাক বাবা এখন আবার বৃষ্টি এলো কোথা থেকে ছাতাটাও নেই

অনেকক্ষন যাবৎ অপেক্ষা করছি বৃষ্টি থামার কোনো নাম ই নেই কি
করবো এখন? আন্টি ও যে অপেক্ষা করবে

এতোদূর তো হেটেও যাওয়া যাবেনা কি করবো কিছুই মাথায় আসছে না

অবশেষে ভিজেই বের হয়ে গেলাম

আরে পুরাই ভিজে যাচ্ছিলাম
থাক আন্টিরর জন্য এইটুকু করতেই পারি তা বেশি কিছু না।।

আহ বৃষ্টি নামার আর সময় পেলনা আর সিয়াম টাও বিয়ে করার সময় পেলোনা
এই বৃষ্টিরর দিনে তাও আবার রাজশাহীতে

বেস্ট ফ্রেন্ড তাই না এসেও পারলাম না

সামনে তাকাতে দেখি একটা মেয়ে হাত নেড়ে গাড়ি থামাতে বলছে

আমাকে একটু লিফট দিবেন প্লিজ সামনের গলিতেই নেমে যাবো

না তাকিয়েই বললাম ওঠে পরুন

আমি এইখানেই নামব
নেমেই ওনাকে থ্যাংকস বলার জন্য সামনের দিকে গেলাম।
থ্যাংকস বলার পর লোকটির দিকে তাকালাম

তাকিয়ে যা দেখলাম তাতে মনেহলো আমার পৃথিবীটা একদিকে আর
আমি একদিকে হয়ে গেছি

এই আমি কাকে দেখছি নীল!
কিভাবে সম্ভব?
নীল আমার দিকে তাকানোর আগেই চলে আসলাম

মেয়েটা থ্যাংকস বলেই চলে গেলো কিন্তু ভয়েসটা খুব পরিচিতো
মনে হলো তাকাতেই দেখি নেই মেয়েটি

তারপর চলে গেলাম সিয়ামের বাসায়।

বিকেলবেলা

রিমি : কিরে এতোক্ষনে তোর সময় হলো?

সরি আপু একটু দেরি হয়ে গেছে

আচ্ছা চল আগে ফ্রেশ হয়ে নিবি তারপর একটু বের হবো তোকে
নিয়ে কেমন? তোর ভাইয়ার সাথে একটু কাজ আছে

ভাইয়ার সাথে কাজ আমি গিয়ে কি করবো বলতো?
আমার বাবা কাবাব মে হাড্ডি হওয়ার কোনো ইচ্ছা নাই

খুব পেকে গেছিস তাই না?

হি হি হি
(এই হচ্ছে রিমি আপু যার বিয়েতে আসার জন্য আন্টি বলেছিলো।
আন্টিরর ভাসুরের মেয়ে খুব মিশুক কিছুদিনের পরিচয়ে এতো আপন
হয়ে গেছে বলার মতো ভাষা আমার নাই)

সিয়াম : কিরে তোর হলো?

নাহ আর একটু

সালা মেয়ে হয়ে গেলি নাকি?

বের হতে হতে কি বললি আমি মেয়ে হয়ে গেছি?

এতো সময় নিয়ে গোসল করলে মেয়ে বলবো নাতো কি
বলবো

আচ্ছা দেরি করিস না প্লিজ চল রিমিরা ঐখানে অপেক্ষা করছে

আমি গিয়ে কি করবো বল তাছাড়া অনেক জার্নি করেছি একটু রেস্ট নেয়া
দরকার

আরে চলতো আমার একটা শালিকা আসবে যা সুন্দর তোর সাথে ফিক্সড
করে দিবো

আমার তো সেই আগেই ফিক্সড হয়ে আছে

নিশির সাথে?

নিশি নামটা শুনে সিয়ামের দিকে তাকালাম সেতো নিশির কথা জানার কথা না?

মানে? কোন নিশি?

আরে আমার শালিকার নাম

ওহ তাই বল। আমি কি মানুষ নাকি অন্যকিছু?

কেনো সন্ধেহ আছে তোর?

ক্ষিদা লাগছে বেটা

আরে রেষ্টুরেন্ট এ খেয়েনিবো চলতো

ইচ্ছা না থাকা সত্যেও যেতে হলো

আর কতক্ষন অপেক্ষা করবো রিমাপু আমি কিন্তু চলে যাবো

আর একটু প্লিজ

আর একটু একটু বলেতো ২ঘন্টা

জানিস তোর ভাইয়ার একটা বন্ধু ও আসছে

তো? আমি কি ওনাকে মাথায় নিয়ে নাচবো?

করতেই পারিস নো প্রবলেম? আমি সেটেল করে দিবো

রিমাপু এবার কিন্তু আমি সত্যি রেগে যাচ্চি

আচ্ছা আচ্ছা সরি বাবা আর কিচ্ছু বলছিনা

নিশি? তোর ভাইয়ার বন্ধু টানা হেব্বি দেখতে সিয়ামের আগে যদি
দেখতাম না তাকেই বলে দিতাম

ভাইয়া আপনি এই লুচু মাইয়ারে বিয়া কইরেন না এই মাইয়া আপনারে ছ্যাকা দিয়া
ব্যাকা কইরা দিবো ( শুধুই মোবাইলটা কানে দিয়ে)

ঐ তুই থামবি হ্যা?
কি বলছিস এইগুলা?
আমিতো তোর জন্য বলছিলাম
(একদম নরম সুরে)

এহ আমার জন্য।

সত্যি বলছি নিশি নীল অনেক হ্যান্ডসাম ছেলে।
একবার দেখলে আমি সিয়র প্রেমে পরে যাবি

নামটা শুনেই শরীরটা কেমন যেনো কেঁপে ওঠলো

রিমাপু নীলটা কে?

সিয়ামের ফ্রেন্ড

ওহ
প্রেম ( একটা তাচ্ছিল্য হাসি দিয়ে)

কি ব্যাপার আমি কি চলে যাবো আর কতক্ষন থাকবো?

এইতো চলে আসছি জান

ওইতো ভাইয়া
পাশের মানুষের দিকে তাকাতেই চোখজোড়া কপালে ওঠে গেলো

হ্যা এই সেই নীল যার ভালোবাসায় একসময় নিশি মোহিতো ছিলো

আমাকে যেভাবেই হোক এইখান থেকে সরে যেতে হবে
নীলের সাথে কিছুতেই দেখা করা যাবেনা

রিমাপু তোমরা কথা বলো আমি আসছি বলেই যেতে নিলাম

এই নিশি কোথায় যাচ্ছো?

( আল্লাহ মাটি ফাক করে দাও ঢুকে যাই)
এইতো ভাইয়া এইখানে একটু কাজ আছে বলেই চলে যাচ্ছিলাম

আরে কাজ পরে চলো আগে
আমরা একজায়গায় যাবো আজকে

ও মাই গড! নাহ কিছুতেই যাওয়া আমার পক্ষে সম্ভব না

ভাইয়া আপনারা যান আমি গিয়ে কি করবো বলেন আমি বরং বাসায় যাই আমার
অনেক কাজ আছে

আরে সিয়াম এতো বলার কি আছে? যে যেতে চায়না তাকে জোড়
করছিস কেনো?
তোরা থাক আমি গেলাম

আরে কোথায় যাচ্ছিস? আর কি বলছিস নীল? আমার একমাত্র শালিকা বলে
কথা আমার সাথেতো যেতেই হবে
এই রিমি তুমি নিশিকে নিয়ে গাড়িতে বসো আমি আসছি

এহ কি ভাব যেনো নাইকা বলেই গিয়ে গাড়িতে বসলাম

ছোটবেলা থেকে আমার ড্রাইভিং করতে খুব ভালোলাগে তাই আমিই
ড্রাইভিং করছি আর নিশি নামের মেয়েটা আমার পাশেই বসেছে সিয়াম আর
রিমি পিছনে

এখন পর্যন্ত তাকিয়ে ও দেখার প্রয়োজন মনে করে তাকিয়ে
দেখেনি নীল আর দেখবেই বা কেনো তার এই মনের রাজত্বে
তো শুধু একজনের বসবাস

নিশি কোথায় হারিয়ে গেলে তুমি তোমাকে কি আমি আর কখনো
খুজে পাবোনা ভাবছে আর ড্রাইভিং করছে নীল

What The hell
ভালো করে ড্রাইভিং করতে পারেন না আবার আসছেন ড্রাইভ করতে
চেঁচিয়ে বলে ওঠলো

ভাবনার জগতে এতোটাই বিভোর হয়ে গিয়েছিলো নীল সে যে
ড্রাইভ করেছিলো তাই ভূলে গেছিলো একটুর জন্য বেচে গেছে

নিশির চিল্লানো শুনে নীল তাকালো

এই আমি কাকে দেখছি
নিশি! আমার সাথে বসা
আমি কি স্বপ্নে দেখছি নাকি?
নাহ চোখ মুছে আবার তাকালাম
নিশিইতো

যদি তখন আমার কথা শুনে সত্যিই চলে যেতো আমিতো আমার নিশিকে
কিছুতেই এখন পেতাম না থ্যাংকস গড

কোনো কথা না বলে ড্রাইভ এ মনযোগী হলাম

এতো খুঁজে তোমাকে পাইনি
আর আজ
এতো পাশে থাকার পরও আমি তোমাকে বুঝতে পারিনি অনুভব করতে
পারিনি

সিয়ামের নির্ধারিত জায়গায় আসার পর গাড়ি থেকে নামলাম

আমি বার বার নিশির দিকে তাকাচ্ছি।
কিন্তু নিশি একবারো আমার দিকে তাকিয়ে দেখলো না নিশি কি আমাকে
চিনতে পারেনি?

এমন ওতো হতে পারে চিনেও অচেনার ভাব ধরেছে

সিয়াম আর রিমি কথা বলছে নিশিকে একটু সাইডে দাড়িয়ে
থাকতে দেখে আমি গিয়ে পাশে দাঁড়ালাম

কেমন আছো নিশি?

মৃদু হাসি দিয়ে বললাম হ্যা ভালো আছি আপনি?

হুম ভালো

তারপর দুজনেই চুপ

খুব অভিমান করে আছো আমার উপর তাইনা?

সরি? আমাকে বলছেন?

হ্যা তোমাকেই আমি খুব সরি নিশি আমি কিছুই জানতাম না

আপনার ওপর অভিমান?
কোন অধিকারে? কে হন আপনি আমার?

আপন মানুষের উপর অভিমান করা যায় অন্য কারোর প্রতি নয়

আমি জানি নিশি আমি তোমাকে কি পরিমান কষ্ট দিয়েছি আমি খুব খুব সরি

মি, নীল চৌধুরী
কষ্টটা যখন আকাশ পরিমান সরিটা তখন বড্ড বেমানান বলেই গিয়ে গাড়িতে
বসে পরলাম

নিশি আমার কথাটা একটু শুনো প্লিজ

continue…..
.বিঃ দ্রঃ নিচে Next >> ক্লিক করলে পরবর্তী পর্ব পাবেন..!

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *